নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ গুগল।
নীরা, নীরা আমার কথা শোনো।
তুমি নিষ্ঠুর নও। তুমি কোমল। তোমাকে যে আমি আমার মনের মধ্যে রেখে দিয়েছি।
অর্জুন আমি জানি তুমি এক বিশাল পুরুষ। শক্তিমান। কিন্তু তোমার চোখ দেখে বুঝা যায়, তোমার মধ্যে বৈরাগ্য আছে।
এসব তোমার কল্পনা নীরা। ঠিক আছে তুমি তোমার কাজ করো। আমি তোমাকে বিরক্ত করবো না। শুধু বসে থাকব। তোমাকে জ্বালাবো না। শুধু আনমনা করে দেব তোমায়।
অর্জুন তুমি আলোতে যাও।
পৃথিবীর রুপ, নির্যাস আর আনন্দ উপভোগ করো। বৃথা সময় নষ্ট করো না। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি যাচ্ছি অর্জুন।
তুমি যেও না নীরা। আমার ভীষণ কষ্ট হয়। আমার কথা শেষ হয়নি। আজ তোমাকে একটা কথা মানতেই হবে।
তাড়াতাড়ি বলো অর্জুন।
তাড়াতাড়ি বলার মতো কথা নয়। তাড়া দিলে হবে না। আমার পাশে চুপটি করে বসো।
এই কাছে এলাম। এবার বলো।
আমার বুকে হাত রাখো।
কি পাগলামি করছো!
পাগলামি নয় গো, এ ভালোবাসা।
আহ তোমার গায়ে কি ভীষণ মিষ্টি গন্ধ!
এই যে তুমি আজ সেজেছো।
নিশ্চয়ই আমার জন্য। চুন্ডি শাড়িতে তোমাকে দারুণ মানিয়েছে। কি সুন্দর করেই না চোখে কাজল দিয়েছো! কপালে ছোট্ট একটা টিপ। এমন রুপ ভালো না বেসে পারি!
কি বলবে বলো অর্জুন।
আমি তোমাকে চাই। সবটুকু চাই। তবেই আমার মুক্তি ঘটবে। প্লীজ কৃপনতা করো না। স্বার্থপরতা দেখিও না। নিজেকে উজার করে আমাকে দাও। তোমার বুকে মাথা রাখতে দাও। হাজার টা চুমু দিতে দাও। তোমার ঐশর্য্য উপভোগ করতে দাও। সাতার কাটতে দাও তোমার বাগানে। সৌরভ নিতে দাও।
চুপ করো অর্জুন। কি করে সবটুকু তোমাকে দেই!
আমি তো ডাকাত নই নীরা। তুমি আমার দেবী। আমি তোমার কাছে প্রার্থনা করছি। জোরজবদস্তি তো করছি না। তোমার অঢেল আছে। আমি শুধু উপভোগ করবো। তবেই আমি ভালো থাকবো কিছুদিন।
অর্জুন আমার বড় ভয় করে।
কিসের ভয় নীরা? এই তো আমি তোমার পাশে রয়েছি। বারবার গোপনে তোমার কাছে আসবো আমৃত্যু। একি তোমার চোখে পানি!
অর্জুন তুমি রবীন্দ্রনাথের কোনো চরিত্র নও। আমিও রামায়ন-মহাভারত থেকে আসিনি
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: এগিয়ে যেতে চাই, কিন্তু বারবার বাঁধা আসে।
২| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ লিখেছেন।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এইসব কি আপনার মনোস্কমনা?
নিজের চাওয়াটা অজু'নকে দিয়া
বলিয়েছেন!
চালিয়াযান,
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: না এসব আমার মনোস্কমনা না।
৪| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৫
আশিকি ৪ বলেছেন: এই যে ২ ঘণ্টা যাবট আপনের পুষ্টু খানি সামনের পাতার সবার উপ্রে কেনো ইহা নিয়া প্রতিভাদী সমাজ এখনও কুনু প্রথিবাধী পুষ্টু লিখেনি ক্যান তা নিয়া বড় চিনতিত।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: এই সমস্যা সমাধান করতে পারে ব্লগটিম।
৫| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫২
নূর আলম হিরণ বলেছেন: রোমান্টিক গল্প, সিনেমা, কথোপকথন কেনো জানি আমি কখনো মন দিয়ে শুনিনা, দেখিও না। এই নিয়ে বিস্তর অভিযোগ আমার বউয়ের।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: স্ত্রীর অভিযোগ থাকবেই। আপনি যদি ফেরেশতাও হয়ে যান তবু আপনার স্ত্রীর অভিযোগ থাকবেই।
৬| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৫২
অধীতি বলেছেন: কাব্যিক মুগ্ধতা।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:১৪
প্রতিদিন বাংলা বলেছেন: ভবিষ্যৎ ভালো
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:২৬
রেজাউল৯৭ বলেছেন: আপনি আমাকে অন্য পোস্টে জিজ্ঞাসা করেছিলেন- চুলকানি আছে কি না।
উত্তর: ভীষন চুলকানি আছে। আন্ডারপ্যান্ট ইস্ত্রী করে পরি , এর পরেও জায়গায় বেজায়গায় অনেক চুলকানি। হাইড্রোকর্টিসন মলম লাইগাচ্ছি, ফল পাচ্ছি না।
আপনি কি ব্যাবহার করেন?
