নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে?

২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১০



আওয়ামী লীগ আগামী দশ বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে না।
তারা একটানা প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিলো। ধর্ম যেমন মানুষকে কোনঠাসা করে রাখে, আওয়ামী লীগ দেশের মানুষকে কোনঠাসা করে ফেলেছিল। মানুষ মন খুলে কথা বলতে পারতো না। এমনকি মন ভরে ফেসবুকে স্ট্যাটাস লিখতে পারতো না। যদি গুম করে ফেলে, যদি কারাগারে পাঠিয়ে দেয়। বিএনপির কোমর ভেঙে দিয়েছিল আওয়ামী লীগ। আর এবার আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছে দেশের জনগণ। এখন গর্তে লুকিয়েও আওয়ামী লীগ বাচতে পারছে না। অবশ্যই আওয়ামী লীগের উচিৎ শিক্ষা হয়েছে। এই শাস্তি তাদের পাওয়া। ঘৃনা খুব খারাপ জিনিস। দেশের মানুষের আওয়ামী লীগের উপর ঘৃনা জমেছে এক সাগর সমান। যদি তারা সৎ থাকতো, যদি শেখ হাসিনা জনগণের কথা শুনতো, তাদের ভাষা বুঝতো তাহলে আজ তাদের এই করুন পরিনতি হতো না।

পুরো দেশটা চলছিলো শেখ হাসিনার খেয়াল খুশি মতো।
সব আপা জানে। সব আপা করবে, আপা যাই বলবে তাই করতে হবে। এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল— আপা ছাড়া উপায় নাই, আপা ছাড়া গতি নাই। শেখ হাসিনা ক্ষমতা খুব ভালোবাসতেন। ক্ষমতায় থাকার জন্য তিনি সব করতে রাজী। গুম, খুন, হত্যা তার কাছে কোনো ব্যাপারই না। দেশের জনগণ সহ্য করতে করতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। শেখ হাসিনা আরও কয়েক বছর ক্ষমতা থাকলে হিটলার হয়ে যেত। হিটলার কত না অত্যাচার করেছে মানুষকে। বিশ্ববাসী হিটলার কে ঘৃনা ভরে স্মরণ করে। শেখ হাসিনা দেশের টাকা অনেক ফালতু কাজে খরচ করেছে। এয়ারপোর্টের নাম বদলে দিলো অনেক টাকা খরচ করে। শেখ মুজিবের কত ভাস্কর্য তৈরি করলো। মুজিব বর্ষে প্রচুর টাকা খরচ করলো। দরিদ্র দেশে এত ফালতু খরচের দরকার ছিল না। বিএনপির চেয়ে আওয়ামী লীগ বেশি লুটপাট করেছে। আপা কাউকে থামান নাই। তাই লুটপাট বহু গুন বেড়ে গিয়েছিল।

শেখ হাসিনা গত পনের বছর শুধু তার বাবার নাম নিয়েছেন।
যেন দেশ স্বাধীন তার বাবা একা করেছেন। আর কারো কোনো ভূমিকা নেই। তার মধ্যে এরকম একটা ভাব ছিলো, আমার বাবার দেশ, আমি যা খুশি তাই করবো। কারো কথা শুনবো না। দেশ যে শুধু তার বাবার একা না, সব শ্রেনী পেশার মানুষ যে যুদ্ধ করেছেন, দেশের মানুষ যে অনেক কিছু ত্যাগ করেছেন, সেসব তিনি ভুলে গেছেন। একজন দেশের প্রধানমন্ত্রী কেন আল্লাহর ত্রিশ দিন শুধু তার বাপের নাম নেবেন? এই দেশ হিন্দুর, এই দেশ মুসলমানের, এই দেশ খ্রিস্টানের, এই দেশ বৌদ্ধের। এই দেশ উপজাতিদের। এই দেশ আমাদের সকলের। শেখ মুজিবের একার না। এই দেশ রিকশা চালকের, এই দেশ শ্রমিকের, এই দেশ ছাত্র শিক্ষক, সাহিত্যিকের। এই দেশ ভিক্ষুকের, এই দেশ বেকারের। শুধু শেখ মুজিব শেখ মুজিব করলে হবে। হ্যা শেখ মুজিবের অবদান আছে। সেটা আমরা অস্বীকার করি না। তাকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু শেখ হাসিনা শেখ মুজিব করতে করতে, তিতা বানিয়ে ফেলেছেন। এই বছর ১৫ আগষ্ট কিছুই হলো না। ৭ই মার্চের ভাষণ রাস্তায় মোড়ে মোড়ে বাজেনি। খিচুড়ি রান্নার জন্য চাদাবাজী হয়নি। তাতে দেশের কোন ক্ষতিটা হলো?

