নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি চাদ্গাজীর লেখার ভক্ত।
উনি সব সময় সত্য কথা বলেন। সাধারণ মানুষ যা এড়িয়ে যায়। এখানেই সকল ব্লগারদের সাথে চাদগাজীর প্রার্থক্য। ব্লগ টিমের কাছে আমার অনুরোধ 'চাঁদগাজী' নিকটা ফিরিয়ে দিন। যাই হোক, চাঁদগাজীর পোষ্ট থেকে যা যা জেনেছি- বাংলাদেশের সাধারণ মানুষ কোনোদিন নিজের মনের সঠিক কথাটাও বলতে পারেন না। দেশের জিডিপি বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে। শুয়োরের দলের লকলকে জিহবা দিয়ে লালা পড়ছে। বর্তমানে জাতির বুদ্ধিমত্তা লোপ পেয়েছে, আত্মসন্মান নেই। আমাদের দেশে নতুন প্রজন্মে কিছু বেকুব ছেলেমেয়ের জন্ম হয়েছে, এরা মুরগীর মতো বেকুব।
কি সুন্দর সহজ সরল করে চরম সত্য গুলো বলে দেন চাঁদগাজী!
বাঙ্গালীদের সামজিক জীবনটাই পেছনে পড়ে থাকা কালচার ভিত্তিক, এরা আধুনিক জীবন দেখার পরও, আদি যুগের জীবনে পড়ে থাকতে চায়। শিক্ষায় পেছনে পড়ায় দেশের মানুষ গণতন্ত্র বুঝার সুযোগ পায়নি, তারা অতীত নিয়ে মেতে আছে; জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা সামন্তবাদী ধারায় দেশ চালানোতে মানুষ গনতন্ত্রের সুফল দেখেনি। শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ রবার্ট ক্লাইভের সৈন্য বাহিনীতে পরিণত হয়েছে। আজকে যে আওয়ামীলীগ ক্ষমতায় আছে এটা শেখ হাসিনার কৌশলের কারনে। পাওয়ার পলিটিক্সয়ে ক্ষমতায় থাকাই মূল কথা। সেজন্য সব কিছুই জায়েজ। এরশাদ, জামাত কোনটাই হারাম না। আদর্শীক রাজনীতি অন্য জিনিস সেটা আওয়ামী লীগ করে না।
এরকম সোজা সাপটা কথা আর কেউ বলতে পারে না সামুতে।
বাংলাদেশের মানুষ খেটে খায়, জমিতে চাষ হয়, ইহা চালানো কষ্টের কাজ হওয়ার কথা নয়। শেখ হাসিনা মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেননি, মানুষের জন্য চাকুরী সৃষ্টি করতে হয়, এই কথা উনি শুনেছেন বলে মনে হয় না। শিক্ষিতদের দলে আনতে হয়, এটা উনার মাথায় নেই, উনার ধারণা হলো শাহজাহানের মত মাফিয়া, শামীম ওসমানের মত মাফিয়া, জয়নাল হাজারীর মতো মাফিয়াদের রাজনীতিতে রাখতে হয়। তাজউদ্দীন আহমেদ ও মাওলানা ভাসানীর মতো নেতা পাবার সম্ভাবনা কম।
জাতি বিভ্রান্ত, ঐক্যহীন। জাতির সামনে ভয়ংকর বিপদ।
গত ১০ বছর থেকে যেসব শিক্ষিত তরুণ বের হচ্ছে, এরা অদক্ষ ও পরিবেশের কারণে স্বার্থপর। শেখ হাসিনা দেশ থেকে রাজনীতিকে বিদায় করে দিয়েছে। সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলার রাজনীতি আজকের বাঙ্গালীদের মাথায় নেই। বিএনপি'র কাজ হলো বেগম জিয়া অধিকার নিয়ে, জামাতের রাজনীতি হলো ধর্ম নিয়ে, এরশাদের দলের রাজনীতি হলো সরকারে থাকা নিয়ে। শেখ হাসিনার রাজনীতি হলো আওয়ামী লীগের অধিকার নিয়ে। শেখ হাসিনা রাজনীতি বুঝে না বলেই শেখ সাহেব উনাকে রাজনীতিতে রাখেননি, জিয়া শেখ সাহবেকে হত্যা করায় শেখ হাসিনা আজকের সুযোগ পেয়েছে, কিন্তু উনি কি করছেন, উহা নিজে বুঝেন না, উনার বেকুবীর সুযোগে প্রশাসন ও বাটপারেরা দেশের সম্পদ ও সুযোগ দখল করে নিয়েছে।
২০ শে মার্চ, ২০২২ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী ফিরে আসবেন।
২| ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার গুরু কি আবার জেনারেলের টুপি পরেছেন?
দেখতে পাচ্ছি না গত দুই দিনে।
২০ শে মার্চ, ২০২২ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: আশা করি ঊনি দুই একদিনের মধ্যে মুক্তি পাবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাগাজী আর সোনাগাজীকে মিস করি।
তার দাথে খুনসুটি না করতে পেরে আমি
হতাশ।