নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সমালোচনার ঝড়

১০ ই জুন, ২০২২ বিকাল ৫:১৯

ছবি গুগল।

নূপুর শর্মা ভুল তথ্য দিয়েছেন, তা নয়।
কিন্তু তার উদ্দেশ্য ছিল আল্লাহর রসূল (সঃ) কে অপমান করা। আয়েশার বয়স ছিল নয় বা দশ বছর, যখন তিনি সংসার শুরু করেন। এই বিয়ে আরব সংস্কৃতির ঐতিহ্য অনুযায়ী ছিল, অন্যথায় লোকেরা এই বিয়েতে আপত্তি করত। জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রথমে সৎ এবং সত্যবাদী হতে হবে। ধর্ম নারীদেরকে বেশকিছু সুবিধা দিয়ে বেশ কিছু সুবিধা কেড়ে নিয়েছে। সাধারত ধার্মিকেরা চিন্তা-দর্শনে সংকীর্ণ হন এবং জ্ঞানার্জনে ক্রিটিক্যাল চিন্তায় পিছিয়ে থাকেন। ইহা সত্য।

নূপুর শর্মা একেবারে সহীহ হাদিস থেকেই বলেছিলেন।
কিন্তু ধার্মিকদের বক্তব্য হচ্ছে 'আমাদের নবী চুয়ান্ন বছর বয়সে ছয় বছরের আয়েশাকে বিয়ে করেছিলো ভালো কথা, কিন্তু তোমরা সেটা বলতে পারবে না, কারণ এতে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে'! কেউ কেউ আবার এই হাদিসকে জাল বলছেন। অথচ হাদিস গ্রন্থগুলোর মধ্যে প্রধান ৬টি নির্ভুল হাদিস গ্রন্থকে বলে সিহাহ সিত্তাহ আর এই ৬টি সিহাহ সিত্তাহ'র মধ্যে একেবারে শ্রেষ্ঠতম হাদিস শরীফ হচ্ছে বুখারী শরীফ। নবী আর আয়েশার বিয়ের সময়ের বয়স সংক্রান্ত এই হাদিসটি এই বুখারী শরীফেই পাওয়া যায়।

হযরত আয়েশা (রা.)- এর বিয়ের সময় প্রকৃত বয়স কত ছিল?
সঠিক তথ্য পেতে হলে আপনাকে টাইম মেশিনে চড়ে ১৪৪৫ বছর পিছনে যেতে হবে। আমাদের সবারই মগজ আছে, মগজ কে একটু কাজে লাগান। বাজারে যে সকল তথ্য পাওয়া যায় তাদের লেখকদের অরিজিন্যাল লেখা দুনিয়ায় নাই আর তাদের বেশিরভাগেরই জন্ম আয়শার ইন্তেকালের ২০০ বছর পর। আয়েশার আসল বয়স কত ছিলো? হয়তো ৬ বছরই ছিলো কিন্তু এটা যেহেতু কোরআনের কথা নয় এবং শুনতে বাজে শুনায় তাই মুসলিমরা কষ্ট পায় যখন কেউ এটা নিয়ে বিদ্রুপ করে।

নুপুর শর্মার দোষ একটাই যে,
সে আমেরিকাতে নাই সেটা তার মনে ছিল না। ভারত, বাংলাদেশে ধর্ম নিয়ে কিছু না বলাই ভালো। "ব্যক্তিগত স্বাধীনতা" ছেড়ে দিন। বুঝতে হবে নবী মোহাম্মদ (সাঃ) মুসলিমদের কাছে ঈশ্বর না হলেও ঈশ্বরের পরেই নবীর অবস্থান। মূলত নবীর দ্বারাই ইসলামের পরিচিতি। ইসলামকে নবীই পরিচয় করিয়ে দেন মুসলিমদের কাছে। মুসলমানরা মনে করেন, আল্লাহকে পেতে হলে আগে নবীকে পেতে হবে। বাংলাদেশের আইনে শিশু বিবাহের শাস্তি আছে। মুহাম্মদ বেঁচে থাকলে কি এই আইনের আওতায় পড়তেন না? শ্রী কৃষ্ণও এই আইনের আওতায় পরতেন। উনি আবার কয়েক কাঠি সরেশ। উনি তো স্নানরত নারীদের উপর নজর দেয়া, তাদের কাপড় চুরিও করেছেন। সুতরাং নির্ঘাত ইভটিজিং এর মামলা খেতেন।

