নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সৎ নেতা কে?

০১ লা মে, ২০২২ বিকাল ৪:১২

ছবিঃ আমার তোলা।

শুধু নেতৃত্ব না সাথে কাজ করতে হয়।
নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু। সেই ৭ই মার্চের ভাষন। আহ, অসাধারণ। ভাষনে তিনি দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। মানুষ তার কথা মতো কাজ করেছে। যুদ্ধ করেছে। স্বাধীন হতে পেরেছে। শেখ মুজিবের মতোন নেতৃত্ব গত ৫০ বছরে কেউ দিতে পারেন নি। না জিয়া, না এরশাদ, না খালেদা জিয়া না হাসিনা। যারা নেতৃত্ব দিতে এসেছিলেন, তাঁরা শুধু নিজের আখের গুছিয়েছেন। ইচ্ছা মতো দূর্নীতি করেছেন। বিদেশে গাড়ি বাড়ি করেছেন। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রেখেছেন। এদিকে দেশের বারোটা বেজে গেছে।

কোনো এক বিচিত্র কারনে আমাদের দেশের নেতারা বক্তৃতা দিতে পছন্দ করেন।
একবার মাইক হাতে পেলে কথা বলতেই থাকেন। বলতেই থাকেন। উনারা এত বেশি করা বলেন বলেই কাজ করতে পারেন না। বক্তৃতা আমাদের দরকার নাই। আমাদের দরকার কাজ। আমাদের দ্দরকার উন্নয়ন। কিন্তু কাজটাই কেউ করতে পারে না। শুধু বকবক। অবশ্য আজকাল বক্তৃতা কেউ পছন্দ করে না। মাইক হাতে পেলেই- আমরা এই করেছি, সেই করেছি। আরেহ এত বলার দরকার কি? পাবলিকের চোখ আছে। নেতারা গত ৫০ বছরে দেশের কি উন্নয়ন করেছে? আজও মানুষ রাস্তায় ঘুমায়? আজও দেশে কোটি কোটি বেকার। আজও সরকারী হাসপাতালে দালাল। রাস্তায় বের হলেই ভিক্ষুক। আজও দূর্নীতি। তাহলে দেশ কিভাবে উন্নয়নের মহাসড়কে?

আমাদের দেশে কোনো সৎ নেতা নেই।
একজন নেতা জানেন না তার কাজ কি। সবাই চেটাং চেটাং কথা বলে শুধু, কিন্তু দরকারী কাজ কেউ করে না। নেতারা পছন্দ করে চাটুকারিতা। রাজনীতি নষ্ট করে দিয়েছে এই চাটুকারেরা। সব জাগায় চাটুকার। সাহিত্যেও চাটুকার। সিন্ডিকেট। একজন ভালো নেতা বক্তৃতা না দিয়ে দেশের কল্যানে কাজ করেন। নিজ এলাকা ঘুরে ঘুরে দেখবেন। সমস্যা জানবেন এবং সমাধানের জন্য কাজ করবেন। মানুষের সাথে মিশবেন। তাদেরর সমস্যার কথা শুনবেন। কিন্তু নেতারা বিদেশ ভ্রমনে যান। অতি সামান্য সমস্যার জন্যও সিঙ্গাপুর যান চিকিৎসা করাতে। নেতারা তাদের পরিবার নিয়ে উন্নত জীবনযাপন করেন। আর জনগন নীচু জীবনযাপন করেন। যুগের পর যুগ ধরে একই কাহিনী। নেতাদের ছত্রছায়ায় থাকা লোকজন আজ কোটি কোটি টাকার মালিক। এরাই সমাজের নব্য ধনী।

কোন কোন নেতা দেশেরর জন্য কি কি করছেন- তা স্পষ্ট নয়।
নেতাদের উচিৎ প্রতিমাসে দেশের জনগন কে জানানো তাঁরা কোন কোন কাজ করছেন। আগামীতে কি কি করবেন? অন্তত বছরের শেষে তাদের জানানো উচিৎ বিগত বছরে তাঁরা দেশ ও মানুষের জন্য কি কি করেছেন? নেতাদের কাজ শুধু বিরোধী দলকে নিয়ে হাসাহাসি করা। তেরা-বেকা কথা বলা? খোজ নিয়ে দেখুন, প্রতিটা নেতা সীমাহীন টাকার মালিক হয়েছে। বাগান বাড়ি করেছেন। মাঝরাত পর্যন্ত চলে নারী নিয়ে উৎসব। নেতারাবিদেশে বাড়ি করেছেন। তাদের সন্তানদের উন্নত বিশ্বে ছেড়ে দিয়েছেন। আর আমরা দেশে কনো রকমে মানবেতর জীবনযাপন করে বেঁচে আছি। আমাদের সমস্যা দেখার কেউ নেই। অথচ আমরা আগ্রহ নিয়ে ভোট দেই।

