নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বুদ্ধদেব গুহের লেখা আমার ভালো লাগে।
তার যে উপন্যাস গুলো আমার পছন্দের সেগুলো হলো- একটু উষ্ণতার জন্য, মাধুকরী, সবিনয় নিবেদন এবং বাবলী। এর বাইরেও তার উপন্যাস পড়েছি। চাটার্ড একাউন্টেন্ট হয়েও লেখালিখি তিনি কিভাবে চালিয়ে গেছেন, অবাক লাগে আমার। পেশার ব্যপক ব্যস্ততার পরও শতশত পৃষ্ঠার গভীর কিছু উপন্যাস লিখলেন কিভাবে! বুদ্ধদেব গুহের বাক্যগঠন দীর্ঘ, 'উদ্ভটসুন্দর' এবং শ্রুতিমধুর। তার লেখার স্টাইল একদম আলাদা। যদিও বিভুতিভুষনের সাহিত্যের সাথে তার অনেক লেখায় চিন্তার কিছু মিল খুঁজে পাই। যেমন ব্যতিক্রম হুমায়ুন আহমেদ তেমনই বুদ্ধদেব। বুদ্ধদেব গুহের উপন্যাসের প্লট, পরিবেশ, লোকেশন, সংলাপ- অন্যদের সাহিত্যের চাইতে অবাক করে দেয়ার মত আলাদা লাগে আমার। যাই হোক, এখন ছবি দেখুন। ছবি গুলো গত দশ বছরে বিভিন্ন সময়ে তোলা।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।
২| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৭
ডঃ এম এ আলী বলেছেন:
পোষ্টের শুরুতে বুদ্ধদেব গুহকে নিয়ে কিছু কথা বলার জন্য ধন্যবাদ ।
মনে করেছিলাম ছবি ব্লগটি মনে হয় তাঁকে নিয়েই ।
কিছুটা আশা ভঙ্গ হলাম । যাহোক তাঁর প্রসঙ্গেই ফিরে যাই ।
ছবিসুত্র : এই সময়
বর্ষীয়ান সাহিত্যিক বুদ্ধদেব গুহের মৃত্যুতে
শেষ হল সাহিত্যের একটা গোটা অধ্যায়।
এই বর্ষীয়ান সাহিত্যিক বহু কালজয়ী উপন্যাসের স্রষ্টা। তাঁর উল্লেখযোগ্য লেখা,
'জঙ্গল মহল', 'বাবলি', 'মাধুকরী', 'কোজাগর', 'হলুদ বসন্ত', 'একটু উষ্ণতার জন্য',
'কুমুদিনী', 'খেলা যখন', 'চানঘরে গান' সাহিত্যজগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
'হলুদ বসন্ত' উপন্যাসের জন্য ১৯৭৬ সালে তিনি পান আনন্দ পুরস্কার।
তাঁর প্রতিরইল শ্রদ্ধাঞ্জলী ।
পোষ্টের সব ছবিই সুন্দর হয়েছে ।
ক্যাপসন দিলে আরো ভাল হতো ।
শুভেচ্ছা রইল
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: আসলে ছবি ব্লগ দিলে উপরে কয়েক লাইন লিখতে হয়। তা না হলে প্রথম পাতায় পোষ্ট টি লম্বা হয়ে যায়। এবং অনেকের পোষ্ট দ্বতীয় পাতায় চলে যায়। তাই ছবি ব্লগ দিলে কয়েক লাইন লিখতে হয়।
৩| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩১
কুশন বলেছেন: ৩,৪ আর ১২ নং ছবি গুলো ধারুন হয়েছে।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৪| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ১,২,৫,৬,১০,১৩,১৪,১৫ ভালো হয়েছে।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।
৫| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:১৩
কামাল১৮ বলেছেন: ২ নং ছবিতে বচ্চাটি কি করছে?
৭নং ছবিটি কোথাকার ছবি?
১০,১২,১৩,১৪ চেনা চেনা মনে হয়।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: ২ নং ছবিতে একজন বেকার পিতা। সন্তানের খেলা দেখছে।
৭ নং ছবি টা ফরিদপুরের।
৬| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৩৯
ইন্দ্রনীলা বলেছেন: বুদ্ধদেব গুহ এর কথা পড়ে পড়তে এসেছিলাম।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: এটা আমার স্টাইল। দৈনিক পত্রিকা গুলো থেকে শিখেছি।
৭| ৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর রাজীব দা লেখকের প্রতি অনেক শ্রদ্ধা জানাই
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৮| ৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০১
চাঁদগাজী বলেছেন:
করোনার পর, অনেকেই অকারণে অসুস্হ হয়ে যেতে পারেন।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে হাসপাতাল গুলোতে গেলে দেখা যায়- অসুস্থ মানুষ দিয়ে পুরো দেশ ভরা। কেউ ভালো নেই।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত ছিল। যদিও আপনি বলেছেন আপনি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন না।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি প্রতিযোগিতায় অংশ গ্রহন করি না।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫২
কালো যাদুকর বলেছেন: সময় পেলে আবার পড়ব।
১৪ ও ১৫ সবচে সুন্দর।