নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বউ কে Control এ রাখার উপায় কী ?

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৫



বউকে কন্টোলে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আপনাকে 'মানুষ' হতে হবে।
সহজ সরল একজন ভালো মানুষ। মানবিক এবং হৃদয়বান। যে মিথ্যা কথা বলিবে না। যার মধ্যে কোনো ভান-ভনিতা, জটিলতা কুটিলতা থাকবে না। আপনি ভালো হলে আপনার স্ত্রী এমনিতেই ভালো হয়ে যাবে। কন্টোল করার চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে না। স্ত্রীকে কন্টোলের চিন্তা বাদ দিয়ে আপনি আপনার ভুল গুলো শুধরে নেন। নিজে ভালো তো জগৎ ভালো। স্ত্রী তো আপনার পোষা তোতা পাখি নয়। বিড়াল নয়। সে একজন রক্ত মাংসের মানুষ। তারও রাগ আছে, জিদ আছে, তেজ আছে, অভিমান আছে। আছে হাহাকার। আছে অন্তনা পাওয়া।

আপনি কি কন্টোলে আছেন? সহি শুদ্ধভাবে?
আপনি কন্টোলে থাকুন, আপনার স্ত্রীও তাহলে কন্টোলে থাকবে। অযথা দুষ্ট লোকের মতো স্বামীগিরি ফলাবেন না। স্ত্রী তো আপনার কাজের বুয়া নয়। সে তার মত থাকবে, স্বাধীনতা থাকবে, ইচ্ছা অনিচ্ছা থাকবে। আপনি তাকে সম্মান করুন, তাহলে আপনিও সম্মান পাবেন। স্ত্রী তার বাবা মা ভাইবোনকে ছেড়ে আপনার কাছে চলে এসেছে। কাজেই তাকে মাথায় করে রাখতে হবে। তার সমস্ত দায়দায়িত্ব আপনার। তার সমস্ত চাহিদা পূরণ করতে হবে। তার স্বপ্ন গুলো পূরণ করতে হবে। ছেলেদের উচিৎ বিয়ের আগে একশ বার চিন্তা করা। সে সংসার করার মতো দক্ষতা, যোগ্যতা অর্জন করেছে কিনা। বিয়ে মানে তো শুধু সেক্স নয়।

ছেলেদের আসল সমস্যা হলো, নিজেকে তৈরি করার আগেই বিয়ে করে ফেলে।
সংসারে দেখা দেয় অভাব। এরপর তালাক। নিজের অপারগতা স্বিকার না করে বলে বেড়ায় বউ ভালো না। বউ লোভী। বউয়ের এই সমস্যা, সেই সমস্যা। বউ বেয়াদব, বউ কথা শুনে না। স্ত্রীরা কি চায়? ভালোবাসা চায়। ভরসা চায়। নিশ্চয়তা চায়। তার সাথে হাসিমুখে কথা বলুন। তাকে সময় দেন। বেড়াতে নিয়ে যান, শপিং করুন, দুজনে মিলে অন্তত মাসে দুদিন রেস্টুরেন্টে ডিনার করুন। স্ত্রীর পছন্দ অপছন্দ কে সম্মান করুন। সে আপনার স্ত্রী কিন্তু সে কারো আদরের কন্যা। তার বাবা মা তাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন। আপনি তাকে অবহেলা করতে পারেন না। রবীন্দ্রনাথ বলেছেন, রমনীর মন সহস্র সখা সাধনার ধন।

ধরে নিলাম, আপনার স্ত্রী কিছু দোষ ত্রুটি আছে।
সে মুখে মুখে তর্ক করে, আপনাকে মানিয়ে নিতে হবে। আপনি আপনার সমস্ত ভালোবাসা দিয়ে, সমস্ত মেধা দিয়ে, সমস্ত ভালোত্ব দিয়ে তার দোষ ক্রুটি দূর করে দিবেন। একদিন আপনার কন্যা সন্তান দুনিয়ায় আসবে। সেদিন আপনি বুঝবেন কন্যারা কত মায়াবতী হয়। স্ত্রীকে ভালোবাসলে, সম্মান করলে, মায়া দেখালে আপনি মানুষ হিসেবে আরো উঁচুতে উঠে যাবেন। সত্যিকার অর্থে একজন স্ত্রী জানেন তার স্বামী কতটুকু ভালো। কতটুকু মন্দ। ছেলে বিয়ে করার আগ পর্যন্ত মা জানেন তার ছেলে কেমন। আর বিয়ের পর জানে তার স্ত্রী। স্ত্রীকে এতটাই ভালোবাসুন যে স্ত্রী যেন বলে অন্য কোনো জীবন পেলে, সেই জীবনেও স্বামী হিসেবে আপনাকে চাইবে। আপনার স্ত্রী আপনাকে ভালো বললেই, আপনি ভালো।

