![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ইউনুস সাহেব মেহমান। উনি এসেছেন স্বল্প সময়ের জন্য।
নির্বাচনের পরে উনি টাটা বায় বায় খতম। উপদেষ্টাদের থাকার নিয়ম তিন থেকে ছয় মাস। ৯০ দিনের মধ্যে তারা একটা নির্বাচন দেবেন। তারপর নির্বাচনে যে দল জয়ী হবে তারা ক্ষমতায় আসবেন। ইউনুস সাহেব কোন রকমে ভারসাম্য ঠিক রাখতে চেস্টা করছেন। ইদের জামাতে কে বা কারা ৫ বছর, ৫ বছর জিকির তুলেছিলেন। এরপর হয়তো তার স্বাদ হয়েছে যতটা সময় পারি, থাকি ক্ষমতায়। উনি ক্ষমতায় আসার পর গর্তে থাকা জামাত হাতির পাচ পা দেখেছে।
আমাদের দেশে সাধারণত সরকার পরিবর্তন হলে অনেক কিছু বদলে যায়।
অনেক নিয়ম কানুন বদলে যায়। এবং রাজনৈতিক দল গুলো ক্ষমতায় আসার জন্য অনেক ভালো ভালো কথা বলেন। মির্জা ফখরুল বললেন, ১ কোটি লোকের কর্মসংস্থান করবেন। তাও আবার ১৮ মাসের মধ্যে। শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দিবেন। আসলে রাজনীতিবিদরা কথা বলার জন্য কথা বলেন। তাদের কথা সত্য বলে ধরে নিলে ঠকতে হবে। ক্ষমতা মানুষকে বদলে দেয়। লোভী করে তোলে। যদিও শেষ পরিনতি হয় ভয়ংকর।
ইউনুস সাহেব সফল না বিফল সেটা কোনো কথা নয়।
উনি রাজনীতিবিদ নন। আগামী ৮ থেকে ১২ মাসের মধ্যে দেশে নির্বাচন হবে। এই কয়েক মাস উনি ভারপ্রাপ্ত হবে সরকারের দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের ভুলের কারণে, আওয়ামী লীগের পতন হয়েছে। তড়িঘড়ি করে তখন তাকে উপদেষ্টা করা হয়েছে। যদি উপদেষ্টারা ভুল করেন, অন্যায় করেন, তাহলে তাদের শাস্তি পেতে হবে। এখন যেমন আওয়ামী লীগ পাচ্ছে। বিএনপিও শাস্তি পেয়েছে। পুরো বিএনপিকে তছনছ করে দিয়েছিল আওয়ামী লীগ। হাসিনা না থাকাতে বিএনপি আশার আলো দেখতে পেয়েছে।
দেশের অর্ধেকের বেশি মানুষ মনে করছেন,
ইউনুস সাহেব কে দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। উনি ভালো কথা জানেন। বর্হি বিশ্বে উনার কদর আছে। যারা বলছেন ৫ বছর। ৫ বছর। ইউনুস সাহেব ৫ বছর থাকলে দেশের উন্নয়ন হবে? দূর্নীতি বন্ধ হবে? বেকারত্বের হার কমবে? সরকারি আমলারা সঠিক পথে থাকবেন? দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমবে? ইউনুস সাহেব জামাতকে আশকারা দিয়েছেন। জামাত এখন ক্ষমতায় যেতে চায়। জামাত কঠিন এক নীল নকশা একেছে। ধীরে ধীরে জামাত তাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তারা পিনাকি সাহেবকে কিনে ফেলেছেন। পিনাকি বিএনপিকে ডুবানোর চেস্টা অব্যহত রেখেছে।
অন্তবর্তী সরকার হিসাবে ইউনুস সাহেব ব্যর্থ। পুরোপুরি ব্যর্থ।
ব্যর্থতা ঢাকার জন্য উনি বলেই দিয়েছেন, আমি রাজনীতির মানুষ না। উনি অন্তবর্তী সরকারের প্রধান হয়ে, এখন পর্যন্ত একটা কাজও সুন্দর ভাবে করতে পারেন নাই। আওয়ামী লীগের আমলে দেশ যেভাবে চলছিলো এখন তার চেয়েও খারাপ ভালো চলছে দেশ। ইউনুস সাহেবের উচিৎ ছিলো ক্ষমতায় বসার পর, যারা পুলিশ হত্যা করেছে, থানায় আগুন দিয়েছে, অস্ত্র লুট করেছে, শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে, গণভবন লুট করেছে, মেট্রোরেল ভাংচুর করেছে তাদের গ্রেফতার করা। উনি এই জরুরী কাজ গুলো করেন নাই। ফলাফল দেশে অন্যায়, চুরী, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ এবং দূর্নীতি তিন গুন বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী চেয়েছে বলেই, আজ শেখ হাসিনার পতন হয়েছে।
