নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফাঁকিবাজি পোষ্ট

২১ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫৯


ছবিঃ আমার তোলা।

“মানুষ কি চায় — উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার ক্ষইয়া ভোঁতা— এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না, জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান-বাঁধানো— রস ঢুকিতে পায় না।”
------বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, (আরণ্যক)।

১। কাউকে ভালবাসার চেয়ে তাকে বিশ্বাস করাটা বড় জিনিস। কারণ আপনি যদি কাউকে বিশ্বাস না করতে পারেন তাহলে কাউকে ভালোবাসবেন কিভাবে? আর যাকে বিশ্বাস করবেন তাকে আপনি সবসময় ভালোবাসতে পারবেন। তাই ভালোবাসার চেয়ে বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস।

২। শিক্ষক : সোহেল ষোল শতকের বিজ্ঞানীদের সম্পর্কে তুমি কী জান?
সোহেল : তারা সবাই মারা গেছেন।

৩। একই টাকা হাজারো মানুষের হাতে চক্রাকারে ঘোরে। শেষ পযর্ন্ত ছিড়ে যায় যা আর কখনও কাজে লাগানো সম্ভব হয় না। কিন্তু একই জ্ঞান হাজারো মানুষের কাছে গেলে আরও বৃদ্ধি পায়। একে না যায় ধরা, না যায় ছোয়া, না যায় ছেড়া, না যায় ফিরিয়ে নেয়া। তাই টাকার পিছনে না ছুটে জ্ঞানের পিছনেই ছুটো পাবে হাজারো সম্ভাবনার পথ।

৪। এক জীবনে আপনার দশটি বাড়ি, দশটি গাড়ি, দশটি নারী থাকলে ও অর্থনীতির সূত্র হিসেবে আপনি সুখী হতে পারবেন না! আর আপনি সুখ খুঁজে হয়রান হয়েও সুখ পাবেন না, সুখ পেতে হলে আপনাকে আপনার নিচের জনের দিকে তাকাতে হবে!

৫। আজ বিএনপি তাদের পাপের প্রাপ্য শাস্তি ভোগ করছে। এছাড়া কিছুই না। বিএনপি'র কোমর ভেঙ্গে গেছে। কোমর সোজা করে আর দাড়াতে হবে না। সংখ্যার দিক থেকে এবং পৈশাচিকতার দিক থেকে ২১ শে আগস্ট ভুলে যাওয়ার নয়।
২১ আগস্ট গ্রেনেড হামলা পরে, জাতীয় সংসদে বেগম জিয়া বলেছিলেন, 'ওনাকে মারতে যাবে কে?' শেখ হাসিনা নিজেই ভ্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিলেন। খুবই অযৌক্তিক ও হাস্যকর ছিলো এ কথা। ততকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, ' উই আর লুকিং ফর শত্রুজ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: কয়েকবছর আগে ঘাটশিলায় গিয়ে নিজে চোখে চাক্ষুষ করেছিলাম বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় কোন ঢিপির উপর বসে ঘন্টার পর ঘন্টা পার করতেন। সাঁওতালি রাজা দোবরু পান্নার রাজ্য যে রাজা তখন গরু চড়াচ্ছিলেন কি অপূর্ব অনুভূতি ওখানে গিয়ে তৈরি হয়েছিল তা ঠিক বলে বোঝাতে পারবো না। ঝাড়খণ্ড সরকারের পৃষ্ঠপোষকতায় উনার নামে সুন্দর একটি মিউজিয়াম চালু আছে। উনার ব্যবহার্য জিনিসপত্র থেকে শুরু করে কবে কোন লেখাা, পুঙ্খানুপুঙ্খ সাল তারিখ দিয়ে উল্লেখ করা আছে। পাশে রামকৃষ্ণ মিশন ও রোডটি ছিল দেখার মত। একটু নোংরা হলেও ওখানকার জল হজমের পক্ষে খুবই সহায়ক। ভাইকে অনুরোধ রইলো একবার ঘাটশিলা ঘুরতে আসার...

২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: করোনা কাল কেটে গেলেই ঘাটশিলা যাবো।

২| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:



৫ নং:
বিএনপি ও মিলিটারীর লোকেরা সাধারণ মানুষকে লুট করে নিজেরা ভালো আছে।

২২ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ফালু ভালো আছে। ফালুর ১৪ গোষ্ঠি ভালো আছে। তাদের বিলাসিতা একটুও কমে নি।

৩| ২২ শে আগস্ট, ২০২১ ভোর ৬:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



২। বিজ্ঞানীরা মহামানব তাঁদের আমরা স্মরণ করি। যদি তাঁদের কারোও নাম না জানা থাকে তারপরও তাঁদের আবিস্কার আমাদের নিত্য সঙ্গী। লেখাগুলো খুব ভালো হয়েছে।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি খবর?

৪| ২২ শে আগস্ট, ২০২১ সকাল ৯:২৯

ইসিয়াক বলেছেন: এখন আপনি বই পড়ার সময় পান?

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: রাতে ঘুমানোর আগে দশ পনের মিনিট পড়ি।

৫| ২২ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৩

নূর আলম হিরণ বলেছেন: সুখ আপেক্ষিক বিষয়, এককে জন একেক ভাবে সুখী হতে চায়। আপনি কি সুখী মানুষ?

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: সুখী দুঃখী পড়ে, ইদানিং তো নিজেকে মানুষ বলেই মনে হয় না।

৬| ২২ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বর্তমান যুগে টাকা না থাকলে জ্ঞানার্জনও ঠিক মত করা যায় না।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

৭| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৭

ফয়সাল রকি বলেছেন: ফাঁকিবাজি মন্তব্য।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: আহা আহা হা------

৮| ২২ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩৯

ইসিয়াক বলেছেন: রূপে রূপালী মায়াবী চাঁদ আকাশে। চাঁদের কাছাকাছি একটা তারাও আছে। চেয়ে আছে বুঝি অসীম সৌন্দর্য। বিস্তৃত আকাশ মেঘ মুক্ত। জোছনা ঝড়ে পড়ছে মাঠ বনানী প্রান্তর জুড়ে ।মেঠো গায়ের পথ।ঝিঁঝি ডাকা প্রহর। ঝিরিঝিরি বাতাসে মন উন্মুখ কি এক অপার মায়ায়। কাছাকাছি কোথাও কে যেন বাঁশি বাজাচ্ছে। মন আকুল করা বিচ্ছেদের সুর। আমি নিশি পরিব্রাজক হেঁটে চলেছি অপার্থিব মায়ার টানে। এই পথ বুঝি ফুরাবার নয়।
মন জানলা খুলে দে না বাতাস লাগুক প্রাণে....

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: খুব পিনিকে আছেন মনে হয়।

৯| ২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:০৯

ইসিয়াক বলেছেন: নতুন ভৌতিক গল্প শুরু করলাম। আপনার কমেন্ট বক্স এসে মাথায় এলো.... হা হা হা

২৩ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: হুম। বুঝতে পেরেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.