নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তুমি চাইলেই কোন মন্ত্রীকে আমি, সোজা বলে দেব শালা

২৮ শে মে, ২০২২ রাত ১১:০৬



আমার অপবাদের শেষ নেই।
আমার দোষের নেই। ভাইরা বলে, আমি স্বার্থপর। স্ত্রী বলে, আমি বোকা। মা বলে আমি অলস। বন্ধুরাও আমাকে নানান রকম অন্দমন্দ কথা বলে। অনেকে বলে আমি নাস্তিক। অনেকে বলে আমি জাহান্নামী। অনেকে বলে আমি নিজেকে খুব জ্ঞানী ভাবি। কেউ বলে, আমি সকালে এক কথা বলি, বিকেলে আরেক কথা বলি। মানুষের মুখ আছে, মানুষ বলতে থাকুক। বলে সুখ পাক। আমি আমার কাজ করে যাবো। লিখে যাবো, পড়ে যাবো। জীবনটা উপভোগ করবো। ঝগড়া করতে পারবো না। ভ্রমন করবো, মুভি দেখবো। আড্ডা দিবো। পুকুরে ছিপ ফেলে বসে থাকবো।

আমি প্রচুর পড়ি। প্রচুর লিখি।
ব্লগে ৩/৪ লোক আমাকে অপবাদ দিয়েছে আমি কপিপেস্ট করি। এগুলো শুধুই ওদের অপবাদ। পুরোপুরি সত্য কথা নয়। মূলত হিংসা থেকে ওরা এসব কথা আমাকে বলে। এবং এসব কথা ছড়ায়। মূলত এখন পর্যন্ত আমিই ব্লগে সেরা। না অহংকার দেখাচ্ছি না। অত্যন্ত বিনয়ের সাথেই বলছি। ব্লগে আমিই সেরা। অপবাদ দিয়ে আমাকে থামাতে পারবে না। আমি আমার কাজ করেই যাবো। দুষ্টলোকদের কথা আমি কানে নিই না। কারন আমি জানি নবিজির দেশেও দুষ্টলোক আছে। তাঁরা আমার নামে জিকির তুলে ফেলুক। আমাকে গালি দিতে দিতে গলা শুকিয়ে ফেলুক। আমার কি? আমার কিছু না।

আমি নাকি বাপের টাকায় ফুটানী করি।
কাম কাজ কিছু করি না। আরেহ ভাই এটা তো স্বাভাবিক। আমার বাবা আমার জন্য টাকা রেখে গেছে। সেই টাকা গুলো কি করবো? রাস্তায় ফেলে দিবো? সেই টাকা দিয়ে বিলাসিতা করি। এখানে ফুটানির কি আছে? আমিও আমার কন্যার জন্য অনেক টাকা রেখে যাবো। বাংলাদেশে চাকরী করে আরাম নাই। মানুষ গুলো বদ। অফিস পলিটিক্সকে আমি ঘৃণা করি। মাস শেষে কয়টা টাকার জন্য একদল অমানুষের সাথে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব না। আমি বহু কিছু ছাইড়া আসা লোক। লোকে যা খুশি আমাকে বলুক। আমি তো জানি আমার দুনিয়া সহজ সরল সুন্দর। আনন্দময়।

আমি তসলিমা নাসরিনকে সাপোর্ট করি।
বোন ডাকি- এটাও নাকি আমার ফাজলামো। আসলে যারা আমাকে দেখতে পারে না, তাদের চোখে আমি খারাপ। শয়তান। মিথ্যাবাদী। আমি যা-ই করি সেটা থেকেই তাঁরা ভুল ত্রুটি খুঁজে বের করে। আমার নামে কুৎসা রটায়। ওদের আমি ক্ষমা করে দেই। এমনিতেই আমি বড় হৃদয়ের মানুষ। কারন ওরা দুঃখী মানুষ। মনের দুঃখে ওরা উলটা পালটা বকে। বকুক। বকে শান্তি পাক। আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। আমি সব কিছু মিলিয়ে বেশ আছি। আর কতদিন বাঁচবো? ৩৫ বছর চলছে। আর ৩৫ বছর কি বেঁচে থাকবো? এখন বুদ্ধিমানের কাজ হবে জাস্ট জীবনটা উপভোগ করে যাওয়া।