সেনাবাহিনী নিশ্চয়ই অন্যের ইচ্ছায় (আমেরিকা) শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সেনাবাহিনী যদি না চায় তাহলে আগামীকাল থেকে ইউনুস সাহেব ক্ষমতায় থাকতে পারবেন না। সেনাবাহিনী আমেরিকান দূতাবাসকে প্রভু মনে করে। তারা শুধু প্রভুর আদেশ পালন করেন। দেখুন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখন দেশে চাঁদাবাজি হতো, দূর্নীতি হতো, অন্যায় হতো। সরকারি হাসপাতালে দালাল, ফুটপাত দখল, ছাত্রলীগের বাড়াবাড়ি, বেকারত্ব সহ নানান সমস্যা। এখন আওয়ামী লীগ নাই, তবু্ও দেশের একই অবস্থা। বিনা দ্বিধায় বলা যায় আরো খারাপ অবস্থা হয়েছেল। অর্থাৎ ইউনুস সাহেব গত ৮/৯ মাসে কিচ্ছু ভালো করে দেখাতে পারেন নাই।
ইউনুস সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর দেশের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে।
আওয়ামী লীগ যতই খারাপ হোক, তখন দেশে কেউ পাকিস্তানের পতাকা হাতে নিতে সাহস করে নাই। ভাবা যায় আমাদের দেশে পাকিস্তানি পতাকা বিক্রি হচ্ছে! পাকিস্তান থেকে চাল আটা আনা হচ্ছে। পাকিস্তানি শিল্পী এসে গান গাইছে। বাংলাদেশের ইউটুবাররা পাকিস্তান যাচ্ছে। ব্লগ বানাচ্ছে। আমাদের দেশের হুজুররা উর্দু ভাষায় মিটিং করছে। জামাত দেশটা শেষ করে দিতে চায়। মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা হতবাক। মুক্তিযুদ্ধ আমাদের অনেক বড় পাওয়া। জামাতের জন্য ৭১ এ মানুষ হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুন এবং লুটপাট দশ গুন বেশি হয়েছে।
বিএনপি জামায়াত নির্বাচনের জন্য অস্থির হয়ে পড়েছে।
একটা নির্বাচন হলেই কি দেশে সুস্থ পরিবেশ ফিরে আসবে? বিএনপি পনের বছরের ক্ষুধার্ত। দূর্নীতি করার জন্য মুখিয়ে আছে। অলরেডি তারা দখল এবং চাঁদাবাজি শুরু করে দিয়েছে। এদিকে ইউনুস সাহেব ক্ষমতার মজা পেয়ে গেছেন। জোর করলে তিনি আরো পাচ বছর থেকে যাবেন হাসিমুখে। সত্যি কথা বলতে দেশের এখন গজব অবস্থা। একটা পরিবারে বাবা মা না থাকলে যে অবস্থা হয়, ঠিক দেশের সেই অবস্থা এখন। সর্ব্বোপরি জামাত শিবির মাথাচাড়া দিয়ে উঠেছে। সারজিস, হাসনাত, নাহিদ এই সমস্ত বালছাল ছাগলের মতো লাফাচ্ছে। ইউনুস সাহেব তাদের আশকারা দিচ্ছেন। আওয়ামী লীগের দূর্নীতিকে ছাড়িয়ে যাবে এই সমস্ত এনসিপি, সমন্বয়ক, বৈষম্যবিরোধী এবং বিএনপি। বিএনপির দূর্নীতির ইতিহাস নিশ্চয়ই ভুলে যাননি। পরপর পাচবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন।
সরকারি আমলারা এখন খুব সুখে আছে।
চাটুকারিতার জন্য আমলাদের তুলনা হয় না। বিটিভি আর সরকারি আমলা একই সুত্রে গাথা। যাইহোক, বিএনপি আওয়ামী লীগ কে সরাতে পারেনি। জামাত পেরেছে। তারা এক কঠিন নীল নকশা করেছিলো। এখন পর্যন্ত জামাত অর্ধেক সফল হয়েছে। এখন ক্ষমতায় এলেই তাদের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। আর জামাত একবার ক্ষমতায় এলে দেশ ওদের বাপের হাতে তুলে দিবে। তারপর পাকিস্তান আমাদের সাথে খেলবে। ৭১ এর পরাজিত শক্তি আজও ভয়ংকর। সব মিলিয়ে ইউনুস সাহেব ব্যর্থ। উনি উনার দায়িত্ব যথাযথ ভাবে পালন করেন নাই। দেশের মানুষ উনার উপর ভরসা করেছিল। বিশ্বাস করেছিলো। দেশের মানুষ আজ বড় হতাশ। তারা অপেক্ষায় আছে কালো মেঘ কেটে যাবে। ঝলমলে আলো আসবে।