নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হাসিনা কেমন আছেন এখন?

১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৩



হাসিনা এখন দারুণ ব্যস্ত আছেন।
নেতা কর্মীরা ফোন দিয়ে-দিয়ে বিরক্ত করছে। তিনি অবশ্য সকলের ফোন ধরছেন। তাদের দিক নির্দেশনা দিচ্ছেন। হাসিনা এখন নিজের আত্মজীবনী লিখছেন। এই আত্মজীবনীতে সব ঘটনা আসবে। তার বাবার কথা, ভাইয়ের কথা, তার সংগ্রামের কথা। দেশের প্রতি তার ভালোবাসার কথা। মুক্তিযুদ্ধের কথা। বিশাল এই আত্মজীবনী শেষ করতে কমপক্ষে দুই তিন বছর লাগবে। পত্রিকা পড়া শেখ হাসিনার দীর্ঘদিনের অভ্যাস। সকালের চা মুখে দেওয়ার আগে পত্রিকা পড়তে হয়। ভারতের নেতারা তার সাথে দেখা করতে আসছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করতে আসছেন। সবাইকে তার সময় দিতে হচ্ছে। রাতে তাহাজ্জুদ নামাজ শেষ করে হাসিনা ঘুমাতে যান। যেসব নেতাকর্মী কারাগারে আছেন, তাদের সাথেও শেখ হাসিনার যোগাযোগ আছে। খুব শীঘ্রই নেতাকর্মীরা একে একে জামিনে ছাড়া পাবেন। হাসিনা ইউনুস সাহেবকে ফোন দিয়েছিলেন, ইউনুস সাহেব ভয়ে ফোন ধরেন নাই। সেনা প্রধানের সাথে হাসিনার নিয়মিত যোগাযোগ অব্যহত আছে। গনবভনে তিনি মূরগী পালতেন, মাছ চাষ করতেন, নিজের হাতে লাগানো গাছের যত্ন নিতেন। সেসব মাছ, মূরগী এবং গাছের কথা আজও তিনি ভুলেন নাই। মায়া পড়ে আছে। মায়ার কষ্ট ভীষন কষ্ট।

কোটা আন্দোলন কে কেন্দ্র করে শেখ হাসিনার জীবন বদলে গেলো।
উনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। টানা ১৫ বছর প্রধানমন্ত্রীত্ব করলেন। তিনি তার বুদ্ধি দিয়ে টানা ১৫ বছর প্রধানমন্ত্রী থাকলেন। তার মধ্যে বিশ্বাস ঢুকে গিয়েছিলো, তিনি যতদিন বেচে থাকবেন ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন। তার বিকল্প কেউ নেই। ছাত্ররা আন্দোলন করলো। বিষয়টা নিয়ে তিনি তেমন গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন বিএনপির কোমর ভেঙে দিতে পেরেছি, আর এই সব ছাত্র তো দুধভাত। শেখ হাসিনা ভুলে গিয়েছিলেন, পঁচা শামুকে পা কাটে। কঠিন এক ফাদ পাতা হয়েছিলো, তিনি সেই ফাদে আটকে গেছেন। আমেরিকা, জামাত শিবির, বিএনপি, পাকিস্তান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ফাদে শেখ হাসিনার পরাজয় হলো। শেখ হাসিনা হচ্ছে সূর্য, সূর্য কে দাবিয়ে রাখা যায় না। ৭১ এর পরাজিতদের স্বপ্ন সত্যি হবে না। এই দেশ অনেক কষ্টে পাওয়া দেশ। এত সহজে জামাত শিবিরের হাতে তুলে দেওয়া হবে না। নো নেভার।

