নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত গল্প

২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২১

ছবিঃ আমার তোলা।

১। একটা খুন করতে ইচ্ছা করে।
নিখুঁত ভাবে খুনটা করা হবে। কেউ টের পাবে না। কেউ কিচ্ছু বুঝবে না। আমি খুন করে, আমি আবার খুন করা লোকটার সামনে গিয়ে বলব- আহারে, বড় ভালো ছিলো। কে খুন করলো এমন করে! খুব শ্রীঘই খুনটা করে ফেলব। প্লান করা শেষ। যাকে খুন করবো সে আমার ব্যাক্তিগতভাবে কোনো ক্ষতি করে নি। কিন্তু সে ক্ষতি করেছে দেশের। যেহেতু সরকার তাকে শাস্তি দেয় নি। দুদক তাকে গ্রেফতার করেনি। কাজেই আইন নিজের হাতে তুলে নিতে হবে আমাকে।

২। আচ্ছা, মানুষের কলিজা খেতে কেমন লাগে?
আমি হোটেলে প্রায়ই গরুর কলিজা ভূনা দিয়ে রুটি খাই। খেতে ভালৈ লাগে। ইদানিং আমার ইচ্ছা হচ্ছে মানুষের কলিজা খাবো। আমি জানি কলিজা মূলত জমাট বাঁধা রক্ত। ঠিক করেছি, সুন্দর একটা মেয়ের কলিজা খাবো। মেয়েটাকে নিজের হাতেই খুন করবো। তারপর বুক চিরে আস্তো কলিজা বের করবো। টাটকা কলিজা। পেট ভরতি করে চিবিয়ে চিবিয়ে খাবো। না জানি খেতে কেমন স্বাদ হয়! না, আমি পিশাচ নই। আপনাদের মতোই মানুষ। নিজের মনের গোপন ইচ্ছা গুলো আমি আপনাদের মতো লুকিয়ে রাখতে পারি না।

৩। আমি একজন ব্যর্থ মানুষ।
জীবনে কোনোদিন ঘুষ খেলাম না। ধর্ষন করলাম না। চুরী করলাম না। পরকীয়া করলাম না। নষ্টামি করলাম না। দালালি করতে পারলাম না। চাটুকার হতে পারলাম না। হাত কচলাতে পারলাম না। কালো টাকা দিয়ে বস্তা ভরতে পারলাম না। সাদা কাগজে সাইন নিয়ে রাখতে পারলাম না। কারো জমি দখল করতে পারলাম না। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাতে পারলাম না। টাকা দিয়ে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি হতে পারলাম না। সব কিছু মিলিয়ে আমি একজন ব্যর্থ মানুষ।

৪। ঢাকা শহরে দুই মেয়র আছেন।
এই দুইজন করে কি? আমি তো ফুটপাত দিয়ে আরামে হাঁটতে পারি না। ফুটপাতে দোকানপাট দিয়ে ভরা। ফুটপাতের দোকানিরা অবশ্য বিনামূল্য ফুটপাতে বসে না। তাঁরা প্রতিদিন পুলিশকে টাকা দিচ্ছে। পুলিশ টাকা না খেলে ফুটপাতে কোনো দোকান বসতো না। দুইজন মেয়র ফুটপাত মুক্ত করতে পারেন নি আজও। জানেন পারবেও না। এই শহরে দশ টাকার বিনিময়ে ট্রাফিক পুলিশ হাত দিয়ে বাস থামায়। এবার যাত্রী তোলো। ঢাকা শহরে যত রেস্টুরেন্ট আছে, তাদের রান্নার গরম ধোঁয়া ফুটপাতে ছেড়ে দেয়। ফুটপাতে যারা হাঁটে তাদের কথা ভাবে না। আবার অনেক রেস্টুরেন্টের রান্না হয় ফুটপাতে। মেয়ররা কি এসব দেখেন না? জানেন না? নাকি পুলীশের মতো তারাও ঘুষ খেয়ে চোখ বন্ধ করে রেখেছেন?