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: আপা ফিরবে কি ফিরবে না সেটা কোনো বিষয় না। আমরা ১৫ বছর আপাকে দেখেছি। উনি ভালো মন্দ কি কি করেছেন আমরা জানি। ইউনুস সাহেব কি কি ভালো বা মন্দ করছেন তাও জানি।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: যে যতটুকু ভালো করে সেটা বলতে সমস্যা কোথায়?
তবে আপা ফিরবেন। সূর্যকে দাবিয়ে রাখা যায় না। এনসিপি, সমন্বয়ক, বৈষম্যবিরোধী এদের খুজে পাওয়া যাবে না।
২| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৫
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমি ড. ইউনুস সরকারকে সরাসরি সফল বা ব্যর্থ বলব না, কারণ তার মধ্যে উভয় দিকই বিদ্যমান। সফলতার দিক হলো, তিনি আমাদের জাতীয় মর্যাদা রক্ষা করে ভারতসহ বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সাহসী ভূমিকা রেখেছেন। তবে তার মূল লক্ষ্য ছিল একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, যা অর্জনে তিনি এখনও পিছিয়ে আছেন।
তার একটি বড় দুর্বলতা হলো তার আশেপাশের ছাত্রনেতাদের নিয়ে অনিশ্চয়তা। তাদের জন্য একটি স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত তিনি নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করছেন। অন্যদিকে, এনসিপির অবস্থাও এখন জাতীয় পার্টির মতো—শুধু মিডিয়ায় সীমাবদ্ধ, বাস্তবে তাদের তেমন প্রভাব নেই। আগামী দিনে মিডিয়াও তাদেরকে গুরুত্ব সহকারে কভারেজ দেওয়া কমিয়ে দিতে পারে।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: এনিসিপি কোনো দলের পর্যায়ে পরে না।
আমাদের দেশের মিডিয়া বুঝে না কাকে কভারেজ দিতে হবে।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: ইউনুস সাহবের খারাপ বিষয় গুলো হলো- কারাগার থেকে দাগী আসামীদের ছেড়ে দেওয়া হয়েছে। যারা পুলিশ হত্যা করেছে, থানায় আগুন দিয়েছে, গনভবন লুটপাট করেছে, শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গেছে তাদের গ্রেফতার করেন নাই। এদিকে জামাত দেশটা নিজেদের করে নিয়েছে- উনি যদি একটু শক্ত হতেন তাহলে জামাত এমন মাথাচাড়া দিয়ে উঠতে পারতেন না।
৩| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০১
কু-ক-রা বলেছেন: উহা (রাজীব নুর) ছুপা আওয়ামী লীগের দালাল
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: আমি রাজনীতি করি না।
তবে আমি আমার দেশকে ভালোবাসি।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: আমি সব সময় ন্যায়ের পক্ষে। সুন্দরের পক্ষে।
৪| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৪
রিফাত হোসেন বলেছেন: যে নেত্রী নিজ জাতির উপর জুলুম করার অনুমতি দেয় এবং ৭১ এর হানাদার ও রাজাকারদের মত হত্যা করার অনুমতি দেয়, যেই রাজনৈতিক সংগঠনের কর্মীদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র থাকে, সেই রাজনৈতিক দল ও দলনেত্রী কি আপনার কাছে এখনো বিশ্বাসের জায়গা ধরে রেখেছে?
