নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নির্বোধ তিতুমীর

১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৮



তিতুমীর। যার প্রকৃত নাম- সৈয়দ মীর নিসার আলী।
একবার ছোটবেলায় তিতুমীর অসুস্থ হয়। তাকে ওষুধ দেওয়া হয়। খুবই তিতা ওষুধ। সে তিতা ওষুধ হাসি মুখে খেয়ে নেয়। টানা একমাস সে এই তিতা ওষুধ খায়। বাড়ির সবাই ভীষন অবাক! তাই প্রথমে তার নাম হয় তেতো, এরপর তিতু এবং সবশেষে তিতুর সঙ্গে মীর লাগিয়ে হয়- তিতুমীর। তিতুমীর সবাইকে বললেন, ‘চিনে রাখ ওই শয়তান ইংরেজকে। ওঁরাই তো বাংলার আসল নবাব সিরাজদ্দৌলাকে সরিয়ে ছিল। আর চিনে রাখ এই ধনী জমিদার গুলোকে। এঁরা ইংরেজের দালাল। ওঁরা তোমাদের জমি কেড়ে নেয়। তোমাদের উপর অকথ্য অত্যাচার করে'।

তিতুমীরের পরিবারের লোকেরা নিজেদের হযরত আলীর বংশধর বলে দাবি করতেন।
মধ্যপ্রাচ্য থেকে ধর্ম প্রচার করতে ভারতবর্ষে আসেন। ১৮২২ সালে তিতুমীর মক্কায় হজ্ব পালনের উদ্দেশ্যে যান। সেখানে তিনি পাচ বছর থাকেন। এই পাচ বছর তিনি কি করে জিহাদ করতে হয় সেটা শিখেন। তারপর দেশে এসে ঝাপিয়ে পড়েন। এক কথায় তিনি হিংস্র হয়ে পড়েন। তিতুমীর প্রজাদের একজোট করেছিলেন ধর্ম এবং জেহাদের ডাক দিয়ে। তিতুমীর তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে জমিদার এবং ব্রিটিশ নীলকদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন। তিতুমীরের অনুসারীর সংখ্যা বেড়ে এক সময় ৫,০০০ এ গিয়ে পৌঁছায়। কিন্তু তিতুমীরের কোনো অস্ত্র ছিলো না, গোলাবারুদ ছিলো না। কামান ছিলো না।

তিতুমীরের প্রাথমিক শিক্ষা হয় তার গ্রামের বিদ্যালয়ে।
অর্থ্যাত মাদ্রাসায়। ফরিদপুর, বারাসাত আর দক্ষিণ ২৪ পরগনার বিরাট এলাকার উপর তিতুমীরের প্রভুত্ব প্রতিষ্ঠিত হল। পুলিশ এলো। জমিদারের লাঠিয়াল বাহিনী এলো। কিন্তু তিতুর কাছে নাস্তানাবুদ হয়ে ফিরে গেল সবাই। ১৮২৭ সালে তিতুমীর চব্বিশ পরগনা ও নদীয়া জেলায় পুরোদস্তুর ইসলাম প্রচার শুরু করেন। সর্বস্তরের জনগণকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। এবং একইসাথে ব্রিটিশবিরোধী প্রচারও করতে থাকেন। ইংরেজরা এবং জমিদারেরা তিতুমীরের উপর খুবই বিরক্ত। সে কৃষকদের খাজনা দিতে মানা করে দিয়েছে। এবং কৃষক সহ সব শ্রেনীর মানুষকে জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে উসকে দিয়েছে।

তিতুমীর ১৭৮২ সালের ২৭ জানুয়ারি জন্ম গ্রহন করেন।
তখন থাইল্যান্ড ‘চক্রী বংশ শাসন করছিলো। আর ভারতে টিপু সুলতানের রাজত্ব চলছিলো। টিপু সুলতান ছিলেন ব্রিটিশদের ত্রাস। ব্যক্তিগত পর্যায়ে টিপু ধার্মিক মুসলিম ছিলেন। এদিকে বাঙ্গালা অক্ষরে সর্ব্ব প্রথম এক পুস্তক মুদ্রিত হয়। প্রকাশ করেন অসাধারণ বুদ্ধিশক্তিসম্পন্ন হালহেড সাহেব। তৎকালে রাজধানীতে ছাপার যন্ত্র ছিল না; অতএব উক্ত গ্রন্থ হুগলীতে মুদ্রিত হয়। অন্যদিকে, ১৭৭৮ সালের পর ব্রিটিশরা দক্ষিণ উপনিবেশগুলোতে মনোনিবেশ করে। ভারতবাসীর চেয়ে ইংরেজরা জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে ছিলো। এজন্য ইংরেজরা ভারতবাসীকে দীর্ঘদিন কোনঠাসা করে রেখেছিলো।

১৮ বছর বয়সে তিতুমীর কোরআনে হাফেজ হন।
আমাদের বাংলাদেশে কোরানে হাফেজ অনেক। এরা মূলত মানবেতর জীবনযাপন করে। যাইহোক, তিতুমীর বাঙ্গালা আমিরাত নামক স্বল্পস্থায়ী রাষ্ট্রের বাদশাহ ছিলেন। তিনি ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়। ১৮৩১ সালে তিতুমীর নারিকেলবাড়িয়ায় গড়ে তোলেন বাঁশের কেল্লা। মূলত তিতুমীরের ইচ্ছা ছিলো জিহাদ করা। একটা জঙ্গী সংগঠন তৈরি করা। কিন্তু তিতুমীর সফল হয়নি। ইংরেজরা তাকে যথাসময়ে থামিয়ে দিয়েছে।

