নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আমায় হাসাইলি রে -
অকুল দরিয়ার বুঝি কুল নাই রে!
আসসালামু আলাইকুম।
তুমি যখন অন্যের মানসিকতা নিয়ে লিখতে ব্যস্ত, তখন আসলে তুমি তোমার নিজের নোংরা মানসিকতাই ফুটিয়ে তোলো। বেশির ভাগ বাঙ্গালির মানসিকতা উন্নত নয়। তাঁরা অন্যের পিঠ চুলকে আনন্দ পায়। এই আনন্দ তারাই পায় যাদের থাইরয়েড সমস্যা থাকে। দেশে তো থাইরয়েডের ভালো চিকিৎসা আছে। ধর্মে কিন্তু বলা হয়েছে- অন্যকে নিয়ে মেতে থেকেও না। কুৎসা করো না। সুতরাং তুমি যদি মুসলমান হও এবং ধর্ম বিশ্বাস করো, তাহলে অন্যকে নিয়ে উপহাস করো না। প্রয়োজনে তুমি তোমার পরিবারের সদস্যদের নিয়ে উপহাস করো। নিজেকে ছাগল প্রমান করার জন্য লাফালাফি বন্ধ করো।
'মানুষ' হও, 'মানুষ'।
সো আমাকে নিয়ে ভেবে লাভ নেই নিজের চরকায় তেল দাও। তোমাদের একটা বুদ্ধি দেই। তোমরা মেডিটেশন করো। এতে তোমাদের ছাগলামি পাগলামি বন্ধ হবে। মানুষ হিসেবে কিছুটা উপরের দিকে উঠবে। নিজের মনের নোংরা, জটিলতা কুটিলতা কমবে। তখন নিজেকে সৃস্টির সেরা জীব বলে দাবী করতে পারবে। ভাইসাহেব, আগে আমার অবস্থানে আসো। আমার লেভেলে এসে আমার সাথে ফাইট করো। তখন মানানসই হবে। দূর থেকে শালা, বাইঞ্চচত যে কেউ বলে বলতে পারে। বাপের ব্যাটা হলে সামনে এসে দুই কথা বলে যাও। অনলাইনে যে কেউ মা মাসি এক করে ফেলতে পারে। সবল হও।
কি অদ্ভুত মানুষের মেন্টালিটি!
এরা নাকি আবার শিক্ষিত। এরকম শিক্ষিতের মুখে থু। এরচেয়ে রিকশাচালক ভালো। বাসার সিকিউরিটি গার্ড ভালো। অন্তত তাদের মানসিকতা উন্নত। যার জীবনে যে অবস্থা যায় সে তেমন কমেন্ট করে। কমেন্টে তাদের নীচু মানসিকতার পরিচয় মেলে। অথচ মানুষকে আমি সৃষ্টির সেরা জীব বলে ভাবতে চাই। সম্মান করতে চাই। ভালোবাসতে চাই। মাসুদ পালিয়ে গেছে বাট তোমরা ভালো হয়ে যাও। আর ছাগল হয়ে থেকো না। তোমরা সত্যকে অনুসন্ধান করো। মিথ্যা, ঠগবাজি, ভন্ডামি, আজগুবি, বুজরুকি, কুটিলতা আর অন্ধবিশ্বাসের পিছনে ঘুরে সময় নষ্ট করো না। হাদীসে আছে- 'কাউকে তুচ্ছতাচ্ছিল্য করো না, পরিণাম ভালো হয় না'।
ওহে ছাগলের দল- দেশে সমস্যার শেষ নাই।
সে সব নিয়ে ভাবো। সমাধান নিয়ে ভাবো। সময়টা কাজে লাগাও। তোমাদের চেয়ে অতি ধার্মিকেরাও ভালো। আজ আমি বেঁচে আছি কাল তো মরেও যেতে পারি। কেন আরেকজন ভালো মানুষকে খোচাবো? এই চিন্তাটা কি তোমাদের মাথায় আসে না? বদমাইশি করার সময় নিজের বাবা মায়ের মুখটা মনে পড়ে না? বাইরে থেকে ব্যক্তিকে বুঝতে পারা খুব কঠিন, হয়তো অসম্ভব। দুষ্টলোকদের বদমাইশি ও নিঃসঙ্গতার কারণ এটাই। ব্যাক্তিত্ব নাই। অন্যকে নিয়ে মজা না নিয়ে নিজের কপালখানা প্রশস্থ করো। ইহাই সঠিক। এব্ং তোমাদের জন্য মঙ্গলকর। তোমাদের জ্ঞানের বড় অভাব। জ্ঞান অর্জন করো।
তোমাদের মেজর ভুল গুলো আমার চোখে ধরা পড়ে।