সত্যি সেলুকাস! কি বিচিত্র এই দেশ, এই দেশের মানুষ। এই উক্তিটি খুব যাচ্ছে...
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: নেত্রীর কথা বলছেন!!!
হ্যা উনি গত ১৫ বছরে অনেক কাজ করেছেন। পদ্মাসেতু থেকে শুরু করে মেট্রোরেল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সবচেয়ে বড় কথা রাজাকারদের বিচার করেছেন। বঙ্গবন্ধুর খুনীদের বিচার করেছেন। উনি অনেক করেছেন। জাতি উনাকে আজীবন স্মরন করবেন।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: নেত্রী যা করেছে ভালোই করেছেন।
নেত্রী নির্দেশ দেয়নি মেট্রোরেল ভাঙ্গো, থানায় আগুন দাও, পুলিশ পুড়িয়ে মারো, অস্ত্র লুট করো। সরকারি গাড়িতে আগুন দাও। মিরপুর ১০ ওভার ব্রীজে আগুন দাও। ভালো করে তাকিয়ে দেখুন কারা অন্যায় করেছে। কারা এই অরাজকতা করেছে।
৫| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৭
নজসু বলেছেন:
দুই বন্ধু
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: সমস্যা হলো- বন্ধুও শত্রু হয়ে যায়।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: এই সমাজে কে যে বন্ধু আর কে যে শত্রু বলা মুশলিক।
৬| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৯
নতুন নকিব বলেছেন:
আর কত কাঁদবেন, দুর্নীতিবাজ, গুম, খুনের উপরে টিকে থাকা ভিনদেশের তাবেদার পলাতক স্বৈরাচারের জন্য! আপনার জন্য মায়া হয়।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনকালে (২০০৯-২০২৪) দেশে দৃশ্যত কিছু অর্থনৈতিক উন্নয়ন হলেও, দুর্নীতি, গণতান্ত্রিক স্থান সংকুচিতকরণ, এবং বিরোধী দলের উপর দমন-পীড়নের অভিযোগ তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়িত হলেও, দুর্নীতির অভিযোগ এবং ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ তাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। আওয়ামী লীগের পতনের জন্য তাদের নিজস্ব ভুল এবং জনগণের ক্ষোভ দায়ী, যা ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রকাশ পেয়েছে।
তারা বাংলাদেশের ব্যাংক, শেয়ার বাজার লুট করেছে। মেগা মেগা প্রকল্প করে মেগা মেগা লুটপাট করেছে। দেশের বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করেছে। সেই পাচারকৃত টাকায় এখন দলটির পালিয়ে যাওয়া নেতারা বিভিন্ন দেশে পলাতক থাকাবস্থায়ও বিলাসপূর্ণ আয়েশি জীবন যাপন করছেন। পলাতক জীবনেও রীতিমত চোখ ধাঁধানো অবস্থা। যাকে বলে তারা রাজার হালে আছেন।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: না আমি কাঁদছি না।
আমি কাঁদি এত এত অন্যায় দেখে। আমাদের দেশে পাকিস্তানের পতাকা দেখে।
হ্যা দূর্নীতি হয়েছে। তবে বিএনপির আমলের চেয়ে কম দূর্নীতি হয়েছে। দেশ তো প্রতি বছর দূর্নিতিতে চ্যাম্পিয়ন হয় নাই। আওয়ামীলীগের আমলে দূর্নীতি হলেও উন্নয়ন হয়েছে। একের পর এক উন্নয়ন হয়েছে।
ভাইসাহেব যখন মেট্রোরেলে উঠেন তখন আপনার খারাপ লাগে না? পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি উন্নয়ন আপনার ভালো লাগে না।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: আপনি আসলে রাজনীতি বুঝেন না।
আপনি বুঝেন ধর্ম। রাজনীতির আলাপে আপনি চিলের পেছনে ছুটেন। ভুল চিল, মিথ্যা চিল।
৭| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৮
যামিনী সুধা বলেছেন:
এবারের আমেরিকান ক্যু'এর অংশ ছিলো ড: ইউনুস; সে বিদেশীদের ফ্রি টাকা এনে, উঁচু সুদেে দিয়ে বিলিওনিয়ার হতে চেয়েছিলো; সেটা হয়েছে। আমেরিকার সাথে মিলে ক্যু করতে গিয়ে জামাত-শিবিরকে ক্ষমতায় এনে, জাতিকে সন্ত্রসী জামাত-শিবির ও হামাসের লেভেলে নিয়ে যাচ্ছে।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: শেষমেষ কি জামাত ক্ষমতায় আসবে?
