![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার বন্ধু শাহেদ। শাহেদ জামাল।
খুবই ভালো একটা ছেলে। সামাজিক এবং মানবিক। হৃদয়বান তো অবশ্যই। দুঃখের বিষয় শাহেদের সাথে আমার দেখা হয় মাসে একবার। অথচ আমরা একই শহরে থাকি। অবিশ্বাস্য হলেও সত্য শাহেদ মোবাইল ফোন ব্যবহার করে না। খুব প্রয়োজন হলে শাহেদ কারো কাছ থেকে মোবাইল ধার নিয়ে ফোন দেয়। শাহেদ জামাল ফেসবুকেও নাই। আজ শাহেদ জামালের ব্যথিত। তার মন মেজাজ খুব বিক্ষিপ্ত। কারন, তার চোখের সামনে এক শিক্ষক কে কিছু লোক মারছে। সমানে মেরেই যাচ্ছে নাকমুখ দিয়ে রক্ত পড়ছে। জামা ছিরে গেছে। লোকটার অপরাধ সে আওয়ামীলীগ করতো। কেউ আওয়ামীলীগ করলেই তাকে মারতে হবে? সে যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু কতিপয় লোক সেই আওয়ামীলীগারকে সমানে মেরেই চলেছে। এমন মার গুলিস্তান এলাকায় চোর ছিনতাইকারীকে মারা হয়। না ইহা ঠিক নয়। দেশে কি কোনো আইন নেই? নিজের হাতে আইন কারা তুলে নিচ্ছে? কেন নিচ্ছে? ইউনুস সাহেব চুপ কেন? নাকি তার ইশারাতেই এমনটা হচ্ছে?
গতকালের কথা।
শাহেদ জামাল দেখলো- সোহরাওয়ার্দী উদ্যানে অসংখ্য হুজুর জড়ো হয়েছে। তাদের কর্মকান্ড অস্বাভাবিক। একটা পুতুলকে শাড়ি ব্লাউজ পরানো হয়েছে। সেই পুতুলকে দড়ি দিয়ে ঝুলানো হয়েছে। তারপর একে একে প্রতিটা হুজুর সেই নারী পুতুলকে জুতো দিয়ে মারছে। থু থুথু দিচ্ছে। যেন হাজার জনমের জমে থাকা রাগ জিদ নারী পুতুলকে জুতো মেরে প্রতিশোধ নিচ্ছে। এমন কুৎসিত দৃশ্য জাতি আগে দেখেনি। ইউনুস সরকারের আমলে নারীকে চূড়ান্ত রকম অপমান করা হলো! সরকার থেকে তাদের বাঁধা দেওয়া হলো না। বলা হলো না, তারা অন্যায় কাজ করেছে। ভুল কাজ করেছে। এই ঘটনা নিজ চোখে দেখে- শাহেদ জামালের খুব খারাপ লাগে। ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকাতে দেশে এরকম হচ্ছে। শেখ হাসিনা সমস্ত বদদের থামিয়ে রাখতে পেরেছিলেন। এই সমস্ত ধার্মিকেরা জাতিকে কলুষিত করছে। আসলে এরা পরিবার এবং মাদ্রাসা থেকে সঠিক শিক্ষা পায়নি। বিশ্ব এগিয়ে গেছে, ধার্মিকেরা পেছনেই রয়ে গেছে। শেখ হাসিনা ছাড়া এদের আর কে লাইনে আনবেন?
