নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বুয়া এসে বলল, স্যার আমি দুইটা বই বের করছি।
চলছে বইমেলা। প্রচুর নতুন বই বের হচ্ছে। বুয়া বই বের করেছে শুনে আমি এক আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকি কিছুক্ষন। তারপর বললাম, কোন প্রকাশনী থেকে?
বুয়া বলল, কি কোন! বুঝি না! খাটের নীচ থাইক্কা দুইটা বই বের করছি।
২। একটি হোয়াটস অ্যাপ চ্যাটের অংশ বিশেষ।
স্বামী- ওগো তুমি কত ভাল।
আমার জীবনকে মধুময় করে তোলার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার কাছে মানবী নয়, দেবীতুল্য। তুমি শুধু সুন্দরী নও, মহীয়সীও।
স্ত্রী- তোমার মদ খাওয়া কি শেষ হয়েছে?
আমাকে আর টেক্সট করার দরকার নেই। তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাড়ি ফিরে এস। ভয় পেও না। আমি চিত্কার- চেঁচামেচি করব না। মদটা শেষ করেই চলে এসো।
স্বামী- বাঁচালে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। দরজাটা খুলবে প্লিজ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৪
সোবুজ বলেছেন: প্রথম কৌতুকটার তাৎপর্য গভীর।পরেরটা চলন সই।
০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: মির্জা গালিবের সেই উক্তির মতো " আমি অনেকটা এভাবেই জীবনকে সহজ করে নিয়েছিলাম। কারো কাছে ক্ষমা চেয়ে নিয়ে। কাউকে ক্ষমা করে দিয়ে।"
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: দুইটাই ভালো হইছে।