নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সচিবের অফিস স্টাফদের অসদাচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
২। স্বাধীন দেশের তথ্য প্রকাশ হলে তার নাম চুরি দেওয়া যায়না। যদি চুরি বলা হয় তাহলে তো এটাও বলাবাহুল্য এতোদিন ধরে দেশের টাকা মারা হয়েছে সে যে-ই হোক সেটাও চুরি। সুতরাং চুরি করা বিষয়গুলো প্রকাশ হয়েছে।কিন্তু এটাই অপরাধ ধরা হলো! কেন!!
৩। দুর্নীতেকে প্রশ্রয় দিয়েই ক্ষমতায় অধিষ্ঠিত থাকার চেষ্টা।
৪। দেশের সকল আমলাদের সম্পদ বিবরণী জনসমক্ষে প্রকাশ করা এখন সময়ের দাবি।
৫। ইনি যেন একজন সাংবাদিক নয়, একজন নারী নয়, একজন সিনিয়র সিটিজেন নয়। যেন দুর্ধর্ষ ডাকাত, বোমাবাজ, বাহুবলী, দাঙ্গাবাজ, খুনি, সুপারওম্যান, সুপার পাওয়ার ব্যাংক। নইলে একজন মহিলাকে নিয়ে যেতে এরকম পুলিশের লম্বা বহর কি কেউ দেখেছে এর আগে?
৬। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাষ্ট্রের তৃতীয় স্থম্ভ সংবাদ সংস্থা। উনাদের সাথে যদি এরূপ হয় তবে সাধারণ মানুষের অবস্থা কতটা অনিরাপদ তা আর বলার অপেক্ষা রাখে না।
৭। জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি Mia Seppo রোজিনা ইসলামের বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন।
৮। সাংবাদিকদের এক্ষুণী প্রয়োজন সকল সরকারি আমলাদের ধনকুপের খবর প্রকাশ করা।
৯। বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, টিকা কাণ্ড, পিপিই কাণ্ড, যন্ত্র কেনায় অনিয়মসহ স্বাস্থ্য খাতে হওয়া হাজারো অনিয়মের অতি সামান্য যারা প্রকাশ করেছে, তারা অবশ্যই রাষ্ট্রের ক্ষতি করেছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এসব চলতে দেওয়া যায় না। শুধু রোজিনা কেন, এসব নিয়ে যারা রিপোর্ট করেছে, তাদের সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত।
১০। মহামারিতে পাবলিকের প্রাণ নিয়ে টানাটানি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের চোরদের ধনসম্পদ বাড়ানোর মোচ্ছব- সোনার বাংলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চলছে!
১১। রোজিনা ইসলাম, তোমার সাহসটা আগের মতই থাকুক। তোমায় ঘিরে আছে যারা, তারা ভীতু!!
১২। প্রধানমন্ত্রী আপনি ভালো করেই জানেন আপনার দলের লোক এবং আমলারা সব চোর, দূর্নীতিবাজ। এবং আপনি তাদের গ্রেফতার করবেন না। এই জন্যই তারা এত উজাইছে। দূর্নীতিবাজদের গ্রেফতার করলে আপনার সমস্যা কি? আপনি দুদককে কেন বলছেন না, তোমরা তো প্রতিদিন বসে থাকো। মাস শেষে বেতন নাও। আবার দূর্নীতিবাজদের কাছ থেকে নিয়মিত বখরা পাও। এখন থেকে প্রতিদিন দুইটা করে দূর্নীতিবাজ ধরবে।
১৮ ই মে, ২০২১ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: আজ আনিসুল হোক রোজিনার জন্য কেঁদেছেন।
১৮ ই মে, ২০২১ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: আজ আনিসুল হোক রোজিনার জন্য কেঁদেছেন।
২| ১৮ ই মে, ২০২১ বিকাল ৩:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: সাহসি বটে স্যালুট-------------------------
১৮ ই মে, ২০২১ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ১৮ ই মে, ২০২১ বিকাল ৩:৩৯
রানার ব্লগ বলেছেন: আমলা কামলা যতো আছে সবার সম্পত্তির হিসাব প্রকাশ করা উচিৎ। চাকরিতে ঢোকার সময় কি ছিলো বর্তমানে কি আছে এবং তার উৎস কি ।
১৮ ই মে, ২০২১ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: সহমত।
৪| ১৮ ই মে, ২০২১ বিকাল ৩:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ইইইএ তো.... হোনাহিথা.......
১৮ ই মে, ২০২১ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: মাদের দেশে সব সম্ভব।
৫| ১৮ ই মে, ২০২১ বিকাল ৩:৫১
তানভীরএফওয়ান বলেছেন: রোজিনা ইসলাম এর ফাঁসি চাই
-------------------------------------
ভয়ংকর সন্ত্রাসী রোজিনা ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সামান্য 20 লাখ টাকা নিয়ে চাকরি দিয়ে বেকারত্ব বিমোচন করছিলেন।এই সামান্য বিষয় তিনি উদঘাটন করছিলেন তিনি কি চাননা কর্মকর্তার স্ত্রীরা সিঙ্গাপুরে মার্কেটিংয়ে তাকে, তাদের সন্তানরা বিএমডব্লিউ গাড়ি......
১৮ ই মে, ২০২১ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা অবশ্যই দুষ্টলোকদের শাস্তি দিবেন।
৬| ১৮ ই মে, ২০২১ বিকাল ৪:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নির্বাক।
১৮ ই মে, ২০২১ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: নির্বাক থাকলে হবে না। বলতে হবে।
৭| ১৮ ই মে, ২০২১ বিকাল ৪:৫৩
ইফতি সৌরভ বলেছেন: সবাই ভাবছে, এত সাংবাদিক দেশে! অতচ কিছুদিন আগে এক বিশিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার এর খবর ফেবু থেকে জানাতে হয়েছে। ঐ সময় উনারা কোথায় ছিলেন?
