নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাংলাদেশে কিছু বেজন্মা আছে। আছে কিছু জারজ সন্তান।
আরো আছে কিছু অমানবিক এবং হৃদয়হীন মানুষ। এরা ১৯৭১ সালের রাজাকারের মতো ভয়ংকর। দেশ স্বাধীন হয়েছে কিন্তু রাজাকারের বীজ রয়ে গেছে। এরা দেশটাকে নরকে পরিনত করতে চায়। এরা দেশের শত্রু। গত ৫৩ বছরে কোনো সরকারই এদের বিনাশ করতে পারেনি। বরং সরকার যেন ওদের উৎসাহ দিয়ে মাথায় তুলেছে।
এদেশের সন্তান হয়ে কি করে পারে দেশের সম্পদ নষ্ট করতে?
শেখ মুজিবের ৩২ বাড়ি ভেঙে দিলো, লুটপাট করলো এমনকি আগুন দিয়ে সব পুড়িয়ে দিলো। শেখ মুজিব মারা গেছে ১৯৭৫ সালে তাহলে এই ২০২৪ সালে কেন তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে? কেন তার ভাস্কর্য ভেঙে দিতে হবে। কেন তার ছবিতে থু থু দিতে হবে? জুতো দিয়ে মারতে হবে? কেন তার ভাস্কর্যে প্রস্বাব করে দিতে হবে? যারা এই কাজ করেছে তারা পারিবারিক শিক্ষা থেকে বঞ্চিত।
কেন একজন মানুষকে ধরে বেধে মারতে হবে?
কেন একজন বয়স্ক মানুষকে বিবস্ত্র করে অপদস্ত করতে হবে? তারা যদি অপরাধী হয়, চোর, ডাকাত, দূর্নীতিবাজ বা রাজনীতিবিদ হয়, দেশের আইনে তাদের বিচার হবে। নিজের হাতে আইন কেন তুলে নিতে হবে? কে বা কারা ওদের দায়িত্ব দিলো এভাবে অপমান করার। ইচ্ছে মতো মারবে, তারপর বলবে নাচ কর, গান কর। ছবি তুলবে, ভিডিও করবে। হা হা করে হাসবে। রুচির এত অধপতন কেন? কোন দেশে বাস করছি আমরা।
অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, বইয়ের কাহিনী অনেকটা এই রকম:
লোকজন আনন্দ পাচ্ছে না। তাদের বিনোদনের অনেক অভাব। বই ভালো লাগে না, সিনেমা ভালো লাগে না। তখন তারা কয়েকজন মানুষকে ছেড়ে দিয়ে বলল, দৌড়রাও। লোক গুলো পাগলের মতো দৌড়াতে শুরু করলো। তখন তাদের একদল লোক পিস্তল নিয়ে তাড়া করলো। যাকে কাছে পেলো তাদের গুলি করে মেরে ফেলল। মৃত ব্যাক্তির সামন নাচতে শুরু করলো। হত্যা করে তারা বিপুল আনন্দ পেলো, বিনোদন পেলো।
এই সমাজের মানুষ গুলো অমানবিক এবং হৃদয়হীন।
যারা আগুন দিচ্ছে, মানুষ মারছে, সস্তা উপহাস করছে, পুলিশ পিটিয়ে মারছে, থানায় আগুন লাগিয়ে দিচ্ছে, শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে দিচ্ছে, লুটপাট করছে, মন্দির পুড়িয়ে দিচ্ছে, মেট্রোরেল স্টেশন ভেঙে দিচ্ছে, দেশের সম্পদ নষ্ট করছে, ডাকাতি করছে তাদের একটাই নাম। তারা সন্ত্রাস। তারা বেজন্মা। তারা জারজ। তারা রাজাকার। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এদের গোড়া উপড়ে ফেলতে হবে। নইলে এই দেশের ভালো হবে না।
দেশটা আমাদের সবার। কারো বাপের না, কারো স্বামীর না।