মূলত পুরুষ জাতটাই খারাপ।
পুরুষ হলো গরুর মতো, ছেড়ে দিলেই অন্যের জমিতে গিয়ে ঘাস খাবে। এজন্য স্ত্রীদের উচিৎ স্বামীকে কন্টোলে রাখা। একটু ঢিল পেলেই অন্যের জমিতে মুখ দেবে। চারিপাশে এত এত বিচ্ছেদ, তালাক হচ্ছে, এর ৯৫% দায়ী স্বামীরা। আমাদের মতো দরিদ্র দেশে মেয়েরা মূলত দু:খী। প্রেমে দুখী, ভালোবাসায় দুখী, স্বামী দিয়ে দুখী, শ্বশুর শ্বাশুড়ি দিয়ে দুখী। অর্থ দিয়ে দুখী, কেউ কেউ সন্তান নিয়েও দুখী। সংসারে শান্তির মুল মন্ত্র হচ্ছে 'ছাড়' দেওয়া। সংসারে যত ছাড় দেবেন, সংসার তত আনন্দময় হবে। এই ছাড় দেওয়ার মানসিকতা স্বামী স্ত্রী দুজনেরই থাকতে হবে। ছোট একটা জীবন আমাদের। আমরা চাইলেই জীবনটা সুন্দর করে সাজাতে পারি। আনন্দময় করতে পারি প্রতিটা মুহূর্ত।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১১

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম!

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার অশেষ দয়া।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: যে আমার লেখা পড়ে, সে আমাকে সম্মানিত করে। তার কাছে আমার কৃজ্ঞতার শেষ নেই।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৯

নকল কাক বলেছেন: কাহিনী কি? ভাবি কি আপনাকে কন্ট্রোলে রাখে নাকি?

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: আমরা বেশ আছি। সহজ সরল সুন্দর ভাবে। আমাদের মাঝে কোনো ঝামেলা নাই। এজন্য আমি চাই আমাদের আশেপাশের মানুষ গুলোও ভালো থাকুক।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: সুরভি খুব ভালো একটা মেয়ে। সহজ সরল। আমরা মিলেমিশে আছি। ভালো আছি।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২২

অগ্নিবাবা বলেছেন: কুতুবভাই কারে লাইক দিবো তাও এখন সিন্ডিকেট ঠিক কইরা দেয়। কুতুবভাইয়ের মুক্তচিন্তা এখন মাইনঙ্কা চিপায় পড়ছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: কুতুব ভাইয়ের মতো আধুনিক মানুষও অন্যের কথা শুনে ''লাইক'' দেওয়া বন্ধ করে দেয়। আজিব!!! অত্যন্ত দুঃখজনক।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: কুতুব ভাই কেমন মানুষ সেটা একমাত্র চাঁদগাজী সঠিকভাবে বলতে পারবেন। তার অনুমানশক্তি অসাধারন।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: আগ্নিবাবা@ভালো হয়েছে এতে। ভিউ বেড়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ভিউ বাড়ুক। বাড়তেই থাকুক।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: কয়দিন আর বাঁচবো? তার লাইক কমেন্ট এইসব নিয়ে ভাবি না। আলাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তার হাতে নাটাই। আমি উড়ছি তার ইশারাতে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: রাজিব নুর@এই পোস্টে কি লাইক দিবো? মুই আনম্যারেড!

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: লাইক নিয়ে আমার কোনো সমস্যা নাই। কে লাইক দিলো না দিলো সেটা আমি কখনও দেখতে যাই না।
কোনো এক পোষ্টে দেখলাম, লাইক নিয়ে চর্চা হচ্ছে। তাই বললাম। ব্যস, এই টুকুই।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: আপনাকে সত্য কথা বলি, আমি লিখতে জানি না। মনে আবেগ আসলে হাবিজাবি লিখি। ব্যস এইটুকুই। কেউ পড়লে ভালো লাগে। মন্তব্য করলে আরো ভালো লাগে। আমি তো ওস্তাদ চাঁদগাজীর মতো জ্ঞানী না। আপনার একটা গোপন কথা বলি, চাঁদগাজীর জ্ঞান এরিস্টটলের মতো।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৩

সাইফুলসাইফসাই বলেছেন: ভালো লেখা ভালো লাগলো

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ভালো থাকো। সুখী হও।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪২

কামাল১৮ বলেছেন: মানুষকে নিয়ন্ত্রনে রাখার চিন্তাভাবনা একটা বাজে চিন্তা।স্বাধীনভাবে বাঁচা একটা মৌলিক দাবি।প্রত্যেকের স্বাধীনতা আছে নিজের মতো করে বাঁচার অন্যের ক্ষতি না করে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫০

আদিত্য ০১ বলেছেন: ভাই আপনাকে নিয়ে পাকি দোসররা একরম বড়সড় থ্রেট দিচ্ছে। ধর্ম নিয়ে আর না লেখাই। ধর্মটা মেইন বিষয় না, কারন পাকিরা ধর্ম মানে না।ওদের কোন ধর্ম নাই। আপনি আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখেন তাই ওদের সহ্য হয় না। চাঁদগাজীর সব নিক ব্যান করেছে। এখন আপনাকেও বিদায় করতে চায়। আপনি ধর্ম নিয়ে আর না লিখেন এইটা ভালো।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বৌ কি আপনার গৃহপালিত কুত্তা যে তাকে কন্ট্রোলে রাখার প্রশ্ন আসবে?
ইহা কোন পশু নয়।
উহা মানবী মাত্র।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: আমি ঠিক এটাই বুঝাতে চেয়েছিলাম।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এক সময় অন্ধকারে ঢেকে যাবে সারা বাংলাদেশ।
অন্ধকার আসতে শুরু হয়েছে।
ঘরে ঘরে আঁধার নেমে আসছে।
এই আঁধার কাটাবে এমন সাহসী তরুণ-তরুণী বাংলাদেশে নেই।
এটাই এখনকার বাস্তবতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.