নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একদিন মধ্যরাত্রে-
হঠাৎ ছাদে গিয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম!
কত বড় বিশাল আকাশ!
যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে।
নানা মতবাদের প্রভাবে মানুষের চিন্তাশক্তি নষ্ট হয়ে যায়,
নানা রকম ব্যাখ্যায় তৈরি হয় কূট সন্দেহ;
আর সন্দেহ ঢুকে গেলেই অনেক সহজ জিনিসও কঠিন হয়ে উঠে।
নানান সব প্রহেলিকা বা সংশয় নিয়েই গড়ে উঠেছে-
আপনাদের জটিল ও কুটিল নিজস্ব এক জগৎ।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
২| ২০ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:৩৬
ইসিয়াক বলেছেন: রাতের আকাশ মনের ভাবনাগুলোকে প্রসারিত করে। নিঝুম রাতের একাকীত্ব অন্য মাত্রার আলো ছড়ায়।সেই স্নিগ্ধতায় মন জুড়ায়।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: রাত খুব খারাপ জিনিস। মানুষকে উতলা করে দেয়। বেশির ভাগ মানুষ আত্মহত্যা করে রাতে।
৩| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৩
ইল্লু বলেছেন: যডি সত্যি সত্যিই আকাশটা ছোয়া যেত,
বলা যেত বিধাতাকে 'এই তোমার শ্রেষ্ঠ সৃষ্টি,
অত্যাচার,কান্না আর রক্তভরা জঞ্জাল'।
সুন্দর
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: ঈশ্বরকে মানুষ অনেক কথাই বলে। কিন্তু ফলাফল শূণ্য।
৪| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যকথাগুলো বলেছেন সন্দেহ মারাক্ত জিনিস কবি রাজীব দা
ভাল থাকবেন---------------
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আমি কবি নই। কবি হওয়ার সামান্য যোগ্যতা আমার নেই।
৫| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আকাশ মহান আল্লাহ সোবাহানা তায়ালার অপূর্ব সৃষ্টি!
রাতের বেলায় যখন দেখেছেন তখন অবশ্যই দেখেছেন। কত বিশাল আকাশ। অথচ আকাশকে উপরে রাখার জন্য কোন পিলার বা থাম ব্যবহার করা হয়নি!
সোবাহান আল্লাহ বলবেন না!
আফসোস!
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ সোবাহানল্লাহ।
এজন্যই আল্লাহপাক বান্দাদের বলেছেন, আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে?
৬| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবি রাজীব নুর।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: খাইছে আমারে।
আমি কবি নই। কবি হওয়ার সামান্য যোগ্যতা আমার নেই। আমার ১৪ গোষ্ঠির মধ্যে কোনো কবি নেই।
মাঝে মাঝে আবেগ আসে, তখন এলোমেলো দুই চার লাইন লিখি। যা মোটেও কবিতা নয়।
৭| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২১
এমএলজি বলেছেন: ভালো লিখেছেন।
২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৩:৫৭
কামাল১৮ বলেছেন: আপনার মতো বাল্মিকি একদিন আকাশ পাতাল ভাবছিলেন।এমন সময় দেখে দুরে দুটি পাখি গাছের ডালে বসে সুখ দুঃখের গল্প করছে।এক শিকারী একটি পাখি মেরে ফেলে।অন্য পাখিটি দুঃখে বিলাপ করছিলো।সেই বিরহী পাখিটির বিলাপ শুনে বাল্মিমির মনে এক ভাবের উদয় হয়।সেই ভাবনা থেকেই লিখে ফেলেন রামায়ন।
আমি সুধু দুটি মতই দেখি।একটি আলো অন্যটি অন্ধকার।