নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
১। প্রথম বন্ধুঃ আরে তোর মোজা জোড়াতো ভারি অদ্ভুত। একটা লাল আরেকটা কালো।
দ্বিতীয় বন্ধুঃ আরোও অদ্ভুত ব্যাপার কি জানিস? একই রকমের আরোও এক জোড়া মোজা আমার বাড়িতে আছে।
২। একদিন বল্টু তার শিক্ষককে বললঃ স্যার "নাটুরে" মানে কি?
স্যারঃ আজ ঠিক মনে পড়ছে না, কাল তোকে বলে দেবো। ঘরে গিয়ে শিক্ষক সমস্ত অভিধান ঘেঁটেও "নাটুরে" শব্দটি খুঁজে পেলেন না। পরের দিন বল্টু আবার জানতে চাইলো। স্যার "নাটুরে" মানে কি?
শিক্ষক আবার কাল বলবো বলে এড়িয়ে গেল। বল্টু রোজ রোজ একই কথা জিজ্ঞাসা করতে থাকলো। রোজকার এই টেনশনে শিক্ষকের তো একেবারে নাজেহাল অবস্থা। শেষে একদিন তিনি বললেনঃ ঠিক আছে, আগে তুই "নাটুরে" স্পেলিং টা বল।
বল্টুঃ "NATURE"
এবার তো শিক্ষকের মাথায় রক্ত উঠে গেল। তিনি প্রচন্ড রেগে বল্টুকে বললেনঃ আমাকে বোকা বানাচ্ছিস?
"নেচার" কে "নাটুরে" করে তুই আমার ল্যাজে গোবরে অবস্থা করেছিস। দাঁড়া, তোকে আজই টিসি দেওয়ার ব্যবস্থা করছি।
বল্টু ঝট করে শিক্ষকের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললঃ স্যার এত বড়ো সর্বনাশ করবেন না। নয়তো আমার "ফুটুরে" টাই খারাপ হয়ে যাবে।
২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: আসলেই মজার।
২| ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২৯
জুল ভার্ন বলেছেন: এই লেখাটি আমি আমার ফেসবুক টাইম লাইনে শেয়ার করেছিলাম ছয় মাস আগে। লেখাটি অবশ্য আমার নিজের ছিলো না।
২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: কৌতুকের বই থেকে নিয়েছি।
৩| ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৩০
জুল ভার্ন বলেছেন: মানে দুই নম্বরটার কথা বলেছি।
২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: বুঝতে পারেছি।
৪| ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১১
ইসিয়াক বলেছেন: আজকাল আমার কোন কিছুতে আর হাসি পায় না।
২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: বয়স হচ্ছে তো।
৫| ২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: কৌতুক দুটির সাথে শিরনামের সম্পর্ক কি?
আর ছবির সাথে শিরনাম বা বিষয়বস্তুর সম্পর্ক কি?
২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: কোনো সম্পর্ক নেই।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:১০
শেরজা তপন বলেছেন: দ্বীতিয়টা বেশ মজার! শুনিনি কখনো
আমার ছেলে খুব মজা পেয়েছে শুনে।