নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
পঁচাত্তর সালের পনের আগস্ট বঙ্গবন্ধু- কে হত্যা করা হলো।
তারপর জেনারেল জিয়া ক্ষমতায় বসলেন। সামরিক এই রাষ্টপতির নতুন নীতির ফলে বাংলাদেশের রাজনীতিতে রাজাকার, আলবদর, ব্যবসায় ক্ষেত্রে পাকিস্তানিরা আবার জাঁকিয়ে বসবার সুযোগ পেল। রাজাকারদের সুযগ করে দেওয়া জিয়ার জীবনের সবচেয়ে বড় ভুল। এই অপরাধ ক্ষমার অযোগ্য।
মাত্র ৪৩ বছর বয়সে জেনারেল জিয়া বাংলাদেশের ৭ম প্রেসিডেন্ট।
জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনে কোনো দুর্যোগ হয়নি। বন্যা, খরা, জলোচ্ছাস- কিছুই না। দ্রব্যমূল্য লাগামছাড়া হয়নি। মজার ব্যাপার হলো- নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ল। বাংলাদেশের মানুষ এই রাষ্ট্র প্রধানকে পেয়ে অনেক খুশি। আওয়ামীলীগের লকজন যেন বোবা হয়ে গেছে। তাদের কোন সারা শব্দ নেই।
সৌদি বাদশার আমন্ত্রনে জিয়া সৌদি গেলেন-
সাথে করে বাদশার জন্য পাচ'শ নিম গাছের চারা নিয়ে গেলেন। অদ্ভুত উপহার পেয়ে বাদশা তো মহা খুশি। সৌদির লোকজন এই গাছের নাম দিলো- জিয়া গাছ। এরপর জেনারেল জিয়া বেলজিয়ামের রাজা রানীকে দিলেন- দুটি হস্তিশাবক। রাজা রানি মহা খুশি। তারা কথা দিলনে, সব সময় বাংলাদেশের পাশে থাকবেন।
জিয়াউর রহমান গোলাম আযম-কে পাকিস্তান থেকে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন। ইহা তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। পাপের ফল মানুষকে ভোগ করতেই হয়। জিয়া মৃত্যুবরন করেন- জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে। জেনারেল মঞ্জুর ছিলেন একজন মেধাবী অফিসার। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য 'বীর উত্তম' খেতাব পান।
১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি জনতা বিপ্লবের পর জেনারেল জিয়া রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
জিয়াউর রহমান ১৯৭৬ সালের ৮ই মার্চ মহিলা পুলিশ গঠন করেন।
১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন।
১৯৭৮ সালের ৩রা জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন। তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, কোন রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। ধর্মকে কেন্দ্র করে কখনই রাজনীতি করা যেতে পারে না। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ।
তথ্যসুত্র-
হুমায়ুন আহমেদের 'দেয়াল' উপন্যাস।
১৬ ই মে, ২০২১ রাত ৩:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকুন। সুস্থ থাকুন।
২| ১৬ ই মে, ২০২১ রাত ৩:৪৪
কামাল১৮ বলেছেন: সেই সময় ইলিশ মাছের স্বাদ বেড়ে যায়,আল্লাহর কুদরত বোঝা মুসকিল।
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: আল্লাহর সব কিছু বুঝাই মুশকিল।
৩| ১৬ ই মে, ২০২১ ভোর ৫:০৩
সোহানী বলেছেন: দেয়াল কি পড়েছেন?
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: হ্যাঁ পড়েছি।
৪| ১৬ ই মে, ২০২১ সকাল ৮:০৩
সাইফুল ইসলাম৭১ বলেছেন: একটা লেখা মাথায় ঘুরছে , "১৯৭১-৭৫ স্বাধীনতা বিরোধী তোষণ" ভয়ে লিখতে পারছি না।
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: কোন ভয় নাই। লিখে ফেলুন।
৫| ১৬ ই মে, ২০২১ সকাল ৮:০৪
সাইফুল ইসলাম৭১ বলেছেন: সামুর লেখকদের পরিচয় কি সরকার বের করতে পারবে?
