নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আমি কি তোমার কেউ? আমি কি পৃথীবীর কেউ?
তুমি হাসছো, কাঁদছো, বিষন্ন হচ্ছো!
আর সবাই আপন মানুষ নিয়ে আছে!
আমি শুধু দেখে যাচ্ছি-
বুঝি না তোমার সাথে আমার কি সম্পর্ক!
ইশ্বর যখন আছেন, তাই আর কিছু ভাবি না।
সব বন্ধন ছিঁড়ে যাক, আমি সব পথ ঘুরে
অবশেষে- তোমার কাছেই আসব
তোমার আছে বিচিত্র নিঃসঙ্গতা
আমার সাধ্য নেই, সেই নিঃসঙ্গতা দূর করি
ভালোবাসা দিয়ে এই নিঃসঙ্গতা- মুছে ফেলা যাবে?
তোমার চেয়ে প্রিয়জন, আমার আর কে আছে বলো?
তোমার হাসি, কান্না, অস্থিরতা কিছুই আমার অজানা নয়
আমি আমার নিজেকে চিনতে পারি না-
কোনো কোনো মুহূর্তে আমার সব এলোমেলো হয়ে যায়
তুমি আমার মন খারাপ দেখে যতটুকু দুঃখ পাও,
তার'চে হাজার গুন দুঃখ পাই, তোমার রাগ দেখে।
২৬ শে মে, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: যদি বলেন তো একদিনে ১০ টা পোষ্টও দিতে পারি।
২| ২৫ শে মে, ২০২১ রাত ১০:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দ্বিতীয় পাতায়ও দুটি
শোভা পাচ্ছে !
আহা কি চমৎকার
দেখা গেছে!!
২৬ শে মে, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: আপনাদের ভালোবাসা।
৩| ২৫ শে মে, ২০২১ রাত ১০:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আচ্ছা আপনার কোন পোস্ট কি
আপনার গুরু গার্বেজ বলেছে?
এমন স্বজন প্রতি কেন?
২৬ শে মে, ২০২১ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: না বলেন নি।
এটা ভালোবাসা।
৪| ২৫ শে মে, ২০২১ রাত ১০:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাতের বেলায় কবিতা।
২৬ শে মে, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: কবিতার আবার রাত দিন কি? কবিতা সব সময়ের জন্য।
৫| ২৬ শে মে, ২০২১ রাত ১২:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতা না বলে বলা যেতে পারে কথামালা। কথামালা বেশ ভালো হয়েছে। আম নিয়ে পোস্ট দিন সাথে আপনার আম গাছের ছবিগুলোও।
২৬ শে মে, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: হ্যাঁ দিব। আগামীকাল।
৬| ২৬ শে মে, ২০২১ রাত ২:৩৯
কামাল১৮ বলেছেন: কবিতা এবং গল্প,কোনটায় আপনি সাচ্ছন্দ বোধ করেন ?
২৭ শে মে, ২০২১ রাত ৩:৪০
রাজীব নুর বলেছেন: আমার ভালো লাগে নিজের কথা লিখতে।
আমার ভালো লাগে- কন্যা কে নিয়ে লিখতে। আমার ভালো লাগে দেশের কথা লিখতে।
আমার ভালো লাগে গল্প লিখতে।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২১ রাত ১০:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই নিয়ে আজ আপনার ৫ টি পোস্ট !
যার মধ্যে প্র্থম পাতায় দুইট !!
সবাস খানসাব সাবাস!!