নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালো হইতে পয়সা লাগে না। আর রক্ত দিতে টাকা লাগে না।

০২ রা জুন, ২০২১ রাত ৯:৫৯

ছবিঃ আমার তোলা।

১। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার স্ট্রাগলই একমাত্র স্ট্রাগল না। একজন মানুষ প্রাচুর্যে বেঁচে আছে, তার অর্থ কখনোই এই না যে সে সুখে আছে, ভালো আছে।

২। মা বলছে ছেলেকে- স্কুলে যা।
ছেলে বলছে- না যাবো না, আমি জব করবো।
মা- ফাজিল, ক্লাস টু'তে পড়িস তুই কি জব করবি?
ছেলে- ক্লাস ওয়ান এর মেয়েকে পড়াব।

৩। মানুষ কষ্ট পায় না, কষ্ট তৈরি করে, কে কেমন কষ্ট তৈরি করবে সেটা তার বেড়ে ওঠা পরিবেশ, শিক্ষা, কোয়ালিটি অব ইনফরমেশন, বিশ্বাসের ওপর নির্ভর করে।

৪। প্রকৃত পক্ষে বিড়াল মিউ মিউ করে মানুষের সাথে যোগাযোগ করারা জন্য , নিজেদের সাথে যোগাযোগের জন্য নয়।

৫। দেশের সব অসৎ কর্মকান্ড- খুন, গুম, সন্তাস, দুর্নীতি, হত্যা ইত্যাদি ঠেকানো সম্ভব যদি আমাদের স্বাধীন ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা থাকতো। একটা শক্তিশালী গোয়েন্দা দল খুব দরকার।

৬। বিভিন্ন ইসু নিয়ে দেশ ও দেশের মানুষ বিভক্ত আজ। একটা দেশকে তলানিতে নিতে এটাই যথেষ্ট।

৭। আপনার যদি ভোর ৬ টায় ঘুম ভাঙ্গে এবং আপনি অতিরিক্ত ৫ মিনিট ঘুমানোর জন্য আবার চোখ বন্ধ করেন, চোখ খুলে দেখবেন যে ৭.৪৫ বাজে!

৮। অশনি সংকেত। রোহিঙ্গারা প্রতিমাসে পাঁচহাজার টাকা ভাতা চায় । বাংলাদেশ কি ধাপে ধাপে প্যালেস্টাইন হওয়ার পথে অগ্রসর হচ্ছে? সেদিন আর বেশী দূরে নয় যেদিন স্বাধীন রোহিঙ্গাল্যান্ড প্রতিষ্ঠার দাবীতে এরা বিদ্রোহী আচরণ শুরু করবে।

৯। চট্টগ্রামে বিয়ে বাড়ীতে একটি জনপ্রিয় খেলা ছিল কাদা ছোঁড়াছুড়ি। এক সময় হারিয়ে গেলেও আবার ফিরে এসেছে দেখে খুব ভাল লাগল। আহা কাদা খেলা।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২১ রাত ১০:৪৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ! গল্প তৈরি করা মানুষের নাম শুনেছি, কিন্তু কষ্টও তৈরি করে মানুষ প্রথম শুনলাম।

০৩ রা জুন, ২০২১ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: ভাল থাকুন।

২| ০৩ রা জুন, ২০২১ সকাল ৭:১১

কামাল১৮ বলেছেন: দেহের একটা অংশকে যেমন রিষ্টপুষ্ট করা যায় না,রাষ্ট্রের কোন অংশকেও দুর্নীতি মুক্ত করা সম্ভব না।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ০৩ রা জুন, ২০২১ সকাল ৮:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো হতে আর রক্ত দিতে পয়সা না লাগলেও প্রচেষ্টা আর ইচ্ছের প্রয়োজন রয়েছে, সেখানে টাকা লাগে। আপনার লিখার পয়েন্টগুলোর সাথে সহমত। ধন্যবাদ।

০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ০৪ ঠা জুন, ২০২১ ভোর ৫:১৩

কবিতা ক্থ্য বলেছেন: আমি তো জানতাম- কাদা ছোড়াছুড়ি- নেতিবাচক বাক্য সংকচনে ব্যভার করা হয়।

০৪ ঠা জুন, ২০২১ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: হুম।
আপনি কেমন আছেন?
আপনার শরীর কেমন?

৫| ০৭ ই জুন, ২০২১ ভোর ৪:৪২

কবিতা ক্থ্য বলেছেন: আমি ভালো আছি।
আপনার খবর কি? ব্যস্ত আছেন মনে হয়।

০৭ ই জুন, ২০২১ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: না আমি ব্যস্ত না।
তবে ইজি কাজে বিজি বলা যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.