ব্লগে ৪/৫ আমার পিছনে উঠেপড়ে লেগেছে।
তাঁরা চায় আমাকে ব্লগ থেকে বের করে দিতে। অযুহাত হিসেবে তাঁরা বলছে, আমি কপি পেস্ট করি। কথাটা ভুল। যে লিখতে জানে সে কেন কপিপেস্ট করবে? আসলে ওরা আমার লেখা দেখে অবাক। কারন ওরা আমার মতো লিখতে জানে না। তার মানে এই না যে আমি খুব ভালো লিখি। কিন্তু ওদের চেয়ে ভালো লিখি। আসলে লেখালিখি দুষ্ট ও অসৎ মানুষদের কাজ নয়। লেখালেখি করতে হলে উদার হতে হয়, ভালো মানুষ হতে হয়। ক্ষুদ্রতা, সংকীর্নতা নিয়ে লেখালেখি করা যায় না। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা জ্ঞান সঞ্চয় করো। নিজেকে সাজাও। দক্ষতা অর্জন করো।

আমার বিরুদ্ধে যতই অপবাদ থাকুক, আমি জানি আমি কি।
আমি জানি আমার ভালোত্ব কতটুকু, মেধা কতটুকু। সততা কতটুকু। কাজেই ওরা কিছু বললে আমার গায়ে লাগে না। ওদের কথা আমি কানে নেই না। আমার দুনিয়া সুন্দর। সহজ সরল। কারন আমি একজন সৎ মানুষ। মহৎ মানুষ এবং মানবিক মানুষ। আমি অন্যের ক্ষতির চিন্তা করি না। বরং আমি মানুষকে ভালোবাসতে জানি। অসহায় মানুষের পাশে থাকতে জানি। এক আকাশ ভালোবাসা নিয়ে মানুষকে বুকে জড়িয়ে ধরতে জানি। মানুষের প্রতি আমার ভালোবাসা মাদার তেরেসার মতোন নয়। কিন্তু তার চেয়ে কমও নয়। সসবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২২ রাত ১১:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রতিক্রিয়াশীল না হয়ে প্রগতিশীল হওয়ার চেষ্টা করেন। বি প্রোএকটিভ নট রিএকটিভ।

২৯ শে মে, ২০২২ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য।

২| ২৮ শে মে, ২০২২ রাত ১১:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: কপিপেস্ট নিয়ে আর কিছু লিখিয়েন ও বলিয়েন না । কর্তৃপক্ষ বিষয়টা মাইন্ড করছেন। আর সব গুলো ঠিক আছে।

২৯ শে মে, ২০২২ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: ওকে ব্রো।

৩| ২৮ শে মে, ২০২২ রাত ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকে বলে আমি নাস্তিক।
আপনি সংসয়বাদী।

কেউ বলে, আমি সকালে এক কথা বলি, বিকেলে আরেক কথা বলি।
কথাটি মোটামোটি সত্যি।

ব্লগে ৩/৪ লোক আমাকে অপবাদ দিয়েছে আমি কপিপেস্ট করি। এগুলো শুধুই ওদের অপবাদ।
আপনি অবশ্যই প্রচুর কপি-পেস্ট করেছেন। এটিই সত্যি।

২৯ শে মে, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: আপনি বন্ধু না শত্রু বুঝতে পারছি না।

৪| ২৮ শে মে, ২০২২ রাত ১১:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

নিজেকে কখনো কপিপেস্টের পিকাসো মনে হয়নি?? আপনি বলেছেন লিখতে জানেন, তাহলে লিখুন না! দেখে দেখে লিখতে হবে কেন?

২৯ শে মে, ২০২২ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: চিলের পেছনে দৌড়াবেন না প্লীজ।

৫| ২৮ শে মে, ২০২২ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



আপনি মাঝে মাঝে ঘোষণা দিয়ে সামান্য হলেও কপিপেষ্ট করবেন, না'হলে কয়েকজনের ক্যচালই বন্ধ হয়ে যাবে।

২৯ শে মে, ২০২২ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: আপনার কথাটা আমার মনে ধরছে।

৬| ২৯ শে মে, ২০২২ রাত ১২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আপনার বন্ধু বলেই আপনাকে সঠিক অংশটুকু জানাচ্ছি।
আপনি কিছু কিছু যায়গায় অনেকটা শুধরেছেন। আগামীতে আরো শুধরাবেন নিশ্চয়ই।