৮| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪২
যামিনী সুধা বলেছেন:
ইউক্রেনের যুদ্ধের ভেতরে পুটিনকে এটমিক ষ্টেশনের জন্য ডলারে পে করাতে আমেরিকা শেখ হাসিনাকে সরানোর কথা ভাবছিলো; সেটাতে ড: ইউনুস নিজে যোগ দিয়েছে ও পাকিস্তানকে যোগ করেছে। পাকিস্তান কমপক্ষে ২০/৩০ হাজারের বেশী শিবিরকে ট্রেনিং দিয়েছে এই ক্যু'এর জন্য।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: এই জামাত শিবির কি বিএনপিকে পেছনে ফেলে সরকার গঠন করতে পারবে?
৯| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৩
এ পথের পথিক বলেছেন: আসলে আম্লিক কখনই মানুষ হবে না, তারা সারাজীবন আম্লিকই থেকে যাবে । তাদের মধ্যে আমি মানুষের মানবিকতা একটুও দেখতে পাইনা । পাগল প্রায়, মস্তিষ্ক পশ্চাতদেশে রাখা আম্লিক গনের যোগ্যতা কি আর প্রফেসর ইউনুস সাহেবের যোগ্যতা কি ? তারা যে কিভাবে দেশ চালিয়েছে দেশের মানুষ দেখেছে যার কারনে তাদের কেউ আজ গর্তে লুকিয়েছে, কেউ অন্য দেশের রিফিউজি আবার কেউ জেলের ঘানি টানছে আবার কেউ বি দলে যোগ দিয়েছে ।
মাদার অফ ডেভিলস দিল্লীর দাসী খুনি হাসু ভারতে চিরস্থায়ী দাসী হয়েছে কিন্তু এই দাসীর আরো দাস বর্তমানে বেপোরয়া জীবন যাপন করছে, বলতে পারেন পাগল প্রায় যা তাদের লেখা বা বক্তব্য দেখলে স্পষ্ট বুঝা যায় ।
তাদের খুন, ধর্ষন, লুটপাটকে তারা এখনো জায়েজ মনে করে তাহলে তারা মানুষের কাতারে পড়ে কিভাবে ?
মানুষ এখন গালি দেয়ঃ "শালা তুই মানুষ নাকি আম্লিক" । তারাপরও দেখি আম্লিক খিলখিলায় হাসে ঠিক দিল্লীর দাসীর মত ।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগের মধ্যে মানবতা আছে বলেই- লাখ লাখ রোহিংগাকে আশ্রয় দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে সবার আগে এগিয়ে যায় আওয়ামীলীগ। দেশের মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসে আওয়ামী লীগ। লাখ লাখ মানুষের থাকার ব্যবস্থা করে দিয়েছে আওয়ামীলীগ।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: খুন, হত্যা, ধর্ষন এগুলো অন্যায়।
এই অন্যায় গুলো কারা করেছে? এই যে জুলাই মাসে আনন্দোলন। থানায় আগুন দিলো, পুলিশ মারলো, অস্ত্র লুট করলো, একশ সুরকারি গাড়ি পুড়িয়ে দিলো, মেট্রোরেল ভাঙল, গণভবন লুটপাট করলো- এসব কি চোখে দেখেন নাই? এদের কি শাস্তি হওয়া উচিৎ না?
