নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সুন্নত

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১:৫৫


ছবিঃ গুগল।

আমার এক বন্ধু কথায় কথায়-
আলহামদুলিল্লাহ্‌, মাশাল্লাহ বলে। এবং সুন্নত, ফরয পালন করে। যেমন আমার বন্ধু দাঁড়িয়ে পানি খায় না। বসে পানি খাওয়া সুন্নত। নবিজির সুন্নত। বসে প্রস্বাব করাও নাকি ছুন্নত। সুন্নত মানা আমার এই বন্ধু তার শিক্ষিতা স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করে। একবার তো বটি দিয়ে কোপ মারতে গিয়েছিলো। কিছুদিন আগে তাদের তালাক হয়ে গেছে। বন্ধুর ধারনা আল্লাহর ইচ্ছাতে তালাক হয়েছে। তার মানে এই তালাকে ভালো কিছু রয়েছে। এখন হয়তো আমার জন্য ভালো এবং ধনী মেয়ে অপেক্ষা করে আছে। যাই হোক, আমি কোনো সুন্নত ফরযের ধারধারি না। দাঁড়িয়ে পানি খাই। দাড়িয়েই মুতে দেই।

আমাদের নবিজি ৬৩ বছর পর্যন্ত বেঁচে ছিলেন।
নবিজি যা করেছেন তা পালন করা আমাদের জন্য সুন্নত। যে নজিবির সুন্নত মেনে চলবে সে নবিজির সাথে বেহেশতে যাবে। একথা স্বয়ং নবিজি'ই বলেছেন। সূরা আন নিসাতে আল্লাহ বলেছেন, ‘যে রাসূলের আনুগত্য করলো সে পকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করলো।’ নিজের অজান্তে আমি বেশ কিছু সুন্নত পালন করে ফেলি। মাঝে মাঝে বৃষ্টিতে ভেজাও সুন্নত। রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটাও সুন্নত। মাঝে-মধ্যে খালি পায়ে হাঁটা সুন্নত। নবিজি নিজেই বলেছেন, লজ্জা-শরম, সুগন্ধি ব্যবহার, মিসওয়াক করা এবং বিয়ে করা জরুরী সুন্নত। আমি সম্প্রতি একটি বই পড়েছি। বইয়ের নাম- 'প্রিয় নবীর প্রিয় সুন্নত'। বইটি বাংলায় অনুবাদ করেছেন, মাওলানা মুহাম্মদ ওমর আল ফারুক। বইটি পরে আমি এখন সুন্নত বিশেষজ্ঞ হয়ে গেছি।

যে নবিজির আদেশ নিষেধ মেনে চলে-
তার ইবাদর অতি সহজেই কবুল হয়। সুন্নাত শব্দের অর্থ পথ, রীতি, নিয়ম, আদর্শ, কাজ এবং মৌন-সম্মতি। নবিজি বলেছেন, 'নামাজ পড়ো সেভাবে, যেভাবে আমাকে পড়তে দেখ।' আকাশের দিকে তাকিয়ে নিজের মনের কষ্টগুলো বলা সুন্নত। আমি ছোটবেলায় আকাশের দিকে তাকিয়ে অনেক কথা বলতাম। সূরা হাশর এ বলা হয়েছে- ‘রাসুল তোমাদের যা আদেশ দেন, তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। ’ কোরআনে কোথাও কোথাও বলা হয়েছে- আল্লাহ দয়ালু, আবার কোথাও কোথাও বলা হয়েছে- আল্লাহ কঠোর শাস্তিদাতা।

নবিজি মুচকি হাসি দিতেন।
মুচকি হাসি হাসা সুন্নত। আমি সুরভির দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে সুরভি বিরক্ত হয়। আত্মীয়স্বজনদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেও তাঁরা পছন্দ করেন না। এখন কারো দিকে তাকিয়ে মুচকি হাসি দেই না। তবে আয়নাতে তাকিয়ে মাঝে মাঝে মুচকি হাসি দেই। সুরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, 'হে নবী! আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ অতিশয় দয়ালু মেহেরবান।' আমি মোটামোটি অনেক সুন্নত পালন করি।