আওয়ামী লীগের সব নেতা কর্মী অসৎ।
ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ সকলে অসৎ। তারা সীমাহীন টাকা লুটপাট করেছে। দেশের ক্ষতি করেছে। এখন অন্তবর্তী সরকারের আমলে সব প্রকাশ পাচ্ছে। একজন মানুষের কত টাকা লাগে? তারা প্রত্যেকে প্রয়োজনের তুলনায় পাচ শ গুন বেশি চুরি করেছে। হ্যা বিএনপিও চুরী করেছে। গত ৫৩ বছর ধরে সব সরকারই ইচ্ছে মতো দূর্নীতি করেছে। এখন কি করুন পরিনতি আওয়ামী লীগের। পাপের শাস্তি আওয়ামী লীগ পাচ্ছে। শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা হলো। মুতে দেওয়া হলো। ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি লুটপাট হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আওয়ামী লীগের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হলো। কোটি কোটি টাকা খরচ করে নতুন ডিজাইন করে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হলো। সব শেষ। সব ধ্বংস। কাজেই আওয়ামী লীগ আগামী ১০/১৫ বছরের জন্য গর্তে চলে গেলো। শেখ হাসিনা অনেক সময় পেয়েছিলেন কিন্তু অনেক কাজ করেন নাই। দেশকে দীর্ঘদিন সীমাহীন ঋনের বোঝা টানতে হবে। এখন যদি পাচার হয়ে যাওয়া টাকা ইউনুস সাহেব ফিরিয়ে আনতে পারেন, তাহলে তাতেই দেশের জন্য ভালো হয়।

মানুষের কোনো কিছুই গোপন থাকে না।
দেরীতে হলেও সব কি প্রকাশ পায়। এজন্য কবি বলেছেন, দেরী হোক যায়নি সময়। প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সে যথাসময়ে শাস্তি দিয়ে দেয়। আজকে আওয়ামী লীগ তাদের কর্মফল ভোগ করছে। অপমান অবহেলা অপবাদ তারা তিলে তিলে টের পাচ্ছে। সবাই পালাচ্ছে। কেউ কেউ ধরা পড়ছে। কিছুদিন জেল খেটে তারা জামিনে বের হবে। বাকি জীবনটা তারা জাতির কাছে মাথা উঁচু করে দাড়াতে পারবে না। আওয়ামী লীগের এমন কোনো শালা নাই, এমন কোনো নেতা কর্মী নাই, এমন কোনো ছাত্রলীগ, যুবলীগ নাই যে দূর্নীতি কতে নাই। এখন সমস্ত দূর্নীতিবাজ গুলো কে অবশ্যই গ্রেফতার করতে হবে। শাস্তি দিতে হবে। এবং টাকা ফেরত দিতে হবে। কোনো ছাড় নাই। হ্যা শেখ হাসিনা দুই একটা ভালো কাজ করেছে। পদ্মাসেতু, মেট্রোরেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কিন্তু অসংখ্য খারাপ কাজের ভিড়ে, তার ভালো কাজ গুলো হারিয়ে গেছে। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। টাকা মানুষকে অমানুষ বানায়। ক্ষমতা মানুষকে ভুল পথে নিয়ে যায়। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে তাদের উচিৎ আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া।