অনেক সময় সত্য কথা বলতে হয় না।
কুরআনে ১৬৪ বার অমুসলিম হত্যা, মারামারি, কাটাকাটি করার কথা বলা হয়েছে। ইসলামের ভিত্তি হলো আবেগ আর অন্ধবিশ্বাস। আর আপনি যখন আবেগ আর অন্ধ বিশ্বাস অনুসরন করে চলবেন তখন অশান্তি আপনার পিছু হটবে না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃণালিনী দেবীকে বিয়ে করেন তখন মৃণালিনী দেবীর বয়স ছিল নয়। নবী মুহাম্মদ যে আয়েশাকে নয় বছর বয়সে বিয়ে করেছিলেন এটা ইসলাম মোটেও অস্বীকার করে না। প্রায় দেড় হাজার বছর আগের একজন মানুষের সব কিছুই এই সময়ের মূল্যবোধের সঙ্গে মানানসই হতে পারে না। ইসলামী ধর্মগ্রন্থে উল্লিখিত একটি তথ্য নুপুর শর্মার মুখে শুনে মুসলমানদের ও ইসলামিক দেশগুলোর অনুভূতি কীভাবে আহত হলো তা বোধগম্য নয়। মুসলমান সমাজের এই তথ্যগুলো নিয়ে আপত্তি থাকলে তো আগে তাদের নিজেদের ধর্মগ্রন্থগুলো সংশোধন করা উচিত!

দরকারী বিষয় নিয়ে কেউ রাস্তায় নামে না।
দেশে কোটির উপরে বেকার। বাজারে জিনিসপত্রের সীমাহীন দাম। সরকারী হাসপাতালে দালাল। দেশে দূর্নীতি। বাঙালি হিন্দু, মুসলমান এবং বৌদ্ধ সম্প্রদায় মূলত একই নৃতাত্ত্বিক ধারার জনগোষ্ঠী। বাঙালিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সংকরায়িত জাতি, সেটা হিন্দু হোক বা মুসলমান হোক। এখানে কোনো বিশুদ্ধ রক্তধারা নেই। সাধারণ মানুষ হয়তো জ্ঞান রাখেন না। অতি আবেগে তুলকালাম করে ফেলেন। কিন্ত আলেমরা তো বেশ জ্ঞানী। তারা কেনো এগুলোকে সরাসরি বাধা দেন না। জাপানের মতো দেশে আপনি পীর, ফকির, দরবেশ, ওয়াজী হতে পারবেন না। পীর, ফকির ওয়াজকারী, দরবেশ হতে হলে বাংলাদেশ, সৌদি আরব ও আফগানিস্তানের মতো দেশ প্রয়োজন হবে যেখানে এককোটি লোকের ব্রেইন যোগ করলেও জাপানের একজন নাগরিকের সমান বুদ্ধি খুজে পাওয়া যাবে না। অনেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও হয়ত তাদের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি থেকে পাওয়া সংস্কার বয়ে বেড়াচ্ছেন।

লেখাটি আমার নয়। আমার বন্ধুর লেখা। তার অনুমতি নিয়ে লেখাটি সামুতে শেয়ার করলাম। ধন্যবাদ।

মন্তব্য ৫৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৩

আরাফাত৫২৯ বলেছেন: লেখাটা অনেক যৌক্তিক। কিন্তু এই দেশে এইসব বলার অর্থ নিজেকে বিপন্ন করা। ভালো থাকবেন।

১০ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১০ ই জুন, ২০২২ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:


বিবি আয়েশার কম বয়সের বিয়ে, তখনকার আরবের অরাজকতা ও সামসাময়িক জাতিদের থেকে পিছিয়ে থাকার ঐতিহাসিক প্রমাণ

১১ ই জুন, ২০২২ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: সহজ ও সুন্দর কথা বলেছেন।
ধন্যবাদ।

৩| ১০ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



তবে, নুপুর ইহা বলার উদ্দেশ্য, ভারতীয় মুসলমানদের সামাজিকভাবে হেয় করা

১১ ই জুন, ২০২২ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: ১০০% সহমত।

৪| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: মুহাম্মদ সঃ কে বিয়ে করতে মা আয়েশার কোন আপত্তি ছিল না কভু। তিনি স্বইচ্ছায় বিয়ে করেছেন। কেউ জোর করেনি। কিছু লোক একদিকে নারীর স্বাধীনতার কথা বলবে আবার মা আয়েশা আর মুহাম্মদ সঃ এর বিয়েকে বার বার টেনে এনে একজন মহামানব কে অসম্মান করবে এটা কি ঠিক?

