নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভারত-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে কেমন হবে?

২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৩



আমি একবার মরিসাস গিয়েছি।
গিয়ে বিরাট বিপদে পড়েছি। সমুদ্রের পাড়ে শুয়ে থাকা নারী পুরুষের শরীর ম্যাসাজ করি। ইনকাম ভালো। কিন্তু কাজটা করতে আমার লজ্জা লজ্জা লাগতো। মুসলমানের ছেলে আমি। আর বিধর্মীদের হাত পা টিপে দিচ্ছি, তেল মালিশ করে দিচ্ছি। একবার এক আমেরিকানের শরীর টিপে দিচ্ছি। সেই আমেরিকান বলল, তোমার দেশ কোথায়? আমি বললাম, বাংলাদেশ। আমেরিকান বলল, বাংডেশ টা কোথায়? আমি বললাম, ইন্ডিয়ার পাশে। এবার আমেরিকান লোকটা আমার দেশটা চিনতে পারলো। আমাদের দেশটা না চেনার কি আমি। ৫৩ বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে।

আরেকবার সমুদ্রের পাড়ে দাড়িয়ে চিৎকার করে বলছি, তেল মালিশ, তেল মালিশ।
এক মেয়ে বলল, এই ছেলে আমার হাত পা ভালো করে টিপে দাও। এরপর ভালো করে শরীরে তেল মালিশ করে দাও। কয়েকদিন ধরে অনেক হেটেছি। হাটতে হাটতে পুরো শরীর ব্যথা। আমি মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখছি। মনে হচ্ছে মেয়েটা বেহেশত থেকে আসছে। যাইহোক, আমি চুপচাপ থাকতে পারি না। তেল মালিশ করতে করতে মেয়েটাকে বললাম, তোমার দেশ কোথায়? মেয়েটা বলল, নেদারল্যান্ড। আমি বললাম, সুন্দর দেশ তোমাদের। মেয়েটা বলল, তোমার দেশ কোথায়? বললাম, বাংলাদেশ। মেয়েটা বলল, সেটা কোথায়? আমি বললাম এশিয়াতে। মেয়েটা বলল, চিনতে পারছি না। তখন আমি বলতে বাধ্য হলাম, ইন্ডিয়ার পাশে। মেয়েটা বলল, ও।

বাংলাদেশ কে কেউ না চিনলে আমার ভীষণ রাগ হয়।
আরেহ ভাই আমাদের সুন্দরবন আছে। কক্সবাজার সমুদ্র সৈকত আছে। অসংখ্য নদী আছে। পাহাড় আছে। কি নেই আমাদের দেশে! মেট্রোরেল আছে। পদ্মাসেতু আছে। অসংখ্য মসজিদ আছে। আমরা বিদেশে জামা কাপড় পাঠাই, চিনি পাঠাই, চা-পাতি পাঠাই, জুতো, ওষুধ, মধু, আম, ইলিশ মাছ, কাকড়া পাঠাই। পাকিস্তানের মতো দেশে চোরাই পথে আমাদের দেশ থেকে নারকেল যায়, খেজুরের গুড় যায়, শাড়ি যায়, মাছ যায়। বিশ্বের বহু দেশের বিপদেআপদে আমরা খাদ্য সামগ্রী পাঠাই। বাংলাদেশের ছেলেমেয়েরা বিশ্বের বহু দেশে দাপটের সাথে চাকরি করছে। নামী দামী ইউনিভার্সিটিতে বাংলাদেশের শিক্ষক আছে। আমাদের ইউনূস সাহেব তো নোবেল প্রাইজ পেয়েছেন। কে না চিনে তাকে!

ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে ডাল-ভাতের মতো হবে।
ভবিষ্যতে ভারত যেতে আমাদের ভিসা লাগবে না। ইমিগ্রেশ থেকে জাস্ট একটা পাস দেওয়া হবে। ব্যস আর কিছু লাগবে না। পশ্চিম বঙ্গের লোকজন সহজেই আমাদের দেশে আসবেন। আমরা যাবো। কোনো প্রকার জটিলতা থাকবে না। লম্বা লাইন ধরে ইমিগ্রেশন পার হতে হবে না। যাতায়াত খরচ কমবে। হোটেল ভাড়া কমবে। বাংলাদেশীদের জন্য সব কিছুতে থাকবে ডিসকাউন্ট। ভারত বাংলাদেশ কখনই আলাদা কিছু নয়। একই বৃন্তে দুটি ফুল আমরা। ভারতের অনেক ছেলে মেয়ে আমাদের দেশে ডাক্তারী পড়তে আসে। এদের সংখ্যা আরো বাড়বে ভবিষ্যতে।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১০

বিষাদ সময় বলেছেন: গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: হ্যা এরকমই।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৭

সৈয়দ কুতুব বলেছেন: ডাল- ভাত হবে কি ভাবে বুঝলেন?

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: যায়। বুঝা যায়।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩২

জনারণ্যে একজন বলেছেন: আসলে বাংলাদেশের গর্ব করার মতো অনেক কিছুই আছে।

যেমন ধরেন, ফুল-টাইম বেকার এবং অতি-উৎকৃষ্ট মানের চাপাবাজ আছে। এরা মনে করেন, ব্লগ লিখেই সমগ্র বিশ্বের ভূ-রাজনীতিতে পরিবর্তন আনতে পারেন। এদের লেখা অনুসরণ করেই বিভিন্ন দেশে শাসক পরিবর্তিত হন।

এদের চাপার থুক্কু কলমের জোর এটি বেশি যে, ঘরে বাজার না থাকলেও, লুঙ্গি হাঁটুর উপর তুলে, পশ্চাৎদেশ খাউজাইতে খাউজাইতে, শুধু ব্লগ লিখেই রাজা-উজির মেরে একাকার করে দিতে পারেন। এরা নিজেরা গোমূর্খ হয়েও অতি-আত্মবিশ্বাসের সাথে সম্মানিত মানুষের মান ধুলোয় মিশিয়ে দিতে পারেন। এদের দরকার শুধু একটা স্মার্ট ফোন এবং কিছু এমবি (ডাটা)।

আবার যদি সামু'র কথা বিবেচনা করেন - তবে মানতেই হবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মডারেটর এখন এই ব্লগের আছে (আহেম....আহেম)।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ছাগল কোথাকার।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: দীর্ঘদিন ধরে ভারত নির্ভরতাই আমাদের আত্মপরিচয়ে সংকট তৈরি করে রেখেছিল।
এখন থেকে তা হবে না। তেল মালিশও করা লাগবে না। আমরা সটান হয়ে শুয়ে থাকবো, আমাদের হাত পা টিপে দিবে, তেল মালিশ করবে। আমাদের জন্য পণ্যে ডিসকাউন্ট দিয়ে হাকাহাকি করবে।
ভারত যখন বাংলাদেশকে সম্মান দিতে শিখবে, তখন আমরাও সম্প্ররক উন্নয়নের কথা ভাববো।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: সঠিক।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভারত যখন বাংলাদেশকে সম্মান দিতে শিখবে, তখন আমরাও সম্পর্ক উন্নয়নের কথা ভাববো।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: হ্যা এরকমই হওয়া উচিৎ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৪

আমি নই বলেছেন: বাংলাদেশ-ভারত সম্পুর্ন আলাদা এটা আপনার মগজে যত তারাতারি ঢুকবে ততই দ্রুত আপনার মনস্তাত্তিক বিকাশ ঘটবে।

ভবিস্যতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, প্রভু-ভৃত্যের মত নয়। বাংলাদেশের শান্তিকামি মানুষরা চায় ভারত বন্ধুত্বপুর্ন আচরন করুক, প্রভুর মত নয়।

তবে আপনার ভারত বাংলাদেশের বিরোদ্ধে যেই ভাবে গুজব এবং ঘৃনা ছরাচ্ছে তাতে সম্পর্ক ডাল-ভাত দুরের কথা স্বাভাবিক হতেও সময় লাগবে। কোনো রাষ্ট্রের হাইকমিশনে হামলার অর্থ রাষ্ট্রের উপর হামলা, আপনার পেয়ারের ভারত যেহেতু হামলাটা করেছে তাতে মনে হয়না আপনার কোনো অভিযোগ আছে। ঠিক না?

