নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। জন্মের সময় আমাকে যদি বলা হতো-
'তুমি কি পৃথিবীতে যেতে চাও'? আমি চিৎকার করে বলতাম- না, আমি যাব না। এখন আমাকে প্রতিটা দিন যুদ্ধ করতে হয়, আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারি না। কোথাও শান্তি নেই। মানুষ আর মানুষ নেই, তারা পশুর চেয়ে বেশি নিষ্ঠুর। এমন কি ব্লগেও নোংরা পিপল। তাদের মন মানসিকতা নোংরা। পুরো সমাজ জুড়ে- হিংসুটে, লোভী, চতুর। যত খারাপ বিশেষণ আছে- সব বললেও কম বলা হবে।
বাবা-মা যদি ছেলেমেয়েকে পৃথিবীতে না আনতো- তাহলে কি প্রতিদিন যুদ্ধ করতে হতো? হিমসিম খেতে হতো? মিথ্যা বলতে হতো? প্রতারনার স্বীকার হতে হতো? কুকুরের মতো পরিশ্রম করতে হতো? অভাবে-অভাবে জীবনযাপন করতে হতো? টেনশনে থাকতে হতো? ভয়ে থাকতে হতো? কারো গোলাম হতে হতো? খাওয়া পড়ার চিন্তা করতে হতো? অসুখ বিসুখের চিন্তা করতে হতো? আরও কত কি... এই সমাজের মানুষ গুলো বড় বেশি নোংরা। তাদের আসল মুখোশ আমি দেখে ফেলেছি।
২। তখন আমার ৭ বা ৮ বছর হবে।
সব ছেলেরা মাঠে ঘুড়ি উড়াচ্ছে। আমি খুব মন দিয়ে তাদের ঘুড়ি উড়ানো দেখছি। আমার নাটাই নেই, কাজেই অন্যদের ঘুড়ি উড়ানো দেখেই আমার আনন্দ। সবচেয়ে বেশি আনন্দ হয়, যখন কারো ঘুড়ি কেটে যায়। আমি আকাশের দিকে তাকিয়ে সেই ঘুড়ির পেছনে ছুটি। সুতা কেটে যাওয়া ঘুড়িটাকে আমার ধরতেই হবে।
একদিন বিকেলে একটি ঘুড়ি কেটে দূরে জংলা মত একটা জায়গায় পেয়ারা গাছে ঝুলে ছিল। আমি পা টিপে টিপে খুব সাবধানে সেই পেয়ারা গাছের সামনে গিয়ে হাজির হই। পেয়ারা গাছটির পেছনে একটা দোতলা ভাঙ্গা বাড়ি। ঘুড়ি ধরার জন্য পেয়ারা গাছে উঠতেই বাতাসে উড়ে উড়ে ঘুড়িটি মাটিতে পড়ল। ঠিক তখন দেখি, একটি খুব সুন্দর তরুনী মেয়ে মাদুর পেতে বসে আছে। তার মাথা ভর্তি চুল, দুই হাত ভর্তি কাঁচের চুরি। চোখে মোটা করে কাজল দিয়েছে। মেয়েটি একটু মিষ্টি হেসে বলল, এই বাবু, আসো কাছে আসো। তুমি কোন বাড়ির ছেলে?
হঠাত করে আমি খুব ভয় পেলাম। মাটি থেকে ঘুড়িটি তুলেই এক দৌড় দিলাম।
৩। সামুতে আমার একটাই নিক। গত বারো বছর ধরে একটা নিকেই আমি চলছি। কোনো দিন দ্বিতীয় নিকের চিন্তা মাথায় আসে নি। যারা লাফাচ্ছেন, লাফানো বন্ধ করেন। 'রাজীব নূর' এই নামে আমার নিক। আর আমি এই নিকেই সারা জীবন থাকব। যদি আমার কাউকে গালি দিতে হয়- আমি 'রাজীব নূর' এই নিকেই দিবো। কাউকে গালি দেওয়ার জন্য নতুন নিক খোলার চিজ আমি না। আমি অন্য জিনিস। কোনো শালাকে আমি ডরাই না। বরং শালারা আমাকে ডরায়। এবং আমার স্পষ্ট কথা হচ্ছে- যে নিক সামুর সমস্যা করবে সেই নিক অফ করে দিলেই হয়। এডমিন অবশ্যই ঝামেলা পাকানো 'নিক' গুলোর দিকে লক্ষ্য রাখছেন। যথাসময়ে নিশ্চয়ই ব্যবস্থা নিবেন। তবে অপরাধীরা সব সময় ভয়ে ভয়ে থাকে। রসিকেও সাপ মনে করে।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: তবে আমি মনে করি একটা নিক থাকাই ভালো। যেমন একটা সিম।
২| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: গোলাপ সুন্দর, ময়ুর সুন্দর, সুন্দর সবুজ বন
তারচেয়ে যে আরও সুন্দর মানুষেরই মন, সুন্দর জীবন।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: জ্বী।
৩| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: যে নিকেই লেখেন না কেন, ভালো কিছু লেখেন, খারাপ লিখেন না। দুই নিক দিয়ে দুই রুপ প্রদর্শন করিবেন না। তাহলেই একাধিক নিক থাকলেও সমস্যা নাই।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: আমার একটাই নিক।
কিছু মানুষ বিষাক্ত সাপের মতো হয়। এরা ভালো রুপ ধরে থাকে।
৪| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৬
কামাল১৮ বলেছেন: বনু কুরাইজার হত্যা কান্ড দেখলে বুজতে পারতেন নিষ্ঠুরাতা কাকে বলে।যখন বনু কুরাইজার সবাইকে ধরে এনে পুরুষদের নাভিদ নিচে লোম উঠেছে কিনা পরীক্ষা করে করে সবাইকে হত্যা করা হয় আর নারীদের গনিমতের মাল হিসাবে ভাগ করে দেয়া হয় সাহাবাদের মাঝে।বেঁচে গেছেন সেই সময়ে জন্মগ্রহন করেন নাই।
গুটি কতক মুসলিম দেশ ছাড়া বাকি বিশ্ব মুটামুটি শুখের আছে।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ সেই অন্ধকার যুগ আর নেই।
৫| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুরুতে ভুল বুঝার ফলে দুইটা নিক হয়েছিল। জি এক নিকে চলা ভালো।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।
৬| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৬
হিমন বলেছেন: কী যে ভাল হল লেখাটি!!
