নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এটাই আমার এ বছরের শেষ পোষ্ট।
আজ আমি খুব ব্যস্ত। আমার ছোট কন্যা ফারাজা'র জন্মদিন। ১০০ শ' মানুষ দাওয়াত করেছি। এদিকে আমার বাসা ছোট। এই ছোট বাসায় এত মানুষ কোথায় বসাবো! জানি না কি হবে! সবাই আমার কন্যার জন্য দোয়া করবেন। সাথে আমার জন্যও দোয়া করবেন। কারন আমি ভালো থাকলেই আমার কন্যা ভালো থাকবে। সামুতে কাউকে ব্যক্তিগত ভাবে চিনি না। জানি না। তা না হলে আজ আপনাদের সকলকে আমার বাসায় নিয়ে আসতাম।
আগামীকাল নতুন বছর শুরু হবে।
সামুতে ব্লগিং করতে গিয়ে হয়তো অনেক কে কষ্ট দিয়েছি। সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। মন থেকে ক্ষমাপ্রার্থী। নানান কারনে মন মেজাজ বিক্ষিপ্ত থাকায় হয়তো কাউকে কাউকে কটু বা কঠোর মন্তব্য করেছি। যা আমার উচিত হয়নি। নতুন বছরে পোষ্ট এবং মন্তব্যে অনেক পরিবর্তন করবো। যেন আমার লেখা এবং মন্তব্যে কেউ আহত না হন। কাজেই ভুলটুল যা করেছি- সেটা মনে রাখবেন না। আমাকে ভালোবাসুন। আমিও আপনাদের ভালোবাসবো। শ্রদ্ধা করবো।
চাঁদগাজী সহ আরো কয়েকজন বলেছেন-
ধর্ম নিয়ে পোষ্ট না করতে। আমি আর ধর্ম নিয়ে পোষ্ট দিবো না। অলরেডি যেসব পোষ্ট দিয়ে ফেলেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। নতুন বছরে নতুন ও সুন্দর করে ব্লগিং করবো। আমাকে সুন্দর ভাবে ব্লগিং করতে সাহয্য করুণ। উৎসাহ দিন। বেশ কয়েকজন আমাকে কমেন্ট ব্যান করে রেখেছেন, সেটা অত্যন্ত দুঃখজনক। যারা আমাকে উপহাস করেছেন, সেসব আমি ভুলে গেলাম। আমার ভুল ত্রুটি গুলোও আপনারা ভুলে যান। আসুন বুকে বুক মিলাই। মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি।
যাই হোক, এখন আমি বিদায় নিচ্ছি।
আজ সারাদিন আমি অনেক ব্যস্ত। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আসুন নতুন বছরে সবাই মিলেমিশে থাকি। সবাই মিলে ব্লগটাকে আনন্দময় করে তুলি। সবাই সবাইকে ভালোবাসি। সম্মান করি। রাগ অভিমান সব ভুলে যাই। আসুন হাতে হাত মিলাই। আমাদের দেশটা খুব অসহায়। তাই শুধু নিজে ভালো থাকলে হবে না, আমাদের সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। নতুন বছরে উন্মোচিত হোক সম্ভাবনার দিগন্ত। এই প্রত্যাশায় সবার জন্য শুভ কামনা।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩১
রাজীব নুর বলেছেন: ক্ষমা পেয়ে ভালো লাগলো।
২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফারাজার জন্যে অনেক অনেক শুভকামনা।
নতুন বছরে আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন। এবং আপনার মনের ইচ্ছা পূরন হোক।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৯
তারেক_মাহমুদ বলেছেন: শুভ জন্মদিন ফারাজা মামনি
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৪
জুল ভার্ন বলেছেন:
আমাদের সকলের পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা স্নেহের বন্ধনে আমরা সবাই ভালো থাকি।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মেয়ের জন্য একটা হাতির বাচ্চা কিনে ছিলাম ভাই।
'যখন তুমি বড় হবে জানবে তখন ঠিকই
মা বাবারাই খাঁটি ছিল , বাকি সবই মেকি!'
শুভ জন্মদিন ছোট্ট মেয়ে।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কথা। ভাল্লাগছে।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৫
সিগনেচার নসিব বলেছেন: আপনার কন্যার জন্য শুভকামনা রইলো।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
রাজীব নুর বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
নব ভাস্কর বলেছেন:
Happy New Year 2022.