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: ভারত একটা মানবিক দেশ।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: এক মেয়ে বলল, এই ছেলে আমার হাত পা ভালো করে টিপে দাও। LOL! =p~

অপরিচিত কোন মেয়ের গায়ে তেল মালিশ করে দিলে গুনাহ হবে।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: মরিসাসে ধর্মের কোনো বালাই নেই।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মিস্টার ট্রাম্প দক্ষিণ এশিয়ায় ভারতের সাথে সুসম্পর্ক রাখবেন এটা বলাই বাহুল্য। তাই আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখতে চাইলে বাংলাদেশ ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেই ।

তবে পথের নেড়ী কুত্তারা ভারত বিরোধিতার নামে ঘেউ ঘেউ করতেই পারে। ইহাতে কোন দোষ নেই।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ওকে বড় ভাই।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিদেশে বাংলাদেশকে বেশীর ভাগ মানুষই চিনে না।

বলে তোমাদের দেশটা কি ইন্ডিয়ার পাশে?

আমি বলি- ঠিক তা নয়। আমাদের দেশের পাষেই ইন্ডিয়া। তারা আমাদের প্রতিবেশী।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৩

সাইফুলসাইফসাই বলেছেন: ভালো লাগলো

১১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮

ইথার রহমান বলেছেন: আপনি কতবার ভারতে গেছেন?
চামচামির একটা লিমিট থাকা উচিত!
ভারতে আপনি বাংলাদেশের মতো নিরাপদ নন,বাংলাদেশের মতো সব জায়গায় আপনি বুক ফুলিয়ে চলতে পারবেন না এখানে আপনি হিন্দু না হলে সবাই আপনাকে দুশমন মনে করবে।
আর আপনি মন্তব্যের উত্তরে বলছেন ভারত মানবিক দেশ =p~ বলি ভায়া ২/১ বার কোলকাতা ঘুরে পরিচিত মানুষের পালকের নিচে থেকে সবকিছু রঙিন মনে হওয়া স্বাভাবিক, এরা ভিন্নধর্মাবলম্বী মানুষদের মানুষ মনে করে না বিশেষ করে আপনার মত লোকজন বিবেকহীন ব্লগ লিখে চামচামি করলেও।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০০

ইথার রহমান বলেছেন: আপনি কতবার ভারতে গেছেন?
চামচামির একটা লিমিট থাকা উচিত!
ভারতে আপনি বাংলাদেশের মতো নিরাপদ নন,বাংলাদেশের মতো সব জায়গায় আপনি বুক ফুলিয়ে চলতে পারবেন না এখানে আপনি হিন্দু না হলে সবাই আপনাকে দুশমন মনে করবে।
আর আপনি মন্তব্যের উত্তরে বলছেন ভারত মানবিক দেশ =p~ বলি ভায়া ২/১ বার কোলকাতা ঘুরে পরিচিত মানুষের পালকের নিচে থেকে সবকিছু রঙিন মনে হওয়া স্বাভাবিক, এরা ভিন্নধর্মাবলম্বী মানুষদের মানুষ মনে করে না বিশেষ করে আপনার মত লোকজন বিবেকহীন ব্লগ লিখে চামচামি করলেও।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১০

রাকু হাসান বলেছেন:

এত কিছুর দরকার নাই সিকিম হয়ে যান। সব সমস্যার সমাধান।ভারতীয়রা নেপালে প্রবেশে এমন সুবিধা পেয়ে আসছিলো । নেপাল থাপ্পর মেরে বন্ধ করে দিয়েছে।

ভারত বাংলাদেশ কখনই আলাদা কিছু নই---

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের, প্রভুত্বের সম্পর্ক হবে না।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩১

আমি ব্লগার হইছি! বলেছেন: ভারত একটা বড় মার্কেট। বুদ্ধিমানের মতো মার্কেট টা কাজে লাগাতে হবে। মাথামোটা মৌলবাদিদের দিয়ে কিছু হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.