নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গতকাল রাতে তিনটায় বিছানায় গিয়েছি।
রাতে খুব বেশি খেয়ে ফেলেছিলাম। হাঁসফাঁস লাগছিলো। ভাবলাম ছাদে যাই কিছুক্ষন হাঁটাহাঁটি করি। কিন্তু ছাদে গেলাম না। মনে হলো ছাদে গেলে অশরীরী কারো সাথে দেখা হয়ে যাবে। কিছুটা ভয় লাগলো। একটা মুভি দেখা শুরু করলাম। নায়ক অন্ধ। তাকে ত্রিশ জন লোক ঘিরে ধরেছে। সবার হাতে দা, ছুরি, লাঠি, চাপাতি। তাঁরা নায়ককে ঘিরে ধরেছে। নায়িকা দূরে দাঁড়িয়ে আছে। বারবার সে দেবতা শিবকে ডাকছে। রাস্তায় অনেক মানুষ জমে গেছে। না জানি কি হয়? মুহুর্তের মধ্যে নায়ক ত্রিশ জনকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছে। অথচ নায়ক অন্ধ। মুগ্ধ হয়ে এই ফালতু মুভি দেখলাম। সময়ের অপচয় করা হলো।
টিভি অফ না করেই ঘুমিয়ে গেছি।
পাশের রুমে সুরভি আর আমার কন্যা। রাত তিনটা। সোফার উপরেই ঘুমিয়ে গেছি। গভীর ঘুম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা শুরু করলাম। স্বপ্নে দেখি আমি মরে গেছি। একজন ডাক্তার ডেকে আনা হয়েছে। ডাক্তার বলছে, ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে। মসজিদ থেকে মরার খাট আনা হয়েছে। আমাকে সেখানে শুয়ে রাখা হয়েছে। সুরভি খুব কান্না করছে। সে কাঁদতে কাঁদতে ফিট হচ্ছে। আমার ছোট কন্যা ফারাজা। সে জানে না মৃত্যু কি? সে আমাকে ডাকছে 'বাবা' 'বাবা'। বাইরে। তার হাতে একটুকরো পাউরুটি। আমি মরে গেছি। অথচ সব দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমার ভাইদের মধ্যে কিছুটা দিশেহারা ভাব। কেউ একজন বলল, আছরের ওয়াক্তে মাটি দিয়ে দাও। কান্নাকাটি থামাও। কোরআন পড়ো। মাদ্রাসা থেকে পোলাপান চলে এসেছে। তাঁরা সমানে কোরআন পড়ে যাচ্ছে।
একজন বলল আত্মীয়স্বজন সবাইকে খবর দেওয়া হয়েছে?
লাশ কিন্তু বেশিক্ষন রাখা যাবে না। আমি বললাম, সামু ব্লগের লোকজনদের খবরটা দিন। দীর্ঘদিন তাদের সাথে ছিলাম। আমার মৃত্যুর খবরটা তাদেরও জানা দরকার। কেউ আমার কথা শুনলো না। আমার সারা শরীর ঢাকা। শুধু মুখটা দেখা যাচ্ছে। অনেকে আমাকে দেখছে। নানান রকম কথা বলছে। 'লোকটা ভালো ছিলো'। 'এত অল্প বয়সে মরে গেলো'! এক মহিলা বললেন, 'মুখটা কেমন হাসি হাসি। মাশাল্লাহ। আল্লাহ বেহেশত নসিব করুক'। সবাই আমাকে এক পলক করে দেখছে। আমার যথেষ্ঠ বিরক্ত লাগছে। মনে মনে ভাবছি আছরের ওয়াক্ত কখন আসবে! এত এত মানুষের নাটক আর ভালো লাগছে না। জন্মের সময়ও অনেক দিকদারি, মৃত্যুর সময়ও অনেক দিকদারি। শান্তি নাই। আজিব দুনিয়া।
আমাকে মসজিদের পেছনে নিয়ে যাওয়া হলো।
আমাকে এখন গোসল করানো হবে। দুইজন মানুষ মিলে আমাকে গোসল করালো। সাদা কাপড় দিয়ে আমাকে ভালো করে মুড়ে দিলো। আমার লাশ রাখা হলো মুসজিদের সামনে। আছরের নামাজ শেষে আমার জানাজা হবে। জানাজা হলো। আমাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে। মাটি গর্ত করা হয়েছে। বাঁশ ফালি ফালি করে কাটা হয়েছে। আমার তিন ভাই মিলে আমাকে কবরে নামালো। সব প্রক্রিয়া শেষ হতে ৫০ মিনিট সময় লাগলো। সবাই আমাকে অন্ধকার কবরে রেখে বাসায় চলে এলো। কবরে আমার ভালো লাগছে না। এমন সময় দুইজন ব্যাক্তি এলো। একজন বলল- বল তোর রব কে? আমি বললাম, সামনে থেকে যা। নইলে থাপ্পড় খাবি।
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: ওকে।
২| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো একজন মানসিক ডাক্তারকে
আপনার এই গল্প বলুন যদি মজা
না করে থাকেন!