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
ফারাজার জন্মদিনে ছোট ফারাজা ও আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা; সাথে হ্যাপী নিউইয়ার।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
রাজীব নুর বলেছেন: এই বছরটা কেমন যাবে বুঝতে পারছি না। পামিস্ট দেখিয়ে জেনে নিবো?
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬
আরইউ বলেছেন:
খান সাহেব,
দাড়াঁন, একটু হেসে নেই।
”কুকুরের লেজ কখনো সোজা হয়না“ কথাটা নিশ্চই শুনেছেন। আপনার লেজও ঠিক হবেনা এটা জানা।
এরকম ক্ষমা আপনি আগেও চেয়েছেন, আজ চাইলেন, আগামীতেও চাইবেন। আপনার লেজ আগের জায়গাতেই আছে।
ধর্ম নিয়ে লিখবেন না—আগেও বলেছেন, এই পোস্টে বললেন, আবার সামনেই কোন পোস্টে বলবেন। আপনার লেজ আগের জায়গাতেই থাকবে।
…বিনীত
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪০
রাজীব নুর বলেছেন: দাড়ান একটু হেসে নিই।
”কুকুরের লেজ কখনো সোজা হয়না“ কথাটা নিশ্চই শুনেছেন। আপনার লেজও ঠিক হবেনা এটা জানা।
উপরের দুই লাইন আপনার সাথে মিলে যায়।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
সোবুজ বলেছেন: যুক্তিতে যেটা সত্য মনে করবেন,সেটা না লিখলে নিজেকে প্রতারনা করা হবে।
ফারাজার জন্য জন্মদিনের শুভেচ্ছা।সবার জন্য নব বর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৩
জুল ভার্ন বলেছেন: ফারাজার জন্ম দিনে শুভাশিষ।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৩
জ্যাকেল বলেছেন: খেয়াল রাখবেন যেন এইটা বিলাইর তওবা না হয়।
(মাছের কাঁটা খেতে গিয়ে অনেক সময় বিড়ালের গলায় আটকে যায়। তখন বিড়াল তওবা করে যে আর জীবনে সে মাছের কাঁটা খাবে না। কিন্তু বিড়াল মাছের কাঁটার লোভ সামলাতে পারে না।এইভাবে যখন কোন মানুষ এক কাজ করে সে তওবা করে যে আর ঐ কাজ করবে না কিন্তু বাস্তবে দেখা যায় সে আবারো পথভ্রস্ট হয়ে ঐ কাজটাই করে ফেলে।
তাই ঐ মানুষের উদ্দেশ্যে বলা হয়, বিড়াল তওবা যেন না হয়।)
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: আপনি, আরইউ এবং জটিলভাই ভালো হয়ে যান।
আপনারা তিন জন ভালো হলেই সামুতে আর কোনো সমস্যা থাকবে না। মূলত সামুতে আপনারা তিনজনই আজাইরা ক্যাচাল করেন। যা দুঃখজনক।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৪
জ্যাকেল বলেছেন: শুভ হোক ২২'র পথ চলা, আপনার সন্তানের জীবন হোক সুখী ও হেদায়াত পুর্ণ। দোয়া করছি।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ ধন্যবাদ। ভালো থাকুন।
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৭
আমারে স্যার ডাকবা বলেছেন:
ফারাজাকে হাতি মার্কা জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া। সুস্থ ও উজ্বল জীবন কামনা করি।
আপনার কন্যার জীবন সুন্দর ও আলোকিত হোক।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
তবে এই হাতি গুলো রুগ্ন লাগছে। মোটা তাজা সজীব হাতি নেই?