আমি নিজের অজান্তেই অনেক সুন্নত পালন করে চলছি।
রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়া সুন্নত। কুলি করা, নখ কাটা, গোছল করা ইত্যাদি কাজ গুলোও সুন্নত। যা আমি করি ছোটবেলা থেকেই। স্ত্রীর প্রশংসা করা সুন্নত। ফ্লোরে বসে খাওয়া সুন্নত। নামাজের সময় মাথায় টুপি পড়া সুন্নত। বাসা থেকে ডান পা দিয়ে বের হওয়া সুন্নত। সাদা জামা পড়া সুন্নত। সুন্নত পালন করা খুবই সহজ। আপনি যত সুন্নত পালন করবেন- পাপ কাজ, মন্দ কাজ থেকে অটোমেটিক দূরে সরে যাবেন। সুন্নত পালন করলে মনে শান্তি আসে। আনন্দ আসে। তবে মনে রাখা দরকার- সমস্ত ভালো কাজ সুন্নত নয়। নবিজির দেখানো পথে চলা এবং সেগুলো সুন্দর করে মেনে নিয়ে চলাই সুন্নত।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১:৫৮

মৌরি হক দোলা বলেছেন: কেমন আছেন, ভাইজান?

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো আছি।
ফুরফুরে মেজাজে আছি।

২| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ২:০৬

আমি নই বলেছেন: আজকে থেকে দাড়িয়ে হাগাও শুরু করেন, প্রবলেম নাই!!! আমার ৭ বছরের ছেলের যে বুঝ আছে আপনার সেটাও নেই।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: আপনার ছেলের জন্য শুভ কামনা।

৩| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ২:২৪

প্যানকেক বলেছেন: যারা সুন্নত মানে তারাই বউ পেটায়??

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আমি কি তাই বলেছি?

৪| ২৭ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নবী অনেক কিছুই করতো এখন আর কেউ পালন করে না।সে অনেক গুলো বিয়ে করেছিল,কেউ তা পালন করে না।নবী পাঁচ বছর দশ মাস(+ -) বয়সের একজন শিশু মেয়েকে যে কিনা পুতুল খেলতো তাকে বিয়ে করেছিল।এখন করলে সোজা শ্রীঘরে।নবী আপন চাটাতে ভাইয়ের সাথে নিজের মেয়েকে বিয়ে দিয়ে ছিল তার পরে আর কেউ দেয়নি।নবী পালক পুত্রের বৌকে বিবাহ করে ছিল,যা ভাল কাজ বলে সমাজ গ্রহন করে না।তিনি দাসী সহবত করতেন,আজকের দিনে যেটা বেআইনী।আরো এমন বহু কাজ আছে নবী যেটা করতেন তা আজকের দিনে বেআইনী।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: আরেহ চুপ থাকেন।
এডমিন দেখলে আবার আপনাকে আমাকে ''জেনারেল'' করে দিবে। চেপে যান।

৫| ২৭ শে নভেম্বর, ২০২১ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



যেসব জাতি বর্তমান বিশ্বের সাথে তাল মিলাতে পারছে না, তাদের জীবন কষ্টকর হয়ে গেছে।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: তাল মিলাতে পারছে না দরিদ্র দেশ গুলো যারা কুসংস্কারে বিশ্বাস রাখে।

৬| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ধর্ম মানতে চান না এই ধরণের কথা অনেকবার বলেছেন আগে বিভিন্ন পোস্টে। তাই দয়া করে ধর্ম নিয়ে ফাজলামো করা বন্ধ করেন। ধর্ম নিয়ে আপনার এই সব ফাজলামো করা ঠিক না। আপনি ভাবছেন অনেকে বেশ মজা পাচ্ছে। ধর্ম মানতে আপনাকে নিশ্চয়ই কেউ বাধ্য করেনি। আপনি ফরজ মানতে অনাগ্রহী অথচ সুন্নত নিয়ে কথা বলছেন।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: আমি পোষ্টে কোথাও লিখেছি ধর্ম মানতে চাই না?
মোটেও ফাজলামো করি নাই। সুন্নত নিয়ে একটা বই পড়েছি। কিছু জ্ঞান লাভ করেছি। সেই জ্ঞান আপনাদের সাথে শেয়ার করেছি। এটা কি অন্যায়?

