নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১:০০

ছবিঃ আমার তোলা।

দেখুন মেয়েটিকে। বিশ্বসুন্দরী।
কি সুন্দর করে দাড়িয়ে আছে কোমরে হাত রেখে। দারুণ সুন্দরী! মাথা ভরতি অতি মনোরম চুল। কী লম্বা। মাশাল্লাহ। কী মসৃন ত্বক। কী ঝকঝকে দাত। হাসিটা ভীষণ মিষ্টি। মেয়েটাকে মনে হয় ঈশ্বর নিজের হাতে বানিয়েছেন অনেক সময় নিয়ে। মেয়েটার জন্য চারপাশ আজ বড় বেশি আলোকিত লাগছে। মেয়েটার শরীর থেকে যেন জ্যোতি ছিটকে বের হচ্ছে। এদিকে বিজ্ঞানের চাপে ধার্মিকেরা দিনদিন কোনঠাসা হয়ে যাচ্ছে। ওদের কথাও তো ভাবতে হবে।

আপনি মেয়েটাকে ভোগ্যপন্য ভাবছেন কেন?
আপনি দুষ্ট লোক বলেই কি এমনটা ভাবছেন! সৌন্দর্য দেখার চোখ নেই আপনার। খেয়াল করুন। ভালো করে খেয়াল করুন। হৃদয় দিয়ে। বুকের গভীর থেকে। মেয়েটাকে আপনার জীবন্ত শিল্প মনে হচ্ছে না! এই মেয়েকে পাওয়ার জন্য- লাখো যুবক ঈশ্বরের কাছে প্রার্থনা করবে গোপনে। বহু কুৎসিত পুরুষের রাতের ঘুম হারাম হয়ে যাবে। এতে কি মেয়েটার কোনো দোষ আছে? না মেয়েটার কোনো দোষ নেই। দোষ আছে নষ্ট পুরুষ মানুষের।

একজন বিচারক প্রশ্ন করলেন, তোমার কি পছন্দ?
মেয়েটা সুন্দর একটা হাসি দিয়ে বলল, টাকা। দর্শকরা কি বুঝলো কে জানে, সবাই সমানে তালি দিয়ে যাচ্ছে। একজন ধার্মিক মেয়েটাকে বলল, বেশ্যা। একজন শিক্ষক বললেন, শ্রমজীবি বলুন। কটাক্ষ্য করা ঠিক না। এইভাবে তর্ক চলতেই থাকবে। এই র্তক পৃথিবী সৃষ্টির শুরু থেকেই। আসলে হোটেলের খাবার খেয়ে খেয়ে তোমার বুদ্ধি লোপ পেয়েছে। এখন তোমার উচিৎ নিজে রান্না করে খাওয়া। তাকিয়ে দেখো তোমার শরীরের কি দশা হয়েছে! দেখলে মায়া লাগে।

দেশে এখন একটা নবজাগরণ শুরু হয়েছে।
মানুষ সচেতন হচ্ছে। ভালো মন্দের নতুন বিন্যাস শুরু হয়েছে। হয়তো ভাবছেন আমি একটু বাড়াবাড়ি করছি। তবে এটা তো মানবেন, পুরোনো ধ্যানধারণা ও মূল্যবোধ গুলি ধীরে ধীরে বদলে যাচ্ছে। যেমন ধরুন, পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা বাড়ছে। তাবিজকবচ, ঝাড়ফুক, পানিপড়া আজকাল কেউ মানছে না। মেয়েরা ঘরে আবদ্ধ থাকতে চাইছে না। আপনি মানতে না চাইলেও এসব ঘটছে অহরহ। এগুলোই হচ্ছে প্রগতির লক্ষন। তুমি তো সমাজ থেকে সমস্ত দুষ্টলোকদের বিতাড়িত করতে পারবে না।

তর্ক বাদ দিলাম।
আসুন বিশ্বসুন্দরীর সৌন্দর্য উপভোগ করি। এই সুন্দরী নারীকে দেখে বুড়োরা যৌবনের জন্য হয়তো শোক করবে। ও বুড়ো শরীর বুড়ো হয়, কিন্তু মন নয়। ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। তুমি কবি সাহিত্যিক হবে না দার্শনিক হবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ঘর সংসার দেখবে কে! তুমি সক্রেটিস হবে না রবীন্দ্রনাথ হবে তা জানি না। কিন্তু দায়িত্ব তোমাকে নিতেই হবে। ভুল হচ্ছে, কোথাও বড় ভুল হচ্ছে তোমার।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৫

সোবুজ বলেছেন: সবথেকে বেশি শোক হচ্ছে আমার।আমি বুড়ো হয়ে গেছি।তাই হুরের আকর্ষণ আমার নাই।আল্লাহ বলছে যুবক করে দিবে।কিন্তু সে কথা কতোটুকু সত্যি।তার কোন প্রমান নাই।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: সব কিছুর প্রমান লাগে না।

২| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ২:৩৮

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের বেশীরভাগ সুন্দরী মেয়ের জীবনটা কষ্টকর হয়ে থাকে। আমাদের স্কুলের, আমার ১ ক্লাশ জুনিয়র মেয়ের জীবনটা নষ্ট হলো ওর সৌন্দয্যের জন্য, ধনী খালাতো ভাই জোর করে বিয়ে করেছিলো।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে জন্ম নেওয়াটাও পাপ।

৩| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ৩:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আসুন বিশ্বসুন্দরীর সৌন্দর্য উপভোগ করি।
বেশ , চলুন উপভোগ করা যাক সৌন্দর্য।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: উপভোগ করতে জানতে হয়। সেটা সবাই পারে না।

৪| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা এমন মানুষ সৌন্দর্য বুঝিই না কারণ গায়ের রং সাদা শরীর মাংস বেশ থাকলেই সুন্দর হয় কি করে? সৌন্দর্য হলো
তার সবকিছুই মিলেই হবে ------------ সবকিছুই মিল না থাকে শুধু স্রেক সুন্দর হলেই কি সৌন্দর্য হবে?

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন।

৫| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধার্মিকেরা কোন দিন কোন ঠাঁসা হয় না। তারা নিজের মত করে নিজের কাজ করে যায়। এক হাজারে একজন জান্নাতে যাবে। সেই একজন খুব শক্ত। পহাড় টলানো গেলেও তাকে টলানো যাবে না। আর ধার্মিকেরা মনে করে দুনিয়া তাদের আসল ঠিকানা নয়। সুতরাং এখানকার দূরবস্থার জন্য তারা আফসুস করে না।

১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: ধার্মিকেরা মহা বোকা।

৬| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: উপভোগ করতে জানতে হয়। সেটা সবাই পারে না।


ভুল বললেন দাদা। সবাই উপভোগ করতে জানে। শুধু একেক জনের উপভোগ করার ধরন একেক রকম।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: তাও সঠিক।

৭| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩১

এম ডি মুসা বলেছেন: নারী কে নিয়ে দারুন বলেছেন

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: ্ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৪

আমি ব্লগার হইছি! বলেছেন: এই ভুলটুকু বেঁচে থাক। ধান্দাবাজি আর ফন্দি ফিকিরের মাঝে মুক্ত চিন্তা এসে যাক।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.