নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভারত একটি মানবিক দেশ

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩৮



যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা ভারতবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব।
ভারতের মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা বাংলাদেশি তোমরা ভারতীয়। আমরা মিলেমিশে থাকতে চাই। ভারতের বাংলাদেশের সাথে সাংস্কৃতিক, সামাজিক, এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। হ্যা জানি, ভারতের সাথে আমাদের কয়েকটা বিষয় নিয়ে সমস্যা আছে দীর্ঘদিন ধরে। যেমন- ফারাক্কা বাঁধ, তিনবিঘা করিডোর, শিলিগুড়ি করিডোর এবং তিস্তা চুক্তি। অন্যদিকে ভারতের সাথে আমাদের ৭ শ' কোটি টাকার বানিজ্য হয়। বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং জামাত শিবির চায় না ভারত আর বাংলাদেশের সুন্দর সম্পর্ক থাকুক। হাসিনা থাকতে ভারতের সাথে আমাদের সুন্দর সম্পর্ক ছিলো। আমরা ভারতে যেতাম। ইউনুস সাহেব এসে ভারতের সাথে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছেন। এখন অসুস্থ মানুষেরা চিকিৎসার জন্য ভারত যেতে পারছে না।

ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র।
ভারতের প্রাচীন নাম ছিল জম্বুদ্বীপ। 'জম্বু'র আক্ষরিক অর্থ জাম। উনবিংশ শতাব্দীতে বিট্রিশরা ভারত দখল করে ফেলে। ১৯৪৭ সালে ভারত বিট্রিশদের কাছ থেকে মুক্ত হয়। যাইহোক, ভারতের আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে ভারতের অবস্থান সপ্তম। এবং জনসংখ্যা ১৪৫ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ৯১০। চীনকে হারিয়ে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে। যিশুর প্রায় দশ লক্ষ বছর আগে ভারতে মানব সভ্যতার উত্‍পত্তি হয়। পাকিস্তানের চেয়ে ভারত ভালো। পাকিস্তান আজও আমাদের ক্ষতি চায়। ভারতের জন্যই পাকিস্তান আমাদের উপর হামলা চালাতে পারে না। ভারতের তুলনায় আমাদের দেশ অনেক ছোট। তবু ভারত আমাদের সমীহ করে। ভালোবাসে। শেখ হাসিনা না থাকাতে জামাত শিবির আর বিএনপি প্যাচ লাগিয়ে দিয়েছে।

ভারতে শিক্ষার মান উন্নত।
বিশ্বের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ লোক রয়েছে ভারতে। অর্থনীতির দিক থেকে বিবেচনা করলে বর্তমানে ভারতের স্থান পঞ্চম। ভারতের ছেলেমেয়েরা লেখাপড়া করে অনেক এগিয়ে গেছে। তারা আজ বিশ্বের বড় বড় শহরে কর্পোরেট অফিস গুলোতে দাপটের সাথে কাজ করছে। বাংলাদেশ কখনোই ভারতের সঙ্গে বৈরিতা চায় না। কিন্তু ভারত আর বাংলাদেশের কতিপয় ক্রিমিনাল দুই দেশের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিতে চায়। শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য ভারতকে আমাদের খুব প্রয়োজন। আমরা জানি, বাংলাদেশ ভারতে বর্ডারে ঝামেলা হচ্ছে। সেটা আলোচনা করে সমাধান সম্ভব। কতিপয় লোক অযথাই ক্যাচাল করে দুই দেশের মধ্যে সমস্যা তৈরি করছে। এদের গ্রেফতার করা দরকার। তাতে দুই দেশের জন্য ভালো হবে।

বিশ্বের যে কোনো দেশের বিপদে আপদে সব সময় ভারত এগিয়ে যায়।
এই তো কিছুদিন আগে ভারত ফিলিস্তিনে সাহায্য পাঠিয়েছে। ৩০ টন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। ভারত আমাদের জন্য যা করেছে, সেটা আমরা ভুলে যাইনি। ১৯৭১ ভারতের মানুষ কম খেয়ে শরণার্থীদের খাইয়েছে। ভারত আমাদের সহযোগিতা না করলে আমাদের খবর ছিলো। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা ভারতের অবদান কখনও ভুলব না। নো নেভার। জামাত শিবির ইদানিং অযথাই লাফাচ্ছে। এরা আগামী এক বছরের মধ্যে শান্ত হয়ে যাবে। অর্থ্যাত আগের মতো গর্তে লুকাবে। আসলে হাসিনা আজ দেশে নেই বলে- এই সমস্ত ক্রিমিনাল গুলো উজাইছে। গত ১৬ বছর শেখের বেটি এদের ফটর ফটর করতে দেয়নি। অনেকদিন পর তারা সুযোগ পেয়েছে। তাই তেরিং বেরিং করে চ্যাটাং চ্যাটাং কথা বলছে।