আমার মনে হয় তোমাদের মধ্যে গাপলা আছে। তোমাদের একটা বুদ্ধি দেই- তোমরা প্রচুর পড়াশোনা করো। নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলো। নিজের পায়ের নীচের মাটিটা শক্ত করো। এটাই তোমাদের জন্য ভালো হবে। তাতে দেশেরও মঙ্গল হবে। আর মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা সংক্রামক! তোমাদের মিথ্যায় তোমাদের পুরো গ্রুপ সংক্রামিত! নিজের সস্তা বুদ্ধি দিয়ে নিজের ব্যক্তিত্বকে আর ছোট করো না। সকল ব্লগারদের জন্য সম্মানজনক ব্লগিং এর ব্যবস্থা করাই ব্লগটিম এবং মডারেটরের প্রধান কাজ। আমি সবার মঙ্গল কামনা করছি। আমি সকলকে নিয়ে ভালো থাকতে চাই।
(এই পোষ্ট অনেক আগের লেখা। এই পোষ্ট কাউকে উদ্দেশ্য করে লেখা না। তবে কারো সাথে মিলে গেলে আমাকে ক্ষমা করবেন। অনেক আগে লিখেছিলাম। পোষ্ট করা হয় নাই, তাই ভাবলাম পোষ্ট করে দেই। লেখাটা বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য আছে।)
২২ শে মে, ২০২২ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: এডমিন সাহেব কে বলেন লেখাটা প্রথম পাতা থেকে সরিয়ে দিতে।
২| ২২ শে মে, ২০২২ বিকাল ৩:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগল শব্দ গুলো পরিবর্তন করে পচা কাটাল করে করে দিন। ব্লগে ছাগল শব্দ কে ব্যক্তি আক্রমণ হিসেবে ধরা হয়।
২২ শে মে, ২০২২ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: হা হা হা----
তাহলে তো এখন থেকে ছাগল শব্দটা বেশি বেশি করে বলব।
৩| ২২ শে মে, ২০২২ বিকাল ৩:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার সেই ছাত্রীবনের একটি পছন্দের গান এই হরিপদ। তাই আপনার এই শিরনামটি আমার পছন্দ হলো না।
গানটি-
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
আকাশ থেকে নেমে এলো একরাত্রে
বড় বড় বড় বড় গোল গোল চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
আত্নীয় নেই কোনো বন্ধুবান্ধব
মেস বাড়িতে তার বাস
দায়িত্ব নেই কোনো ঝঞ্চাট নেই কোনো
নেই তার কোনো অভিলাষ
আছে কলসি আছে, আছে ঘরের কোনে
আছে গামছা আছে, আছে মারগো সাবান
চশমার মাইনাস পাওয়ার আছে
পরিপাটি একটা গোঁফ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
আছে একা একা স্বপ্ন দেখার অভ্যেস
তার ধার করে পত্রিকা পড়া
আছে এইট বি বাসের এক কোনটার জন্য
সকালের অফিসের তাড়া
আছে ছোটবেলা থেকে একটানা জ্বর রোগ
তাই তেল ঝাল নুন খাওয়া হয়না
শুধু সাদা সেদ্ধ ছিলো যে বরাদ্ধ
যতই না ইচ্ছে হোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
বিজ্ঞাপনের হাতছানি দেখেও না দেখে
ভিড় বাসে পাট ভাঙা শাড়ির পরশ খুলে থেকে
শনিবার, শনিবার নড়বড়ে সিড়ি বেয়ে
মেসটার ছাদে উঠে আকাশের দিকে চেয়ে
জলে ভরে যেতো তার চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হয়তোবা কোনোদিন পার্থনা করেছিলো সে
তাই ধুম করে হঠাৎ এক শনিবারে নেমে আসে