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: হি হি হি----
৭| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৪
কুশন বলেছেন: বিনা কারনে আপনি বিপদে পড়েছেন।
আমার জন্য আপনি সমস্যা পড়েছেন।
আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: না ব্যাপার না।
সামুতে আমার উপর বহুবার বিপদ এসেছে। আবার আপনাতেই তা কেটে গেছে।
৮| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষ মানুষকে ভালোবাসা ছেড়ে দিবে, অবলা জীবদের কাছে ফিরে যাবে।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: না এরকম হবার সম্ভনা নেই।
৯| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: কোনো দিন দ্বিতীয় নিকের চিন্তা মাথায় আসে নি
আমার এসেছে, নাম ঠিক করাই আছে, যেকোনো দিন দ্বিতীয় নিক তৈরি করতে পারি।
প্রথম পাতায় পরপর দুটি পোস্ট আপনার।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: মাস শেষ তাই দুটা পোষ্ট দিয়েছি। ইচ্ছা ছিলো তিনটা পোষ্ট দেই। কিন্তু তাহলে শাস্তি পেতে পারি। তাই--- দেই নি।
১০| ৩১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৪
ইসিয়াক বলেছেন:
১নং
গানঃ যত ফুল তত ভুল
লেখকঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
তালঃ কাহারবা
-----------------------------------------------
যত ফুল তত ভুল কণ্টক জাগে
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে।।
হেথা চাঁদে আছে কলঙ্ক, সাধে অবসাদ
হেথা প্রেমে আছে গুরুগঞ্জনা অপবাদ;
আছে মান-অভিমান পিরিতি-সোহাগে।।
হেথা হারাই হারাই ভয়, প্রিয়তমে তাই
ব’ক্ষে জড়ায়ে কাঁদি ছাড়িতে না চাই।
স্বর্গের প্রেমে নাই বিরহ-অনল
সুন্দর আঁখি আছে, নাই আখি-জল;
রাধার অশ্রু নাই কুমকুম-ফাগে।।
ভালো থাকুন
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১১| ৩১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪০
নূর আলম হিরণ বলেছেন: ব্লগে এবং ফেইসবুকে একটি করেই আইডি আমার। একটা নিক চলাতেই হিমশিম দুই নিক কিভাবে চালাবো?
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: আমিও।
১২| ৩১ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১
রানার ব্লগ বলেছেন: নিক নিয়ে তামাসা ভালোই লাগছে, ব্লগে হাসির খোরাক তেমন একটা নেই।
নিরবে নির্জনে সুন্দুরী মেয়ে গুলো আপনাকেই শুধু চোখে দেখে, আমরা কি দোষ করলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: সুন্দরীদের কাছ থেকে দূরে থাকুন। শেক্সপিয়ার বলেছেন সুন্দরী মেয়েদের কাছে সততা আশা করা ভুল।
১৩| ৩১ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
ঢাবিয়ান বলেছেন: মাল্টি নিক নিয়ে ব্লগে কি হচ্ছে বুঝতে পারছি না। নিয়মিত ব্লগারদের কাছেঅনুরোধ রইল ব্যপারটা খোলাশা করার জন্য।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: কিছুই হচ্ছে না। কয়েক ব্লগার ইচ্ছা করে ঝামেলা পাকাচ্ছে।
১৪| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ৮:১০
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
সাড়ে চুয়াত্তর এর বলা নীচের দু'লাইনই মনে হয় ঠিক -
গোলাপ সুন্দর, ময়ুর সুন্দর, সুন্দর সবুজ বন
তারচেয়েও আরও সুন্দর মানুষেরই মন..........
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধ্যেয়।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অসুস্থরা সবাইকে অসুস্থ ভাবে। (আমার কয়েকটা নিক আছে এবং সবকটা আপনারে চিনেন। পলাশমিঞাকে এখন আর পছন্দ করি না তাই আসল নামে চলি।