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সরকার চাইলে বের করতে পারে। এটা খুব কঠিন কিছু না।
৬| ১৬ ই মে, ২০২১ সকাল ৮:৫৬
শাহিন-৯৯ বলেছেন:
কোটি যুবকের নায়ক।
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: কোটি নির্বধ মুর্খ যুবকের নায়ক।
৭| ১৬ ই মে, ২০২১ সকাল ৮:৫৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
শেখ মুজিব থেকে শুরু করে জিয়ার শাসন পর্যন্ত এন্থনি মাসকারেনহাসের লেখা 'বাংলাদেশ এ্য লেগেসি অব ব্লাড' বইটা বেশ। পড়েছেন?
লেখক বেচারা শেখ মুজিবের ঘনিষ্ট বন্ধু হলেও স্বাধীনতা পরবর্তী ব্যাপারে সত্য বলতে দ্বিধা করেনি।
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: না পড়ি নি।
৮| ১৬ ই মে, ২০২১ সকাল ৮:৫৯
শাহিন-৯৯ বলেছেন:
সাইফুল ইসলাম৭১ বলেছেন: সামুর লেখকদের পরিচয় কি সরকার বের করতে পারবে?
আপনি লিখে ফেলুন, সরকার এই রকম সামান্য বিষয় নিয়ে মাথা ঘামায় না তাছাড়া আপনার পরিচয় সামু গোপন রাখবে যদি দেশদ্রোহী কোন কর্মে না জড়ান।
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: সহমত।
৯| ১৬ ই মে, ২০২১ সকাল ৯:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সামরিক স্বৈরতন্ত্র নিপাত যাক!
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১০| ১৬ ই মে, ২০২১ সকাল ৯:২০
কামাল১৮ বলেছেন: দেয়ালের লেখা পড়েছি কিন্তু দেয়াল পড়িনি।
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: পড়ুন ভাল লাগবে।
১১| ১৬ ই মে, ২০২১ সকাল ১০:০৫
জগতারন বলেছেন:
জিয়া হলো নব্য মীরজাফর, একটা গাদ্দার ও বিশ্বাসঘাতক খুনি।
বঙ্গবন্ধু তাকে বিশ্বাস করে সেনা উপপ্রধান পর্যন্ত বানিয়েছেন,
তার ভাঙ্গা সংসার জোড়া দিয়েছেন।
সেই বঙ্গবন্ধুর খুনিদের ষড়যন্ত্র জানার পর সে তা আটকানো দুরে থাক
বরং তাদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রদুতের চাকরি দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে।
এমনকি সেই হ্ত্যার বিচার বন্ধে ইণ্ডেমনিটি পর্যন্ত চালু করেছিল।
যে কর্নেল তাহের তার জীবন বাঁচিয়েছেন সেই তাহেরকে বিচারের নামে সে ফাঁসিতে ঝুলায়।
তার নির্দেশে হাজার হাজার আর্মি অফিসার হত্যা করা হয়।
বিচারপতি সায়েমকে সরিয়ে জোর করে প্রেসিডেণ্ট পদ দখল করে।
ঐ কুলাঙ্গার নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ক্ষমতায় থেকেই হ্যাঁ/না ভোটের আয়োজন করে,
যাতে ফল্স ভোটে হ্যাঁর সংখ্যা এত বেশি ছিল যে সবাই একে জালিয়াতির নির্লজ্জ উদাহরন বলেছিল।
বেশরম বিএনপির চ্যালাগুলোর লজ্জা থাকলে কথা বলতোনা।
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: ওকে। ওকে।
১২| ১৬ ই মে, ২০২১ সকাল ১০:০৭
জগতারন বলেছেন:
মোনাফেক কাজ, ষড়যন্ত্র, ব্যাক্তিস্বারথ দিয়ে রাজনীতি করা যায় না।
বি-এন-পি এর প্রতিষ্ঠা হয়ে ছিল ষঢ়যন্ত্রের মধ্য দিয়ে।
