নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ট্রেইলার

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৫

ছবিঃ আমার তোলা।

আজ আমি কিছু লিখব না।
কারন প্রচন্ড মাথা ব্যথা করছে। সন্ধ্যা থেকে মাথা ব্যথা শুরু হয়েছে। এখন বাজে রাত ১২ টা। ব্যথা কমেনি। মাথা ব্যথার কারণে সন্ধ্যায় নাস্তা খাই নি। এক কাপ চা-ও খাই নি। রাতেও খাবো না। মানা করে দিয়েছি। ছোটবেলা মাথা ব্যথা কি জিনিস বুঝতাম না। কেউ যখন বলতো মাথা ব্যথা করে। তখন মনে মনে হাসতাম। ভাবতাম মাথা আবার ব্যথা করে কি করে? এখন আমি বুঝি মাথা ব্যথা কি জিনিস। আমার ধারনা রাত ২/৩ টার আগে মাথা ব্যথা কমবে না। যখনই মাথা ব্যথা শুরু হয় লম্বা সময় ব্যথা থাকে। চিনচিন করে ব্যথা করতেই থাকে। বাসায় আমি একা। সুরভি গিয়েছে এক বিয়ের দাওয়াতে। মাথা ব্যথা নিয়েই চারটা সিগারেট খেলাম।

গতকালও মাথা ব্যথা করেছে।
অনেক সময় পর্যন্ত মাথা ব্যথা করেছে। আমি বাসার কাউকে বলি নাই- মাথা ব্যথার কথা। ব্যথা কমানোর জন্য আমি সাধারনত কোনো ওষুধ খাই না। তবে নাপা খেলে কিছুটা উপকার পাই। আজ ঘরে নাপা নাই। থাকলেও জানি না কোথায় আছে। সুরভি হয়তো জানে। মাথা ব্যথা ভুলে থাকার জন্য বই হাতে তুলে নিয়েছি। ঘরে নতুন কোনো বই নেই। তাই মিসির আলী সমগ্র আবার পড়া শুরু করেছি প্রথম থেকে। আজ পড়েছি 'তন্দ্রাবিলাস'। তন্দ্রাবিলাস পড়া শেষ কিন্তু মাথা ব্যথা কমেনি। অনেকে বলেন, মাথা ব্যথা করলে চোখ বন্ধ করে ঘরের লাইট অফ করে শুয়ে থাকলে ব্যথা কমে যায়। এভাবে চেষ্টা করেছি। কমেনি।

ব্যথা ভুলে থাকার জন্য একটা ধাঁধা নিয়ে ভাবলাম।
ধাঁধাটা হলো- যখন আমার বয়স ২ বছর ছিল তখন আমার ভাইয়ের বয়স আমার অর্ধেক ছিল। এখন আমার বয়স ৭৫ হলে আমার ভাইয়ের বয়স কত হবে? মাথা ব্যথা কিছুতেই যাচ্ছে না। কবিতা পড়লাম। তাও ব্যথা কমে না। অথচ কি সুন্দর কবিতা! যদি আজ বিকেলের ডাকে-/ তার কোনো চিঠি পাই/ যদি তার এতকাল পরে মনে হয়-/ দেরী হোক, যায়নি সময়! খেয়াল করে দেখুন, আমি আবোল তাবোল লিখছি। কারন মাথা ব্যথা নিয়ে কিছু লেখা সম্ভব না। এখন আমার উচিত দুই মুঠ ভাত খেয়ে, মাথা ব্যথার ওষুধ খাওয়া। খেয়ে বাত্তি বন্ধ করে শুয়ে থাকা। তবেই না মাথা ব্যথা কমবে।

'আমার আরেকটা কথা বলার ছিলো'-
বলতে বলতেই শ্রদ্ধেয় কাইয়ুম চৌধুরী মাটিতে ঢলে পড়েন, চলে গেলেন, প্রমান করে গেলেন মানুষের সব কথা আসলে বলা হয় না। সবারই অনেক কিছু বলার আছে। যদি কেউ ভাবে সময় আছে। পরে বলব। তাহলে ভুল হবে। কাজেই যাকে ভালোবাসার, ভালোবেসে ফেলুন। যাকে গালি দেওয়ার গালি দিয়ে দিন। পরে হয়তো আর সময় না-ও পেতে পারেন। আজ দুপুরে একটা সিনেমা দেখেছি। কাহিনী এইরকমঃ একটি বৃষ্টি যুক্ত রাতে এক ক্যাপ ড্রাইভারের খুন হয়। খুনের অভিযোগে একজন বারটেন্ডার বসুকে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু বারটেন্ডার বসু নির্দোষ তার পরেও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং পরবর্তীতে তার আবেদনের জন্য তাকে চার বছর পর ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় আসল কাহিনী।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাই'এর বয়স ৭৪ বছর; আপনি ভাজা ইত্যাদি ও মাংস কম খান, গড়ে ৮ ঘন্টার থেকে বেশী ঘুমান, মাথা ব্যথা কমবে।

