নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আমি ধার্মিক নই
নামাজ পড়ি না, রোজা রাখি না
ধর্মের নিয়ম কানুন কিছুই মেনে চলে না
অথচ আমি খুব ভালো আছি।
ধর্মের প্রতি আমার কোনো ভরসা নেই
বিশ্বাস নেই, হাশর ময়দান নিয়ে ভাবি না
আমি আধুনিক মানুষ, বিজ্ঞান আমার প্রিয় বিষয়
তাই কোরআন হাদীস যত পড়েছি তত হেসেছি।
অসহায় মানুষের শেষ ভরসা ধর্ম
ধর্ম, ধর্ম করে তাঁরা শেষ পর্যন্ত কিছুই পায় না
পাওয়ার কথাও নয়। মৃত্যুর পর সব শূণ্য।
তবু কিছু মূর্খ ও নির্বোধ মানুষ ধর্ম আকড়ে থাকে।
আমাকে নাস্তিক বলো, তাতে আমার কিছুই যায় আসে না
ধর্ম ছাড়াই আমি একজন মানবিক মানুষ
আমার আসল পরিচিয় আমি মানুষ এবং আমার মনুষ্যত্ব
স্বচ্ছ পবিত্র মন থাকলে কোনো খারাপ স্পর্শ করতে পারে না।
©somewhere in net ltd.