যদি সপ্নের ঘটনা সত্য হয় তা হলে
দেরী করা ঠিক হবেনা!
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: আমি ঠিক আছি।
৩| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫২
নিলাম্বরী সন্যাসী বলেছেন: জুনায়েদ ইভান এর বই অন্যমনস্ক এর নিয়ার ডেথ মোমেন্ট-কেস স্টাডি ৫ এর কথা মনে পরে গেল
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৪| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৭
কসমিক রোহান বলেছেন: স্বপ্ন সত্য হলে, অনতিবিলম্বে প্রস্তুতি নিন। মৃত্যুর আগে বহু মানুষ মৃত্যুর স্বপ্ন দেখে। সাইকিয়াট্রিস্ট এবং নিওরোলজিস্ট দেখাতে পারেন।
শুভ কামনা।
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: না কাউকে দেখাতে হবে না।
আমার কাছে লজিক আছে।
৫| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
৫০ মিনিট যাবৎ স্বপ্ন?
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: না। মানুষ স্বপ্ন দেখে কয়েক সেকেন্ড।
৬| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২১
সোনাগাজী বলেছেন:
রাতে কম খাবেন।
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: কম খেতে পারি না।
৭| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫২
এম ডি মুসা বলেছেন: আমি সিরিয়াসলি কিছু ভম পাই
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ১২ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
স্বপ্ন সম্পর্কে আপনার ধারনা পরিষ্কার নয়।
স্বপ্ন সম্পর্কে কিছু পড়াশোনা করেন।
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: জ্বী। আচ্ছা।
৯| ১২ ই জুলাই, ২০২২ রাত ৯:০৫
ইফতেখার ভূইয়া বলেছেন: পৃথিবীর প্রতি আপনার টানটা বরাবরই বেশী বলে মনে হয়েছে আমার, মৃত্যু নিয়ে আপনার ভাবনা-চিন্তা কম বলে মনে হয়। আমার ভুলও হতে পারে, তবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা ভালো। মৃত্যু মানে মুক্তি। ভালো কথা, শেষ পর্যন্ত কে কাকে থাপ্পড় দিলো সেটাতো জানা হলো না! বাকিটা আজ রাতে দেখে কিন্তু আমাদের জানাবেন
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: আমি এখন মরতে চাই না। কম পখে আরো ২৫ বছর বেঁচে থাকতে চাই।
১০| ১২ ই জুলাই, ২০২২ রাত ৯:৪২
কামাল৮০ বলেছেন: প্রতিটা মানুষ প্রতি রাতে অনেক স্বপ্ন দেখে।ঘুম ভাঙ্গার সাথে সাথে সব ভুলে যায়।ঘুম ভাঙ্গার সাথে সাথে শেষ দেখা স্বপ্নটাস মনে করতে চাইলে,মনে করতে পারে নয়তো ভুলে যায়।একটা টাকা গুলিস্তানের মাঝারে দিয়ে দিলে সুফল পাইলেও পাইতে পারেন।
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: মাঝার ফাজারে আমার কোনো বিশ্বাস নেই। এই স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে আছে।
১১| ১২ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৪
জুল ভার্ন বলেছেন: ওভার ডায়েটের পার্শ্বপ্রতিক্রিয়া।
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমারও এটাই মনে হচ্ছে।
১২| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শেষ লাইনটার জন্যে প্রস্তুত ছিলাম না!!! হা, হা, হা!
