নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
স্বপ্নে দেখলাম আমি মরে গেছি-
ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছি
ঈশ্বর আমার দিকে তাকিয়ে রেগেমেগে গেলেন
দাঁত কিড়মিড় করে বললেন-
তুই তো সারা জীবন পাপ করেই কাটিয়েছিস
তোর পুণ্যের থালা শূন্য
তোর কি কিছু বলার আছে?
আমি জবাব দিলাম না,
মাথাটা নীচু করে চুপচাপ দাড়ায়া থাকলাম
ঈশ্বর বললেন, তোকে দেখে মায়া লাগছে রে
যা চুপ করে বেহেশতে ঢুকে পড়
খবরদার কাউকে কিচ্ছু বলিস না যেন।
১৬ ই মার্চ, ২০২২ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: আপনি সঠিক লজিকের মানুষ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৩
সোবুজ বলেছেন: ওয়াজিরা বলে,যে আল্লাহকে স্বপ্ন দেথে সে আসলে শয়তানকে দেখে।কারন আল্লাহর কোন আঁকার নাই।
সে যাই হোক,আল্লাহ অত বোকা না,অন্ধ বিশ্বাসীকে বেহেস্তে নিবে।আল্লাহ আপনাকে বিচার বুদ্ধি করার ক্ষমতা বিয়েছে।যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা দিয়েছে।সেগুলো ব্যবহার না করে অন্ধ ভাবে বিশ্বাস করতে বলে নাই।যদি অন্ধ ভাবে বিশ্বাস করতে বলতো তবে এগুলো দিত না।