এই দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের লোক থাকবে। শান্তিতে থাকবে, আনন্দে থাকবে। কেউ কাউকে আক্রমণ করবে না। জ্বালাও পোড়াও করবে না। লুটপাট করবে না। কোনো ভাস্কর্য ভেঙে দিবে না, মন্দির ভেঙে দিবে না। যারাই এগুলো করবে তারাই জারজ সন্তান, তারাই সন্ত্রাস, তারাই রাজাকার। এই সব বেজন্মাদের রাজাকারদের কারাগারে পাঠাতে হবে। কঠিন শাস্তি দিতে হবে।
শেখ হাসিনার ভুলের জন্য আজ তার এই অবস্থা।
তিনি ধরে ধরে অযোগ্যদের ক্ষমতায় বসিয়েছেন। তারচেয়ে বুদ্ধিমানদের তিনি পছন্দ করতেন না। তিনি পছন্দ করতেন, চাটুকারিতা। এই জন্য তার আশেপাশের লোকজনরা শুধু চাটুকারিতা করে গেছেন। তিনি জনগনের কথা শুনতেন না। তিনি তার বাবার স্বপ্ন পূরণ করতে বিভোর ছিলেন। অন্য কারো বাপের স্বপ্নের কথা তার মাথায় আসে নাই। তার যা মন চেয়েছে তিনি তাই করে গেছেন। একক স্বেচ্ছাচারিতা করে গেছেন। মন্ত্রী এমপিরা কোনো সিদ্ধান্ত নিতেন না। সব আপা করবেন, আপা বলবেন। দব আপা জানেন। সবাই আপার মুখের দিকে তাকিয়ে থাকতো। বিষয়টা আপা খুব উপভোগ করতেন।
বিশ্বজিৎ কে দিনে দুপুরে কুপিয়ে মারলো।
তবু তিনি ছাত্রলীগকে অফ করলেন না। তার আজ এই অধপতনের জন্য ছাত্রলীগ অনেকাংশে দায়ী। এরপর দায়ী তার দলের মন্ত্রী এমপিরা। তারা ইচ্ছে মতো দূর্নীতি করেছে। তিনি তাদের বাধা দেননি। এদিকে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। গত পনের বছরে মানুষের কলিজা ভাজা ভাজা হয়ে গেছে। মানুষের ক্ষোভ, রাগ, হতাশা, বেকারত্ব, দুখ কষ্ট। সব মিলিয়ে মানুষ আর পারছিলো না। তাই তারা ঘর থেকে বের হতে বাধ্য হয়েছিলো। ১৯৭২ সালেই শেখ মুজিবের ছাত্রলীগকে অফ করা দরকার ছিলো। শেখ মুজিব যে ভুল করেছেন, হাসিনাও সেই একই ভুল করেছেন।
শেখ হাসিনা গত পনের বছরে শুধু তার বাবার নাম নিয়েছেন।
সব কিছুতে তার বাবার নাম। স্কুল, কলেজ, রাস্তাঘাট, সেতু, ব্রীজ সব কিছুতেই উনি বাবার নাম নিয়েছেন। দেশ কি শেখ মুজিব একা স্বাধীন করেছেন? আর কারো ভূমিকা নেই? কেন তার মধ্যে এত দীনতা, কেন এত নীচু মানসিকতা? উনি যদি মাওলানা ভাসানী, তাজ উদ্দীন সহ কৃষক, শ্রমিক, রিকশা চালক, কবি সাহিত্যিক, ছাত্র শিক্ষক সবার নাম মুখে নিতেন তাহলে কি শেখ মুজিব ছোট হয়ে যেতেন? না তিনি ছোট হতেন? এদিকে দেশের মানুষ মন খুলে কথা বলতে পারতো না। লিখতে পারতো না। অজানা এক ভয়ে থাকতো, আতংকে থাকতো। যদি গুম হয়ে যায়। যদি খুন হয়ে যায়।
তিনি শুধু তার বাবার স্বপ্ন পূরণ করতে ব্যস্ত ছিলেন,
তাহলে আমাদের বাপ দাদার স্বপ্ন কে পূরণ করবে? দেশ তো সবার। আমাদেরও তো দেশ নিয়ে কতশত স্বপ্ন আছে। সত্যিকথা বলতে আমাদের দেশটা উন্নয়নের মহাসড়কে না। উন্নয়ন শুধু হয়েছে মন্ত্রী, এমপি, ছাত্রলীগ আর যুবলীগের। এককথায় আওয়ামীলীগের সবার। সাধারণর মানুষের গজব অবস্থা হয়েছে। দেশে বেকারদের সংখ্যা বেড়েছে। কিন্তু শেখ হাসিনা চাকরি সৃষ্টি করেন নাই। যাদের টাকা নেই, ক্ষমতাবান চাচা মামা নেই, তারা রাস্তায় রাস্তায় ঘুরছে। যার সামান্য জমিজমা আছে, সে জমি বেচে মধ্যপ্রাচ্যে গিয়ে অনেক কষ্ট করে টাকা উপার্জন করছে।
আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের উচিৎ আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া। নইলে তাদেরও একই অবস্থা হবে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: আসলে একটা ফাঁদ পাতা হয়েছে। সেই ফাঁদে শেখ হাসিনার পতন হয়েছে। এটা একটা দীর্ঘ পরিকল্পনার ফসল।
২| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৬
শেরজা তপন বলেছেন: আপনি ফিরে এসেছেন দেখে ভাল লাগল। আপাতত এইটুকুই- পরে কথা হবে।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: আরে আমাকে এতদিন ব্যান করে রাখা হয়েছিলো।
৩| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২১
ক্লোন রাফা বলেছেন: হুমমম , লেখাটা একপেশে হয়ে গেছে । শেখ হাসিনা কোটা আন্দোলন’কে কোন গুরুত্ব দেয় নাই । মনে করেছে ২০১৮ সালের মত হ্যান্ডেল করে ফেলবে। অল্প সময়ে অনেক ভুল করেছে ! আবার সেই ভুলের সমাধান করতে গেছে শক্তি প্রয়োগের মাধ্যমে। পুলিশ প্রথমেই এক্সট্রিম পর্যায়ে চলে গেছে গুলি করে ছাত্র হত্যা করে । সেই প্রকাশ্য হত্যা নিয়ে আবার সেই জজ মিয়া নাটক করতে গেছে।
দূর্ণীতির বিরুদ্ধ জিরো টলারেন্সের নাটক করেছে । দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে শতভাগ ব্যার্থতার দ্বায় । সব কিছু মিলিয়ে হ, য,ব,র,ল করে ফেলেছে সব কিছু ! ওভার কনফিডেন্স যে কত ভয়ংকর ফল নিয়ে আসে আজকের পতন সেটার প্রমাণ।
এই সব কিছুর সাথে যুক্ত হয়েছে রাজাকার ও দেশদ্রোহিদের হিংস্রতা এ ষড়যন্ত্র ।
ধন্যবাদ, রা.নুর।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: সহমত।
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন।
৪| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৩
স্বাধীন বাংলার পরাধীনতা বলেছেন: হাসিনা আর আওয়ামী লীগের ঘাড়ে দোষ দিয়ে কি আমরা নিজেরা দায় মুক্ত হচ্ছি? তারা তো স্পষ্টতই অপরাধী, তাদের মত এযাবতকাল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কি এসব অপরাধের উর্ধে ছিল?
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: এভাবে দেখলে দোষ আমাদেরও কিছু আছে।
৫| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ওয়েলকাম ব্যাক।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: আরে ভাই সাহেব, আমি কোথাও যাই নাই। ব্যানে ছিলাম। তাই এতদিন আমাকে দেখা যায়নি।
৬| ১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: দাদা কোথায় ছিলেন এতোদিন?