টিভির এন্টেনা বাচিয়ে আস্তে করে
পাঁচিলের ধারে ঘেঁষে বনবন করে
ঘুরে নেমে এলো বড় বড় চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
ঘাবড়ে গিয়ে দাঁত কপাটি লেগে যায়
ঘেমে যায় হরির নাকটা
কোনো এক ম্যাগাজিনে দেখেছিলো এই ছবি
অজানা উড়ন্ত কি একটা
ধুয়ে যায় হরিপদ সাদা সাদা আলোতে
বেজে উঠে এসরাজ কত
হাত পা মন মাথা ঘামতে ঘামতে
টনটন করে তার নখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হঠৎ কি মনে হলে খিলখিলেয়ে হেসে ওঠে হরিপদ কেরানি
এতসব বড় বড় দেশ মেশ ফেলে তোরা কলকাতাতেই এলি
নিশ্চয়ই পথ ভুল করে করেছে যে ব্যাটারা পাবেনা যে কিছুই হেথায়
হাসতে হাসতে দুটো পাটি হরিপদ জলে ভরে যায় তার চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
বুঝতে পারেনি তারা কখন যে নেমে এসে
তুলে নিয়ে গেছে তাকে মেঘের ওপারে কোন দেশে
কেউ কোনও দিন তার খোঁজ করেনিকো আর
ছিল নাকো কেউ তার কোনও খোঁজ করবার
কেউ করেনিকো কোনও শোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
লায় লায়লা লায় লায়লা্লায় লায় লায়লা লায় লায়লা লায়…
https://www.youtube.com/watch?v=3rfaabAQbkk
২২ শে মে, ২০২২ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: চমৎকার।
ধন্যবাদ।
৪| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:১৪
সোনাগাজী বলেছেন:
আপনাকে টার্গেট করে কপিপেষ্টের জিকির তোলা হয়েছিলো, উহা এখন অনেক দুর গড়ায়েছে; কপিপেষ্ট কন্ট্রোল করা ব্লগটিমের দায়িত্ব, ইহাকে ১ ব্লগাের হাতে দিয়ে ব্লগটিম বেঠিক কাজ করেছেন । আপনি এই ধরণের পোষ্ট না'দিলে ভালো হবে। আপনি চাইলে ইহা ড্রাফট করতে পারেন।
২২ শে মে, ২০২২ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: আসলে বিষয়টা এখন সকলের কাছেই তিতা হয়ে গেছে।
ওরা মূলত বোকা। ওরা চাচ্ছে ''কপিপেস্ট এবং আমার নাম'' নিয়ে বলতে বলতে একটা ঝামেলা সৃষ্টি করতে। আমি যেন রেগে মেগে ওদের গালি দেই। তারপর--- যেন এক সময় এডমিন বিরক্ত হয়ে আমাকে ব্যান করে দেয়। বোকারা বুঝে না সূর্য কে আটকে রাখা যায় না।
আমি আছি সঠিক পথে। আর সঠিক পথে চললে এডমিন কিচ্ছু করতে পারবে না। বরং বাহবা দিবে। তখন তো লজ্জায় ওদের মুখ লুকাতে হবে।
৫| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৫
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ব্লগ সম্পাদক একজন পিতা। সব ব্লগার তাঁর সন্তান। একেকটা সন্তানের একেকটা অভিযোগ আবদার। সব সম্পূর্ণ করা অসম্ভব।
২২ শে মে, ২০২২ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।
৬| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
মিরোরডডল বলেছেন:
সুতরাং তুমি যদি মুসলমান হও এবং ধর্ম বিশ্বাস করো, তাহলে অন্যকে নিয়ে উপহাস করো না।
রাজীব বলছে ধর্মের কথা ? আর কতো লোক হাসাবে !
