নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বর্তমান প্রজন্ম

২৩ শে মে, ২০২২ দুপুর ২:০৩



বর্তমান প্রজন্ম নির্বোধ। এদের জ্ঞান বুদ্ধি কম।
সবচেয়ে বেশি কম এদের লজ্জা শরম। এরা টিকটক নিয়ে মহা ব্যস্ত। এরা মনে করে টিকটক মানেই জীবন-মরন। আমি বর্তমান প্রজন্ম নিয়ে খুব হতাশ। এরা প্রতিবন্ধী না হয়েও এরা প্রতিবন্ধী। এদের প্যান্ট কোমরে থাকে না। অনেক নীচে নেমে যায়। এদের মানসিকতাও অনেক আগেই নীচে নেমে গেছে। এই প্রজন্মের পিতামাতারা জানি কেমন! সন্তান কি করছে, কোথায় যাচ্ছে? এই খবর তাঁরা রাখেন না। তাঁরা জন্ম দিয়েই খালাস। ইহা ভুল। ইহা অন্যায়। সন্তান শুধু জন্ম দিলেই হয় না। জন্ম তো কুকুর বিড়ালও দেয়। বাবা মার কারনে এই প্রজন্ম দিন দিন অধপতনের শেষ সীমানায় যাচ্ছে।

এই প্রজন্ম একটা ইঞ্জিনওলা নৌকা ভাড়া করে।
সেই নৌকায় দুজন ভাড়া করা পতিতা নেয়। নৌকা চলে। সাথে বিকট গান বাজনা। পতিতা দুইজন নাচে, সাথে সাথে প্রজন্মও নাচে। এটা কি রকম কুৎসিত আনন্দ? বিশেষ বিশেষ দিন গুলোতে দেখা যায়- একটা পিকআপ ভ্যান ভাড়া নিয়ে, তাতে সাউন্ড সিস্টেম উঠিয়ে চ্যাংড়া পোলাপান নাচতে থাকে। অতি কুৎসিত নাচ। রাস্তায় লেগে যায় জ্যাম। সেদিকে তাদের কোনো খেয়াল নেই। এই প্রজন্ম প্রেম ভালোবাসা করে সেক্স করার জন্য। এবং গোপনে তা ভিডিও করে রাখে। চায়ের দোকানে বসে বন্ধুকে দেখায়। যেন সে বিরাট এক ভালো কাজ করেছে।

বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এক একজন লাইলী মজনু।
প্রত্যেকে তিন-চারটা করে প্রেম ট্রেম করে। তাদের কাছে প্রেম ভালোবাসা এতই সস্তা যে সকালে রিলেশন বিকেলে ব্রেকাপ। দুঃখজনক কথা হলো- এই প্রজন্ম প্রেম ভালোবাসা বুঝেই না। তাদের কাছে প্রেম ভালোবাসা মানে হলো- চিপায় চিপায় গিয়ে চুমোচুমি করা, হাতাহাতি করা। রাত জেগে মোবাইলে কথা বলা। এমন কি চলতি রিকশার মধ্যেও তাঁরা নোংরামী করে। এটাই তাদের আধুনিকতা। এটাই তাদের কাছে আর্ট। এই প্রজন্ম কে সঠিক পথে আনতে হলে সকাল বিকাল দুইবেলা নিয়ম করে জুতো দিয়ে মারতে হবে। মাথায় হাত বুলিয়ে, আদর করে এদের লাইনে আনা যাবে না।

এক আঙ্গুল সমান বয়স- অথচ সিগারেট খেয়ে ধোয়া দিয়ে ভরে ফেলে।
ময়মুরুব্বি কিছুই মানে না। এটাও তাদের কাছে ফ্যাশনের একটা অংশ। এই প্রজন্মের মুখের ভাষা প্রচন্ড খারাপ। তাঁরা প্রচন্ড নোংরা গালি দেয়। গালি ছাড়া তাঁরা কথাই বলতে পারে না। বন্ধুর বাসায় নাইট পার্টি করে। মদ খেয়ে নাচ-গান করে। রাস্তায় মেয়ে দেখলে কুৎসিত অঙ্গভঙ্গি করে। খারাপ কথা বলে। চিপা চিপা শার্ট প্যান্ট পরে। অবশ্য ওরা বলে 'ন্যারো'। 'ন্যারো' আসলে ওদের মানসিকতা। এখনও নাক টিপলে দুধ বের হয়, লেখাপড়ার বালাই নাই অথচ তাঁরা গর্ব করে বলে তাঁরা রাজনীতি করে। অমুক বড় ভাই। তমুক বড় ভাইয়ের তাঁরা ক্লোজ ছোট ভাই।

