নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বালিকাদের বলছি ঐসব ভাড়াকরা ফ্ল্যাটে প্রেম থাকেনা, থাকে কেবলই রিপুর তাড়না, অল্প বয়সে তুমি তাকে কেন প্রেম ভেবে বলি হও!!
২। নারীলোভী ধনকুবেরদের অর্থ অপচয়ের নেশা; ভয়ংকর। সৌন্দর্যের বিনিময়ে অর্থ এবং অর্থের বিনিময়ে সৌন্দর্য ভোগের যে চর্চা; দুটোই মূলত বেশ্যাবৃত্তি।
৩। মুনিয়ার হত্যার বিচারের জন্য কোন নারী সংগঠনের প্রতিবাদ দেখলাম না।
৪। অতীতে মানুষ মিথ্যা বলতো আর মিডিয়া তা খুঁজে বের করতো আর এখন মিডিয়া মিথ্যা বলে মানুষ তা খুঁজে বের করে।
৫। এতিম মেয়েটিকে সুস্থ চিন্তা-নিরাপত্তা দিতে পারিনি, ধনকুবেরের কব্জায় তার শরীর-প্রাণ, মুনিয়ার মৃত্যুর দায় আমার-আপনার-রাষ্ট্রের।
৬। রতন টাটা কোভিড নিয়ন্ত্রণে ভারত সরকারকে ১৫০০ কোটি রুপি দান করেছেন। বাংলাদেশে এ শিল্পপতিরা কি কি করেছেন?
৭। বালিকাদের বলছি ঐসব ভাড়াকরা ফ্ল্যাটে প্রেম থাকেনা, থাকে কেবলই রিপুর তাড়না, অল্প বয়সে তুমি তাকে কেন প্রেম ভেবে বলি হও!!
৮। টাকা, সম্পদ, ক্ষমতা আর রাজনৈতিক আধিপত্য, কোন কিছুই সে দিন কাজে আসবে না।
৯। একটি ফুটফুটে মুনিয়া পাখি এক শরীরখেকো বাবুই পাখির শিকার হয়ে নিঃশেষ হয়েছে। প্রকৃতির সৃষ্টিতে সব পুরুষ বাবুই পাখিরাই স্বার্থান্বেষী। পুরুষ বাবুই পাখি করে কি, একটি বাসার অর্ধেক তৈরি করে একটি নারী বাবুই পাখির নজর কাড়ে। তারপর দুইয়ে মিলে অবশিষ্ট বাসাটির নির্মাণ কাজ শেষ করে।
১০। গত ১০ বছরে প্রত্যেক ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশের মাটিতে পা দিয়া আগে বসুন্ধরার মালিকের ঘরে গিয়ে পা ধইরা আশীর্বাদ নিয়া আসছে। আশীর্বাদ নিয়াছে বসুন্ধরার পোলা আনভীরের কাছ থেকেও।
১১। প্রশ্ন হলো এর বিচার কি আদৌ হবে? পুরুষের চরিত্র তো এমনই... সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই... টাকা থাকলেই তারা মক্ষিরানী পুষে।
১২। যেদিন থেকে এদেশে ফেসবুক আমজনতার ঘরে ঘরে পৌঁছে গেছে,সেদিন থেকেই এদেশে আর গণমাধ্যম দরকার ছিলোনা!! সব ফেসবুকওয়ালা নিজেই একেকটা টিভি,তিনটা পত্রিকা আর ১০০ টা অনলাইনের সমান!!
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: ওর ফ্লাটের দোরকার কি? ঢাকা শহরের অর্ধেকই তো ওদের।
২| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৯
সোহানী বলেছেন: ১২ নাম্বারটা সুপার লাইক
২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন। ভালো থাকুন।
৩| ২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: শখ-ইচ্ছা-স্বাদ-আহলাদ সব আছে, খালি টাকা নাই।
২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: টাকা না থাকাই ভালো। টাকা থাকলে মানুষ বদলে যায়।
৪| ২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার একটু বদলাইতে খায়েস হয়!!
২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: কি করবে অতিমাত্রায় টাকা দিয়ে? দেশ বিদেশ ঘুরবেন? দান করবেন?
৫| ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: এই গুলান ৩য়-৪র্থ স্থানের কথা।
২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: পৃথিবীর বিখ্যাত ও হহানী ব্যাক্তিরা সব সময় বলেছেন, ক্ষুধার্থ থাকো, বোকা থাকো।
৬| ৩০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৪
ইসিয়াক বলেছেন: মেয়েটি দেখতে সুন্দর।
৩০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: প্রতিটা মেয়েই সুন্দর। বাঙ্গালী মেয়েরা এমনিতেই সুন্দর হয়।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা কি কোন এক লিটনের ফ্ল্যাট ছিল?