১১ ই জুন, ২০২২ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই ঠিক না।
যাকে পৃথিবীর বহু মানুষ ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাকে নিয়ে কটু মন্তব্য করা অন্যায় এবং ভুল।

৫| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বন্ধু এই লেখা কোথায় প্রকাশ করেছে সেই লিকংটি দেন।
সম্ভবতো এবার আপনি বলবেন আপনার বন্ধু ই-মেইলে অথবা চিঠি লিখে আপনাকে এই লেখাটি পাঠিয়েছে। ;)

১১ ই জুন, ২০২২ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: আপনার লিংক দরকার হলে অবশ্যই দিবো।
সে ব্লগে লেখালেখি করে না। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমার এই বন্ধুটিকে আপনি সম্ভবত চিনেন।

৬| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খান সাব আমি আপনার বন্ধুর নামে চালিয়ে দেওয়া লেখাটার তিব্র নিন্দা জানাই।
হযরত মোহাম্মদ (সঃ) মা আয়শা (রঃ). চিনতেনও না। সয়ং আল্লাহর ইচ্ছায় ও তার
হুকুমে তিনি এই বিয়ে করেন।
দুনিয়াতে কেউ যদি আল্লাহকে গালি বা নিন্দা করে তওবা করলে আল্লাহ
তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কেউ যদি হযরত মোহাম্মদ (সঃ) কে
গালি দেয় আল্লাহ তাকে ক্ষমা করেন না এবং তার সাঁজা তাকে দূনিয়াতেই
পেতে হবে। নূপুর যে অন্যায় অপরাধ৷ করেছে তার জন্য তাকে শুধু দল
থেকে বহিস্কার নয় দেশ থেকে বহিস্কার করা দরকার। অবশ্য আল্লাহর
তরফ থেকে তার বিচার দূনিয়াতেই হবে। দেখতে থাকুন।

১১ ই জুন, ২০২২ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: নিন্দা জানানোর মতোই লেখা। আমি শুধু চেয়েছি ব্লগারদের জানাতে।

আসলে এটা ভারতের ব্যাপার। দেখি ভারত সরকার কি করে। মনে হয় কিছু করবে না।

৭| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


স্থান,কাল,পাত্র বুঝে কথা বলাই বুদ্ধিমানের কাজ।

১১ ই জুন, ২০২২ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৮| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৬

তানভির জুমার বলেছেন: আপনার বন্ধু কে সেটা আমরা জানি এবং আপনি যে কি ধরনের মানুষ সেটাও আমরা জানি। নুপুর শর্মা কি বলেছে সেটা না শুনেই তার পক্ষে নিয়েছন, আপনাদের মত নাস্তিকদের এটাই সমস্যা।

অন্য বানানো ধর্মের সাথে ইসলাম মিলাবেন না। ইসলামের ইতিহাস পড়েন। কিছু কথা মাথায় গেথে রাখেন।

১) নবী (সা:) ৫০ বছর বয়স পর্যন্ত, নবী (সা:) এর চেয়ে ১৫ বছরের বড়, ২ বার তাকালপ্রাপ্ত মা খাদিজা (রা:) সাথে সংসার করেছেন।
২) নবী (সা:) এর স্ত্রীদের মধ্যে শুধু মাত্র মা আয়েশা (রা:) ছাড়া বাকি সবাই ছিল তাকালপ্রাপ্ত।
৩) কোরআনের যেসব জায়গায় অমুসলিমদের হত্যার কথা বলা হয়েছে এইগুলোর প্রেক্ষাপট জানেন? ইউক্রেনের সৈন্যরা এখন রাশিয়ান সৈন্য তাদের হাতের কাছে পেলে কি চুম্মা দিয়ে ছেড়ে দেয় নাকি?