শেখ হাসিনা তার বাবার হত্যাকারীদের বিচার করেছেন।
রাজাকারদের বিচার করেছেন। বিএনপির কোমর ভেঙে দিয়েছেন। বুদ্ধিজীবীদের মুখ বন্ধ করে দিয়েছেন। সংবাদ পত্রের স্বাধীনতা খর্ব করেছেন। কোনো পত্রপত্রিকা সত্য সংবাদ প্রকাশ করতে পারতো না। কোনো টিভি চ্যানেল স্বাধীন ভাবে টিভি চালাতে পারতো না। বাংলাদেশের সব কিছু চলতো আপার খেয়াল খুশি মতো। একটা কথা আছে, আল্লাহর মাইর দুনিয়ার বাইর। অন্যায় অত্যাচার যুগের পর যুগ চলতে পারে না। সব কিছুর একটা শেষ আছে। পুলিশ ডিপার্টমেন্টে যারা আওয়ামী লীগ আছে, তারাও সীমাহীন টাকা সরিয়েছে। বেনজির থেকে হারুন কেউ কারো চেয়ে কম না। এদের অবশ্যই শাস্তি দিতে হবে। আওয়ামী লীগের অধ্যায় শেষ। শেখ হাসিনার ছেলে জয়, কথা বলতে গেলেই ভুলভাল বকে। জয় সঠিক ভাবে কথা বলতে পারে না। রাজাকারের নাতীর সাথে পুতুলের বিয়ে দিয়ে শেখ হাসিনা বড় ভুল করেছেন। তার লোভ, তার হিংসাত্মক মনোভাব, তার মুখের ভাষা ইত্যাদি কারণে শেখ হাসিনা তার বাবার নাম ডুবিয়ে দিলেন।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৭

আঁধারের যুবরাজ বলেছেন: শেখ হাসিনা রাজনীতিতে এসেছিলেন শুধু মাত্র তারা বাবা/পরিবারের হত্যার প্রতিশোধ নিতে। এই কথা উনি নিজেই বলেছিলেন। এই দেশের মানুষের উপরে তার রাগ ছিল বরাবর ,তাই উনি নিয়মিত শাস্তি দিয়েছেন।তার বশংবদ ছাড়া বাদ বাকি সবাইকে শত্রু ভাবতেন। হাসিনা পালিয়ে নিজে বেঁচেছেন ,কিন্তু আওয়ামীলীগের এবং দেশের সর্বনাশ করে গিয়েছেন।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: সঠিক মন্তব্য করেছেন। ধন্যবাদ।

২| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৮

কাছের-মানুষ বলেছেন: আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাসী দল নয়, এই ব্লগেই আওয়ামী পন্থী ব্লগারদের দেখেছি গগনতন্ত্রের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে, গনতন্ত্র ভাল না বলতে। বাংলাদেশের গনতন্ত্র ব্যাবস্থা ধ্বংস করে দেশকে অন্তত ৫০ বছর পিছিয়ে দিয়েছে। তাদের যেই পরিনতি হল সেটা হবারই ছিল কারন এভাবে কোন দেশ চলতে পারে না, তবে আমি ভাবছিলাম আরো কিছুদিন টিকে যাবে!