বর্তমান সময়ে কোনো নেতার নেতৃত্ব দিতে পারছে না।
আবার কোনো নেতাই সঠিক বক্তৃতা দিতে পারছে না। আসলে এরা নতুন রাজনীবিদ হয়েছে। এদের রাজনীতির কোনো ইতিহাস নেই। টাকার জোরে এরা নেতা হয়েছেন। এদের কোনো যোগ্যতা ও দক্ষতা নেই। যার দক্ষতা ও যোগ্যতা নেই সে কিভাবে দেশের উন্নয়ন করবে? কিছু চতুর লোক পুলিশে ঢুকে ঘুষ খাওয়ার জন্য তেমনি কিছু লোক রাজনীতিতে আসে টাকা ও ক্ষমতার জন্য। ভালো নেতা কই? সৎ নেতা কই? আপনার জানা আছে? কয়েকজন সৎ ও মহৎ নেতার নাম বলুন। তাদের পা ধরে সালাম করবো। শ্রদ্ধা করবো। সম্মান করবো।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২২ দুপুর ২:৪২

রেজাউল৯৬ বলেছেন: আপনি কেমন আছেন?
শরীল ভাল?
লেখালিখি এত কমায়ে ডিসরন ক্যান?
দিনে মিনিমাম ২৪টা পোষ্ট দিবেন।

২| ০২ রা মে, ২০২২ দুপুর ২:৪৩

রেজাউল৯৬ বলেছেন: আপনের সাথে অনেক বর অন্যায় করা হইতেছে।
এর প্রতিবাদ জানাই

৩| ০২ রা মে, ২০২২ দুপুর ২:৪৪

রেজাউল৯৬ বলেছেন: লেখা বন্দ করিবেন না।

৪| ০২ রা মে, ২০২২ দুপুর ২:৪৫

রেজাউল৯৬ বলেছেন: আপনি সামু ব্লগের সমপদ, দো:খের কথা জাতি আপনার মূল্যায়ন করলো না

৫| ০২ রা মে, ২০২২ দুপুর ২:৪৭

রেজাউল৯৬ বলেছেন: ইদ কি আমজাদ হোসেনের নাটকের মত জেলের ভিত্রেই কাটাইবেন নাকি?

৬| ০২ রা মে, ২০২২ দুপুর ২:৪৭

রেজাউল৯৬ বলেছেন: আশা হারাইবেন না। আমরা আপনার জন্য ফাইট দিবো

৭| ০২ রা মে, ২০২২ বিকাল ৩:০১

রেজাউল৯৬ বলেছেন: জেলের তালা ভাংবো, রাজীব নূরকে আনবো।

৮| ০২ রা মে, ২০২২ বিকাল ৩:০২

রেজাউল৯৬ বলেছেন: আর কেউরে আপনের পোষ্টে দেখি না ক্যান? আমি একাই একাই কথা কই। :(

৯| ০২ রা মে, ২০২২ বিকাল ৩:০৭

রেজাউল৯৬ বলেছেন: আরেক দুষ্টু ব্লগার (এরে আপনি শুয়োর কৈসিলেন) পুষ্ট দেসে- এক হিন্দু মহিলা ইপতার পার্টি দেসে।
হেতে আবার হের সিনদিকেটের ব্যাকতে লাইক দেসে,

আমি কৈলাম- হ, হেন্দু এপতার পার্টি দেলে সাধু সাহু কও, আর হিরু রাজীব বাই ইপতার করাইতে চাইলে কাইজ্যা
লাগাও। তুম্রা আসলেই বজ্ঝাতের দল।

এই দেইখা হেতারা আমার কমেন মুইচ্ছা দেছে, আামারে জেনারেল কৈরে দেসে।

কন, কার মাথা বল থাকে?

১০| ০২ রা মে, ২০২২ বিকাল ৩:০৮

রেজাউল৯৬ বলেছেন: পুষ্টের শেরোনাম বালা হৈসে।
আপনিই আমাদের আসল নেতা

১১| ০২ রা মে, ২০২২ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



আপনার পরিনারের জন্য ঈদের শুভেছা রলো

১২| ০২ রা মে, ২০২২ রাত ১০:৪২

বিজন রয় বলেছেন: আপনি কোথায়?

১৩| ০২ রা মে, ২০২২ রাত ১১:৫৫

ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন।

১৪| ০৩ রা মে, ২০২২ রাত ৩:১৭

রেজাউল৯৬ বলেছেন: ওহ হো হো হো হো।
হা হা লু খু গে।

উপ্রের ১১ নম্বর মন্তব্য দেখেন।
১ লাইন লিখছে তাতে পরিবার, শুভেচ্ছা, রইলো- তিনটা বানান ভুল।
আগে ব্লগে আছিল প্রশ্ন ফাস জেনারেশ. প্রশ্ন জানা থাকলে কিছু লিখতে পার্তো। আর এইগুলান মনে হয় অটো পাস জেনারেশন।
সাধারণ বাংলা শব্দ লিখতে পারে না এক্কেরে সম্রাট আকবরের জাঙ্গিয়া লেখা পার্টি।
মডুর কপাল, বাংলা ব্লগে এই গুলান এই ভাবে আমদানি হয়।

ইদে স্প্যাংকড ভাই কারাগার থেকে মুক্তি পাইল, আপ্নের কি অবস্থা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.