১১ ই জুন, ২০২২ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: আমি নাস্তিক নই।
আমি সব সময় আল্লাহকে স্মরণ করি।

ভালো থাকুন।

৯| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতের শুভবুদ্ধি সম্পন্ন লোকেরাও নিন্দা করছে সেখানে আপনি ইবলিশের পক্ষ নিয়েছেন, তাই না? এগুলো করে পশ্চিমাদেশে যেতে পারবেননা।

১১ ই জুন, ২০২২ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: আপনি ভুল বুঝছেন।
লেখাটা আমার লেখা নয়। আমি জাস্ট লেখাটা শেয়ার করেছি মাত্র।
আমি পৃথিবীর যে কোনো দেশেই যেতে পারি। আমার কোথাও কোনো বাঁধা নেই।

১০| ১০ ই জুন, ২০২২ রাত ৮:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


নূপুর শর্মা যেভাবে কথাগুলো বলেছে, তা মাথায় ছিটওয়ালা মহিলারাই বলে।

১১ ই জুন, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: তার এভাবে বলা উচিৎ হয়নি। তার ক্ষমা চাওয়া উচিৎ।

১১| ১০ ই জুন, ২০২২ রাত ৮:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা গাজী বলেছেনঃ তবে, নুপুর ইহা বলার উদ্দেশ্য, ভারতীয় মুসলমানদের সামাজিকভাবে হেয় করা।

গাজীসাব শুধু ভারতীয় নয় এই বেজম্মা বিশের সমগ্র মুসলমানদের ধমীয় অনুভুতিতে
আঘাত করেছে। তকে কঠোর থেকে কঠোর সাজা পেতে হবে যার আলামত শুরু হয়েছে।

১১ ই জুন, ২০২২ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: আমরা অতি সাধারন মানুষ। আমরা তো তাদের বিচার করতে পারবো না। বিচার করবেন আল্লাহ।

অনেক বছর আগের কথা। আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল খেলায় হেরে যায়। তখন নেত্রকোনায় এক অজপাড়া গ্রামে মিছিল বের হয়েছে। মিছিলে বলছে মানি না। মানব না। আর্জেন্টিনা হারে নি। সব রেফারির দোষ। খেলা আবার নতুন করে খেলতে হবে। এই হলো আমাদের অবস্থা।

১২| ১০ ই জুন, ২০২২ রাত ১০:১২

ঢাবিয়ান বলেছেন: উদ্দেশ্য কি ইউরোপ না আম্রিকা ? =p~

১১ ই জুন, ২০২২ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: জনাব আমি যখন খুশি ইউরোপ আমেরিকা যেতে পারি।

১৩| ১০ ই জুন, ২০২২ রাত ১০:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নূপুর শর্মাকে ঘৃনা জানাচ্ছে সবাই

১১ ই জুন, ২০২২ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: উনি ঘৃণা পাওয়ার মতোই কাজ টা করেছেন।

১৪| ১১ ই জুন, ২০২২ রাত ১২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাগাজীসাব বলেছেনঃ
বিবি আয়েশার কম বয়সের বিয়ে, তখনকার আরবের অরাজকতা ও সামসাময়িক জাতিদের থেকে পিছিয়ে থাকার ঐতিহাসিক প্রমাণ।

বুঝলাম! কিন্তু বংকিম বাবু ১১ বয়সে যখন বিয়ে করেন
তখন তার স্ত্রী ছিলো পাঁচবছরের শিশু। বংকিম বাবু কেনো
পিছিয়ে থাকলেন?

