নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাকে কেউ পছন্দ করে না

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৭



আমাকে কেউ পছন্দ করে না।
সত্যিই আমাকে কেউ পছন্দ করে না। অথচ আমি কারো কাছ থেকে টাকা লোন নিইনি। কাউকে গালিও দেইনি। ক্ষতিও করিনি। এই সমাজে বাস করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেন মানুষ আমাকে পছন্দ করে না, সেই কারন গুলো আমি খুঁজে পেয়েছি। আমি মুখের উপর সত্য কথা বলে দেই। এই কারনেই মানুষ আমাকে পছন্দ করে না।
যেমন আমার দুই চাচা আছেন। তাঁরা ব্যবসা করেন। আমি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নিজের চোখে দেখেছি, তাঁরা মানুষ ঠকান। প্রতিটা কাস্টমারের সাথে প্রতারনা করেন। দিনের পর দিন। বছরের পর বছর। চাচাদের বললাম, ব্যবসা আর প্রতারণা এক জিনিস না। তোমরা ব্যবসার নাম দিয়ে লোক ঠকাচ্ছো। বছরের পর বছর। এই কথা বলার পর চাচারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো। এবং চাচারা যে কোনো জায়গায় গেলেই আমার নামে আজেবাজে কথা বলে। বলতে থাকেন।

আমার এক বন্ধু তাঁরা স্ত্রীকে মারে।
খারাপ ব্যবহার করে। এমন কি বউ এঁর মা, ভাইকে গালি গালাজ করে। বউ এঁর থেকে জোর করে টাকা ছিনিয়ে নেয়। অথচ বন্ধুটি ধার্মিক। কথায় কথায়- আল্লাহু আকবর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ্‌- বলতেই থাকে। একদিন বন্ধুর বউ আমাকে কাঁদতে কাদতে তার স্বামীর সব ঘটনা বলল। আমি বন্ধুকে সুন্দর করে বুঝালাম। বন্ধু আমাকে ভুল বুঝলো। সে আমার উপর রেখে গেলো। খুব ঝগড়া করলো। বন্ধু তার নিজের ভুল গুলো দেখলো না, বুঝলো না। আমিও চোখে আঙ্গুল দিয়ে তার ভুল গুলো দেখিয়ে দিলাম। আমি কোনো ''ছাড়' দেইনি। বন্ধু কথায় এবং যুক্তিতে আমার কাছে ধরাশায়ী। এখন বন্ধু আমার সাথে কোনো যোগাযোগ নেই। সে আমাকে দুই চক্ষে দেখতে পারে না। অনেকের কাছে শুনি, বন্ধু আমাকে সকাল সন্ধ্যা গালি দেয়। এবং আমাকে দেখে নিবে।

আমি প্রায় দেড় মাস ধরে সামুতে 'জেনারেল' হয়ে আছি।
আমার অপরাধ হচ্ছে, কয়েকজন ব্লগারকে মুখের উপর তাদের লেখার মান সম্পর্কে সত্য কথা বলে দিয়েছি। এখন আমি খারাপ। লেখা ভালো হয়নি বা আমার কাছে ভালো লাগেনি। সেটা আমি স্পষ্ট বলে দিয়েছি। আসলে আমি এরকম বলে লেখকের উপর করেছি। যদি মিথ্যা করে বলতাম, লেখা ভালো হয়েছে। চমৎকার হয়েছে। সুন্দর হয়েছে। অথবা নানান তেল মারা টাইপ কথা বলতাম, তাহলে লেখকের ক্ষতি করা হতো। সত্য কথা বলার অপরাধে আমি আজ 'জেনারেল'। এবং কিছু ব্লগারের চক্ষুশূলে পরিনত হয়েছি। কয়েকজন ব্লগার তো আমাকে রীতিমতোন ফেসবুকে শাসিয়ে গেছেন। আমাকে দেখে নিবেন। সামুতে কাউকে চিনি না। জানি না। অথচ তাঁরা আমাকে শত্রু ভাবছেন। অপছন্দ করছেন।

বাইরের মানুষের কথা কি বলব!
আমার মা'ই আমাকে সঠিক পছন্দ করেন না। আমার মা মাঝে মাঝে ভুল কথা বলে। তার ভুল গুলো আমি ধরিয়ে দেই। এজন্য মা আমার উপর যথেষ্ঠ বিরক্ত। আমার বক্তব্য হচ্ছে- মা বাবাও মানুষ। তারাও ভুল করতে পারে। এখন তাঁরা আমার মা বাবা বলে তো তাদের ভুল গুলো আমি মেনে নিতে পারি না। আমি তাদের অনুরোধ করি- ভুল গুলো শুধরে নাও। এখন তাঁরা নিজের ছেলের কাছে এরকম কথা শুনে রাগানিত্ব। আমি প্রচন্ড অবাক হই! মানুষ ভুল করবে এটা স্বাভাবিক। কিন্তু বলে দেওয়ার পরও কেন নিজেদের ভুল গুলো শুধরে নিবে না! বরং উলটা পালটা কথা বলবে। শত্রু মনে করবে! আজিব বনে যাই। চারপাশ দেখে শুনে আমি অবাক! হায়হায়- এ কোন সমাজ! মানুষ গুলো এরকম কেন? এই সমাজে বাস করার যোগ্যতা আমার নেই।

ফেসবুকে একলোক প্রায়ই স্ট্যাটাস দেয়-
আজ বইমেলায় থাকব। তিনটা থেকে রাত আট টা পর্যন্ত। অমুক স্টলে। আমার বই কিনুন। প্রতিদিন একই স্ট্যাটাস। একদিন আমি তাকে বললাম- আপনি কোন বিষয়ের উপর বই লিখেছেন? কোন ধরনের পাঠকে আপনার বই পড়তে বলছেন? আপনার বইয়ের বিষয় বস্তু কি? আপনার বই পড়ে পাঠক কি শিখবে? কি জানবে? অথবা কেন পাঠক বিখ্যাত লেখকদের বই বাদ দিয়ে আপনার বই পড়বে? লেখক বললেন, বই পড়লে জ্ঞান বাড়ে। আমি বললাম, তার মানে আপনি জ্ঞানের বই লিখেছেন? এই জ্ঞানটা কোন বিষয়ের উপর? বিজ্ঞান, ধর্ম, ইতিহাস? লেখক আমাকে কুৎসিত দুইটা গালি দিয়ে ব্লক করে দিলেন। এরকম তথাকথিত লেখক দিয়ে দেশ ভরে গেছে। মানুষ আজকাল সত্যটা বুঝতে পারে না। নিজের সম্পর্কে সত্যটা নিতে পারে না। মানুষ নিজের ভুল গুলো শুধরাতে চায় না। মানুষ পছন্দ করে মিথ্যার ফুলঝুড়ি।

কেউ দোষ ধরিয়ে দিলেই সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় না। কেউ-কেউ আপনার ভালোও চায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩৪

সোবুজ বলেছেন: আপনিতো নবী না।সবাইকে ভাল করা বা খারাপ করা আপনার দায়িত্ব।যে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে তাকে বলুন,যে শুনে না তাকে বলার দরকার কি।আপনার ভাল কথা গুলো ব্লগে লিখুন ,কমেন্টে না।

১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা বলেছেন।

২| ১৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩৫

সোবুজ বলেছেন: দায়িত্ব না।

১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: হুম বুঝতে পেরেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.