৭| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৩২

ইসিয়াক বলেছেন: বিরক্তিকর পোস্ট।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: আপনি কম বুদ্ধির মানুষ।

৮| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৫

হাবিব বলেছেন: চরম বিরক্তিকর পোস্ট...............

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যের উত্তর ১৩ নম্বর কমেন্ট।

৯| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রাজীব ভাই , এই পোস্ট গুলোকে ইগনোর করা মানে আপনাকেও ইগনোর করা। আপনি বুদ্ধিমান মানুষ। বুঝবেন নিশ্চয়। ভালো থাকবেন।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: আহ হা ভাই--
আপনার কাছে এরকম আশা করি না।

১০| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩২

বিটপি বলেছেন: ভিটামিনের গুণাগুন বর্ণ্না করে যদি কেউ বলে আমি ভিটামিন পছন্দ করিনা, কিন্তু লেবু খাই - অনেকটা সেরকম লেখা। আচানকভাবে বিরক্তিকর!

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: হেই ব্রো---
ট্রাই টু আন্ডারস্টেন্ড।

১১| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা ফরযী পালন করি না আবার সুন্নত নিয়ে টানাটানি যাক হোক র্তক বির্তক না করাটাই ভাল
ফরয পালন ও একটা ভাল করার চেষ্টা করি---------

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: জ্বী।

১২| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪২

শিশির আহমেদ শিশির বলেছেন: বিরক্তিকর

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: পানি পড়া খাচ্ছেন নিয়মিত?

১৩| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাই, আপনার সুন্নতের বয়ান পড়ে অনেকেরই পিত্তি জ্বলে উঠবে, যদি না তারা যুক্তির বাছ বিচার করে। অবশ্য ধর্মের ভিত্তিই তো বিশ্বাস। এখানে যুক্তির স্থান গৌণ। অনেক কঠিন কথা তুলে ধরেছেন সাবলীলভাবে। তা বুঝার ক্ষমতা আমাদের অনেকেরই ক্ষীণ।

এই কমেন্টের জন্য আমিও যে দুয়েকটা গালি খাবো না তা তো নয়। আমি মেনেই নিয়েছি, কথিত ধার্মিকরাই গালি দেয়, কোন ভদ্রলোক দেয় না।

সুন্দর পোস্টের জন্য অভিনন্দন রাজীব নুর ভাই।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: স্যলুট আপনাকে।
আপনি গ্রেট পিপল।
দেশের মানুষ যদি আপনার মতো হতো তাহলে দেশের উন্নতি হতো।

আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৪| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১১

জুল ভার্ন বলেছেন: আপনার ধর্মবিশ্বাস অবিশ্বাস আপনার থাকতেই পারে। নাস্তিকরাও আমার কাছে সম্মানিত। কিন্তু এধরনের অনৈতিক অযৌক্তিক এবং উস্কানিমূলক পোস্টের জন্য হতাশ হলাম।

২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: না না--
বিষয়টা এরকম নয়।
আপনার কোথাও ভুল হয়েছে। পোষ্ট টা আরেকবার পড়ুন। আপনার ধারনা বদলাবে।

১৫| ২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ব্লগে আগের মত সময় দিতে পারি না। তবে অনেক দিন পরে এসেও দেখতে পেলাম আপনার 'মোনাফেকী'(দ্বিমুখী ভাবপোষণকারী) পোস্ট দেওয়া এখনও বন্ধ হয়নি।

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: দ্বিমূখী নই আমি।

১৬| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৬

নীল আকাশ বলেছেন: কেউ নিজেকে হাস্যকর প্রমাণ করা আপ্রাণ চেষ্টা করতে চাইলে আসলে অন্যকারো কিছুই করার নেই।
আপনার এইসব সুন্নতী মার্কা পোস্ট আমার কাছে সার্কাসের ক্লাউনের কাজকামের মতো লাগে।

২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: এটা আপনার রাগের কথা।

১৭| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৭

নীল আকাশ বলেছেন: ছবি তো মনে হয় ইয়াহুদীদের দিয়ে ফেলেছে। মুসলিমরা এত ছোট টুপি পড়ে না।

২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: হতে পারে। আমি সঠিক জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.