নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাবা (ছোট ছেলেকে) : এক গ্লাস পানি আনতো।
ছোট ছেলে : পারুম না ৷
বড় ছেলে : বাদ দাও তো বাবা। এইটাতো জন্মের বেয়াদব। যাও তুমি নিজেই গিয়া পানি খাইয়া আসো আর আমার জন্য এক গ্লাস নিয়া আইসো।
কৃষকরা ভালো ফসল পেলে সারা বছর তারা থাকে আনন্দে। আর যদি একবার বন্যায় ধান তলিয়ে যায় তাহলে তারা হয়ে যায় নিঃস্ব। ধান ভালো হলে প্রতি ঘরে ঘরে বয়ে যায় দারুন খুশীর বন্যা। পিঠা-পায়েশ খাওয়ার ধুম লেগে যায়।
আমার এক সময় ধারনা ছিল রবীন্দ্রনাথ চা খেতেন না। বিশেষ করে রাস্তার পাশের কোনো দোকান থেকে। কখনও খেলে- শখ করে খেতেন। চারপাশের মানুষদের খেতে দেখে হয়তো একটু শখ করে খেলেন, জিনিসটা কেমন! ঢাকা শহরের সব রাস্তায় রাস্তায় অসংখ্য চায়ের দোকান আছে। একদিন দুপুরবেলা হঠাত আকাশ কালো করে ঝুম বৃষ্টি নামল। আমি ভিজতে ভিজতে রাস্তার পাশের এক দোকান থেকে এক কাপ চা খেলাম। খুব মুগ্ধ হলাম। আশ্চর্য ব্যাপার সাথে সাথে আমার রবীন্দ্রনাথের কথা মনে পড়ল। রবীন্দ্রনাথ কি কখনও বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তার পাশের দোকান থেকে চা খেয়েছেন? খেলেও আমার মতো মুগ্ধ কী কখনও হয়েছেন!
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: জ্বী এবার গ্রামে গেলে সব ছবি তুলে আনবো।
২| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১:১৫
কামাল১৮ বলেছেন: বড় ছেলেটি বড় ভালো।এমন ছেলে ঘরে ঘরে দরকার।তা হলে বাবারা অলস হবে না।এ সব কথা আপনার মাথায় কোত্থেকে আসে।
নাম্বার ছাড়া ছবিটা ভালো লেগেছে।
৯,নির্মল আনন্দের বহিঃপ্রকাশ।
১০,আল্লাহ যে আছে তার প্রমান এই ছবি।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
আপনি পোষ্ট লিখুন। তাহলে আপনি একজন সেরা ব্লগার হয়ে যাবেন। আমি নিশ্চিত।
৩| ০৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:১৮
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনি সুন্দর ছবি তোলেন কৃষ্ণচূড়া গাছের ছবিটি অসাধারন।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জাহিদুল।
৪| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৭
নতুন বলেছেন: রানু ভাই কলার হালি কত করে ঐখানে?
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: সস্তা। মাত্র ১০ টাকা ১৫ টাকা।
আজ ঢাকায় চম্পা কলা কিনেছি ৯০ টাকা ডজন।
৫| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: ফালতু ছবিগুলো খুব সুন্দর হয়েছে। +
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
৬| ০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ০ নাম্বার ছবিটা সবচেয়ে ফুলতু থুক্কু ভালো হয়েছে।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: হা হা হা------
৭| ০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:২৫
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: ছবি কথা বলে!
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: ছোবই শুধু কথাই বলে না, ছবি হলো ইতিহাস।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১৭
চাঁদগাজী বলেছেন:
ঢাকা জেলার গ্রামগুলো ( আপনার বাবার গ্রাম ) কি সুন্দর? মাঠ, ফসল ও চাষীদের ছবি দেবেন।