৫। গত বারো বছরে দেশে সব কিছু দাম বেড়েছে।
পথেঘাটে আবাসিক হোটেলে বেড়েছে পতিতার সংখ্যা। ফ্লাট, গাড়ি আর বাইক বিক্রি হচ্ছে খুব। বেড়েছে ঠগ, প্রতারকের সংখ্যা। চোর ছিনতাইকারীর সংখ্যা তো হু হু করে বাড়ছে। তারচেয়ে বেশি বেড়েছে ধার্মিকদের সংখ্যা। দাঁড়ি রাখলে, মাথায় টুপি থাকলে এবং কপালের মাঝখানে দাগ থাকলে তো কথাই নেই। বাংলাদেশের সমস্ত খারাপ কাজ করে ধার্মিকেরা। ধার্মিকেরা ছুন্নত খুব পছন্দ করে। তাই তাঁরা দাঁড়িয়ে পানি পান করে না। টাখনুর নিচে প্যান্ট পড়েন না। ছুন্নত বললে কথা। পিশাব করে নুনু ঘষতেই থাকেন। ছুন্নত এঁর ফয়দা কি ইহকাল না পরকাল- কোন কালে পাওয়া যাবে?

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩১

জুল ভার্ন বলেছেন: প্রস্রাব করে পরিচ্ছন্ন হওয়ায় সমস্যা কোথায়!

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই। কিন্তু সকলের সামনে ঘষাঘষি ঠিক না। এটা অভদ্রতা।

২| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৫

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার দেয়া বক্তব্য অনুসারে আমিও একজন ব্যর্থ মানুষ।

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: না আপনি ব্যর্থ না। আপনি সৎ মানুষ।

৩| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫২

ফুয়াদের বাপ বলেছেন: ১. এমন ইচ্ছে প্রায়ই করে। যখন দেখি তনু/আবরার দের হত্যাকারীদের রাষ্ট্রযন্ত্র শাস্তি দিতে ব্যার্থ তখন শিরা টগবগ করে।
২. প্রিয়সীকে প্রেমের জালে আটকে রাখতে পারাও এক প্রকার তার কলিজা ভাজি করে খাওয়ার মতোই।
৩. আমিও একজন ব্যার্থ মানুষ
৪. শুধু ঢাকার দুই মেয়র না, বরং সকল জনপ্রতিনিধিই যেন ঝিমোচ্ছে। করোনা-ডেংগু সমান তালে মানুষ মারলো তবু তাদের হুশ নেই।
৫. সাথের সবাই (বিদ্যুত বিল/বাস ভাড়া/বাসা ভাড়া/পন্য মূল্য) বাড়লেও বেচারা "বেতন" সেই হারে বাড়ে নাই।

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৪| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭

বিটপি বলেছেন: ১। আমার ইচ্ছে করেনা। আমি একজন মুসলিম - একজন মুসলিমের মধ্যে কখনোই প্রতিশোধ স্পৃহা কাজ করেনা। পাপী তার শাস্তি অবশ্যই পাবে - ঈশ্বরের এই স্টেটমেন্টে আমি পুরোপুরি বিশ্বাস রাখি।

২। আপনি অবশ্যই আমাদের মত মানুষ না। আপনি সাইকো ধরণের মানুষ। আমাদের মত মানুষের হয়তোবা বড়জোর হাতি বা তিমি মাছের কলিজা খেতে করবে - মানুষের কলিজা কখনোই না।

৩। আপনি ব্যর্থ কারণ সফলতার কোন সুযোগ বা প্রয়োজন আপনার নেই। সেরকম কিছু হলে আপনি এই কাজগুলো করতেন না - এত নিশ্চিত আমি নই। সুযোগের অভাবে সৎ।

৪। ফুটপাতের ব্যবসার সাথে সরাসরি তৃণমূলের রাজনীতি জড়িত - এখানে মেয়রদের কিছু করার নেই।

৫। আপনি কাউকে স্বচক্ষে নুনু ঘষতে দেখেছেন? না দেখে আজেবাজে কথা বলেন কেন?

