নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ক্যাপশনঃ হে আল্লাহ, আমার এই কল রেকর্ড যারা ফাঁস করছে তাদের যেন ডায়রিয়া হয়।
১। দেশের যা অবস্থা, কবুতরের পায়ে বান্দা চিঠি ছাড়া আর কোনো মাধ্যমেই বিশ্বাস রাখা যাচ্ছে না।
২। ডা. মুরাদের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত, দল বা সরকারের নয়: ওবায়দুল কাদের।
৩। মন্ত্রীদের বক্তব্য কেন ব্যক্তিগত হবে? তার দায় কেন সরকার নেবেনা?
৪। কেন জানি বৃষ্টি দেখলেই আমার মন খারাপ হয়, উপরন্তু একটি ফোনালাপের ক্লিপিং শুনে এখন শুধু বমি হয়।
৫। মানির মান যেমন জুতা দিয়া পিটাইলেও যায় না। তেমনি অডিও ফাস হইলেও যাইব না।
৬। মন্ত্রী মুরাদের কন্ঠ নকল করে মাহিকে ফোন করেছিলো তারেক জিয়া।
৭। এমন আরো অসংখ্য নোংরা ঘটনা পর্দার আড়ালে লুকিয়ে আছে, যা পরিচ্ছন্ন চিরুনি অভিযান চালালে বেরিয়ে আসবে।
৮। পুলিশ সহ রাষ্ট্রের বাহিনীকে ব্যবহার করে এরা যে কত না জানা জঘন্য অপরাধ করেছে আল্লাহ জানে।
৯। পাগল বা উন্মাদ বলে বলে উনার অপরাধকে খাটো করে দেখার কোন সুযোগ নাই।
১০। এই দেশে সবই ব্যক্তিগত; কোন দায়ভারের দুশ্চিন্তাই নেই, খুন করো, ধর্ষণ করো, দুর্নীতি করো- সবই ব্যক্তিগত। এটাই বাঙলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সুবিধা ও অসুবিধা একইসাথে।
১১। টাকলা হারামজাদা খুব উজাই ছিলো। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।
১২। এ দেশের এ ধরণের অসভ্য, নির্লজ্জ কথিত রাজনীতিবীদরা একটু সতর্ক হোক। কল রেকর্ডটা ঘুরতে থাকুক সোশ্যাল মিডিয়া জুড়ে।
১৩। তুই আইবিনা?
পুলিশ, বিজিবি, আরমি, ডিজিএফআই, এনএসআই সব পাঠাইয়া তোরে তুইলা আনমু।
১৪। এর জায়গা তো হওয়া উচিত জেলে। অথচ এই লোকটা কথায় কথায় প্রধানমন্ত্রীর দোহাই দেন, আম্মা ডাকেন আর বলেন, উনি নাকি তাঁকে সব জানিয়েই করেন!
১৫। কথিত এক নায়িকার সঙ্গে ভাইরাল অডিও তাতে স্পষ্ট—মুরাদ একজন লম্পট, নারীবিদ্ধেষী, পশ্চাদপদ, সাম্প্রদায়িক এবং মৌলবাদী। এমন ব্যক্তি পার্লামেন্ট সদস্য হয় কেমনে? তাও আবার মন্ত্রী। ঘৃণা তার জন্য। এমন ব্যক্তি রাষ্ট্রের নেতৃত্বে থাকলে জাতির কপালে আরো দুঃখ আছে।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: তথ্য মন্ত্রনালয়।
২| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৪
সভ্য বলেছেন: জনগণের কপালে আরও অনেক দুঃখ আছে। দেশ চালাবার যোগ্যতা ওদের নেই।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা লোক চিনতে ভুল করেছে। উনি কাচ কে হীরা মনে করেন।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১১
জুল ভার্ন বলেছেন: ওরা এ টু জেড মুরাদ........
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: রাইট।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৬
সাজিদ! বলেছেন: সোনারগাঁও শেরাটনে এস্কট নিয়ে আনন্দ করার জন্য এমন হাই প্রোফাইল ব্যক্তিদের প্রেসিডেন্ট স্যুইট আছে এটা কোন কালেই আমাকে অবাক করে নাই৷ এনারটা ফাঁস হলো আরকি, ঝাঁকের মাছ তো অনেক। তবে আমি তার মুখের ভাষায় ও ধর্ষনকে খেলায় রুপান্তর করার মানসিকতায় অবাক।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: খোজ নিলে জানা যাবে এই লোক হাজার কোটি কালো টাকার মালিক।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ফোনালাপটা শোনার ইচ্ছা হয় নাই। তবুও... বারবার সামনেই আসতেছে।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: আমি শুনেছি।
এবং বুঝেছি ক্ষমতা কি জিনিস। মাহির যেতে ইচ্ছা করছিলো না। তাকে ভয় দেখানো হয়েছে। এবং মুরাদ কুত্তা পাগল হয়েছিলো।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: সময় মতো সকলেই কুত্তা হয়ে যায়। টাকলা বে-যায়গায় কুত্ত হইছিলো। তা মাহিপু কি গিয়েছিলেন?
০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: না গিয়ে উপায় আছে।?
৭| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১৫, “দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে”।
০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: আজ কি নিয়ে পড়লেন?
৮| ০৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আজকে পড়লাম কোরানে মক্কার বর্ননা।কোরানেতো মক্কা বলে কোন স্থান নাই কাবা ঘরও নাই আছে নবীর জন্মস্থানের বর্ননা।১৫/২০ টা আয়াত দেখে বুঝলাম,নবী আর যাই হোক মক্কায় জন্ম গ্রহন করে নাই।কোরানের বর্ননার মক্কায় না।আয়াত গুলো জানতে চাইলে বলবেন জানাবো।
০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: ব্যাস ব্যাস। আর না।
কেউ তেড়ে আসতে পারে।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১০
রানার ব্লগ বলেছেন: আমার মন্তব্য শুনবেন ??
পাগল ছাগল !!!!
০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: হুম।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০২
নগরবালক বলেছেন: ছাপোষা মানুষ দ্রব্যমূল্যের উর্ধগতি, বাড়ি ভাড়া বৃদ্ধি, বাচ্চার স্কুল , দুধের কৌটা এসব নিয়েই জেরবার , এসকল টাকলু ফাকলুর কথা ভাববার সময় কোথায়, এর বদলে যেটা আসবে সেটা যে দুধে ধোয়া তুলশী পাতা হবে তা তো নয়।
বেকার যুবসমাজ চাকরীর আশায় হা পিত্যেস করে, যৌবন যায় যায়, তারা মাহীর চরিত্র আর মুরাদের কপাল নিয়ে মুখে গালি দেয় আর মনে মাস্টারবেট করে।
সাধারন জনগন যদি আসলেই কিছু ভাবতো আর চিন্তা করতো তাহলে দেশটা এমন বস্তি ভাগাড় হতো না।
ভাই আপনাদের অনেক সাহস আপনারা ভাবছেন , আমি কিছু ভাবতেও চাই না, শুনেছি ডিজিটাল আইনের মত এখন চিন্তা ভাবনা আইন হচ্ছে, চেং বেং চিন্তা করলেই চৌদ্দ শিকের হাজতবাস, সাথে হাগামুতা প্যাদানী ফ্রী। এদেরকে শুয়রের বাচ্চা বলে গালি দেবার সাহস আমার নেই।
০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
এই লোক কোন মিনিষ্ট্রির মন্ত্রী।