মিথ্যা সংক্রামক! তোমাদের মিথ্যায় তোমাদের পুরো গ্রুপ সংক্রামিত!
ব্লগে যেনো কে সবচেয়ে বেশী মিথ্যা কথা বলে ?
মিথ্যা বলাকে কে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে ?
সকালে এক কথা, বিকেলে এক কথা কিন্তু একজনই বলে ।
বদমাইশি করার সময় নিজের বাবা মায়ের মুখটা মনে পড়ে না?
সেটাইতো, একবারও কি মনে পড়ে না ?
ভাইসাহেব, আগে আমার অবস্থানে আসো। আমার লেভেলে এসে আমার সাথে ফাইট করো।
wow!!!
Who the hell you think you’re !!!
প্রিন্স অভ বাকুলিয়া…..
পোষ্টে যে এডভাইসগুলো করা হয়েছে, আয়নার সামনে দাড়িয়ে নিজেকে এগুলো বলে যেনো সেলফ কাউন্সিলিং করা হয় ।
অবস্থা আগের চেয়েও আরো খারাপের দিকে যাচ্ছে । ইউ মাস্ট নিড হেল্প ইমিডিয়েটলি । আই উইশ ইউ অল দ্যা বেস্ট !
২২ শে মে, ২০২২ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: আমি অধম বলে কি উত্তম কথা বলতে পারি না?
চিলের পেছনে আর কত দৌড়াবেন?
৭| ২২ শে মে, ২০২২ রাত ১০:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শব্দ খুব খারাপ জিনিস। একবার মুখ থেকে বেরিয়ে গেলে, আর ফেরানো যায় না।
কিন্তু, সেই একই শব্দ টাইপ করলে, তা মুছা যায়।
২২ শে মে, ২০২২ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: মুছামুছির মধ্যে আমি নাই।
৮| ২২ শে মে, ২০২২ রাত ১১:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টটি ড্রাফট করেন।
২২ শে মে, ২০২২ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি অটোমেটিক দ্বিতীয় পাতায় চলে যাবে কিছুক্ষনের মধ্যে।
৯| ২২ শে মে, ২০২২ রাত ১১:৫৭
সৈকতসৈকত বলেছেন: মিরোরডডল বলেছেন:
wow!!!
Who the hell you think you’re !!!
আইজকা রানু কমেন্ট মারত Who the hell you think you’re !!!
রানু ব্যান
নুরু চান্দু কমেন্ট মারত Who the hell you think you’re !!!
নুরু চান্দু ব্যান
সোনাগাজী কমেন্ট মারত Who the hell you think you’re !!!
সোনাগাজী ব্যান
ব্লগে একচোক্ষা দুর্নীতি চালু অয়া গেল
ব্লগে এত ন্যায়পাল আছে
মাগার ন্যায় তো দেহি না
৬। কমেন্ট বিশ্রি ঘিন্নায় ভরা
রিপোর্ট করছি , লাল পতাকার রিপোর্ট করছি
যাগো কাছে অন্যায় মনে অইছে , তারা রিপোর্ট করেন .................
১০| ২৩ শে মে, ২০২২ রাত ১২:০৭
সৈকতসৈকত বলেছেন: সোনাগাজী বলেছেন: Who the hell you think you’re !!!
আল্লার কসম কইছি সোনাগাজীর ফাসি অয়া যাইত ব্লগে
ব্লগে সাতদিন দিগম্বর পোস্ট , কমেন্ট চালাচালি অইত
Who the hell you think you’re !!! @ কাভা ন্যায়পালিকা
১১| ২৩ শে মে, ২০২২ দুপুর ১:১৯
রানার ব্লগ বলেছেন: নিরাবতা একধরনের প্রতিবাদ এটা নিশ্চয় আপনি জানেন !!!! আপনি আপনার ভাষায় নিরব থাকুন । এদের ফাদে পা না দিয়ে নিজে ফাদ পাতুন !!!
২৩ শে মে, ২০২২ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
হ্যাঁ এখন সেটাই করবো।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২২ বিকাল ৩:৪০
জুল ভার্ন বলেছেন: এ ধরনের পোস্ট আপত্তিকর।