মোনাফেক জিয়া যেমন বিলীন হয়েছে তেমনি
তিনার বিবি মূরখ খালেদা ও লম্পট ও দুস্কৃতিকারি পোলা
তারেক জিয়াও বিলীন হবে বাংলাদেশের রাজনীতি থেকে।
কারন রাজনীতিতে ষঢ়যন্ত্র কোন দিন তামাদি হয় না।
---- অন্তত ইতিহাস তাই স্বাক্ষী দেয়।
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: হয়তো খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপি'ড় অবসান হবে।
১৩| ১৬ ই মে, ২০২১ সকাল ১০:১১
জগতারন বলেছেন:
স্বাধীনতা পরবর্তীকালে জিয়ার বিভিন্ন অপতৎপরতায় বিরক্ত হয়ে
সরকার তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে জার্মানীতে রাষ্ট্রদুত করে পাঠানোর সিদ্ধান্ত নেয় ১৯৭৫ এর জুলাইয়ে।
আক্ষরিক অর্থেই বঙ্গবন্ধুর পায়ে পড়ে কান্নাকাটি করে জিয়া এ সিদ্ধান্ত বদলের জন্য অনুরোধ করে বঙ্গবন্ধুকে।
জিয়া কুর্আন নিয়ে কসম করে যে, সে আর কখনো কোনো অপকর্মে লিপ্ত হবে না।
সিংহ হৃদয় বঙ্গবন্ধু জিয়াকে সেনাবাহিনীতে রেখে দেন।
সেই বঙ্গবন্ধুকেই খুন করে কুট-কৌশলে ক্ষমতা দখল করে মুনাফিক জিয়া পলাশীর মীরজাফর হয়ে যায়।
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: দুষ্ট লোক সারা জীবন দুষ্টই থাকে।
১৪| ১৬ ই মে, ২০২১ সকাল ১০:১৩
জগতারন বলেছেন:
মোনাফেকরা আজ হোক কাল বিলীন হবেই।
মোস্তাক হয়েছে, সাহা আজিজ হয়েছে, জিয়া হয়েছে।
খালেদা ও তারেক জিয়াও হবে।
এ হোল ইতিহাসের নিরব বিধান।
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: পাপের ফল ভোগ করতেই হবে।
১৫| ১৬ ই মে, ২০২১ দুপুর ১২:৩০
শাহিন-৯৯ বলেছেন:
লেখক বলেছেন: কোটি নির্বধ মুর্খ যুবকের নায়ক।
তথ্য বাবার মুরিদ হলে যা হয় আর কি!!!
১৬ ই মে, ২০২১ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: কারো মুরিদ না, একদম নিরপেক্ষ থেকেই বলেছি।
১৬| ১৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @সাইফুল ইসলাম৭১ঃ শুধুমাত্র লেখালেখির কারনে কোন ব্লগারের ছদ্মনামের পরিচয় কাউকে জানানোর সুযোগ নেই। কেউ চাইলেও জানতে পারেন না। তবে যদি কোন ব্লগারের বিরুদ্ধে ফৌজদারী কোন অপরাধের অভিযোগ আসে এবং তার নাম পরিচয় জানা যদি ঐ কেসের সাথে গুরুত্বপুর্ন হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ব্লগ কর্তৃপক্ষের কাছে যদি তাদের অফিসিয়াল প্যাড বা অফিসিয়াল ইমেইল ঠিকানা ব্যবহার করে অনুরোধ জানান, তাহলে ব্লগ অথোরিটি সেই ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবে।
এছাড়া সামহোয়্যারইন ব্লগের একটি নিজস্ব ট্রান্সপারেন্সী রিপোর্ট আছে যেখানে বিভিন্ন মুছে ফেলা পোষ্ট বা মন্তব্য সম্পর্কে বলা হয়। পাশাপাশি, কোন আইন শৃংখলা বাহিনী বা অন্য কোন প্রতিষ্ঠান যদি কোন পোস্ট সরিয়ে নিতে বা কোন ব্লগারের পরিচয় সম্পর্কে জানতে চায় - সেই প্রতিষ্ঠানের নামও আমরা সেখানে যুক্ত করি।