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: মাংস না খেলে বাঁচবো কিভাবে? সবজি আমি খাই না।
ঘুম টা কম। ৩/৪ ঘন্টা। ইচ্ছা থাকলেও ঘুমাতে পারি না। ফারাজা ভোরে উঠে যায়।

২| ০২ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৪:৩৫

কবিতা ক্থ্য বলেছেন: কেমন আছেন?

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো আছি,।
বলেতো একদাম ঝাক্কাস।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৫:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মাথা ব্যথা সম্পর্কে আপনি ছোট বেলায় যা ভাবতেন আমি এখনও তেমন ভাবি।মাথা থাকলেই মাথা ব্যথা থাকবে আমার মনে হয় কথাটা সম্পুর্ণ সত্য না।অথবা আমার হয়তো মাথাই নাই ।

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: আপনার মাথা ব্যথা হয় না?

৪| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫২

জুল ভার্ন বলেছেন: মাথা আছে বলেই মাথা ব্যথা থাকবে। ভালো মাথায়(যে মাথায় মগজ আছে) ব্যথা বেশী হয়-এটা সত্য।

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: চুপি চুপি আপনাকে একটা সত্য কথা বলি- আমার মাথায় মগজ নাই।
আছে গোবর।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: রাজীব দা ঐকিক নিয়ম অঙক পারি না সে জন্য অংকতে ৩৪ পেয়েছি
মনে হয় আপনি ভাল ঐকিক নিয়ম পারেন---------

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: আমি কিছুই পারি না।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৬

মৌরি হক দোলা বলেছেন: যদি আজ বিকেলের ডাকে-/ তার কোনো চিঠি পাই/ যদি তার এতকাল পরে মনে হয়-/ দেরী হোক, যায়নি সময়!

আমার প্রিয় কবিতাংশ। হুমায়ূন আহমেদ স্যারেরই কোনো বইয়ের শুরুতে এই লাইনগুলো দেওয়া ছিল। সেখান থেকে ডাইরিতে টুকে রেখেছিলাম।

আমাদের জেনারেশনের মানুষ মাথা ব্যথার সাথে বেশি পরিচিত মেবি! আমার এক স্কুল টিচার কারো মাথা ব্যথা করছে শুনলে বলতেন- মাথা ব্যথা করলে,মাথা কাইটা ফেলা =p~

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: মাথা কেটে ফেলতে বলছেন?

৭| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়ে উঠুন।
ছবিটা এমন কাইত কইরা দিছেন কেরে?

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ মাথা ব্যথা কমেছে।
ছবিটা সোজা করেই দিতে চেয়েছিলাম। কাইত কেন হলো বুঝতে পারছি না।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১

অক্পটে বলেছেন: মানুষ অনিয়ম করে কখনো সখনো। আমার মনে হয় অনেক বেশি রমক অনিয়মে ভোগছেন। জীবন যাপনের একটু বদলালে ভাল ফল পাওয়া যায়। অনেক সময় আমরা ঘরের আসবাবপত্র এদিক ওদিক করি, আপনিও তেমন একটু করুন।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
আমি কক্সবাজার যাবো।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৯

সোহানী বলেছেন: করোনার অবস্থা কেমন? ট্যাকে অবস্থা হালকা না ভারী? কাজের চাপ বেশী না কম?.................

সব চিন্তা ভাবনা ছাইড়া একটা ব্যাকপ্যাকে কয়েকটা দিন থাকার মত কাপড়-পোচড় নিয়ে বেড়িয়ে পড়েন। যেখানে মানুষজন গিজ গিজ কম করছে সেখানে ক'টা দিন থেকে মাথা ব্যাথা কিময়ে তারপর ফিরে আসেন।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: হ্যা যেতে ইচ্ছা হয়। কিন্তু ছোট কন্যা ফারাজার জন্য যাচ্ছি না।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৩৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মাথা ব্যথা কি কি কারনে হয় আমার জানা নাই।কিন্তু আমার মনে হয় চিন্তার জটিলতার কারনেও মাথা ব্যথা হতে পারে,যেটা আমার নাই।

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: মাথা ব্যথ্যার অনেক কারন আছে। ডাক্তাররা বলেন।

আমার মাথা কেন ব্যথা করে, কারনটা আমি খুঁজে বের করেছি। কিন্তু সমাধান আমার হাতে নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.