যাইহোক আশা করব দেশ কক্ষপথে ফিরে আসবে, ব্যাপারটি চ্যালেঞ্জিং কারন সব সেক্টর তারা ধ্বংস করেছে, একেবারে নতুন করে সব কিছু শুরু করতে হবে৷ আমরা দেশের নিরপেক্ষ জনগন আশা করব এমক্ন কাঠামো তৈরি হবে যেখানে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী কোন দল হয়ে উঠতে না পারে।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
ধন্যবাদ আপনাকে। আমি দুঃখিত মন্তব্যের উত্তর দিতে দেরী করে ফেললাম।

৩| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫১

কামাল১৮ বলেছেন: এক মাসের আন্দোলনে পরাজিত হবে এটাও যেমন বলা যায় নাই।কবে ফিরে আসবে সেটাও বলা যায় না।আ,লীগ এবং বিএনপির গ্রাম পর্যন্ত সংগঠন আছে।ইলেক শনে যদি ইঞ্জিনিয়ারিং না হয় তবে ফিরে আসতে বেশি সময় লাগার কথা না।

৪| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আওয়ামীলীগের হাল ধরার লোক নাই। জয় হাল ধরলে নৌকা তাড়াতাড়ি ডুববে। শেখ পরিবারের কোন সদস্য ছাড়া অন্য কাউকে আওয়ামীলীগের লোকেরা মানবে না। আবার শেখ পরিবারের কেউ হাল ধরলে সাধারণ পাবলিক মানবে না। হাসিনা তার খারাপ বুদ্ধি প্রসূত ব্যক্তিত্বের দ্বারা আওয়ামীলীগের সকল দুষ্টকে সংঘবদ্ধ রেখেছিলেন। এখন দলকে পুনর্গঠন করতে হলে হাসিনার চেয়েও দুষ্ট কাউকে প্রয়োজন। কিন্তু পৃথিবীতে হাসিনা এক পিসই আছে।

আওয়ামীলীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে যদি শেখ হাসিনা দলের হাল পুনরায় ধরার সুযোগ পায়। কিন্তু বিলিয়ন ডলার প্রশ্ন হল তাকে সেই সুযোগ কে করে দেবে। অবশ্য দেশে আসলেই তাকে খুনের মামলায় জেলে যেতে হবে।

৫| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪৯

জাহিদ অনিক বলেছেন: আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকে জনগণের ওপর দমননীতি প্রয়োগ করেছে, যার ফলে তাদের প্রতি ব্যাপক ঘৃণা ও অসন্তোষ জমেছে। এখন তারা ক্ষমতা হারিয়ে জনগণের প্রতিশোধের মুখোমুখি হচ্ছে এবং আগামী ১০-১৫ বছরের মধ্যে ক্ষমতায় ফেরার সম্ভাবনা ক্ষীণ।

৬| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৫

অস্বাধীন মানুষ বলেছেন: আওয়ামীলীগ ক্ষমতায় আসবে তবে কম পক্ষে ২১ × ৩ =৬৩ বছর লাগতে পারে। এরা আমার ধারণা মাত্র এর
কম বেশিও হতে পারে।

৭| ২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




কাউয়া সব চেয়ে খারাপ।

৮| ২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৪৬

আলামিন১০৪ বলেছেন: আওয়ামী রাজনীতির নীতি ছিল নিজে লুটপাট কর আর অপরকে লুটপাটের সুযোগ দাও, বিরোধীদের উপর দমন পীড়ন কর, যে কোন উপায়ে ক্ষমতা ধরে রাখ তা যদি হত্যার মাধ্যমে হয় তবুও- আর যত বেশি প্রকল্প তত বেশি দুর্নীতি-বাই প্রডাক্ট হিসেবে-উন্নয়ন

লুটপাটকারীদের ধরতে গেলে আওয়ামী লীগের ক্ষমতা এক মেয়াদীর বেশি কখনো হতো না কারণ এদের রক্ষাকারি পুলিশ-আমলারা কথা শুনত না আর মিলিটারীর টপ -কি পজিশন নিজেদের লোকজনকে নিয়োগ দিয়ে আর অবৈধ সুযোগ-সুবিধা দিয়ে ক্ষমতার দুর্গ বানিয়ে রেখেছিল ।

