নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। যে মেয়ে ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখে না, আড্ডায় বসে প্রান খুলে হাসতে পারে, যে ডায়েট করে না, সেই তো পুরুষের মনের মতো মেয়ে। নিজের প্রকৃত সত্তা নিয়ে যে মেয়ে খুশি, যে কোনো পরিবেশে নিজেকে তুলে ধরতে যে কুন্ঠিত হয় না, সেই নারীর রুপটাই আর্দশ।
২। দয়া দেখানোর মধ্যেও এক ধরনের দীনতা আছে। আমি দয়া দেখাচ্ছি, কারণ আমার অনেক আছে। ' আমার অনেক আছে'- চিন্ততাই তো এক ধরনের দীনতা।
৩। # অমুক স্টলে থাকবো বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত। প্রিয় পাঠক আসুন। অটোগ্রাফ দিবো। সেলফিও হবে।
# প্রকাশক চাপ দিচ্ছেন স্টলে বসার জন্য, পাঠকরা আমাকে না পেয়ে বই কিনছেন না।
# যারা ইনবক্সে জানতে চেয়েছেন, তাদের বলছি- আগামীকাল অমুক স্টলে থাকব।
# মেলার ৭ম দিনের মধ্যে প্রথম মুদ্রণ শেষ। যারা আমার বইটি কিনতে এসে ফেরত গেছেন তাদের বলছি আজ দ্বিতীয় মুদ্রণ মেলায় এসেছে। উল্লেখ্য প্রথম বার এক হাজার কপি ছাপানো হয়েছিলো।
# লেখক বলছি মঞ্চে থাকবো বিকাল ৪ টায়। কথা বলব, আমার উপন্যাস নিয়ে।
# বইমেলা নিয়ে কথা বলব, অমুক টিভিতে। দেখার জন্য সবাইকে আমন্ত্রন জানাচ্ছি।
# জনৈক লেখক একটা ছবি পোষ্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একলোক একটা বই বুকে জড়িয়ে ধরে আছেন। তার চোখে পানি। তার বই পড়ে পাঠক ভেউ ভেউ করে কাদছেন।
৪। টানা ৮৪ দিন কোনো মাছ ধরা দেয়নি বৃদ্ধ জেলে সান্তিয়াগো’র জালে। বয়সের ভারে ক্লান্ত তিনি। মানুষ তাকে ভর্ৎসনা করে। অপয়ার অপবাদ মাথায় নিয়ে সমাজে একাকী হয়ে পড়েন তিনি। একসময় সহকারী ম্যানোলিনকেও নিয়ে যায় তার অভিভাবক। পুরোপুরি একা হয়ে পড়েন সান্তিয়াগো। একদিন তিনি নিজেই ছোট্ট একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়েন সাগরে। ধরা পড়ে একটি মাছ। কিন্তু বিশালাকার মাছটি তিনি তুলতে পারলেন না নৌকায়। হাঙরের নজরে পড়ে মাছটি। উত্তাল সমুদ্র থেকে সেই শিকার করা মাছটিকে তীরে নিয়ে আসতে হয় তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। অবশেষে কেবল মাছটির কিছু অবশিষ্ট সম্বল নিয়ে আসতে হয় বৃদ্ধ জেলেকে।
উপন্যাসটির নাম বলুন?
৫। সর্বোওম মানুষ দুইটি গুনের অধিকারী, একটি হচ্ছে ‘জেন’ আর অপরটি হল ‘ই’। জেন হল অপরের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ। ই গুনের অর্থ হল সদাচার ও ন্যায়পরায়নতা।
©somewhere in net ltd.