বর্তমান প্রজন্ম সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখে- মুখে দাঁড়ি রাখে।
মারামারি শিখে। ভন্ডামি শিখে। প্রতারনা শিখে। ঢাকা শহরের প্রতিটা এলাকায় একটা করে গ্যাং আছে। এই সম স্ত গ্যাং এর কাজ'ই হচ্ছে মারামারি করা। অল্প বয়সী পোলাপান কিছু হলেই রাম দা নিয়ে বেড়িয়ে যায়। যারা ভীতু তাঁরা হেলমেট পরে নেয়। যারা সাহসী তাঁরা হেলমেটের ধারধারে না। বর্তমান প্রজন্ম পঙ্গু প্রজন্ম। স্মার্ট ফোন তাদের পঙ্গু বানিয়ে দিয়েছে। ঘরে ভাত নাই কিন্তু সবার হাতে দামী মোবাইল। একহাতে সিগারেট, একহাতে মোবাইল। এরকম প্রজন্ম জাতিকে ধ্বংস করে দিবে। এই প্রজন্ম নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। সরকার তো দূরের কথা এই প্রজন্মকে যারা জন্ম দিয়েছেন তাদেরও কোনো চিন্তা ভাবনা নেই।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো বলেছেন।

(লাইলী মজনু )

২৩ শে মে, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: ওকে।
ধন্যবাদ।
ভালো থাকুন।

২| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:১৯

জুল ভার্ন বলেছেন: বর্তমান প্রজন্ম হচ্ছে থ্রী কোয়ার্টার প্যান্ট প্রজন্ম। =p~

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: এগুলারে সকাল বিকাল থাপড়ানো দরকার।

৩| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: নতুন টাকাওয়ালা হয়েছে তাদের এই অবস্থা বেশী কিছু বলার এলাকার নেতাখেতারই এরকম
ভাল থাকবেন রাজীব দা
৫টার পর যেকোন সময় আসতে পারেন

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: জ্বী। ধন্যবাদ।

৪| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৪০

শূন্য সারমর্ম বলেছেন:

ওদের ২ পয়সায় কিনে ৪ পয়সার কাজে লাগানো যাবে।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: এগুলো কোনো কাজের না।
ভাঙ্গা কূলা।

৫| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: খাপর দিকে যে চিত্র আপনি তুলে ধরেছেন তা সত্য এবং সঠিক চিত্র। তবে এটি পুরো প্রজন্মে চিত্র নয়। একটি নির্দিষ্ট অংশের চিত্র। এই অংশটি ছাড়াও আরো বেশ কয়েকটি অংশ রয়েছে এবং তাদের চিত্র গুলিও আলাদা আলাদা। আপনি সবাইকে এক পাল্লায় ফেলে দিয়েছেন।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: আরেহ ভাই সব এক। ভাত রান্না করতে গেলে সব ভাত টিপে দেখতে হয় না।
যেই লাউ সেই কদু। একই কথা।
লেখাটা আবেগ থেকে লিখি নাই। চারপাশ দেখে শুনে বুঝেই লিখেছি।

৬| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফেসবুক প্রজন্ম।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: আরো আছে। টিকটক প্রজন্ম। ইউটিউব প্রজন্ম। তবে এদের আসল পরিচয় প্রস্নপত্র ফাঁস জেনারেশন।

৭| ২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১০

অধীতি বলেছেন: টিকটক আর সস্তা বিনোদনে ভরে গেছে সব। সর্বস্তরে একটা উচ্ছৃঙ্খলা তৈরি হয়েছে।

২৪ শে মে, ২০২২ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: এঁর সমাধানটা করবে কে?