কমেন্ট লেখার সময়ও হাসছি।
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: যাক লেখা সার্থক হলো।
১৩| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি মুসা নবী যে আজরাইলকে থাপ্পড় মেরেছিলেন সেটা মনে হোয় একবার পড়েছিলেন।
স্বপ্নে তার প্রতিফলন ঘটেছে।
১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: হতে পারে।
হারুন নামের এক নবীকে থাপ্পড় কে দিয়েছিলো বলতে পারবেন?
১৪| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: হতে পারে।
হারুন নামের এক নবীকে থাপ্পড় কে দিয়েছিলো বলতে পারবেন?
=======================================
হারুন নবীকে কে থাপ্পড় দিয়েছিলো বলতে পারবো না।
তবে, তুর পাহাড় থেকে ফেরার পরে বনই ইসারাইলীদের অবস্থা দেখে মুসা (আ) নিজের ভাই হারুন নবীর উপরে খুব রাগ হয়েছিলেন। তারপরে, হারুনের দাঁড়ি ধরে ঝাঁকিয়েছিলেন।
আমার, মতে, এখানে দাড়ি কত লম্বা হবে তার ইঙ্গিত দেওয়া হয়েছে। মুসা নবী হারুনের দাঁড়ি মুষ্ঠি করে ধরে ঝাঁকাতে পেরেছিলেন। তাই, এরকম ভাবে দাঁড়ি রাখা উচিৎ যাতে মুষ্ঠি করে ধরা যায়।
১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: এই তো মনে পড়েছে।
দাঁড়ি ধরে টেনে ছিলেন এবং থাপ্পড় দিয়েছিলেন।
১৫| ১৩ ই জুলাই, ২০২২ সকাল ৯:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আজকে আপনার বানানো গল্পটা সুন্দর হয়েছে।
১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: হা হা হা---
১৬| ১৩ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৭
জুন বলেছেন: আমি আপনার মত নিজের মৃত্যু দেখি না, তবে অকাল প্রয়াত থেকে শুরু করে অনেক মৃত আপনজনদের প্রায়ই স্বপ্নে দেখি। জানি না এর অর্থ কি? আমার মৃত্যুও কি সন্নিকট নাকি
১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: দূর কি যে বলেন।
আপনি দীর্ঘদিন বেঁচে থাকবেন।
১৭| ১৩ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪৫
অক্পটে বলেছেন: মোট ক'জন নাস্তিক ব্লগার কাতল হয়েছে ঈমানদারদের দ্বারা তার কোন পরিসংখ্যান আছে আপনার কাছে।
১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: হ্যাঁ ১৭ জন।
১৮| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৭
ঢাবিয়ান বলেছেন: কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বাপের টাকা আছে বলেই কেবল শুয়ে বসে খেলে এমন হাবিজাবি চিন্তা করাও সম্ভব এবং লেখাও সম্ভব। চাকুরি করার প্রয়োজন না থাকলে সমাজসেবা করুন।
১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৯| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৭
মোগল সম্রাট বলেছেন:
১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: হুম।
২০| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:০২
মেহরাব হাসান খান বলেছেন: শেষের লাইনে হোচট খেয়েছি!
১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: এটাই চেয়েছিলাম।
২১| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:৪১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: স্বপ্ন নিয়ে মিথ্যা বানিয়ে বলতে হয় না। বললে,সেটা সত্য হয়ে যায়। স্বপ্ন একান্ত আপন জন ছাড়া অন্যের কাছে প্রকাশ করতে নেই। এটা হাদিস।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: হাদীস দিয়ে আমার জীবন চলবে না।
২২| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কই?
গোফরান ভাই কই?
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: আমার শরীর টা ভালো নেই।
২৩| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৫
অক্পটে বলেছেন: আপনি দীর্ঘজীবি হোন। আপনি ভালো মানুষ। ভালো মানুষরো অন্য মানুষদের ঠকায় না।
১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: আমি কাউকে হঠাই না। নিজে ঠকি।
২৪| ১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫২
জাহিদ অনিক বলেছেন: স্বপ্নের শেষ লাইনটা ভয়াবহ। আপনি কি এখনো বেঁচে আছেন রাজিব ভাই?
১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ বেঁচে আছি।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: You are suffering from indigestion, and it is scientifically proven.