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: বাসায় ছিলাম।
মডারেটর সাহেব আমাকে ব্যান করে রেখে ছিলেন। তাই সামুতে লিখতে পারি নাই। মন্তব্য কুরতে পারি নাই।
৭| ১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৮
নতুন নকিব বলেছেন:
আপনি ফিরে এসেছেন দেখে খুশী হলাম। শুভকামনা।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: আমি তো কোথাও যাই নাই।
জাদিদ ভাই কঠিন ভাবে ব্যান করে রেখেছিলেন। তাই সামুতে আসতে পারি নাই।
৮| ১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
আল ইফরান বলেছেন: ওয়েলকাম ব্যাক, রাজীব ভাই। আওয়ামী লীগ তার নিজের পতন নিজেই ডেকে এনেছে যখন কার্যকর বিরোধী দলকে অস্তিত্বহীন করা শুরু করেছিলো। ছাত্র-জনতার হাতে পতনই কেবল তার অমোঘ নিয়তি হয়ে দাড়িয়েছিলো।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: একদম সঠিক বলেছেন।
শেখ হাসিনা একটা দারুন শিক্ষা হয়েছে।
৯| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৮
পবন সরকার বলেছেন: এই সরকারের পতন কেউ করে নাই তাদের কৃতকর্মের জন্যই হয়েছে। ফেসবুকেও যখন কথা বলার সুযোগ ছিল না তখন ভিতরে ভিতরে মানুষের যে কি পরিমাণ ক্ষোভ কাজ করেছে তার বহিপ্রকাশ।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: সরকার দেশের সমস্ত মানুষকে একদম কোনঠাসা করে ফেলেছিলো।
উনি পালিয়ে গেলেন।। এখন দেশের মানুষ বলছে- দেশ স্বাধীন হয়েছে।
১০| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৮
সোনাগাজী বলেছেন:
আপনার পরিবার কেমন আছে? শেখ হাসিনা দায়ী, উনার সরকারের লোকেরা ডাকাতীতে ব্যস্ত ছিলো, দেশ দখল করেছে শিবির।
১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: সবাই ভালো আছে। বিন্দাস আছে।
একটা মেইল করেছিলাম। সেটা কি পান নাই?
১১| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩২
অক্পটে বলেছেন: কোন মানুষেরই এতো ঠেকা পড়ে না্ই যে এত উপরে উঠে শেখ মুজিবের মুর্তিতে মো্তার জন্য। শেখের কন্যা এত বাড়া বেড়েছিল যে মানুষ তাদের ঘৃণা মিটিয়েছে শেখের মুর্তিতে মুতে। এটার জন্য খুনি হাসিনা্ই দায়ি। একটা রাক্ষুসীর যখন পতন হয় তখন এর সাথে রিলেটেড সকল কিছুই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়। এই খুনি দলটাকে বেন করা উচিত।
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: হ্যা ভাস্কর্যের উপরে উঠে মুতে দিয়েছে। আপনি ভিডিও দেখেন।
যেমন কর্ম তেমন ফল। আওয়ামীলীগ থেকে অন্য সব দলের শিক্ষা নেওয়া উচিত। নইলে তাদেরও একই অবস্থা হবে।
১২| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩৫
অক্পটে বলেছেন: আপনি ফিরে এসেছেন ভাল লাগছে।
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। পাশে থাকুন।
১৩| ১৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:০১
সিরাজ১৭৫৭ বলেছেন: খুব সুন্দর লেখা।
অনেক দিন পর সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন মিডিয়ায় ঢুকে দেখলাম শাহবাগ আন্দোলনের বিভিন্ন ধারাল মাথা গুলো সব হারিয়ে গেছে। কেউ নেই। বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধের ফাঁসি কিযে একটা অকল্পনীয় ঘটনা তা ভাষায় লেখা কঠিন।
শেখ হাসিনা যে সাম্প্রতিক সময়ে অত্যন্ত অযোগ্য লোক পরিবেষ্টিত ছিলেন তা এখন আর বলাই বাহুল্য।
সবকিছু মিলিয়ে খারাপই লাগে।
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: আমার চিন্তা শুধু একটাই এদেশে কি শান্তিতে বসবাস করতে পারবো?
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: আমার চিন্তা শুধু একটাই এদেশে কি শান্তিতে বসবাস করতে পারবো?
১৪| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:২০
কামাল১৮ বলেছেন: কোন সন্তানই জারজ না।তার পরিচয় তার কর্মে।
আইএস এমনটাই করেছিলো ইরাক ও সিরিয়ায়।তারই ক্ষুদ্র সংস্করণ।এই সব সাধারণ ছাত্ররা করেনাই।এইগুলি করেছে শিবির।
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: শিবির আর ছাত্রলীগ বা ছাত্রদল আসলে তারা একই মায়ের পুত। এদের নিষিদ্ধ করা খুব দরকার।
১৫| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০৬
কাছের-মানুষ বলেছেন: অনেকদিন পর এলেন! আমি ভাবছিলাম, আপনি অভিমানে ব্লগ ত্যাগ করেছেন!! তাছাড়া একজন ব্লগে জানিয়েছিল যে আপনি এখন ব্লগের বদলে টীকটিকে তুমুল ব্যস্ত সময় পারছেন!