ধরুন আপনি নাস্তিক না আস্তিক তাতে আমার বা অন্য কারো কিছুই যায় আসে না। ধর্ম পালন যারযার ব্যক্তিগত বিষয়। কিন্তু যখনই আপনি ধর্ম পানের পক্ষে বা বিপক্ষ কিছু লিখবেন তখনই সেটি অন্য ব্লগারদের কিছুটা অংশে পরিনত হয়। তখনই সেখানে কিছু বলার থাকে কারো কারো। আপনার ক্ষেত্রে আপনি কখন ধর্ম পালন করার নমুনা পেশ করেন, কখনো উলটে যান। তাই আপনি সংসয়বাদী।

২৯ শে মে, ২০২২ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: কেউ আমার ভুল ধরে দিলে আমি রাগ করি না। ভুল গুলো শুধরাতে চেস্টা করি।

আমি আমার জায়গায় অনড়, আমার চিন্তা ভাবনায় আমি স্থির। সমস্যা হলো- কারো কারো বুঝার ভুল। যেমন ধরুন আমি একটা গল্প লিখলাম। গল্পের একজন চরিত্র নাস্তিক। সে নাস্তিকের মতো কথা বলবে। এটাই স্বাভাবিক। আবার ধরেন আরেকটা চরিত্র আস্তিক সে ধর্মের গুণগান করবে সেটাই স্বাভাবিক। এখন কয়েকজন মনে করেন বা ধরে নেন- আমি দুই রকমের কথা বলছি। সমস্যা এইখানেই। আমার গল্পের চরিত্র আস্তিক হয় নাস্তিক হয় গল্পের প্রয়োজনে। আমি ব্যাক্তি রাজীব নুর আমার চিন্তা ভাবনা সব সময় একই রকম।
বিষয়টা কি বুঝাতে পারলাম? আসলে আমি গুছিয়ে বলতে পারি না। আপনি আপনার ভালোত্ব দিয়ে দয়া করে বুঝে নিন।

৭| ২৯ শে মে, ২০২২ রাত ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার গল্পের চরিত্রের বৈশিষ্ঠের কারণে আপনাকে কেউ এই ভাবে জাজ করলে সেটি অবশ্যই ভুল হবে।
কিন্তু আপনি নানান সময় পরিষ্কার বলেছেন আপনি ধর্মপালন করেন না, ধর্ম মানেন না।
এবং মাঝে মাঝেই সেখান থেকে সরে গেছেন।
এখন যদি সেটি আপনি অস্বীকার করেন তাহলে আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে। কিন্তু সেটি আমি করবো না। কারণ আমি আপনার বন্ধু।
আবারও বলছি - আপনি নাস্তিক কি আস্তিক তাতে আমার কিচ্ছু আসে যায় না।
আপনি নিজে যদি মনে করেন আপনি নাস্তিক সেটিই আপনার জন্য যথেষ্ট, এবং আস্তিক হলেও সেটি আপনার জন্য যথেষ্টই।

৮| ২৯ শে মে, ২০২২ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: নাস্তিক আস্তিক নিয়ে আমি মাথা ঘামাই না। ধর্ম টর্ম নিয়েও আমার কোনো চিন্তা ভাবনা নাই।
আমি জানি আমি মানুষ। এজন্য আমাকে মানবিক হতে হবে। যেহেতু মানুষ হয়ে জন্মেছি তাই মানুষের পাশে থাকতে হবে। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে। ভালো কাজ করতে হবে। ব্যস।

ধন্যবাদ। ভালো থাকুন। জয় বাংলা।

৯| ২৯ শে মে, ২০২২ রাত ২:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: কেউ ব্যাক্তি আক্রমণ করলে বিচার দিবেন,
বিচার না করলে আবার দিবেন,
আবার না করলে আবার দিবেন
তারপরও না করলে জিজ্ঞেস করবেন-
বড়লোকরা করলে লিলা খেলা আমরা করলে দোষ নাকি?
তারপর বার বার অভিযোগ করার পরও যদি বিচার না করে
তবে মনে করবেন এদের বিচার করার ক্ষমতা কারো নেই।
মনকে এই বলে স্বান্তণা দিবেন,
ঈশ্বর থাকেন ঐ ভদ্রপল্লীতে,
এখানে তাকে খুঁজে পাওয়া যাবেনা।

২৯ শে মে, ২০২২ রাত ২:২৯

রাজীব নুর বলেছেন: হা আহা আহা----
জব্বর বলেছেন।

১০| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:৩০

শেরজা তপন বলেছেন: প্রত্যেকের বউ মনে করে তাদের স্বামীরা বোকার হদ্দ :)