হাসিনা সত্যিকার অর্থে এখন ভালো নেই।
হ্যা তার থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। তিনি নিয়মিত খাচ্ছেন। নামাজ পড়ছেন। বিকেলে বাগানে হাটাহাটি করছেন। বই পড়ছেন। লিখছেন। বিভিন্ন মানুষজনের সাথে দেখা করছেন। পত্রিকা পড়ছেন। অনলাইন নিউজ পোর্টাল গুলোতে নিয়মিত চোখ বুলাচ্ছেন। একান্ত অবসরে তিনি নিজের ভুল গুলো খুঁজে বের করছেন। দুই বোন নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। তাদের দুই বোনকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিলো। যথাসময়ে তারা দেশ ছেড়ে চলে যেতে সক্ষম হয়েছেন। অবশ্যই তিনি দেশে ফিরে আসবেন। এমনকি তিনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও যেতে পারেন। কারণ বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। সেনাবাহিনী আওয়ামীলীগের সাথে বেঈমানী করেছে। অথচ এই আওয়ামিলীগ সেনাবাহিনী কে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছে। মাঝে মাঝে মনে হয় জামাত শিবির সেনাবাহিনী কে কিনে নিয়েছে। সেনাবাহিনীর অবস্থা হচ্ছে ঘরের শত্রু বিভীষন। সবাই নিজ নিজ অন্যায়ের শাস্তি পাবে। পাবেই।

হাসিনার অনেক ভুল ছিলো।
তার দলের লোকেরা ইচ্ছে মতো লুটপাট করেছে, দূর্নীতি করেছে তিনি তাদের থামান নাই। ছাত্রলীগ দিনেদুপুরে মানুষ কুপিয়ে হত্যা করেছে। তিনি ছাত্রলীগকে অফ করেন নাই। অগা মগা জগা এনে তিনি মন্ত্রী এমপি বানিয়ে দিয়েছেন। যোগ্য ও দক্ষ লোকদের তিনি দলে না নিয়ে একদল অসৎ ও চাটুকারদের দলে নিয়েছেন। তার আমলে শিক্ষার মান একদম নিচে নেমে গেছে। সেদিকে তার খেয়াল ছিলো না। বাজারে জিনিসপত্রের দাম হুহু করে বেড়েছে। তার দলের লোকেরা সাধারণ মানুষের উপর নানান রকম অত্যাচার করেছে, অন্যের জমি জোর করে দখল করেছে, সেদিকে তার নজর ছিলো না। মানুষ আওয়ামী লীগের উপর যথেষ্ট বিরক্ত হয়েছে। দিন দিন মানুষের ঘৃনা ও ক্ষোভ জমেছে আওয়ামীলীগের উপর। মানুষের সহ্যের বাধ ভেঙে গিয়েছিল। সেদিকে তিনি কোনো তোয়াক্কা করেন নাই। এই জন্যই আজ তার এই অবস্থা। পাপ করলে পাপের শাস্তি পেতেই হয়। হোক সে প্রধানমন্ত্রী, হোক সে রিকশা চালক শামসু। আওয়ামীলীগের আগে বিএনপি অন্যায় করেছে, গত পনের বছর বিএনপি তার পাপের শাস্তি পেয়েছে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না।

কোথায় আজ ওবায়দুল কাদের, কোথায় আজ হাছান মাহমুদ, কোথায় হানিফ?
কোথায় আইন মন্ত্রী? চ্যাটাং চ্যাটাং কথা তো তারা কম বলেন নাই। কোথায় নায়ক ফেরদৌস? চিৎকার করে বলেছিলেন ফেরদৌস, দুই বোনের দায়িত্ব আমি নিলাম। বিপদের সময় আজ হাসিনার পাশে কেউ নেই। সবাই নিজের জীবন বাচাতে ব্যস্ত। ছাত্রলীগের পোলাপান কোথায় আজ? তারা তো কুকুরের মতো ঘেউঘেউ কম করে নাই। অন্যায় ও জুলুম দীর্ঘদিন চলতে পারে না। জামাত শিবিরের কুট চালে শেখ হাসিনা ধরাশায়ী। কথায় আছে, অতি বাড় বেরো না, ঝড়ে পড়ে যাবে। এখন হাসিনা বুঝুক নিজ দেশে ফিরতে না পাওয়ার কষ্ট। তসলিমা নাসরিন কে তিনি লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনেন নাই। তসলিমা নাসরিন দেশে আসার জন্য কাকুতি মিনতি কম করেন নাই। তসলিমা একজন লেখক। তি লিখেছেন। লেখালেখি করা কি অন্যায়? এজন্য একজন মানুষকে দেশ থেকে বের করে দিতে হবে? আর দূর্নীতিবাজরা দেশে থাকবে? জামাত শিবির দেশে থাকবে। অপরাধীরা দেশে থাকিবে? শেখ হাসিনা আজ দেশে নেই বলে, একদল অদক্ষ, অযোগ্য এবং জামাত মানসিকতার লোক দেশ পরিচালনা করছে। ছি:।

