নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
রাত তিনটায় দেয়াল টপকে গেলাম প্রেমিকার কাছে
দরজার সামনে দাঁড়িয়ে ফোন করলাম- দরজা খোলো, নীলা
প্রচন্ড অবাক হয়ে নীলা দরজা খুলে, আমাকে দেখে 'থ'
নীলার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম
নীলা বলল- তোমার এত সাহস, বাবা দেখে ফেললে!
তারপর গল্প করতে করতে ভোর হলো, আযান দিলো
নীলার বাবা, নামাজ পড়তে ঘুম থেকে উঠলেন,
সত্যি বলছি, এক মুহূর্তের জন্যও নীলাকে জড়িয়ে ধরিনি
অথবা একটা ছোট্র চুমু দেওয়ার জন্য সুযোগ খুজিনি
শুধু একবার ভুলে হাত ধরে ফেলেছিলাম।
নীলার বাবা কোনো দিন যে কাজ করে না, আজ তাই করলেন-
এত সকালে মেয়ের ঘরের দরজা ধাক্কা দিতে শুরু করলেন। নীলা...
আমি লাফ দিয়ে খাটের নীচে চলে গেলাম, নীলা দরজা খুলল
নীলার বাবা ঘরে ঢুকে চারদিকে ভালো করে লক্ষ্য করলেন
নীলাকে বললেন- নামাজ পড়ে নাও, তারপর আমরা হাঁটতে বের হবো।
ঠিক এমন সময় আমার মোবাইল বেজে উঠলো, মা ফোন করেছে
মাকে বললাম,একটু পরে কথা বলছি, মা বলল- ফিসফিস করিস ক্যান?
জোরে কথা বল, কোথায় তুই? আমি চিৎকার করে বললাম-খাটের নীচে
নীলার বাবা খাটের নীচে- আমার দিকে তাকিয়ে বললেন- বের হও
খাটের নীচ থেকে বের হয়ে, নীলাকে বললাম- আমাকে এক গ্লাস পানি দাও।
০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: সুরভির কাছে অনেক কিছুই গোপন রাখতে হয়।
২| ০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৪:৩৮
ডার্ক ম্যান বলেছেন: এবার আকাশের নীচে আসুন। বৃষ্টিতে স্নিগ্ধ হন।
০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।
৩| ০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৫:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: এই জিনিস কে কি বলে?
কবিতা!!
০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: জ্বী জনাব এটা আধুনিক কবিতা।
০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: ''স্বাধীনতা তুমি'' কবিতায়- শামসুর রাহমান বলেছেন-
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
৪| ০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৫:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার এই ধরনের কবিতা দেখলেই আমার দুটি কবিতার কথা মনে পড়ে।
একটি রবীন্দ্রনাথের ক্যামেলিয়া,
ক্যামেলিয়া পড়ে আমি ভেবেছি এভাবেও কবিতা লেখা যায়!!
আরেকটি হচ্ছে - কবির নাম আমার মনে নেই।
তার ঠোঁট যেনো
কমলা লেবুর এক জোড়া কোয়া
লেহনে পেষনে চোষনে
নিষ্পেশিত হবে
অন্য জোড়া ঠোঁটেরই মাঝে।
আমি অপেক্ষায় আছি আপনি কবে এমন কয়েকটি লাইন লিখবেন তার।
০৪ ঠা জুন, ২০২১ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: দেরী হোক যায় নি সময়।
৫| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৮:২৭
শেরজা তপন বলেছেন: এইটাই কি সেই রাতে থাকার কাহিনী???
০৪ ঠা জুন, ২০২১ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: না না।
সেটা অন্য কাহিনী।
৬| ০৫ ই জুন, ২০২১ রাত ১২:০৭
কামাল১৮ বলেছেন: কথা ও কাহিনী।বেঁচে গেছেন দজ্জাল বাবা ছিল না।তা না হলে ভর্তা বানিয়ে ফেলতো।
০৫ ই জুন, ২০২১ রাত ১:৩০
রাজীব নুর বলেছেন: নীলা নরম মনের মেয়ে। কাজেই আমি নিশ্চিত ছিলাম তাঁর বাবা হারামি হইবে না।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২১ বিকাল ৩:২৬
শায়মা বলেছেন: হা হা ভাইয়া।
নিশ্চয় স্বপ্নে।
নইলে তো সুরভীভাবী তোমাকে আস্ত রাখবে না!!!