নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বড় বেকায়দায় আছি

৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৫

ছবিঃ আমার তোলা।

১। ২০২১ এর বইমেলায় 'রকমারি.কম'-এ আলো ছড়ানো এই আফগানিস্তান থেকে ট্রেনিং করা প্রশিক্ষিত জঙ্গি হেফাজতের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজাহারকে গ্রেফতার করেছে র‍্যাব। রকমারিতে যে আলো ছড়াচ্ছিল তাকে জেলখানায় নিয়ে গেছে আলো ছড়ানোর জন্য। তার পিতা ইজহারুল চৌধুরি একাত্তরে মুজাহিদ বাহিনী গড়েছিল। তারা দক্ষিণ চাটগাঁতে গণহত্যা চালিয়েছে।

২। ভাড়া বিমানে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডির স্ত্রী–সন্তান। দুবাইয়ে আছে। আর পুলিশ কাকুরা বলছে দেশের বাহিরে যেতে পারবেনা।

৩। এবার তরমুজের বাম্পার ফলন হওয়া সত্ত্বেও তরমুজ নিয়ে খুব হাউ কাউ চলছে। কারন তরমুজ বিক্রয় হচ্ছে কেজি হিসেবে। আর এ কারনে সাধারন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে খুবই জনপ্রিয় এবং নিস্পাপ এই ফলটি।

৪। টাকাওয়ালা পুরুষ কাম-সংযম করলে তাদের পিউরোপিডিয়া নামক একটি রোগ হয়। এই রোগটি এতই ভয়াবহ যে ৮০ বছর বয়সের পর তারা বৃদ্ধ হয়ে যায়।

৫। পৃথিবীতে সৃষ্টিকর্তার প্রার্থনার জন্য কোন স্থাপনা মানুষের সম্পূর্ণ সৎ উপার্জনের পয়সায় নির্মিত হয় নাই।

৬। নি‌জের মা আর বোন ছাড়া পৃ‌থিবীর যে নারীরাই বিপ‌দে পড়‌বে বা কো‌নো কার‌নে ভূক্ত‌ভোগী হবে, তাহ‌লে সবাই ধ‌রেই নি‌বে সকল দোষ ওই নারীরই হ‌বে। আর তার চ‌রিত্র নি‌য়ে কথা না বল‌লে তো পে‌টের ভাত হজমই হয় না আমা‌দের।

৭। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছেন, সমাজের বিভিন্ন উচ্চ পদে আসিন আছেন, খাবার টেবিলে রকমারি খাবারের বাহার প্রতি বেলায়, তারা ঘুণাক্ষরেও হয়ত জানেন না, আপনার টেবিলে খাবারটা প্রসেস হয়ে আসার আগে কত মানুষের পরিশ্রম জড়িত আছে এতে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ছবিটা দেখে আমার জয়পাড়া বাজারের কথা মনে পড়ে গেল।
আহা কত দিন দেখি না।
আফসোস!

৩০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: এই ছবিটা পাটূরিয়া থেকে তুলেছিলাম।

২| ৩০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১০

ইসিয়াক বলেছেন: এবার বই মেলায় কয়টি বই কিনেছেন?

৩০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: ১৭ টা বই কিনেছি।

৩| ৩০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১২

ইসিয়াক বলেছেন: আমি এখনো পর্যন্ত এ বছর আঠারোটি বই সংগ্রহ করছি। এ মাসের বাজেট শেষ। সামনের মাসে বাকীগুলো সংগ্রহ করবো।

৩০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: আমি আর্থিক সমস্যায় আছি। তা না হলে অনেইক বই কিনতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.