যাইহোক, ব্লগে আবারও স্বাগতম!
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: টিকটক আমি করি না। তবে টিকটকে আমার একাউন্ট আছে। মাঝে মাঝে ভালো না লাগলে বিনোদনের জন্য টিকটক করি। টিকটক নিয়ে আমি সিরিয়াস নই। তবে টিকটকে গিয়ে আমি ওদের ইচ্ছা মতো গালাগালি করি। এতে কিছুটা আরাম পাই।
১৬| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৩২ নম্বরকে ইতিহাস থেকে মুছে ফেলা এতো সহজ নয়।
নাদান কোমলমতিরা কি সেটা জানে?
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: আগুন দেওয়ার কাজ কোমলমতিরা করে নাই।। করেছে শিবির আর জামাত সাথে বিএনপিও আছে।
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: আগুন দেওয়ার কাজ কোমলমতিরা করে নাই।। করেছে শিবির আর জামাত সাথে বিএনপিও আছে।
১৭| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৩২ নম্বরে দিন রাত নাচ গান করেছে কারা?
১৮| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেখ হাসিনার পতন হয়নি। তাকে নিয়ে খেলা হয়েছে।
তাকে ব্যবহার করে অনেকেই কোটি কোটি টাকা কামিয়েছে।
অনেকেই বড় বড় পদ বাগিয়ে নিয়েছে।
কাউয়ার মতো ফাজিলকে ৩ ৩ বার সেক্রেটারি বানিয়েছেন।
কাউয়া একটা থার্ড ক্লাস বেয়াদব।
দিন শেষে তিনি ধরা খেয়েছেন।
আফসোস!
১৯| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আগুন দেওয়ার কাজ কোমলমতিরা করে নাই।। করেছে শিবির আর জামাত সাথে বিএনপিও আছে।
আপনার প্রিয় এক কোমলমতি তো পায়ের তলায় পিষে মারতে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। তাদের কথায় কি কোন বিশ্বাস আছে!?
২০| ১৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
অক্পটে বলেছেন: শেখ হাসিনা বোধ বুদ্ধি এবং দম্ভের জন্য সে নিজেই চরম মূল্য দিয়েছে। শেখ মুজিবকে সে সার্বজনীন বানাতে পারেনি। শেখ মুজিবকে সে নিজের এবং আ.লীগের সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তার চরম অত্যাচার একরোখা স্বভােবের কারনে মানুষ এমন অপমানকর শোধ নিয়েছে।
২১| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১:০০
শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: ভেবেছিলাম আমার মতো আপনিও ব্লগে নাই। ব্যান খান আর যাই করেন, ব্লগে থাইকেন। তবে, ব্লগেও স্বৈরাচার আছে, থাকবে; এটাই ব্লগ লাইফ। বাই দ্য রাস্তা। ভালো থাকবেন।
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি ফিরে এসেছেেন দেখে খুশী হলাম,
আমি ও অসুস্হতার কারনে অনেক দিন
ব্লগে আসতে পারি নাই ।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: এখন কেমন আছেন?
আমি সুস্থ আছি। ব্লগে আসতে পারি নাই কারণ, এডমিন সাহেব আমাকে ব্যান করে রেখেছিলেন।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০০
বাকপ্রবাস বলেছেন: আপনার অভিযোগ এর উত্তর আপনার লেখাতেই আছে, জাতির পিতাকে আওয়ামি পিতা বানিয়েছেন, সেই আওয়ামি পিতাকে অবমাননা করছে ক্ষোভ থেকে।
আপনার সাথে সহমত থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি হাসিনাকে সেইভ পয়েন্টে রাখতে চান দোষটা সবার উপর বরাদ্দ করে।
কিন্তু আমারা হাসিনাকে দোষ দিয়ে সবইকে হাসিনা ফলো করার জন্য লঘু দোষ দিতে চাই।
আয়না ঘর আর গণহত্যার জন্য দল ও হাসিনা পরিবার নিষিদ্ধ হবার দাবি রাখে। সেক্ষেত্রে আপনারা সুশিল হয়ে যাবেন
তাদের বিচারের কী করা যায় সে সম্পর্কে মতামত চাই