১০| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৩
নতুন নকিব বলেছেন:
ভাইসাহেব যখন মেট্রোরেলে উঠেন তখন আপনার খারাপ লাগে না? পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি উন্নয়ন আপনার ভালো লাগে না।
-আমার দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের অর্থ ব্যয় করে এগুলো বানানো হয়েছে। অন্যান্য বন্ধু দেশের সহায়তা নেওয়া হয়েছে। পলাতক চোরেরা এসব টাকার মালিক ছিল না। সুতরাং খারাপ লাগার ভাবনা অবান্তর।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: যে চোখ বন্ধ করে ঘুমায়, তাকে জাগানো যায় না।
১১| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: ড . ইউনূস যদি প্রধান উপদেষ্টা না হতেন দেশের বারোটা বাজতো। খারাপ যত কাজ হয়েছে উনার আশেপাশের লোকের কারণে হয়ছে।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৭
রাজীব নুর বলেছেন: একদম সঠিক কথা বলেছেন। আপনাকে দশে দশ দিলাম।
ঠিক এই ভাবেই- শেখ হাসিনা কোনো খারাপ কাজ করেন নাই। উনার আশেপাশের লোকজন করেছে।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: সেনাবাহিনী চাইলে ক্ষমতা হাতে নিতে পারতো। কিন্তু নেয় নাই। কেন নেয় নাই? জানেন?? আমি জানি।
১২| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৭
যামিনী সুধা বলেছেন:
ব্লগার রাজিব মানুষকে চেনেন; আপনি কি ধরণের মন্তব্য, কেন করছেন, সেটাও উনি বুঝার কথা।
১৩| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৩
যামিনী সুধা বলেছেন:
ড: ইউনুস উনার দিক থেকে সফল; উনি পশ্চিমে গিয়ে বাংগালী গরীবদের জন্য কেঁদে ফ্রি টাকা এনে, উঁচু সুদে টাকা দিয়ে বিলিওনার হয়েছেন; সেই টাকা আরো বাড়াতে গিয়ে শেখ হাসিনার সাথে লেগেছেন। এখন সেই টাকাগুলো দেশ থেকে সরায়ে মেয়ের কাছে ( আমেরিকায় ) নেয়ার কাজ করছেন।
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: আপনি চরম সত্য কথা মুখের উপর বলে দেন।
আপনার মধ্যে কোনো গোঁড়ামি নেই।
আপনি মিথ্যা বলেন না। মানুষের ভুল গুলো ধরিয়ে দেন।
এই সমস্ত কারণে কতিপয় ব্লগার আপনার পিছনে উঠেপরে লেগেছে।
১৪| ১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০১
নতুন বলেছেন: আমাদের দেশে দূবিত্বরা রাজনিতি করতে আসে।
তাই ড:ইউনুসের নেত্রিত্বেই দূনিতি বিরোধী পদক্ষেপ গুলি নেওয়া সম্ভব।
ড: ইউনুস চলে গেলেই জনগন বুঝতে পারবে তারা কি হারিয়েছে।
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: কিছুই হবে না।
ইউনুস না থাকলে কিছুই হবে না।
দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হয়ে গেছে। আর ইউনুস সাহেব ক্ষমতা হাতে নিয়েছেন মাত্র ৬/৭ মাস।
১৫| ১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৯
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা অসংখ্য খারাপ কাজ করেছে ক্ষমতা কুক্ষিগত করার জন্য। ড. ইউনূস জাস্ট দায়িত্ব পালন করছেন কিন্তু একটি সুবিধাবাদী শ্রেণী সেগুলো ফুলিয়ে ফাপিয়ে দেখাচ্ছে। ড. ইউনূস সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে এগুচ্ছেন যেটি শেখ হাসিনার মধ্যে অনুপস্থিত !
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১৫
রাজীব নুর বলেছেন: ধরুন, এই সামু ব্লগে আমি অন্যায় করলাম।
এখন দোষ আপনি কাকে দেবেন? ব্লগ এডমিনকে না আমাকে?
