নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভাব বাচ্য

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৮



১। তোমাদের ছাগলামি থামাও।
তোমরা আমার বালের লেখক। লেখকরা কি ছাগলামি করে? আমি বুঝি না কোন ছাগলেরা তোমাদের পুরস্কার দিলো! নিজেদের লেখক দাবী করো, বড় কথাসাহিত্যিক মনে করো। তোমাদের লেখা আমি পড়েছি, অতি নিম্মমানের লেখা। সস্তা লেখা। তোমরা কোনো দিন'ই কলকাতার শীর্ষেন্দু, সুনীল বা সঞ্জীব এঁর মতোন লেখক হতে পারবে না। লেখকদের হতে হয় উদার। কিন্তু তোমরা ছোট লোক এবং তোমাদের মন মানসিকতা অতি ক্ষুদ্র। বাংলাদেশ বলেই তোমরা নিজেদের লেখক দাবী করতে পারো। যখন শুনি তোমাদের মত ছাগলের বই তৃতীয় মুদ্রন শেষ তখন খুব অবাক হই। আর মনে মনে ভাবি- কোনো ছাগলেরা তোমাদের বই কিনে! ফেসবুকে তোমরা যে ছাগলামি করো সেটা অতি নিম্মমানের আচরন। একজন লেখক কেন এত নিম্মমানের আচরন করবে? মানুষ হও। ছাগলামি বন্ধ করো।

২। তুমি প্রতি বছর একটা করে বই লিখছো।
আমি বুঝি না সব অমানুষেরা কেন সাহিত্য করতে চাচ্ছে। এটা আমি জানি, নিজের মন্দ দিকটা লুকানোর জন্য তুমি সাহিত্যের আশ্রয় নিয়েছো। তোমার মত শুয়োরের বাচ্চা, নর্দমার কীট কোনো দিনও সাহিত্য করতে পারবে না। বহু লোকের অভিশাপ তোমার উপর আছে। বহু লোক তোমাকে ঘৃণা করে। তুমি যতই বই লিখে সাধু পুরুষ সাজতে চাও না কেন, তুমি কোনো দিনই তোমার আসল মুখোশ লুকাতে পারবে না। আমার খুব ইচ্ছা তোমাকে প্রেস ক্লাবের সামনে জুতা দিয়ে পিটাই। তবে, একদিন আমি তোমার মুখোশ খুলে দিবো। যতদিন না তোমার মুখোশ খুলছি, ততদিন তুমি আনন্দ করো। শোন, তোকে একটা কথা বলি, তুই মন্দ মানুষ। খুব মন্দ মানুষ। মন্দ মানুষ ভালো সাহিত্য করতে পারে না। সেটা সম্ভব না। আগে তুই মানুষ হ। ভালোর মুখোশ পরে থাকিস। আসলে তুই একটা অমানূষ। মুখোশ খুলে গেলে কোথায় লুকানি?

৩। তুমি সরকারী চাকরী করো ভালো কথা।
সাথে সাহিত্য করো সেটাও ভালো কথা। তোমাকে যে তোমার অন্য সাহিত্যিক ভাইয়েরা স্টাটাস দিয়ে অপমান করে। সেটার জবাব দাও না কেন? তুমি চালাক মানুষ। কিন্তু আজও ভালো মানুষ হতে পারনি। কলকাতার বহু সরকারী চাকরীজীবি মানুষ নামকরা সাহিত্যিক হয়েছেন। দারুন সব উপন্যাস তাঁরা লিখেছেন। কিন্তু তাঁরা আঁকার ইঙ্গিতে তোমার মতো সরকারী চাকরী নিয়ে বাহাদূরী করেন নি। চাকরী চাকরির জায়গায় রাখো। তুমি যত বড় সরকারী চাকরিজীবি হও না কেন, ভালো লিখতে না পারলে তুমি কখনও পাঠকের ভালোবাসা পাবে না। কত অদু, মধু, জগু বড় বড় পুরস্কার হাতিয়ে নিলো। তুমি কেন আজও কোনো পুরস্কার জুটাতে পারলে না? দুষ্টলোক, মন্দলোক, বদলোক, কৃপণ লোক, ছোটলোক এবং লোভী লোক কোনো দিনও ভালো সাহিত্যিক হতে পারবে না। বর্তমানে বাংলাদেশে যারা লেখালেখি করছে এদের বেশির ভাগ'ই ভন্ড। রাজনীতি যেমন ভালো মানুষ করতে পারে না। তেমনি সাহিত্যও ভালো মানুষ ছাড়া করা সম্ভব নহে।

৪। তুমি তো জমিদারী পেয়ে গেছো চান্দু।
যদিও এটা তোমার বাপ দাদার জমিদারী না। অন্যের জমিদারী। তুমি আসলে কেয়ার টেকার। কেয়ার টেকার হয়েই মাটিতে তোমার পা পড়ছে না। যাকে ইচ্ছা তাকে শাস্তি দিচ্ছো। যাকে ইচ্ছা মুছে দিচ্ছো। নিজের মর্জি মতো চলছো। নিয়ম কানুনের কোনো ধার ধারছো না। এত অন্যায়, এত পাপ করো, তোমার বুক কাপে না? নিজের কাছে অপরাধ বোধ লাগে না? বাড়িওলা সাজছো? কোনদিন বাড়ির আসল মালিক তোমাকে লাথথি দিয়ে বিদায় করে তার ঠিক নাই। শোনো, মানুষ হও। নিজের বুদ্ধি খাটাও। অন্যের কথহা মতো নেচো না। অসহায় মানূষে উপর আর অন্যায় করো না। নিজের ক্ষমতা ভালো কাজে ব্যয় করো। শুধু শুধু নির্দোষ মানষকে শাস্তি দিও না। আর কত অসহায় মানুষের গালি খাবে। অভিশাপ নিবে? নাকি তাদের গালি, তাদের অভিশাপ তোমার কান পর্যন্ত পৌঁছায় না?

৫। তোমার বাপ ছিলো কেরানী।
তুমি কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হলে? টিভি চ্যানেল করার মতো এত টাকা তুমি কোথায় পেলে? আমার ধারনা তুমি গ্রেফতার হবে। তবে আওয়ামীলীগ সরকারের আমলে গ্রেফতার হবে না, সেটা আমি জানি। অবশ্য তুমি চালাক মানুষ। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না থাকলে তুমি পরিবার নিয়ে দেশ ছেড়ে পালাবে। সেটা আমি জানি। এবং সেই ব্যবস্থা তুমি করে রেখেছো। এত এত টাকার মালিক হয়েও তুমি ভালো নেই। বহু লোককে তোমার খুশি রাখতে হয়। দুদক পর্যন্ত তোমার হাতে। এত এত লোকজন কে তুমি খুশি রাখতে রাখতে আজ তুমি বড্ড ক্লান্ত। অবশ্য তোমার মাধ্যমে বেশ কয়েকজন রাজার হালে আছে। কেউ কেউ গ্রামে বিল্ডিং বাড়ি করে ফেলেছে। ব্যাংকে ম্যালা টাকা জমাতে পেরেছে। তুমি যত যা-ই করো, তোমার কপালে দুঃখ আছে। খুব দুঃখ আছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: তাই তো!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ভাব বাচ্যে লেখা হলেও কথা গুলো কিন্তু সত্যি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.