যে যেখানে আছেন ভালো থাকুন।
সবাই সবাইকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:১০

ঊণকৌটী বলেছেন: রাজীব ভাই রাজনীতি এমন একটা জিনিস যা চোখে দেখছেন হয়তো সেটা না, যা দেখছেন না হয়তো সেটার অন্য কার্যকরন আছে সেইটা ভবিষ্যৎ ভালো বলতে পারবে |

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেব আগামী সাত মাসে কঠিন খেলা খেলবে। তাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা ক্ষতিগ্রস্ত হবে। লাভবান হবে সমন্বয়ক আর বৈষম্যবিরোধীরা।

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের রাজনীতি আর ভারতের রাজনীতি কিছুটা আলাদা।
যদিও দূর্নীতিতে দুই দেশ এগিয়ে।

আগামী নির্বাচনে ভিন্ন কিছু ঘটবে। যা বাংলাদেশের মানুষ আগে দেখেনি।

২| ৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:১০

সৈয়দ কুতুব বলেছেন: আপনার চোখে মানবিক কারণ আপনার নেত্রীকে থাকার জায়গা দিয়েছে। তা না হলে এখন বাংলাদেশের জেলখানার ডাল-ভাত কপালে জুটতো। :>

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: আপনি বোকা মানুষ।
শেখ হাসিনাকে রাখতে পেরে ভারত গর্বিত।
ভারত জানে, ইউনুস বাংলাদেশকে পাকিস্তান বানাবে। ভারত সেটা হতে দেবে না।

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: কুতুব সাহেব সূর্যকে দাবিয়ে রাখা যায় না।
শেখ হাসিনা আমার নেত্রী না। আমি রাজনীতি করি না। আমি এই দেশের নাগরিক। শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী। উনি যদি ভালো কাজ করে থাকেন, সেটা বলতে সমস্যা কি?

৩| ৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:১২

ঊণকৌটী বলেছেন: কে জানে নেত্রী এখন কোথায় আছে ? হয়তো কোন ফাইভ স্টার জেলে |

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: নেত্রী এখন জেলে নাই। রাজকীয় জীবনযাপন করছেন।
উনি ব্যস্ত সময় পার করছেন। উনি উনার আত্মজীবনী লিখছেন। সেই সাথে কি করে বাংলাদেশ ভালো করবে সেই বিষয়ে বই লিখছেন।

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা তেজী এবং সাহসী নারী।
ইন্দিরা গান্ধীকে ছাড়িয়েছে গেছেন শেখ হাসিনা। জামাত শিবির উনাকে এক জটিল প্যাচে ফেলে দিয়েছে। আসলে উনার বাপ এবং উনি বাঙ্গালীদের বিশ্বাস করেছেন, তাই উনার আজ এই অবস্থা। বেঈমান জাতির জন্য আজ তার এই অবস্থা।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩০

সৈয়দ কুতুব বলেছেন: ভারত বাংলাদেশ কে পাকিস্তান বানাতে দিবে না কিন্তু নিজেদের করদ রাজ্য বানাবে। :)

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: ভারত বিশাল দেশ।
তারা বাংলাদেশ নিয়ে চিন্তিত নয়। ফ্রি দিলেও তারা বাংলাদেশকে নিবে না।

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেবের হাতে যতদিন দেশ, ততদিন দেশ বিপদের মাঝে থাকবে।
দেশের কল্যান করতে গিয়ে শেখ হাসিনার আজ এই অবস্থা। কিছু মানুষের ক্ষোভ জমেছে।
সময় বদলে যাবে। যাবেই।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪৪

নতুন বলেছেন: ভাই আপনার শইলডা বালা?

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: জ্বী আমি ভালো আছি।

৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: কি বলতে চান, বলেন।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৮

ঊণকৌটী বলেছেন: ভারত বিশাল দেশ।
তারা বাংলাদেশ নিয়ে চিন্তিত নয়। ফ্রি দিলেও তারা বাংলাদেশকে নিবে না।
এইটা সঠিক বলেছেন কিন্তু আমেরিকা আসছে, আনন্দ করেন, আমারও আনন্দিত,ওইখানে আমেরিকান resort হবে টাইম পেলেই গাড়ি ড্রাইভ করে এসে সমুদ্র সুইমিং করে যেতে পারবো

৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা কি বর্গা দিবো? তাহলে আপনারা খুশি হবেন?

৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: না এরকম কিছু হবে না। ভুল তথ্য।

৭| ৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৯

আমি নই বলেছেন: =p~ =p~ =p~

৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: খুব হাসি পাচ্ছে?

৮| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০৬

আমি নই বলেছেন: আপনার মানবিক ভারত মাঝে মাঝেই বর্ডার পার করে আমাদের দেশের মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে, আপনি নিশ্চই গর্ববোধ করেন?