১৮ ই মে, ২০২১ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: উনারা যেখানে থাকার কথা সেখানেই ছিলেন।
৮| ১৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪০
ঢাবিয়ান বলেছেন: এই মহিলাকে সাগর রুনীর মত যে মেরে ফেলা হয় নাই এইতো বেশি।
১৮ ই মে, ২০২১ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: সহমত।
৯| ১৮ ই মে, ২০২১ রাত ৮:৪০
কামাল১৮ বলেছেন: পত্রিকাটা প্রথম আলো আর সাংবাদিক প্রথম আলোর।যাদের সংবাদের একটা উদ্দেশ্য থাকে,যেটা গভীর ও ষড়যন্ত্রমুলক।
১৮ ই মে, ২০২১ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: পরিস্কার করে বলুন।
১০| ১৮ ই মে, ২০২১ রাত ৮:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব ভাবাভাবির কিছুনাই
সাংবাদিক রোজিনা ইসলাম
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আক্রোশের শিকার
১৮ ই মে, ২০২১ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।
১১| ১৮ ই মে, ২০২১ রাত ১০:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পচে গেছে!
১৮ ই মে, ২০২১ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: কি পচে গেছে? মাছ? নাকি দেশ?
১২| ১৮ ই মে, ২০২১ রাত ১১:২৫
কল্পদ্রুম বলেছেন: ভদ্রমহিলার জন্য খারাপই লাগলো।
১৯ শে মে, ২০২১ রাত ১:১৫
রাজীব নুর বলেছেন: আগামীকাল উনি ছাড়া পাবেন।
১৩| ১৯ শে মে, ২০২১ রাত ২:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের চরিত্রর আসল চেহারা প্রকাশ নাহলে
আগামী প্রজন্ম হাল ধরবে কি ভাবে ???
.........................................................................
এই প্রতিবাদ লান্ছনার মাঝ থেকেই , নবীনরা একদিন
সত্যিকার সৎ বাংলাদেশ বির্নিমান করবে ।
১৯ শে মে, ২০২১ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: আশাবাদী হওয়া ভালো।
১৪| ১৯ শে মে, ২০২১ ভোর ৪:১৬
কামাল১৮ বলেছেন: আগে একদিন বলেছি আবার বলি।এই পত্রিকাটি সিভিল সরকার পছন্দ করে না।তারা উত্তর পাড়ার হয়ে কাজ করে।সিভিল সরকারকে তারা অজনপ্রিয় করতে চায়।যেটা তারা ইয়াজ উদ্দিন, মইন উদ্দিন সরকার ক্ষমতায় থাকার সময় করে,এবং বর্তমানে করছে।এটা একেবারে মোটা দাগে না যে সবাই বোঝতে পারবে।এবং তারা প্রচন্ড ভারত বিরোধি।সরকারের কোন ভালো তারা চায় না।এটা কমবেশি সকল সচেতন লোক জানে।
১৯ শে মে, ২০২১ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: তবুও সব পত্রিকা গুলোর মধ্যে এরাই একটু সত্য বলে।
১৫| ১৯ শে মে, ২০২১ সকাল ৯:২০
অক্পটে বলেছেন: ড. খামাল১৮ আপনাকে চেনা হলো, মাদার অব মাফিয়ার সুযোগ্য উত্তরসুরী আপনি। দেশে যা হবার তাই হয়েছে ব্যস। দেশ ত এখন আপনাদের হাতেই আছে। সিভিল সরকার!!! রাতের ভোট সরকার। মানব ম্যান্ডেটহীন সরকার বলতে লজ্জা লাগে?
১৬| ১৯ শে মে, ২০২১ সকাল ৯:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সাংবাদিকরা তাদের বিবেক আওয়ামীলীগের কাছে বিক্রি করেছিল ভোটের রাতে সুতরাং তাদের এমন হওয়ারই কথা।
১৯ শে মে, ২০২১ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: সহমত।
১৭| ১৯ শে মে, ২০২১ সকাল ৯:৪৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @কামাল১৮
এই সকল আমলা নামধারী ডাকাতদের স্বপক্ষে সাফাই গেয়ে প্রথম আলোর ভূমিকা নিয়ে ভাঙা রেকর্ড না বাজালেই কি ভালো হয় না ?
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কি পরিমান চোর, বাটপার ও ডাকাতের আখড়া সেটা একটা আইকিউ ৬০ অধিকারী ব্যক্তিও জানে। আর এদের সঙ্গে বিভিন্ন সরকারের শাসনামলের কিছু নেতা, মন্ত্রী মিলে দেশের গোটা স্বাস্থ্যব্যবস্থাকে বারোটা বাজিয়ে ছেড়েছে।
১৯ শে মে, ২০২১ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: শুধু স্বাস্থ্য মন্ত্রনালয় না- সরকারের সব মন্ত্রনালয়ই ডাকাতের আখড়া।
১৮| ১৯ শে মে, ২০২১ দুপুর ১:৫৯
মেরুভাল্লুক বলেছেন: প্রথম আলো দুধে ধোয়া তুলশীপাতা নয়। তবে রোজিনার জন্য সমবেদনা।
১৯ শে মে, ২০২১ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২১ বিকাল ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
প্রথম আলোতে আছে অনেক দুষ্ট লোকজন; আনিসুল হকও দুষ্ট লোক। একই সাথে সেক্রেটারিয়েটে আছে চোর,ডাকাত ও মাফিয়ারা। বাংলাদেশে সরকারের অর্ধেক সম্পদ লুট করে সেক্রটারিয়েটের লোকেরা।