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩০
আমারে স্যার ডাকবা বলেছেন: আবার বাকি বিষয়ে কথা বলি,
এমনিতেও আমি অতীত রেষারেষি মনে রাখি না। আপনি ক্ষমা চেয়েছেন, যদিও আমার কাছে আপনি কোন অপরাধ করেন নাই, তবু যেহেতু সবার কাছেই ক্ষমা চেয়েছেন, আমিও আপনাকে ক্ষমা করলাম।
আপনি ধর্ম বিষয়ে লেখবেন কি না লেখবেন এইটা আপনার সিদ্ধান্ত হওয়া উচিৎ। কোন ব্লগার কি বললো এবং আপনি তার কথায় সিদ্ধান্ত নিয়ে ফেললেন! কেন আপনার ইন্টারনেট বিল কি সে পাঠায়? আপনার ভালো লাগলে লিখবেন, ভালো না লাগলে লিখবেন না। সিদ্ধান্ত নিজে নেওয়া শিখেন।
আপনার সাথে আমার কোন ঝামেলা নাই, ব্যক্তিগত দ্বন্দ-বিদ্বেষ নাই। আপনি আপনার ইচ্ছামত ব্লগিং করবেন, যা মনে চায় লিখবেন। এইটা সাহিত্য রচনার জায়গা না, প্রুফরিডার বা এডিটরিয়াল বোর্ড আপনার লেখা বিশ্লেষন করবে না। সাধারন কথা, নিজের কথা লিখেন। তবে দয়া করে মৌলিক লেখা লিখেন।
সহব্লগার হিসেবে কিছু সাজেশন দেই,
১) তোষামোদী, সাফাই গাওয়া বাদ দেন। নিজের মেরুদন্ডের শক্তিতে সোজা হয়ে দাড়ান।
২) নিজের বিশ্বাস আইডিওলজিতে অটুট থাকা শিখেন। কেউ কটু কথা বললো, সমালোচনা করলো, হিট কম পরলো বলেই ইউটার্ন নিতে হবে এমন ধারনা ঠিক না।
৩) সমালোচনা সহজভাবে নিতে শিখেন।
আরেকটা কথা, আপনার সাথে আমার কোন দ্বন্দ নাই। কারো সাথেই নাই। তবে ভবিষ্যতে আবার তেল চিটচিটে তোষামোদী, সাফাইবাজি, খারাপ ও অ-মৌলিক পোষ্ট লিখলে যে আমি আপনার সমালোচনা (আপনার ভাষায় উপহাস) করবো না এই গ্যারান্টি দিচ্ছি না।
আর কিছু আমার বলার নাই। ভালো থাকুন, শুভ কামনা।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: আপনার তিনটা কথা মনে রাখব।
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৪
মিরোরডডল বলেছেন:
এই যে এতো ক্ষমা প্রার্থনা , ডিপেন্ড করে এই ভং ধরা কতক্ষন থাকে ।
রাত গিয়ে আবার কাল সকালে যদি আগের ফর্মে ফিরে যায় রাজীব, তাহলে নো ক্ষমা
বার্থডে গার্লের জন্য অনেক শুভেচ্ছা ।
উইশ করছি বাবার কোন নেগেটিভ ইনফ্লুয়েন্স যেনো মেয়েকে স্পর্শ না করে ।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি ভালো লিখলে, ভালো মন্তব্য করলে আমার কোনো সমস্যা নাই। সমালোচনা করুণ। কোনো সমস্যা নাই। কিন্তু সমালোচনার নামে যা- ইচ্ছে তাই করবেন না।
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:০০
মনিরা সুলতানা বলেছেন: মেয়ের জন্য জন্মদিনের শুভেচ্ছা ।
নতুন বছর শুভ হোক।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২২
শেরজা তপন বলেছেন: আপনার প্রিয় কণ্যাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা! ভাল থাকুন আপনারা সব্বাই
হ্যাপি নিউ ইয়ার
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫০
রাজীব নুর বলেছেন:
এই যে আমার কন্যার নতুন ছবি।
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৭
কাছের-মানুষ বলেছেন: আপনার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা, ভাল মানুষ হিসেবে বেড়ে উঠুক। পরিবারের সাথে ভাল সময় কাটুক আপনার।
নববর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
২০| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫০
রানার ব্লগ বলেছেন: আমি আপনার বাসার আশে পাশেই থাকি চাইলে দাওয়াত দিতেই পারেন। শুভেচ্ছা আপনার কন্যা ও আপনাকে ।
০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: কোনো সমস্যা নাই।
আমার বাসায় প্রতি মাসের ২/৩ টা করে অনুষ্ঠান থাকে।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
ফারাজার জন্য শুভকামনা; আপনাকে ক্ষমা করে দিয়েছি।নতুন বছরের শুভেচ্ছা।