এইবার শালাদের ধরে ফেলসে। =p~ =p~ আপনার নিশ্চই খুব কষ্ট হচ্ছে??



পাকি-ভারতীয় দালাল মুক্ত দেশ চাই।

৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা নেই বলেই আজ এই অবস্থা হয়েছে।
বাবা মা ছাড়া যেমন একটা পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের দেশের অবস্থা আজ ছিন্নভিন্ন।

৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: বর্ডারে কিছু নিয়ম কানুন আছে। সেগুলো মেনে চলা উচিৎ দুই দেশেরই।
তবে গতকাল বর্ডারে বাংলাদেশের বিডিআর একটু বেশি করেছে।

৯| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৩

যামিনী সুধা বলেছেন:



ব্লগারদের মাঝে সামরিক শাসনের সাপোর্টার আছে।

পাকিস্তান ও বাংলাদেশকে ধ্ংস করেছে ২ দেশের মিলিটারী; ভারতের মিলিটারী ক্ষমতা নেয়ার কথা ভাবেনি কখনো।

৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: ব্লগের লোকজন চিলের পেছনে দৌড়াতে পছন্দ করে।

১০| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫১

আমি নই বলেছেন: লেখক বলেছেন: বর্ডারে কিছু নিয়ম কানুন আছে। সেগুলো মেনে চলা উচিৎ দুই দেশেরই।
তবে গতকাল বর্ডারে বাংলাদেশের বিডিআর একটু বেশি করেছে।


মানে কি? ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশিকে ধরে নিয়ে যাবে আর বিজিবি চেয়ে চেয়ে দেখবে?

বিজিবি কি বাড়াবাড়ী করেছে?

৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: আরেহ ভাই, কাটা তার দেওয়া ছিলো না।
ভুলে ঢুকে গেছে। তখন বাংলাদেশের কৃষকরা ধাওয়া দিয়েছে। বিজিবি বীরের কোনো কাজ করে নাই। অযথাই অপ্রয়োজনীয় ক্ষমতা দেখিয়েছে।

৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: আপনারা কি শান্তি চান না?

১১| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৬

কাঁউটাল বলেছেন: রাজীব নূরের মাথার ভিতরে মগজের পরিমান কতটুকু?

৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: মগজের পরিমান জেনে কি করবেন?

১২| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৭

আমি নই বলেছেন: আমি নই বলেছেন: লেখক বলেছেন: বর্ডারে কিছু নিয়ম কানুন আছে। সেগুলো মেনে চলা উচিৎ দুই দেশেরই।
তবে গতকাল বর্ডারে বাংলাদেশের বিডিআর একটু বেশি করেছে।


ঠিক কি পরিমানের দালাল হলে এইভাবে বলা যায়?

অবাক হয়ে যাই, ওরা আমাদের দেশের ভিতরে ঢুকে আমাদের নাগরিককে ধরে নিয়ে হত্যা করে। এইবার বিজিবি আটকাইছে দেখে দালালের কাছে মনে হইছে বাড়াবাড়ি।

৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: ভাই সাহেব ভুল করছেন। আমি দালাল নই। আমি বাংলাদেশের একজন নাগরিক।

১৩| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩০

কাঁউটাল বলেছেন: লেখক বলেছেন: মগজের পরিমান জেনে কি করবেন?

১৪| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩০

আরোগ্য বলেছেন: ডাক্তার কাছে বুঝি যাননি? সময় মত ওষুধ খাইলে এতো খারাপ অবস্থা হইতো না। একটু তাড়াতাড়ি ডাক্তার দেহান। আশা করি সুস্থ হয়া যাইবেন। চিন্তা কইরেন না, আল্লাহ ভরসা।

১৫| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪২

বাকপ্রবাস বলেছেন: ফেলানীর কথা মনে পড়ে গেল

ভারত আফগানিদের সাথে কুলাকুলি করতে চাইছে, আপনার আপত্তি নাইতো!!

১৬| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৫

আমি নই বলেছেন: লেখক বলেছেন: আরেহ ভাই, কাটা তার দেওয়া ছিলো না।
ভুলে ঢুকে গেছে। তখন বাংলাদেশের কৃষকরা ধাওয়া দিয়েছে। বিজিবি বীরের কোনো কাজ করে নাই। অযথাই অপ্রয়োজনীয় ক্ষমতা দেখিয়েছে।


এই টুকু ভুল বাংলাদেশিরা করলে এতক্ষনে লাস নেয়ার জন্য পতাকা মিটিং করা লাগত, এইটা কোনো দালালের মগজে ঢুকবেনা।

লেখক বলেছেন: ভাই সাহেব ভুল করছেন। আমি দালাল নই। আমি বাংলাদেশের একজন নাগরিক।

আপনি শুধু দালাল নন, আপনি মনে-প্রানে ভারতীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.