এ আন্দোলনের সুফল পেতে হলে প্রথমেই পুলিশ-আমলাদের মধ্যে বড় বড় সুবিধাভোগী দুর্নীতিগ্রস্তদের ধরে ধরে এক এক করে বিচার করতে হবে। যেন ভবিষ্যতে কেও এ পথে পা না বাড়ায়। বিশেষ করে ভুয়া ভোট আর রাতের ভোটের কুশীলবদের ধরে বিচারের সম্মুখীন করতে হবে্- কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় এ ঘটনা আবার ঘটবে।

৯| ২৬ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:০৮

কাঁউটাল বলেছেন: আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।

১০| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:১০

এম এ কাশেম বলেছেন: আগামী ১০০ বৎসরে ও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নাই।
চোরা পথ ছাড়া কখনই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না,
শেখ হাসিনা কিংবা তার দলের লোক জন এটা খুব ভাল করেই জানে ,
তাই তো তারা ভোট চুরির রাজনীতি করে।

১১| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১৭

নাহিদ০৯ বলেছেন: যদি এই ব্যাকডেটেড সরকার আবার ফিরে আসে তাহলে সেটা হবে রাজনৈতিক দলগুলোর অযোগ্যতা।

১২| ২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৭

নতুন বলেছেন: বর্তমানে ভিডিও ফুটেজের যুগ, আগের মতন বিরোধী দলের ষড়যন্ত বলে জনগনকে বোঝানোর যুগ এটা না।

এখন যেই সব নেতারা আয়ামীলীগ ভালো ছিলো বলে বোঝাতে চাইবে তাদের ভিডিও আর ছবি দেখিয়ে বলবে " নাটক কম কর পিও"

তাই আয়ামীলীগের ঘর গোছাতে হবে অনেক সময় নিয়ে।

এই প্রযন্মের ভোট আয়ামীলীগ পাবেনা, মিনিমাম ১০ বছর পরে নিবার্চনে জয়ী হবার পরিকল্পনা করা উচিত তাদের।

১৩| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৩

রানার ব্লগ বলেছেন: ঘুড়ে দাঁড়াবে তবে সময় লাগবে ! আঃলীগের শক্তিশালী তৃণমূল আছে (জামাত শিবির ও বাংলাদেশের অস্তিত্বে অবিশ্বাসীপন্থীরা চেষ্টার ত্রুটি রাখবে না ধ্বংসের) যারা নিজের বাড়ির ভাত খেয়ে আঃলীগ কে আবার দাড়া করাবে । তবে অনেকেই যে সময়ের কতা বলছে অত সময় লাগবে না । যে স্বপন নিয়ে সফল একটা আন্দলন হোল । উহার স্বপ্ন চূত্যি হলেই আঃলীগ ফিরে আসবে । কারন স্বপ্ন দেখানো সহজ উহা পুরনে দূর অস্তপার । এ কথা আমি বলি না, এটা মুরুব্বিরা বলে ।

আর একটা প্লাস পয়েন্ট শুনুন । বিএনপি নিজ অস্তিত্বের খাতিরেই আঃলীগ কে বাঁচিয়ে রাখবে ।

১৪| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য মিখাইল গর্বাচভকে দায়ী করা হয়। সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের ফলে রাশিয়ায় গর্বাচভের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এবং মৃত্যুর আগ পর্যন্ত গর্বাচভ রাশিয়ায় একজন ঘৃণিত মানুষ ছিলেন।

আপনার কি মনে হয় শেখ হাসিনার ক্ষেত্রে এমনটা ঘটবে ?

১৫| ২৬ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫১

ইএম সেলিম আহমেদ বলেছেন:

শিক্ষা ব্যবস্থা এখন এমন - গণিত আর বিজ্ঞান বই ছারা সব বই মানেই শেখ মুজিবুর। :D

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




কিছু কিছু নেতা বাদ দিতে হবে।
হাইব্রিড নেতা বাদ দিতে হবে।
অহংকার বাদ দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.