নিজের সন্মন্ধে জাজমেন্ট ভালো কিন্তু মাঝে মধ্যে চরম অহংকার প্রকাশ পেয়েছে। জলদস্যুর কথা ঠিক; আপনি চরম সংশয়বাদী মানুষ!
যতই বাবার টাকা থাকুক; অকর্মণ্য পুরুষ মেরুদন্ডহীন হয়। কাজ মানেই শুধু চাকুরি নয় কিন্তু।

২৯ শে মে, ২০২২ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: অহংকার এক জিনিস যা আমার মধ্যে নাই। আমি রিকশাচালকে গলায় হাত রেখে চা খাই।
আমি সারাদিন ভীষন ব্যস্ত থাকি। মন ভরে সামুতে লেখার সময় পর্যন্ত পাই না। জানেন কত গুলো লেখা মাথায় জমে আছে। লিখতে সময় পাচ্ছি না।

১১| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:০২

রবিন.হুড বলেছেন: সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।


তাইরে নাইরে করতে করতে যায়রে সারা বেলা
এই ভাবে কি সাঙ্গ হবে মোর জীবনের খেলা?

২৯ শে মে, ২০২২ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এভাবেই একদিন জীবন প্রদীপ নিভে যাবে।

১২| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:০৮

খাঁজা বাবা বলেছেন: পকেটে টাকা পয়সা আছে কিনা তা পাব্লিকলি বলতে নাই।

২৯ শে মে, ২০২২ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: টাকা পয়সা তেমন নাই।

১৩| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:১৭

রানার ব্লগ বলেছেন: ব্লগে ৩/৪ লোক আমাকে অপবাদ দিয়েছে আমি কপিপেস্ট করি। এগুলো শুধুই ওদের অপবাদ।
আপনি অবশ্যই প্রচুর কপি-পেস্ট করেছেন। এটিই সত্যি।


আমি একমত !!!

উত্তরে আপনি জিজ্ঞাসা করেছেন আপনি বন্ধু না শত্রু !!! ভাই আপনি আপনার জ্ঞ্যানী মাথা কে একটু কাজে লাগিয়ে ভাবুন একমাত্র বন্ধুরাই বন্ধুর খারাপ দিক গুলো তুলে ধরে তাকে সাবধান করে শত্রুরা করে না তারা ঢেকে রেখে আরো বাহবা দেয় যাতে তার অধঃপতন আরো হয় !!!

আপনি কপি পেস্ট করেছেন অবশ্যই করেছেন !!! এটা আস্বিকার করলে আপনি নিজের সাথে নিজে ধোকা দিবেন !!! এতে আপনি ছাড়া অন্য কেউই ক্ষতিগ্রস্থ হবে না !!!

২৯ শে মে, ২০২২ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: আপনারা তো ধরে বেঁধে আমাকে দোষী সাবস্ত করতে লেগেছেন!!

১৪| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:৪০

রানার ব্লগ বলেছেন: একদম না !!! আপনি দেখুন ভাবুব তারপর সিধান্ত নিন আসলে আমি বা অন্যকেউ আপনাকে দোষি করছি কি না !!! সময় নিন !!! আমি আপনাকে আগেও বলেছি অন্যের ফাঁদে পরবেন না নিজে ফাঁদ পাতুন !!!

২৯ শে মে, ২০২২ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: আমি ইচ্ছা করেই ফাঁদে পড়ি। এটা আমার এক ধরনের খেলা।

১৫| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:৪৫

রানার ব্লগ বলেছেন: খেলা শেষ হলে বলবেন এসে ফলাফল জেনে যাবো !!!! খেলা নিশ্চয় অনন্তকাল চলবে না !!!

২৯ শে মে, ২০২২ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: বলার কিছু নাই। ফলাফল শূন্য।
মানুষ আর কতদিন বাঁচে। একদিন শুনবেন আমি নাই। মরে গেছি। আমার মৃত্যু হবে স্ট্রোক করে।

১৬| ২৯ শে মে, ২০২২ রাত ৮:৪৪

কলাবাগান১ বলেছেন: আশিকি ৪ শাহেদ জামাল এরা আপনার ঘরের সব খবর জানে কিভাবে তা বুঝতে নিশ্চয় বেশী বুদ্ধি লাগে না। আমি জানি যে আপনি বিশ্বাস করেন যে আপনি বুদ্ধিমান...মানুষকে চমকিয়ে দিতে ভালবাসেন....অস্ট্রেলিয়াতে পৌছার পর সবাইকে জানান দিতেন। যাওয়ার আগেই জানান দিলেন অন্য 'মানুষ' কে দিয়ে

৩০ শে মে, ২০২২ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: আপনার মনে এত সন্দেহ কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.