৮| ২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

রানার ব্লগ বলেছেন: টিকটক ও সেক্স ভিডিও ছাড়া যে সকল দোষের কথা আপনি বললেন এটা কেবল এই প্রজন্ম না অতীতের সকল প্রজন্ম করেছে। বড় ভাইরা তাদের গার্লফ্রন্ড নিয়ে রিক্সায় ঘুরছে দেখে বুকের ভেতর সুক্ষ কিন্তু তিব্র ব্যথা অনুভব হয়েছে । পারায় পারায় হকি রামদা নিয়া মারামারি হয়েছে। হিন্দী সিনেমা দেখে অতিমাত্রায় ঢোলা প্যান্ট আর মিঠুন স্টাইলে চুল রেখে হাতে বালা পরে ঘুরে বেড়ানো বড়ভাইদের দেখেছি দূর থেকে কাছে যাবার দম হয় নাই যদি ধরে দুইটা লাগিয়ে দেয় । গালাগালের কোন পরিবর্তন হয় নাই সেই মা কেন্দ্রিক গালি চলছে। এই ক্ষেত্রে বাঙ্গালী পিছিয়ে আছে। এইগুলা চলবে চলছে সামনেও চলবে কেবল যুগের তালেতালে আপডেট হবে।

২৪ শে মে, ২০২২ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: আপনি ঠিকই বলেছেনে।
কিন্তু আমি এই প্রজন্ম নিয়ে আশাহত।

৯| ২৪ শে মে, ২০২২ সকাল ১০:৩২

রানার ব্লগ বলেছেন: আপনার আশাহত হবার যৌক্তিক কারন অবশ্যই আছে । আপনার দাদা তার ছেলেদের জেনারেশান নিয়ে আশাহত ছিলেন বংশ পরষ্পর আপনি হচ্ছেন । ব্যাপারটা নতুন কিছুই না !! তরুণরা এমনি তারা আইনের মধ্যে বাস করে না। তারুন্যতো ছুটে চলার জন্য তাকে থামানো জায় না ।

২৪ শে মে, ২০২২ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: তারুন্যের ইচ্ছাস তো দেখি না তাদের মধ্যে। যা দেখি সেটা নোংরামী।

১০| ২৪ শে মে, ২০২২ দুপুর ১:০৩

নতুন বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন: খাপর দিকে যে চিত্র আপনি তুলে ধরেছেন তা সত্য এবং সঠিক চিত্র। তবে এটি পুরো প্রজন্মে চিত্র নয়। একটি নির্দিষ্ট অংশের চিত্র। এই অংশটি ছাড়াও আরো বেশ কয়েকটি অংশ রয়েছে এবং তাদের চিত্র গুলিও আলাদা আলাদা। আপনি সবাইকে এক পাল্লায় ফেলে দিয়েছেন।

এটা অল্পশিক্ষিত একটা গোস্ঠি এই কাজে মত্ত আছে এটা ঠিক। এটা পুরো সমাজের পোলাপাইন না।

আগের দিনেও জমিদাররা বজরায় করে মাঝ নদীতে আসর বসাতেন.... এটা খুব একটা নতুন কিছু না।

তবে সমাজে বাবা মায়েনা যেহেতু দূনিতিবাজ, নৈতিকতা র্বজিত মানুষ তাদের পোলাপাইনদের তারা কি নৈতিকতা শেখাবে।

২৪ শে মে, ২০২২ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: জমিদাররা যেটা করতেন সেটা একটা শল্প।

আবারও ফিরে এসে মন্তব্য করেছেন সেজন্য ধন্যবাদ।

১১| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২৬

নতুন বলেছেন: সুলতান সুলেমানের হেরেমে সুন্দরী নারী থাকলেও তিনি মহান সুলতান

কিন্তু করিমের মিস্তিরি ছেলে নৌকা নিয়ে ঘুরতে গেলেই সে খারাপ :((

২৪ শে মে, ২০২২ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: ঘুরানো প্যাচানো কথা বুঝি না।
সহজ করে বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.