নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমিই চাঁদগাজী

০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:১২



আমিই চাঁদগাজী।
জ্বী হ্যাঁ আমি। আপনাদের কি আমাকে চাঁদগাজী মনে হয় না? মনে না হলে নাই। কিন্তু সত্য হলো আমিই চাঁদগাজী। রাজীব নূর এবং চাঁদগাজী দুটা নিক। কিন্তু একই ব্যাক্তি। দুটা নিক চালানো খুব কষ্টকর। এই কষ্টকর কাজটা আমি দীর্ঘদিন ধরে খুব সাবধানতার সাথে করে আসছি। কেউ টের পায়নি। কেউ জানে না। কেউ বুঝেও নি। অবশ্য আমি চাইনি বলেই কেউ জানে না। আজ ইচ্ছা হলো সবাইকে সত্যটা জানিয়ে দেই। ব্লগে লেখাটাই আসল। কে লিখছে সেটা বড় কথা নয়।

আমার চাঁদগাজী আইডি আপাতত অফ আছে।
সেটা আবার যথাসময়ে খোলা হবে। চাঁদগাজী আইডিটা দারুন জনপ্রিয়। অবশ্য এজন্য আমাকে অনেক সময় দিতে হয়েছে। ব্লগে নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়। আমি ব্লগিং করি, দেশকে জানার জন্য। দেশের মানুষের মন মানসিকতা বুঝার জন্য। দেশের শিক্ষিতরা কি বলতে চায় আমি সেটা বুঝতে চেষ্টা করি। ব্লগিং করলে জানার পরিধিটা বাড়ে। আমি কাউকে গালি দেই না। আমি সামনে এগিয়ে যাই লজিক ব্যবহার করে। আমাকে কেউ হারাতে পারে না। অহংকার করছি না।

বেশ কয়েকজন ব্লগার আমার জায়গা নিতে চেষ্টা করেছে।
কেহ পারেনি। পারবে না। সেটা সম্ভব না। চাঁদগাজী একজনই হয়। তাকে হজম করা সম্ভব নহে। বহু ব্লগার অনেক বাকবাকুম করেছে। শেষে মাথা নীচু করে পালিয়েছে। ভবিষ্যতে হয়তো আরো অনেকে বাকবাকুম করবে। ফলাফল শূন্য। চাঁদগাজী আপন শক্তিতে মহিয়ান। যাই হোক, এখন হয়তো অনেকে আশাহত হবেন। রাজীব নূর চাঁদগাজী!! হায় হায়! এটা কি করে সম্ভব? না না এটা হয় না। রাজীব নূর মিথ্যা বলছে। ভাব নিচ্ছে। ইত্যাদি ইত্যাদি অনেক কথা আপনারা বলবেন। সেটা নিয়ে আমি চিন্তিত নই।

আপনারা মানুন আর না মানুন।
আমিই চাঁদগাজী। ইহা সত্য। মিথ্যা নয়। আমি যখন লিখি একটু হিসাব করে লিখি। যেন রাজীব নূর আর চাঁদগাজী মিলেমিশে যেন একাকার না হয়। আমার দুটা ল্যাপটপ। একটা ল্যাপটপে চাঁদগাজী নিক চালাই। আরেকটা নিকে রাজীব নূর চালাই। রাজীব নূর নিকে লিখি অভ্র দিয়ে। আর চাঁদগাজী নিকে লিখি বিজয় দিয়ে। কাজেই লেখার ফ্রন্ট মিলবে না। রাজীব নূর চ্যাংড়া। তার লেখা হালকা। এলোমেলো এবং অগোছালো। চাঁদগাজী অভিজ্ঞ মানুষ। তার আন্তর্জাতিক বিষয় এবং দেশের রাজনীতি নিয়ে লেখা অভিজ্ঞতার ফসল।

আপনাদের দীর্ঘদিনের কৌতূহল নিশ্চয়ই মিটেছে।
জল্পনা কল্পনা নিশ্চয়ই শেষ হয়েছে। আমার ধারনা ব্লগের বুদ্ধিমান ব্লগাররা ব্যাপারটা অনেক আগেই আঁচ করতে পেরেছেন। আজ আমি বিষয়টা কেন ফাঁস করলাম সেটা বলি- বেশ কয়েকন ব্লগার চাঁদগাজী সাজতে চাচ্ছেন। চাঁদগাজীর মতোন করে মন্তব্য করতে চেষ্টা করছেন। বৃথা চেষ্টা। চাঁদগাজীর মতোন হওয়া সম্ভব না। সূর্যকে কি আর বশ্যতা স্বীকার করানো যায়? সূর্যকে কি বন্ধী করে রাখা যায়? সে আলো ছড়াবেই। অন্ধকার আলোকে ভয় পায়। চেষ্টা করলে আপনিও আলোকিত হতে পারবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝলাম না কিছু। আপনি চাঁদগাজী হতে যাবেন কেন? রাজীব নুর আর চাঁদগাজীর লেখায় যোজন যোজন ফারাক। যতি চিহ্ন প্রয়োগের ভিন্নতা দেখেও বোঝা যায় কোনটা রাজীব নুর আর কোনটা চাঁদগাজী।

১০ ই মার্চ, ২০২২ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: লেখার প্রার্থক্য আমি তৈরি করেছি। সেটা পোষ্টে আমি বলেছি।

২| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩০

নীল আকাশ বলেছেন: গল্পটা খুব মজার হয়েছে।
অনেক চেষ্টা করলাম হাসতে, কেন যেন পারলাম না।

১০ ই মার্চ, ২০২২ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: না হাসি আসবে না। কারন এটা রম্য নয়।

৩| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:০১

অধীতি বলেছেন: এ্যাহ, এটাও কি বিশ্বাস করতে হবে?

১০ ই মার্চ, ২০২২ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।

৪| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৬

প্রত্যাবর্তন@ বলেছেন: বিশ্বাস হলো না।

১০ ই মার্চ, ২০২২ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৫| ১০ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: চাঁদগাজী যে ই হোন, তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালবাসা। প্রিয় চাঁদগাজী ভাইকে মিস করি প্রচণ্ড রকম। তাঁর সাথে আমার অনেক কথা ছিল, বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে।

১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: আপনি ভালো মানুষ, তাই আপনার মন্তব্য সহজ সরল সুন্দর।

৬| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১১

আরাফ মাহমুদ রিফাত বলেছেন: Click This Link

এটা কি তাহলে?

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: হা হা হা----

এরকম পোষ্ট দিয়েই তো আমি নিজেকে (চাঁদগাজীকে) রহস্যময় বানিয়েছি।

৭| ১০ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৪

সোবুজ বলেছেন: মন মানসিকতা এক হতে পারেন।মহান ব্যক্তিরা একই রকম চিন্তা করে।

১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আসলে আপনি একজন ভালো মানুষ। ব্লগে সব মানুষ আপনার মতো হলে কোনোদিন ক্যাচাল লাগতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.