হ্যা শেখ হাসিনার অনেক দোষ থাকলেও, তিনি ভালো ভালো অনেক কাজ করেছেন।
শেখ মুজিবের খুনীদের বিচার করেছেন। রাজাকারদের বিচার করেছেন। মেট্রোরেল থেকে শুরু করে পদ্মাসেতু করেছেন। করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশকে ডিজিটাল করেছেন। সরকারি অফিস আদালত আধুনিকায়ন করেছেন। লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। সবচেয়ে বড় কথা, জামাত শিবিরকে কোনঠাসা করে রাখতে সক্ষম হয়েছিলেন। দেশে জংগী উত্থান হতে দেননি। শেখ হাসিনা আজ নেই বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। তিনি যদি আবার প্রধানমন্ত্রী হোন, তাহলে জামাত শিবিরের খবর আছে। বৈষম্যবিরোধীওলাদের খবর আছে। জয় বাংলা স্লোগান মুছে দেওয়া হচ্ছে। ৭২ এর সংবিধান বদলে দেওয়া হচ্ছে, শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। ইত্যাদি সব কিছুর বিচার বাংলার মাটিতে হবে। হবেই। অন্যায় করে কেউ পার পাবে না। হয়তো দেরী হবে কিন্তু অন্যায়ের শাস্তি তাকে পেতেই হয়। কবি বলেছেন, দেরী হোক যায়নি সময়। জামাত শিবির এই দেশের ক্ষতি করতে পারবে না। বাংলা মায়ের একদল দামাল ছেলে আছে, তারা সকল অন্যায়ের বিরুদ্ধে বুক উঁচু করে দাঁড়াবে। জয় বাংলা।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনি দেখি বিরাট বড়ো আম্লিক! :>

১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: আমি মানুষ। ব্যস এই টুকুই।

২| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫০

নতুন বলেছেন: রানু ভাই আপনি শেখ হাসিনাকে ফোন করুন, তিনি যেহেতু সবার ফোনই ধরছেন।

বাস্তবতা হইলো ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে চেস্টা করছে। হাসিনাকে বলেছে বাইরে আর ফোনালাপ না করতে।

রিপাবলিক বাংলার নিউজ ভারতের কুটনিতিক কথা বাত্রা না। সেইগুলি সম্ভবত পেইড বা টিআরপি বাড়ানো/ ভাইরাল হবার জন্য তারা করছে।

১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: রাজীব নুর মানে রানু আজকে জানলাম। আমি তো ভাবছিলাম রানু টা কে? রানু মন্ডল নাকি! =p~

১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: মহাজাগতিক আমাকে অত্যন্ত স্নেহ করেন। উনি আদর করে আমায় রানু ডাকেন।
আমি রাগ করি না। কারন, গোলাপ ফুলকে রজনীগন্ধ্যা বললে গোলাপের কিছুই যাবে আসবে না। গোলাপ গোলাপই থাকবে। বাগানে ফুটবে সৌরভ ছড়াবে।

৪| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৫

নতুন বলেছেন: রানু ভাই আমরা সবাই আপনাকে ভালোবাসী।

১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই। কেন ভালোবাসবেন না?
আমি দূর্নীতিবাজ নই। ছাত্রলীগ নই, শিবির নই। ডাকাত নই। আমি এখন সহজ সরল মানবিক এবং হৃদয়বান মানুষ।

৫| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৬

রিফাত হোসেন বলেছেন: :) আপনাকে ফোন দেয় নাই?

দেশের সাথে বেঈমানী করা উচিত হয়নি, যেখানে উনি দেশপ্রধান ছিলেন। পালিয়ে যাওয়া উচিত হয় নাই। দেশের মানুষকে হত্যা করার অনুমতি দেওয়া উচিত হয় নি। ১৯৭১ এর হানাদার, জামাত, ১৯৭৫ এর মত আচরণ করে বসেছেন। এরজন্য মৃত্যুদন্ড কম হয়ে যাবে। দোষ শামীম সাহেব করলেও মূল দোষ দলের নেত্রীর উপর যাবে। উনি অনুমতি দিয়েছেন।

উনার যদি হায়া-লজ্জা থাকে তাহলে চুপ থাকবেন, অনুতপ্ত হবেন। যেখানেই লুকিয়ে থাকুক। না থাকলে **** করবেন।

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: আমাকে কেন ফোন দিবে? আমি কি আওয়ামীলীগের লোক?