১১ ই জুন, ২০২২ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: অপ্রয়োজনীয় অতীত আমাদের ভুলে যেতে হবে। এখন আমরা গুহায় বাস করি না। যুগের সাথে তাল মিলিয়ে চলাই উত্তম।

১৫| ১১ ই জুন, ২০২২ রাত ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আপনার লিংক দরকার হলে অবশ্যই দিবো। সে ব্লগে লেখালেখি করে না। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমার এই বন্ধুটিকে আপনি সম্ভবত চিনেন।

জ্বী লিংকটি আমার দরকার।
আমি ফেসবুকের সেই স্ট্যাটাসটি দেখতে চাই।
আশা করি এরই মধ্যে আপনার বন্ধু তার এই স্ট্যাটাসটি মুছে ফেলেন নি। ;)

১১ ই জুন, ২০২২ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: দুঃখিত। আমার বন্ধু মন্তব্যটি সরিয়ে ফেলেছেন।

১৬| ১১ ই জুন, ২০২২ রাত ১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগার রাজীব নুর,
আপনার বাবা দাদী যখন বিয়ে করে তখন উনার বয়স কত ছিল?
আপনার লেখক বন্ধুটির যিনি সম্ভবত এতক্ষণে স্ট্যাটাস মুছে দিয়েছে তার বাবার দাদীর বিয়ের বয়স জিজ্ঞেস করবেন?
নবীজী মা আয়েশা কে কি কারণে কখন বিয়ে করেছিলেন এটা আগে জেনে আসেন।

আপনি নাস্তিক না দাবী করেছেন ঠিক আছে। কিন্তু আপনি একটা সাইকো।
একদেশে দাঙ্গা শুরু হয়ে যাচ্ছে সেই খোঁজ আছে?

১১ ই জুন, ২০২২ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: আমি একজন সহজ সরল মানুষ।
আপনি কি রকম? কেমন মানুষ? তা সবচেয়ে ভালো জানেন আপনি।
ঠিক আমারটা আমি জানি।

১৭| ১১ ই জুন, ২০২২ রাত ১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একদিন পর্ণ শেয়ার দিয়েন।
শেয়ার দিয়ে বলবেন আমি তো শেয়ার দিয়েছি মাত্র ওদের এই ধরনের ভিডিও ধারণ করা উচিত হয়নি। ক্ষমা চাওয়া উচিত।

১১ ই জুন, ২০২২ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: ভাই আমরা সভ্য সমাজে বাস করি। যা খুশি তাই করা যাবে না।

১৮| ১১ ই জুন, ২০২২ সকাল ৯:১১

বিটপি বলেছেন: আমাদের নবী যদি জানতেন যে একটা শিশুকে বিবাহ করার মাধ্যমে তিনি দেড় হাজার বছর পরের উম্মতদেরকে এরকম বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবেন, তাহলে তিনি অবশ্যই তা করতেন না। তিনি তাঁর উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসেন।

তার এই ছোট্ট ভুলের (!) জন্য এখন অমুসলিমেরা সুযোগ পেলেই মুসলিমদেরকে খোঁটা দেয়।

১১ ই জুন, ২০২২ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: সাধারত ধার্মিকেরা চিন্তা-দর্শনে সংকীর্ণ হন এবং জ্ঞানার্জনে ক্রিটিক্যাল চিন্তায় পিছিয়ে থাকেন। ইহা সত্য।

১৯| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: দুঃখিত। আমার বন্ধু মন্তব্যটি সরিয়ে ফেলেছেন।

আমি জানমাত আপনার বন্ধু এটি সরিয়ে ফেলবে।
অবশ্য তাতে কিছু যায় আসে না। আপনি আপনার সেই বন্ধুর ফেসবুক আইডিটি আমাকে দেন।
এখন সম্ভবতো আপনার সেই বন্ধুটি তার ফেসবুক আইডিটিও ডি-এ্যাক্টিভ করে ফেলেছে। ;)

১১ ই জুন, ২০২২ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: আমার বন্ধুটির নাম শাহেদ জামাল।

২০| ১১ ই জুন, ২০২২ বিকাল ৪:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিটপি আমাদের নবী যদি জানতেন যে একটা শিশুকে বিবাহ করার মাধ্যমে তিনি দেড় হাজার বছর পরের উম্মতদেরকে এরকম বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবেন, তাহলে তিনি অবশ্যই তা করতেন না। তিনি তাঁর উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসেন।
তার এই ছোট্ট ভুলের (!) জন্য এখন অমুসলিমেরা সুযোগ পেলেই মুসলিমদেরকে খোঁটা দেয়।

@ বিটপি আপনি কি নিশ্চিত নবীজী ভুল করে ছিলেন? যে বিয়ে সয়ং আল্লাহর আদেশে নবীজী করেছেন তাকে আপনি ভুল বলছেন! আপনি অতি দ্রুত তওবা করুন।

