নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
পৃথিবীতে কে কেমন ভাবে বেঁচে আছে-
তা নিয়ে বহুকাল সত্যিকারের মাথা ঘামাইনি
দুঃখ-দুর্দশায় নাভিশ্বাস ওঠা এই দেশে,
মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে আমাদের।
মাঝে মাঝে দরিদ্র মানুষকে সাহায্য দেওয়া,
সমবেদনা জানানো, মন খারাপের অভিনয় করা
এবং মানুষের জন্য কিছু করা উচিত বলে ভাবা,
এছাড়া আর কিছু করার ছিল না আমাদের।
সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষন আজ-
পৃথিবীর মানুষজন নিয়ে ভাবলাম,
বুকের মধ্যে কেমন একটা চাপচাপ কষ্টবোধ হলো,
আফসোস হলো- মরেই যদি যাই!
তাহলে পৃথিবীর আরও কিছু মানুষের সঙ্গে পরিচয় হোক
সারা পৃথিবীতে অল্প কিছু মানুষের সঙ্গেই পরিচয় হয়েছে,
অথচ পৃথিবীতে কত কোটি কোটি মানুষ।
০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: চমৎকার বলেছেন।
২| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২২
সাজিদ! বলেছেন: ষোল তারিখ শপথ নিন, দুনিয়া বদলে যাবে।
০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: মানুষ শপথ নেয় শপথ না রাখার জন্য।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৬
রানার ব্লগ বলেছেন: সাজিদ সাহেব ১৬ তারিখ নিয়ে আপনার এত্ত চিন্তা কেনো। আপনার বরঙ আনন্দিত থাকা উচিত।
এত্ত লোকের সাথে পরিচিত হয়ে কি করবেন।
০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: আসলেই তো পরিচিত হয়েই বা কি হবে?!!
৪| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: এটিকে আমি কবিতা হিসেবে খুব ভালো বলবো না, তবে ছবিটি খুবই ভালো তুলেছেন।
০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ছবিটা কমপক্ষে ১০ বছর আগের তোলা।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
সভ্যতা এমন স্তরে এসেছে, শুধু সরকারগুলো নিজ দেশের মানুষদের সাহায্য করার ক্ষমতা রাখে।
০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: সরকার নিজেদের পেট ভরাতে ব্যস্ত।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষের জন্য কিছু করতে না পারার ব্যর্থতা আমাকে ক্ষতবিক্ষত করে।
০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: আপনি তো মানুষের জন্য করছেন বহু বছর ধরে। ১৬ তলার ব্যলকনিতে বসেও মানুষের কথা ভাবেন।
তাছাড়া আপনার একটা সংগঠন আছে। সেই সংগঠন থেকে মানুষের জন্য নিরন্তর করে যাচ্ছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষের জন্য কিছুই করার দরকার নাই।এই না করতে পারার জন্য দ্ঃখবোধেরও দরকার নাই।নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং পারলে দুই চার জনকে তার অধিকার সম্পর্কে সচেতন করা।একদিন দেখা যাবে সবাই তাদের অধিকার সম্পর্কে সচেতন ।যুগে যুগে বহু লোক গরিবকে অনেক সাহায্য করেছে,তাতে করে দরিদ্র কমে যায়নি ।কিন্তু যেই দেশের জনগন সচেতন সেই দেশে দারিদ্রের হার কম।