বৈষম্যবিরোধীরা যে আন্দোলনের নামে প্রতারনা করলো দেশবাসীর সাথে সে কেন বুঝতে পারছেন না?
এই সম্বনয়করা যে শিবির সেটা কেন বুঝতে পারছেন না।
নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই তথাকথিত ছাত্ররা টাকার বিনিময়ে আন্দোলন করেছে।

৬| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭

নতুন বলেছেন: বৈষম্যবিরোধীরা যে আন্দোলনের নামে প্রতারনা করলো দেশবাসীর সাথে সে কেন বুঝতে পারছেন না?
এই সম্বনয়করা যে শিবির সেটা কেন বুঝতে পারছেন না।
নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই তথাকথিত ছাত্ররা টাকার বিনিময়ে আন্দোলন করেছে।


পুলিশ যে গুলি করে মানুষ গুলি মারলো? ভিডিও গুলি কি জামাতের ? জামাতই এ এই দিয়ে সেই ভিডিও গুলি এডিট করেছে?

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০০

রাজীব নুর বলেছেন: হ্যা পুলিশ গুলি করেছে। কিন্তু পুলিশের গুলিতে কয়জন মরেছে? সর্ব্বোচ তিন জন। বাকিসব মৃত্যু কান্ড ঘটিয়েছে জামাত শিবির। দোষ দিয়েছে লীগের উপর।

জ্বালাও পোড়াও মেট্রোরেল ক্ষতিগ্রস্ত কারা করলো, অসংখ্য সরকারি গাড়ি কারা পোড়ালো? জামাত শিবির।

৭| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি করা হয়েছে।
পুলিশ পুড়িয়ে মারা হয়েছে।
এটা কি আন্দোলন?
আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ।

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

রাজীব নুর বলেছেন: জামাতের কাম কাজ এরকমই। এরা দেশের শত্রু।

এদিকে সকাল থেকে মাইকের যন্ত্রনায় কানের বারটা বেজে গেছে। সকাল থেকে মাহফিল হচ্ছে। ওয়াজ হচ্ছে, গজল হচ্ছে, জিকির হচ্ছে। শালারা যা করবি কর, মানুষের সমস্যা করবি কেন?

৮| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: হ্যা পুলিশ গুলি করেছে। কিন্তু পুলিশের গুলিতে কয়জন মরেছে? সর্ব্বোচ তিন জন। বাকিসব মৃত্যু কান্ড ঘটিয়েছে জামাত শিবির। দোষ দিয়েছে লীগের উপর।

আর কিছুই বলার নাই।

আপনি যেহেতু বুঝতে পারছেনা যে ইন্টারনেটের ক্যাবেল কেটে ফেলা, ডাটা সেন্টারে আগুন দেওয়া, মেট্রোরেলের আগুন, জেলখানার আসামী পালায়নের, বিটিভি তে আগুন খরব গুলি এই আন্দোলনের বিরুদ্ধে কাজে লাগিয়েছিলো সরকার তাই সেইগুলি আয়ামীলীগের ই কাজ।

ব্যাপার না, সবাই বুঝতে পারবে না সেটাই সাভাবিক।

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: একজন বাবা মা পরিবারের কর্তা।
সংসার পরিচালনা করার জন্য বাবা মাকে অনেক কিছু করতে হয়। সংসার/পরিবার পরিচালনা করতে যা যা করতে হয়, বাবা মা করেন। পরিচালনা করতে গিয়ে কখনও কখনও মন্দ কাজও করতে হয়। মন্দ কাজের ফল আখেরে ভালোই হয়। ঠিক তেমনি শেখ হাসিনাকে দেশ পরিচালনা করতে হয়েছে। দেশ পরিচালনার খাতিরে প্রধানমন্ত্রীকে অনেক কিছু করতে হয়। ইহা অন্যায় নয়।

জামাত শিবিরের অপরাধ গুলো কেন আপনি আওয়ামীলীগকে দিতে চাচ্ছেন?

৯| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

নতুন বলেছেন: আপনি সঠিক । ;)

১০| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রকৃতি কিভাবে ক্ষমা করে বা শাস্তি দেয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.