এছারা, ঐদিন অপরের কথায় প্রভাবিত হয়ে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম- আপনি অপরের আন্ডারওয়্যার পরেন কি না। ঐটা জিজ্ঞাস করা বড় অন্যায় হয়েছে। আরেকজন ব্লগার কনফার্ম করেছে আপনি ঐ জিনিস পরেন ই না।
যা হোক, বাজারে গুজব আপনি নাকি নকল করে পাশ করেছেন। লোকে এসব বাজে কথা বললে আমার খুব খারাপ লাগে। আপনাকে একটা অনুরোধ করি- আপনি যে স্কুলে পরেছেন ঐখানের হেডমাস্টার/হেড মিস্ট্রেসের কাজ থেকে একটা টেস্টিমোনিয়াল নিয়ে আসেন- রাজিব বর ভাল ছেলে, সে কখনো নকল করে নাই- এসব লেখা থাকবে। ঐ টেস্টিমোনিয়ালটার ছবি দুলে একটা পোস্ট দেন। তাহলে এই সব দুষ্টু/দুষ্টা ব্লগারদের থোতা মুখ ভোতা হবে।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: হায়রে মাল্টি।
৯| ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৪
জুল ভার্ন বলেছেন: ভিন্ন রকম উপস্তান ভালো লেগেছে।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৪
জুল ভার্ন বলেছেন: "উপস্থাপন"
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।
১১| ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর অন্যরকম একস্বাদ পেলাম রাজীব দা ভাল থাকবেন
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: হ্যা ভালো আছি।
১২| ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৫
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ভালোই হয়েছে । কিন্তু!
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৩| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: কই আপনি?
২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: আমি কারাগারে। জাদিদ ভাই আমাকে কারাগারে পাঠিয়েছেন।
১৪| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগুরা মন্তব্য করলে কানে ধরে ব্লগ থেকে বের করে দিবেন।
২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: তাই করা উচিৎ। কিন্তু ওদের আমি ভালো হওয়ার জন্য সময় ও সুযোগ দেই।
ব্লগ নীতিমালা শুধু আমার আর চাঁদগাজীর জন্য। আমি আর চাঁদগাজী শুধু ব্যাক্তি আক্রমণ করি। নিরীহ ব্লগাদের গলা চেপে ধরি। গালিগালাজ করি।
এজন্য প্রিয় জাদিদ ভাই, ব্লগ রক্ষা করার জন্য এবং ছাগুদের খুশি রাখার জন্য, আমার ওপর নীতিমালা চাপিয়ে দিয়েছে।
১৫| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: সেফ আছেন নাকি জেনারেল? মন্তব্যের ক সামনের পাতায় লেখার সুযোগ আছে?
২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: আমার লেখা প্রথম পাতায় যাবে না।
আমি কাউকে মন্তব্য করতে পারবো না।
এই তো।
১৬| ২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: কিছুদিন অলটারনেটিভ নিক ইউজ করুন।
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: হা হা হা----
১৭| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৭
জগতারন বলেছেন:
রাজীব নূর আপনার বিরুদ্ধে বদনাম চলছে, আপনি একদম ভয় পাবেন না ও দমবেন না। লিখে যান আমি পড়বো।
.।.।.।.।.।.।
মৌলিক ব্লগ লিখা ও ব্লগার ছিলেন জ্বনাব চাঁদ গাজী।
সামু কতৃপক্ষকে জানাইতে চাই
ঝগড়া ঝাটি তক্ক বিতক্ক বাক বিতন্ডা চলবে.....
থাকিলেও কাহারও গলা টিপিয়া ধরিয়া মারিয়া ফেলা অসমচিন মনেকরি।
তাই দয়া করিয়া জ্বনাব চাঁদ গাজী সাহেবের নিকটি ফিরাইয়া দেবার আকুল অনুরোধ করিতেছি।
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫১
ঊণকৌটী বলেছেন: খুবই সুন্দর ভাষ্য ভালো এগিয়ে যান