১৬| ১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
যামিনী সুধা বলেছেন:
ড: ইউনুস বিশ্বের সেরা ঠকবাজ এজনিও প্রধান; উনি ৮৪ লাখ গরীব পরিবারকে উচ্চ হারের সুদে ঋণ দিয়ে ৬ বিলিয়ন ডলারের ব্যাংক করে নোনেল পেয়েছেন, পুরোটাই দুষ্ট প্ল্যান।
১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: তাহলে বলতে হবে উনার বুদ্ধি আছে।
১৭| ১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
কামাল১৮ বলেছেন: গাজী সাহেবকে লগইন করতে দেখছি না।কোন খবর জানেন?
আমার মনে হয় না এই সরকারের অধীনে নির্বাচন হবে।অনেকেই অংশগ্রহন করবে না।তাছাড়া সরকারের আয়ু শেষের দিকে।
১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: উনার আইডি এডমিন খেয়ে ফেলেছে বলা যেতে পারে। অর্থ্যাত উনার আইডি থেকে সকল প্রকার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
উনার নতুন আইডি যামিনী সুধা।
১৮| ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৫
নিমো বলেছেন: ইউনূসের সরকার বলে কিছু নাই। আছে অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস হচ্ছেন প্রধান উপদেষ্টা। উনি যেহেতু মানুষ, তাই সফলতা ও ব্যর্থতা দুটোই আছে। আর বেশি কিছু লিখলাম না। ব্লগে কিছু চিড়িয়া বের হয়েছে, যারা দুদিন আগেই দেশ কারও বাপের না, ব্যক্তি পূজা, দেবতা,ভগবান বানানো নিয়ে অনেক লম্বা লম্বা কথা বলেছেন। এখন উনারা দেশের বাপ হয়েছেন আর ইউনূসকে দেবতা, ভগবান বানিয়ে ব্যক্তি পূজা শুরু করেছেন।
১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৯| ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেশের বেশির ভাগ মানুষই ইনুস সাহেবকে পছন্দ করছেন।
১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: তাই নাকি।
২০| ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: রাজীব সাহেব, আপনার ব্যাপারে আমার খুব পজিটিভ ধারনা ছিলো বিভিন্ন কারনে, তবে ধীরে ধীরে সেটা ম্লান হয়ে যাচ্ছে।
লেখক বলেছেন: তবে আপা ফিরবেন। সূর্যকে দাবিয়ে রাখা যায় না।
খুব হাসি পেল আপনার লিখা পড়ে। আপনার আপা-কে ঠিক কি কারণে সূর্যের মতো মনে হলে তা বোধগম্য নয়। তদুপরি মনে রাখা প্রয়োজন, সূর্য অস্ত যাওয়ার আগে অবশ্যই সূর্যের দেখা পেতে হবে।
লেখক বলেছেন: ... আমাদের দেশের মিডিয়া বুঝে না কাকে কভারেজ দিতে হবে।
এটাও সত্য নয়। বিগত দেড় দশক মানুষ দেখেছে চাটুকারি মিডিয়ার কাজ-কারবার। আপনার আপাও চাটুকারিতা পছন্দ করেন, তিনি থাকতে তার চামচার অভাব ছিলো না। জাতির অভিভাবক নিয়ে কথা বলতে গিয়ে অনেকেই মুখে ফেনা তুলতেন আপনার আপাকে খুশি করতে।
লেখক বলেছেন: আমি সব সময় ন্যায়ের পক্ষে। সুন্দরের পক্ষে।
এটা নিয়েও আমার দ্বিমত রয়েছে আর সেটাও নেতিবাচক।
লেখক বলেছেন: আওয়ামীলীগের মধ্যে মানবতা আছে বলেই- লাখ লাখ রোহিংগাকে আশ্রয় দিয়েছে।
এখানেও দ্বিমত পোষণ করছি। রাস্তায় অনেক মহিলারা তাদের তথাকথিত "অসুস্থ বাচ্চা" দেখিয়ে ভিক্ষে চেয়ে প্রতারণার বিষয়টি নিশ্চয়ই আপনার দৃষ্টি এড়িয়ে যায় নি! হাসিনা রোহিঙ্গাদের দেখিয়ে অনেকটা সে কাজই করেছে। মিথ্যে তথ্য দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিদেশ যাচ্ছে, বিষয়টি তিনি জানার পরেও এ ব্যাপারে দৃশ্যমান কোন ব্যবস্থা নেন নি। মানুষ সেটা জানে সম্ভবত।