ঢাকা মহাখালিতে তিতুমীরের নাম একটা কলেজ আছে।
কলেজে লেখাপড়ার মান ভালো না। ক্লাশ না করলেও শিক্ষকেরা কিছু বলেন না। আছে জল্লাদ ছাত্রলীগ আছে। তারা বেপরোয়া। ১৯৭১ সালে মুহাম্মদ আলী জিন্নাহ কলেজ কে তার নাম অনুসারে সরকারী তিতুমীর কলেজ নামকরণ করা হয়। তার নামে বুয়েট এ একটি ছাত্র হলের নামকরণ করা হয় তিতুমীর হল। বিবিসির জরিপে তিনি ১১ তম শ্রেষ্ঠ বাঙালি। ধার্মিকদের পছন্দ তিতুমীরকে। তিতুমীরকে আমি বীর বলব না। বলবো বোকা। সৌদি থেকে জিহাদ শিখে বড় বেশি ভুল করে ফেলেছেন। হজ্ব করে ফিরে এলেই চলতো। ইংরেজদের সাথে বাশ, তীর, বল্লম দিয়ে যুদ্ধ করতে গেলো। গুলি বারুদ কামানের সামনে বাশ, তীর, বল্লম টিকে থাকতে পারের?

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭

বিজন রয় বলেছেন: তিতুমীর আর আপনি সমান সমান।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: সেটা কিভাবে?

২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২০

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ দুপুর দাদা...

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: শুভ রাত্রি।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৩

বাউন্ডেলে বলেছেন: কোন ক্রমেই তিতুমীরকে নির্বোধ বলা যাবে না। বাঁশ-তীর-ধনুক দিয়ে ইতিহাসে জায়গা নেয়া চাট্টি খানি ব্যাপার না। আমি-আপনি পারিনি।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: ইতিহাসে অনেক নির্বোধ জায়গা করে নিয়েছে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিতুমীর থেকে ভারতীয় উপমহাদেশের অধিবাসিরা স্বাধীণতার প্রেরণা পায়। তিতুমীর যা চেয়েছে সেটা অবশেষে হয়েছে। জমিদারী প্রথা বিলুপাত হয়েছে। নীলকররা বিতাড়িত হয়েছে। অবশেষে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং তিতুমীরকে বোকা বলা নেহায়েত বোকামী।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: একটা জিনিস দীর্ঘদিন চলতে পারে না।
ইংরেজরা ভারত ছেড়েছে। জমিদারী প্রথা গেছে। সতীদাহ প্রথা গেছে। কিছুই থাকে না। সব বদলে যায়।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩২

প্রামানিক বলেছেন: তিতুমীর যা চেয়েছিল তা হয়েছিল তার মৃত্যুর পর

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: তিতুমীর না চাইলেও এরকমটাই হতো।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১২

জ্যাক স্মিথ বলেছেন: না পারলেও সমস্যা নেই, চেষ্টা তো করেছে।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: হুম। তা ঠিক।

৭| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

এম ডি মুসা বলেছেন: আলীর বংশধর এটা কি সিউর? এছাড়া বাংলাদেশ স্বাধীন হয়েছে আগের মত, দেশে বৈষম্য আর দুর্নীতি যায়নি, স্বাধীনতার সাধ মানুষ সঠিক ভাবে পায়না

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: তিতুমীরের বংশধররা এমনটাই দাবী করেছেন।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২

সাহাদাত উদরাজী বলেছেন: একেক সময়ে একেক অবস্থা!

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:



তিতুমীর কলেজের ছাত্রলীগের সাথেও আসল তিতুমীর বাহিনী জয়ী হবার কথা নয়।

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১০| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


একজন বীর মুক্তিযোদ্ধা যিনি কিনা সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন তাকে যিনি বোকা বলেন তিনি আসলে একটা গাধার গাধা।
আফসোস!

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মহান এই মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: উনি মুক্তিযোদ্ধা নন। উনি একজন জিহাদী।

১২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমার মনে হয় তিতুমীর একটা পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন। যা পরবর্তিতে স্বাধীনতার পথ সুগম করেছে। হ্যা এটা ঠিক তীর বল্লম দিয়ে গুলি বোমার বিরুদ্ধে নামাটা বোকামিই বলা যায়।

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

১২. ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮০

অপু দ্যা গ্রেট বলেছেন:
আমার মনে হয় তিতুমীর একটা পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন। যা পরবর্তিতে স্বাধীনতার পথ সুগম করেছে। হ্যা এটা ঠিক তীর বল্লম দিয়ে গুলি বোমার বিরুদ্ধে নামাটা বোকামিই বলা যায়।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এখন না-কি তিতুমীরে পড়াশুনা হয়! শুনলাম আর কি!

১৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনার মনটা কিছুটা বড় করা দরকার।
আপনার মধ্যে এক ধরণের অহমবোধ আছে।
এটা ঠিক না।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের এক সময়ের একটি প্রভাবশালী রাজনৈতিক দল ধীরে ধীরে জাদুঘরের দিকে এগিয়ে যাচ্ছে।
ভবিষ্যতের নাগরিকরা দুই টাকা দিয়ে টিকিট কেটে জাদুঘরে গিয়ে জানবে যে এক সময় এই নামে একটা রাজনৈতিক দলও ছিল।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪১

হাসান রাজু বলেছেন: এই জ্ঞান আর যুক্তি-বিশ্লেষণ দিয়ে যে জিনিসটা লেখা হয় সেটা হল, শেখ সাহেব দুনিয়ার অন্যতম শক্তিশালী একদল প্রশিক্ষিত সশস্ত্র বাহিনীর সামনে নিরস্ত্র বাঙ্গালীকে ঠেলে দিয়েছেন।
এটা কারা বলে/বলত জানেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.