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: ২। এত সহজে আমাকে সাইকো বলে দিলেন!!!!
৫। হ্যাঁ দেখেছি। মসজিদের গেলে এরকম হরহামেশাই দেখা যায়। শপিংমলে ওয়াশ রুমেওদ এখা যায়। ওযুর নাম করে বেসিনে পা তুলে দেয়।

৫| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, আমাদের সকলেরই অনেক কিছু করতে ইচছা করে তবে ইচছা করলেই করা যায়না ,কারন আমরা মানুষ।

আবার দিন দিন আকৃতিতে মানুষের সংখ্যা বাড়ছে এটা ঠিক তবে সময়ের সাথে সাথে প্রকৃত মানুষের সংখ্যা কমে যাচছে এটাও সত্যি তা সে ধার্মিক কিংবা ধর্মহীন উভয়েই।

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: শিক্ষাও মানুষকে মহৎ করে তুলতে পারছে না।

৬| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকার মানুষের শতকরা ৪০ ভাগের বেশী ঠগ, খুন করেও এদের কমানো সম্ভব হবে না, দরকার জনতার সমবেত প্রচেষ্টা

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: ঢাকায় কিন্তু আমার মতো অনেক নিরীহ মানুষও আছে।

৭| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৬

ঈশান মাহমুদ বলেছেন: বাংলাদেশের মানুষ কখনো এতো খারাপ ছিলো না। চোখের সামনে দুনম্বরি কারবার দেখতে দেখতে মানুষগুলো সব এখন দুই নম্বর হয়ে গেছে। আমাদের প্রজন্মে আমরা বড়ো হয়ে ভাসানী, শেরেবাংলা, শেখ মুজিব হতে চাইতাম। এখনকার শিশুরা কার মতো হবে বলেনতো? আছে কোন আদর্শ মানুষ? আছে কোন গ্রেট আইডল?

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: লালন, এডিসন, রবীন্দ্রনাথ, গোর্কি, গান্ধী, চার্লি চ্যাপলিন, আইস্টান, ম্যান্ডেলা, বঙ্গবন্ধু, মাদার তেরেসা এদের আইডল মানা যেতে পারে।

৮| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৬

ইসিয়াক বলেছেন: তাহলে কি দাড়ালো, পিসু করে পরিষ্কার করার বিপক্ষে আপনি? যাহ! এটা আবার হয় না-কি?

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: না বিপক্ষে না।
কিন্তু লজ্জাহীন ভাবে সকলের সামনে ঘষাঘষির বিপক্ষে।
আপনিও কি ঘোষাঘষি করেন?

৯| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মারামারির মধ্যে না যাওয়াই ভাল।
শায়েস্থা খাঁর আমল থেকে দাম বাড়তেই আছে।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: আপনি একটু লেখালেখি করুণ। আপনার অভিজ্ঞতার কথা লিখুন।

১০| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৮

মহিউদ্দিন হায়দার বলেছেন: ধর্মের লেবাস আর ধার্মিকতা এক নয়। চোর যদি হয় সাধুর বেশে, স্বভাব থাকে তার পাশে পাশে। একজন অসৎ মানুষ তার প্রয়োজনে যেকোনো লেবাস পরিধান করতে পারে। তাই পুরো ধর্মের উপর দোষ চাপিয়ে দেয়ার বিষয়ে বিনয়ের সাথে দ্বীমত পোষণ করছি। ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ধর্মের উপরেই তো সব দোষ যাবে। বাঁশি থাকলেই বাঁশি বাজে। বাঁশি না থাকলে বাজাতে পারতো না।

১১| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্নতের ফায়দা তো পরকালেই পাওয়ার কথা। আর ঘষাঘষি দেখতে যান কেন?

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: দেখতে যাই না। চোখের সামনে পড়ে যায়।
পরকাল বলে কিছু নাই। শূন্য। সব শূণ্য।

১২| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: উদ্ভট ভাবনা!

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: নতুন কোণো কবিতা লিখেছেন।

১৩| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন:

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৪| ২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫

ওসেল মাহমুদ বলেছেন: ৩. আমিও একজন ব্যার্থ মানুষ

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: সমাজে ব্যর্থ মানুষের সংখ্যাই বেশি।

১৫| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৯

ইসিয়াক বলেছেন:







আপনিও কি ঘোষাঘষি করেন?



বুঝলাম না ;)

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.