নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কবর

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৮


ছবিঃ আমার তোলা।

মানুষের সাথে মানুষের সম্পর্ক দীর্ঘদিন থাকে না-
যদি তুমি মোমবাতির মতো বাঁচো, নিজেকে দান করে,
সকলকে আলো দিয়ে, তবেই সম্পর্ক টিকে যাবে
তবে, মন্দলোকের সাথে সম্পর্ক নয়, দূরে থাকো
দূরে থাকো। দূরে থাকো। দূরত্ব যত তত ভালো।

আমি মানুষের মুখে পাপ দেখি না-
তাই বন্ধুত্বের সহজ হাত বাড়িয়ে দেই;
ভীষন মায়া হয় আমার, ভীষন দয়া হয় আমার
অবিশ্বাস দিয়ে বিশ্বাসকে আহত করতে নেই
যে চলে যেতে চায়, চলে যাক- চলে যাক।

ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই-
একটা ঈগল খুঁজি, বিশাল এক ঈগল আকশে
গতকাল দেখেছি চক্রাকারে ঘুরছে, তীক্ষ্ণ চোখ
সুযোগের অপেক্ষায় ঈগল, কিছু একটা ঘটবে
পালিয়ে যেও না, মুখোমুখি হওয়াই ভালো।

চর দখলের জন্য দুইদল গ্রামবাসী নেমেছে
হাতে দা, কুড়াল, রড আর মুলিবাঁশ
রক্ত ঝরবে, বেশ কয়েকজন নিহত হবে
এভাবেই চলছে যুগের পর যুগ ধরে
ভুলে যায় শেষ আশ্রয় চর নয়, কবর।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালোর সংস্পর্শে থাকলে লোক খারাপ হয় না।এরশাদ শিকদার কে দিয়ে আমি(আমরা)অনেক কাজ করিয়েছি ,সে খারাপ লোক ছিল না।ঘাট শ্রমিক ছিল কিন্তু প্রচন্ড সাহসী ছিল।৭৪ পর্যন্ত আমার সাথে যোগাযোগ ছিল বরিশালে।
খারাপ লোককে দুরে ঠেলে দিলে সে ভাল হবার সুযোক হারাবে।

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


আাদের অশান্তির মুলে আমাদের জাতির নীচুমনাের জীবন-ভাবনা, অপজ্ঞান ও দখলী মনোভাব।

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: উন্নত মানুষ আমাদের নেই।

৩| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: "ভুলে যায় শেষ আশ্রয় চর নয়, কবর" - ঠিক বলেছেন। কবিতা ভালো লেগেছে। + +

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: আপনি আমার কবিতা পড়েছেন। এটা আমার জন্য অনেক আনন্দের।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.