এই রিপোর্টটি বিভিন্ন আন্তর্জাতিক গণ মাধ্যম বিশেষ করে মুক্ত প্রকাশে যারা কাজ করেন, তাদের সবাইকেই পাঠানো হয়। ফলে কোন প্রতিষ্ঠান মনে করলো আর কোন ব্লগারের পরিচয় জেনে ফেলল বিষয়টা এত সহজ নয়।
সামহোয়্যারইন ব্লগ একটি বিকল্প গণ মাধ্যম। এই ব্লগটি শুধু মাত্র গল্প কবিতা কিংবা নিচুমানের কৌতুক প্রকাশের জন্য এখন টিকিয়ে রাখা হয় নি, এই ব্লগ টি প্রাতিষ্ঠানিক ভাবে চলছে, একটি নির্দিষ্ট নিয়ম ও সিস্টেম অনুসরন করেই চলে।
@ ব্লগার রাজীব নুর, আপনি যে বিষয়ে জানেন না, সে বিষয়ে অনুগ্রহ করে মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনাকে বিভিন্ন সময়ে ওহি পাঠাতে পাঠাতে ব্লগ টিম কিছুটা বিরক্ত। আশা করি আপনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন।
১৭| ১৬ ই মে, ২০২১ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: আসলে আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি আমার ধারনার কথা বলেছি শুধু মাত্র। এজন্য আমি দুঃখিত। আন্তরিকভাবে দুঃখিত।
১৮| ১৭ ই মে, ২০২১ রাত ১২:৩৭
নীল আকাশ বলেছেন: আপনার মতো এত ফালতু ব্লগার আমি খুব কম দেখেছি।
যার সর্ম্পকে এত আজেবাজে মন্তব্যে সমর্থন দিচ্ছেন তার জানাজায় কত লোক হয়েছিল জানেন? তাকে সারাদেশের মানুষ কতটা ভালোবাসতো জানেন? না জেনে একজন বীর উত্তম নিয়ে এত আজেবাজে মন্তব্য লিখে যাচ্ছেন কিভাবে? রাজাকারদের রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করেছিল কে? জিয়ার নাম দিচ্ছেন কেন? শেখ মুজিব ক্ষমা করেনি যুদ্ধের পর?
১৯৭৫ সালের জুলাই মাসেও সরকার ভেবেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে।
গোয়েবলসের থিয়রীতে ক্রমাগত মিথ্যাচার করে কোন লাভ নেই। ইতিহাস কখনও লুকানো যায় না।
১৭ ই মে, ২০২১ রাত ২:২২
রাজীব নুর বলেছেন: আপনার পুরো মন্তব্যটি ভিলে ভরা আর একপেশে।
১৯| ১৭ ই মে, ২০২১ ভোর ৬:৪৬
তানভীরএফওয়ান বলেছেন: নীল আকাশ ভাই অন্ধ ব্যক্তি কে লাল গোলাপের বা নীল আকাশের বর্ননা দেওয়া যেমন বৃথা তেমনি রাজিব নুর,চাঁদাগাজির মতো উচ্চ শ্রেণীর শয়তানদের সাথে তর্ক করা বৃথ
------------------------------------------------------
সারা জীবন নৌকায় ভোট দেয়া যে পাপ,এখন তা বুঝতে পারছি।
বুয়েটের ছাত্র আবরার এর পিতা।
১৭ ই মে, ২০২১ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: The Sky has ordered me to govern all peoples. With protection of the everlasting Sky I defeated Keraits and attained to supreme rank.
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২১ রাত ৩:১১
ইফতেখার ভূইয়া বলেছেন: তখনতো আওয়ামী লীগের লোকজন বোবা হয়ে গিয়েছিলো, এখনতো পুরো বাংলাদেশ বোবা হয়ে গেছে তাতে অবশ্য হুমায়ুন আহমেদের পত্রিক্রিয়া পাওয়া সম্ভব হয় নি। ইংরেজীতে একটা কথা আছে, "কার্মা ইজ এ বিচ" আমি ঐটাতেই ভরসা রাখি আপাতত।