২১| ১১ ই জুন, ২০২২ রাত ৮:১০

পদাতিক চৌধুরি বলেছেন: নুপুর শর্মার হেইট স্পিস এর জন্য গোটা বিশ্ব যখন অগ্নিগর্ভ, একটি সাধারণ তুল্যমূল্য বোঝার জন্য খুব বেশি মেধার দরকার হয় না, অথচ আপনি এমন একটি পোস্ট শেয়ার করে চলমান অগ্নিগর্ভ হিংসাত্মক উস্কানিমূলক পরিস্থিতিকে চালু রাখার জন্য ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১১ ই জুন, ২০২২ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: দাদা আপনি পারেন কি করে?
অবিশ্বাস্য!!!

২২| ১১ ই জুন, ২০২২ রাত ৮:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীব নূর@
সবকিছুতে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ করে কেউ? নিজস্ব মেধা আর যুক্তি তর্ক দিয়ে এই পোস্টকে উড়ায় দেয়ার জ্ঞান বা মেধা না থাকার কারণে সবকিছুতে কর্তৃপক্ষ কে ডেকে উনাদের হুদাই বিরক্ত করার লোকের অভাব নেই। এগুলো আর শেয়ার দিয়েন না।

১১ ই জুন, ২০২২ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: ওকে ব্রো।

২৩| ১১ ই জুন, ২০২২ রাত ১০:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ বিটপি - আপনি মনে করেন যে আমাদের রসূল (সা) ভুল করেছিলেন। মুসলমান হিসাবে আপনার এই ধরণের কথা বলা উচিত না।

২৪| ১১ ই জুন, ২০২২ রাত ১০:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ রাজীব নুর- আপনি নুপুর শর্মার চেয়েও নিকৃষ্ট।

১২ ই জুন, ২০২২ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: হায় হায়---
এটা তো রাগের কথা আপনার।

২৫| ১২ ই জুন, ২০২২ বিকাল ৪:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পোস্টটা কি তাহলে আপনারই লেখা ?

আপনার বাবর দাদী যখন বিয়ে করে তখন উনার বয়স কত ছিল?
আপনার লেখক বন্ধুটির যিনি সম্ভবত এতক্ষণে স্ট্যাটাস মুছে দিয়েছে তার বাবার দাদীর বিয়ের বয়স জিজ্ঞেস করবেন?


উত্তর পাইনি।

১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

রাজীব নুর বলেছেন: আপনি আসলে উত্তর চান না।
অযথাই প্যাঁচাচ্ছেন।

যাইহোক, সব মিলিয়ে কেমন চলছে দিনকাল?

২৬| ১২ ই জুন, ২০২২ বিকাল ৪:০৬

লিংকন১১৫ বলেছেন: মানুষ এতো সময় পায় কোথায় !!
এসব কথা বলা, ও লেখা লেখি করাতো এক প্রকার বিলাসিতা ,
এই করোনাও কিছু শিখাতে পারলো না |-)

সব কিছুর দাম আজ ঊর্ধ্বগতি, তার উপর টেক্স ভ্যাট, তার উপর আবার বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিয়েছে,
আবার হেঁসে হেঁসে বলে গেল করোনার ভিতর তো তেমন বাড়ানো হয়নি, তাই এবার একবারে বাড়িয়ে দিলাম !

সব কিছুর দাম বাড়লেও বাড়ে নি বেতন |-)

আর বাক স্বাধীনতার কথা বলে হুদাই ধর্ম কে টানে
কই ছিলেন ভাই যখন জিনিস পাত্তির দাম বাড়ে?
বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার সময় কোথায় ছিলেন?
সরকারের বিরুদ্ধে কথা বলার সময় তো পাইনা

১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটা আমার পছন্দ হইছে।

২৭| ১৩ ই জুন, ২০২২ সকাল ৯:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: আপনি আসলে উত্তর চান না।
অযথাই প্যাঁচাচ্ছেন।

যাইহোক, সব মিলিয়ে কেমন চলছে দিনকাল?


আচ্ছা এসব বাদ !
কেমন আছি দেখা হলে বলবোনে।

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.