নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ গুগল।
২০১৮ সালের মার্চ মাসে আমি বলেছিলাম-
বিশ্বে কোনকালে পুটিনের মতো এমন ভয়ংকর ক্ষমতাশালী মানব বা দানব, কিছুই ছিলো না। সে যদি মানব সভ্যতাকে ধাুলার সাথে মিশায়ে দিতে চায়, কারো কিছু করার নেই। আগামী ৬ বছর মানব জাতির জন্য খুবই ক্রিটিক্যাল সময়। পুতিন তুখোড় রাজনীতিবিদ। সে বুশ পরিবারকে ছাড়িয়ে যাবে। আগে জানতাম অ্যামেরিকার প্রেসিডেন্টই হল সব থেকে শক্তিশালী কিন্তু পুতিন সব কিছু ওলট পালট করে দিয়েছেন।
পুতিন দুর্নীতিবাজ এটা সবাই জানে।
কিন্তু জনগন তাকেই চায়। তার মত লৌহমানব রাশিয়াতে বর্তমানে নেই। মানব জাতীর ক্রিটিক্যাল সময় অনেক আগেই শুরু হয়েছে। পাগলা ট্রাম্প, কসাই আসাদ, কট্টর মোদি...। কসাই আসাদ থেকে মিসাইল ম্যান কিম জং উন, সবাই ক্ষমতা চায়। তার জন্য যদি দেশকে বিকিয়ে দিতে হয়, তবুও।
পুতিন ঠান্ডা মাথার খুনি।
বোকা ট্রাম্প রাজনীতি বোঝে না। তাই আগামির বিশ্বকে পরিচালিত করবে রাশিয়া ও চীন। এটা ভবিষ্যৎ পৃথিবীর জন্য খুব একটা সুখবর নয়। কারণ এদের হঠকারী সিদ্ধান্ত বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে।
দেখলেই কিভাবে আমার ভবিষ্যৎ বানী মিলে গেলো!!!!
১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: মুক্তি আমি চাই না।
২| ২০ শে মার্চ, ২০২২ ভোর ৫:৫৮
সোবুজ বলেছেন: পৃথিবী এখন গভীর সংকটে।এর জন্য দায়ী ন্যাটো।যেটা থাকার কোন দরকার ছিল না।আমেরিকা তার বিশেষ কিছু সার্থের জন্য ন্যাটোকে টিকিংয়ে রেখেছে।একটা নির্ধারক যুদ্ধের প্রয়োজন ছিল।সেটাই মনে হয় শুরু হয়েছে।এখানে আমেরিকা একটু দুর্বলতা দেখালেই চীন তাইওয়ানে যুদ্ধ শুরু করে দিবে।
২০ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: এই আধুনিক বিস্বে কেন যুদ্ধ হবে? মানুষ বহুত চড়াই উৎরাই পার করে আজকের সভ্যতা গড়েছে।
৩| ২১ শে মার্চ, ২০২২ রাত ১২:০৩
সোবুজ বলেছেন: জাতিয়তাবাদী ধারনা যতদিন থাকবে ততদিন যুদ্ধ বন্ধ হবে না।
২১ শে মার্চ, ২০২২ রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: বিষয়টা একটু বুঝিয়ে বলুন তো।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কি গনক?
জটিল মিয়া আমাকে
ব্লক করে রেখেছে।
আপনি কবে মুক্তি পাবেন?