নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
মানুষ বলবে, বলে যাবেই-
বলতে দাও, মন্দ কথা যত
ভালো মন্দ দুটোই শুনতে হবে,
শোক করো না, হা-হুতাশ করো না
তুমি হাসো, মাথা উঁচু করে হাসো।
সবই দিন আর রাতের মতো-
আসা যাওয়া, মেনে চলা আর খেলা
সমস্ত ক্ষত ধুয়ে নাও সমুদ্রের জলে
ভোরের আলো দেবে তোমায় নতুন স্বপ্ন।
মলিন করো না সুন্দর মুখখানি
আমার ভীষণ অস্থির লাগে!
বিশ্বাস আর অবিশ্বাস দূরে সরিয়ে
আসো দুজন বাঁচি আনন্দ নিয়ে।
(আজ হঠাত মনে পড়লো, অনেকদিন কবিতা লেখা হয় না। তাই লিখে ফেললাম। কিন্তু আমি কবিতা লিখতে জানি না। তারপরও সাহস করে দুই চার লাইন লিখে ফেলি কবিতার মতোন করে। এটা দীর্ঘদিনের অভ্যাস।)
০৭ ই জুন, ২০২২ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আন্তরিক ধন্যবাদ।
২| ০৭ ই জুন, ২০২২ রাত ১০:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আগের কবিতার তুলনাই এইটি ভালো হয়েছে।
০৮ ই জুন, ২০২২ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ০৭ ই জুন, ২০২২ রাত ১০:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতার নদীতে আমার নৌকা দিলেম ছেড়ে
জানিনা কোন রূপসীর ঘাটে নৌকা গিয়ে ভেড়ে,
বরণ করে নেয় যদি কেউ মোরে,
কথা দিলাম ফিরবোনা আর ঘরে।
কবিতা চলতে থাকুক....
০৮ ই জুন, ২০২২ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ০৭ ই জুন, ২০২২ রাত ১০:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
মিসগাইডেড মানুষ থেকে বের হওয়া প্রতিক্রিয়ার ভাষা এটা?
০৮ ই জুন, ২০২২ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: না। এটা আমার কবিতা।
মাঝে মাঝে আমি কবিতা লিখি।
আর যদি বলেন প্রতিক্রিয়ার কথা তাহলে বলল, সেটার ভাষা হচ্ছে গালি। অতি কুৎসিত গালি। যা মনে মনে দেই। মজা পাই।
৫| ০৮ ই জুন, ২০২২ রাত ৩:৪১
সোনাগাজী বলেছেন:
আপনি নিজের সংসার দেখেন।
০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: সংসার ঠিক আছে।
৬| ০৮ ই জুন, ২০২২ সকাল ১০:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: মন্দ হয়নি রাজীব দা ভাল থাকবেন
০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।
৭| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি ব্যপার!
দুই দিনে আপনার
কোন লেখা নাই কেনো?
শরীর সুস্থ্য আছে?
০৯ ই জুন, ২০২২ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: আমি ঠিক আছি।
পাঁচ টা লেখা লিখে রেখেছি।
পোষ্ট করবো। আজ একটা পোষ্ট দিবো।
৮| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:২৬
অধীতি বলেছেন: নিজের বর্তমান নিয়ে লিখেছেন একটি স্বান্তনা কবিতা কিন্তু এর বিষয়বস্তু চিরন্তন প্রতিটি মানুষ তার জীবনে এরকম সময়ের মুখোমুখি হয়।
০৯ ই জুন, ২০২২ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: আপনি বিচক্ষন মানুষ।
৯| ১২ ই জুন, ২০২২ সকাল ৯:১৬
খায়রুল আহসান বলেছেন: পাখির ছবিটা সুন্দর। কবিতা মোটামুটি।
১২ ই জুন, ২০২২ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধ্যেয়।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২২ রাত ১০:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: মন্দ লোকের কথা কেউ শোনেনা। এদের সবাই ঘৃণাই করে।
প্যারা নাই চীল....