বলার মতো এমন আরো অনেক বিষয়ই আছে তবে ওসব নিয়ে সময় নষ্ট করার প্রয়োজন দেখি না। আপনার জন্য শুভকামনা থাকছে।
১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: যখন আপনার সাথে আমার দেখা হবে। কথা হবে। তখন আপনি অনুভব করবেন- আমি সহজ সরল এবং মানবিক।
আসলে লেখা পড়ে আমার সম্পর্কে আপনি সঠিক ধারনা করতে পারবেন না। লেখা পড়ে ধারনা করতে গেলে আপনি বিভ্রান্ত হবেন।
হাসিনা নিয়ে আমি চিন্তিত নই। আমি আমার দেশ নিয়ে চিন্তিত। আওয়ামীলীগ অন্যায় করেছিলো। শাস্তি পেয়েছে। যে-ই অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে। এই যে আমাদের চাঁদগাজীকে বারবার ব্যান করে এডমিন অপরাধ করছেন। তাকেও একদিন শাস্তি পেতে হবে। কারন প্রকৃতি কাউকে ক্ষমা করে না।
চাটুকারিতা কি এখন বন্ধ হয়েছে? হয় নাই। যেমন বন্ধ হয় নাই দূর্নীতি, চাদাবাজি। ফুটপাত দখল। বেকারত্ব।
হাসিনা ৮০০ মডেল মসজিদ করলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর কত কি করলেন- কিন্তু তাতে অনেকেই খুশি হলেন না।
আপনি আমার পছন্দের ব্লগার। আপনি ঝামেলাহীন মানুষ। মানবিক এবং অবশ্যই হৃদয়বান। ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
২১| ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৪১
রাবব১৯৭১ বলেছেন: ক্ষমতা লোভি, নিজের ৬৬৬৬ কোটি টাকা টেক্স মওকুফ করে নিয়েছে।জিনিস পত্রের আকাশ ছোয়া মূল্য, আইন শৃংখলার চরম অবনতিই বলে দেয় সে ১০০% ব্যর্থ।
১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২২| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাংবিধানিক কোন কিছু আমি সমর্থন করি না।
১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: সারা বিশ্ব কোরআনের নিয়মে চললে কেমন হবে?
২৩| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনায় ক্ষমতা নেবার পর বাংলাদেশের সব মিডিয়াকে খৎনা করে দেয়া হয়েছে।
১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: মিডিয়া মুলত ক্ষমতাবানদের দালাল।
২৪| ২০ শে এপ্রিল, ২০২৫ রাত ১:৪৯
Sulaiman hossain বলেছেন: ইউনুস সরকার ৬০% সফল।আর হাসিনা (-৮০%) মাইনাস আশি % সফল ছিল।হাসিনা দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘ মেযাদি পরিকল্পনা ছিল,কিন্তু একটি ভুলের কারনে সব ভেস্তে গেল।হাসিনার রুপকল্প ছিল ২০২১, কিন্তু করনার কারনে ২০৪১ পর্যন্ত পিছিয়ে গিয়েছিল। কিন্তু যা করেছে ভালই করেছিল।দলীয় কিছু বদমায়েশের কারনে হাসিনা এগুতে পারেনি
২১ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: রাইট।
২৫| ২১ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩৫
রানার ব্লগ বলেছেন: দেশ এখন ধান্দাবাজদের পাল্লায় । অবশ্য এমন না যে পূর্বে ফেরেশতার পাল্লায় ছিলো ।
২৬| ২২ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: সারা বিশ্ব কোরআনের নিয়মে চললে কেমন হবে?
মহাপবিত্র গ্রন্থ আলকোরআন একটি দুর্বল ও নিম্নমানের বই।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কম্পিউটার আর ফেসবুক থেকে বের হন। আশে পাশে তাকান। ছুপা আওয়ামী লীগ ছাড়া কেউ ইউনুস সাহেবের সমালোচনা করছে না। আপনার লেখা এতিমদের পেজে দেন। ওরা এখনও মনে করে আপা ফিরবে...