নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই পোষ্ট যে পড়বে- সে মারা যাবে। ইহা সত্য, মিথ্যা নয়

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৪


ছবিঃ আমার তোলা।

আমি ভালো মানুষ খুঁজে পাই না।
১৮ কোটি মানুষের বেশির ভাগ মানুষ যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলতে পারবে “আমি সত্যিকারভাবে একজন ভালো মানুষ, যোগ্য মানুষ, অন্তত পক্ষে সেরকম হওয়ার চেষ্টা করে যাচ্ছি” সেদিন শুধুমাত্র আমরা আমাদের স্বপ্নের দেশ পাবো। তার আগ পর্যন্ত কেবল “নিজে ভালো, অন্যরা খারাপ” বলে গলা ফাটিয়ে যাবো, কিংবা বিভিন্ন উন্নত দেশের এম্ব্যাসিতে লাইন দিয়ে দাঁড়িয়ে কোনো মতে এই মৃত্যু উপত্যকা থেকে পালানোর চেষ্টা করে যাবো।

আর কিছু দিন পর দুই মাস হবে-
সামু আমাকে ''জেনারেল'' করে রাখার। অবশ্য এজন্য আমার মন খারাপ হয়নি। আমি এটা হাসি মুখে মেনে নিয়েছি। আমাকে যদি বাকি জীবনে আর সামু ''জেনারেল'' মুক্ত না-ও করে তাতেও আমি রাগ করবো না। আমি সব মেনে নিয়েছি। হাসি মুখে মেনে নিয়েছি। যার হাতে ক্ষমতা আছে, সে তো কিছুটা ক্ষমতা অবশ্যই দেখাবে। আমার হাতে ক্ষমতা থাকলে, আমিও ক্ষমতা দেখাতাম। আমি যদি আল্লাহর কাছ থেকে অদৃশ্য ভাবে থাপ্পড় মারার ক্ষমতা পেতাম। তাহলে আমি কিছু লোক কে থাপ্পড় দিতাম। থাপ্পড় দিয়ে দিয়ে, গাল লাল করে ফেলতাম। থাপ্পড় দিয়ে দিয়ে দুষ্টলোকদের লাইনে আনতাম।

আমি জানি না আমার অপরাধ কি।
ব্লগ টিম আমাকে স্পষ্ট করে বলেনি- ''রাজীব তুমি এই এই অপরাধ গুলো করেছো''। তাই আমি আমার দোষ, ত্রুটি গুলো শুধরাতে পারছি না। যদি ব্লগ টিম স্পষ্ট করে আমার দোষ ত্রুটি আর ভুল গুলো ধরিয়ে দিতো- তাহলে হয়তো নিজেকে শোধরাতে পারতাম। বাংলাদেশের কোনো মানুষের উপর আমার আস্থা ভরসা নেই। আমি ১০০% নিশ্চিত বাংলাদেশের মানুষ গুলো ইতর। সামুতেও কয়েকজন ইতর আছে। তাদের আমি সামান্য শিক্ষা দিবো। এদের মুখোশ আমি খুলে দিবো। সত্যটা সামনে তুলে ধরবো। সকল তথ্য প্রমান সংগ্রহ করে ফেলেছি। কি নাম যেন ব্লগারটার! আমার পোষ্টে আবার নিয়মিত আসে। চোখ রাখে। সবার আগে তার মুখোশ খুলবো।

এবার আমি ব্লগ টিমকে কোনো অনুরোধ করবো না।
আমাকে যদি আজীবনের জন্যও জেনারেল করে রাখে, তবুও না। যদি ব্লগ টিম নিরপেক্ষ হতো তাহলে আমাকে প্রায় দুই মাস ধরে ''জেনারেল'' হয়ে থাকতে হতো না। ব্লগ টিম আমার এবং চাঁদগাজীর উপর অন্যায় করেছে। বারবার করেছে। ইহা সত্য। মিথ্যা নয়। হাতে ক্ষমতা থাকলে যা ইচ্ছা তাই করা যায়। আমি ব্লগ এডমিন হলে বেশ কয়েকজনকে অনিদির্ষ্ট কালের জন্য ''জেনারেল'' করে রাখতাম। এবং কয়েকজনকে চিরতরে ব্লক করে দিতাম। ঠিক তেমনি হয়তো আমি নিজেই 'জেনারেল' হয়ে আছি। দুষ্ট লোকদের হাতিয়ার হলো গালি। আমি মাঝে মাঝে দুষ্টলোক হয়ে যাই। এবং অকথ্য ভাষায় গালি দেই মনে মনে।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই কি ?
কি কারণে জেনারেল করা হলো সেটা কি সামু টিম জানায় না?
কারণ না জানালে শুধরানো কঠিন হবে।
আমার ধারণা আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ অন্যের লেখা কপি-পেস্ট করা। তারপরই মনে হয় ধর্ম সংক্রান্ত বেফাস মন্তব্য। এগুলি একটু শুধরে নিন।
তাছাড়া ইদানিং হয়তো (আমি সিওর না) আপনার গুরুকে ব্যান ও নতুন নিকটি জেনারেল করার কারণে বেপরোয়া মন্তব্য করছেন কারো কারো পোস্টে। তারও কিছুটা রেশ আছে।

যাইহোক, দুষ্ট ব্লগারদের লেজে পা দেয়ার দরকার কি!
ওদের এরিয়ে চলুন।
ভালো থাকুন।

২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: আমি লিখতে জানি। কপি পেস্ট আমি কবি না। লেখার প্রয়োজনে অনেক সময় কারো কারো লেখা কট করি। সেটা আমি উল্লেখ করি।

২| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আমি লিখতে জানি। কপি পেস্ট আমি কবি না। লেখার প্রয়োজনে অনেক সময় কারো কারো লেখা কট করি। সেটা আমি উল্লেখ করি।

এটি আপনি নির্জলা মিথ্যা কথা বললেন।
আপনার ভুরি ভুরি পোস্ট আছে যেখানে কোনো উল্লেখ ছাড়াই আপনি কপি-পেস্ট করেছেন। এবং আপনার সেই সব পোস্টে অনেক মন্তব্য করেও বিষয়টি আপনাকে জানিয়েছেন দেখেছি।

যাইহোক, আপনার জন্য শুভকামনা রইলো

২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: গত দেড় মাসে ৬০ টা লেখা লিখেছি। দেখেন তো সেখানে কোনো কপি পেস্ত আছে কিনা।

৩| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: গত দেড় মাসে ৬০ টা লেখা লিখেছি। দেখেন তো সেখানে কোনো কপি পেস্ত আছে কিনা।
আমি গত দেড়-দুই মাসের কথা বলিনি। আপনার জেনারেল হওয়ার আগের পোস্টের কথা বলেছি।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: সেই সব দিনের গল্প আমি ভুলে গেছি।
এখন আমি আগের রাজীব নেই। আমি বদলে গেছি। আমাকে স্বাগত জানান।

৪| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন আমি আগের রাজীব নেই। আমি বদলে গেছি।
অভিনন্দন ও স্বাগতম আপনাকে।

২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.