শাহেদ জামাল একজন রিকশাচালকের কথা শুনে মুগ্ধ হলো।
হুজুররা যখন নারীদের অপমান করছে, বাজে কথা বলছে, কুশপুত্তলিকায় জুতো দিয়ে মারছে। থু থু দিচ্ছে। শাড়ি খুলে গেছে। রিকশাচালক হুজুরদের কর্মকান্ড দেখে ভীষন মন খারাপ করেছে। সে বলল- ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। এটাকে গরুর খামার বানিয়ে দেন। এখানে যারা লেখাপড়া করে তারা নিজেদের বড় শেঠ ভাবে। আসলে তারা ছাগল। ইয়াবা খায় আর প্রেম করে। এরা যদি খাটি মানুষ হতো- তাহলে তারা এই সমস্ত হুজুরদের বিরুদ্ধে প্রতিবাদ করতো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উচিৎ ছিলো- আজ হুজুরদের পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলা। রিকশা চালকের মতো শাহেদ জামালের ইচ্ছা করছিলো- প্রতিটা হুজুরকে জিজ্ঞেস করা- জুতো দিয়ে মারছো, কাকে মারছো? তোমার মা, স্ত্রী আর বোনকে? নারীর উপর তোমাদের এত রাগ কেন? হুজুরদের কর্মকান্ড দেখে পুরো জাতি হতবাক! কিন্তু ইউনুস সাহেব চুপ। তার নিরবতাই বলে দিচ্ছে- পুত্তলিকায় জুতো দিয়ে মারাতে তার সায় আছে। যতদিন যাচ্ছে, মানুষ তত শেখ হাসিনার অভাব বোধ করছে।
শাহেদ জামাল জানে, সাময়িক ভাবে জামাত শিবির দেশটাকে দখল করেছে।
সেটা দীর্ঘস্থায়ী হবে না। এরা ভেসে যাবে। মুক্তিযুদ্ধের পক্ষের লোক চুপ থাকবে না। এনসিপি দলটা সারাক্ষন ভয়ে আছে। তাদের ভয় আওয়ামীলীগ। তারা যে ক'বার আওয়ামীলীগের নাম মুখে নেয়, ততবার আল্লাহর নামও মুখে নেয় না। দেশের সাধারন মানুষ আওয়ামীলীগকে ভয় পাচ্ছে না, এমন কি বিএনপিও আওয়ামীলীগকে ভয় পাচ্ছে না। শুধু ভয় পাচ্ছে হাসনাত, সারজিস, নাহিদসহ সমস্ত জামাত শিবির। ভয় কারা পায়? যারা অন্যায় করে তারাই ভয় পায়। অন্যায় না করলে ভয় পাওয়ার কোনো কারন নেই। হাসনাত, সারজিসসহ জামাত শিবির যে অন্যায় করেছে, তাদের ক্ষমা করে দেওয়া উচিৎ হবে না। তারা শেখ মুজিবের বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে, শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে, আওয়ামীলীগের পার্টি অফিসে আগুন দিয়েছে। জঘন্য সব অন্যায় করেছে তথাকথিত এইসব ছাত্ররা। এদের অবশ্যই শাস্তি পেতে হবে। কঠিন শাস্তি। ভুলে গেলে চলবে না, দেশ স্বাধীন হওয়ার অনেক পরে রাজাকাদের বিচার হয়েছিলো। শেখ মুজিবকে হত্যার অনেক বছর পর অপরাধীদের বিচার হয়েছিলো। নব্য রাজাকারদেরও বিচার হবে। হবেই।
এই দেশ আমাদের।
এই দেশে আনন্দ নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের সবার গুরুত্বপুর্ন ভূমিকা পালন করতে হবে। এমনিতেই আমরা উন্নত দেশের তুলনায় অনেক পিছিয়ে আছি। আমাদের দুঃখ দুর্দশার জন্য দায়ী দেশের কুসন্তানেরা। এরা জাতিকে সামনের দিকে নিতে দিচ্ছে না। জাতির জন্য মাদ্রাসা আজ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদ্রাসা শিক্ষা ভুল শিক্ষা। মাদ্রাসা শিক্ষা দিয়ে জাতি কি করে এগোবে? স্কুলের সংখ্যার চেয়ে মাদ্রাসা সংখ্যা বেশি। লাইব্রেরীর চেয়ে মসজিদের সংখ্যা বেশি। গাছের চেয়ে আগাছার সংখ্যা বেশি। শেখ হাসিনা না থাকাতে ৭১ এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা জাতিকে শেষ করে দিতে চায়। চারপাশ দেখে শুনে দেশের মানুষ আজ ভালো নেই। স্বাধীনতাকামী মানুষেরা ভালো নেই। মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা ভালো নেই। তবে আমরা আশাবাদী। শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছেন, নব্য রাজাকারদেরও বিচার হবে। এই জামাত শিবির আবার গর্তে লুকাবে। কবি বলেছেন, দেরী হোক যায়নি সময়। এইসব নব্যরাজাকারদের বিচার হবেই। এই দেশ আমাদের। ৭১ এর পরাজিতদের না। জয় বাংলা।
০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: কটাক্ষ কই করলাম?? !!
উফ আল্লাহ!! আপনাকে নিয়ে আর পারা যায় না।
আমাদের কি লাইব্রেরী দরকার নাই? স্কুল দরকার নাই? সঠিক শিক্ষা ছাড়া জাতি উন্নতি করবে কি করে?
হেদায়েতের চেয়ে বেশি প্রয়োজন স্কুল, লাইব্রেরী। সঠিক শিক্ষা। কুসংস্কার মুক্ত জীবনযাপন।
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: ইসলাম ধর্মকে কটাক্ষ করি নাই। কটাক্ষ করেছি অই সমস্ত ভন্ড ধার্মিকদের। যারা বলাৎকার করে, ধর্ষন করে, পুনরায় বিয়ে করে, ফালতু ধর্মীয় ওয়াজ করে।
২| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৩:১৬
নতুন নকিব বলেছেন:
দেশে বেশি বেশি লাইব্রেরীর প্রয়োজন অবশ্যই রয়েছে কিন্তু লাইব্রেরীর সাথে মসজিদের তুলনা করার ধৃষ্টতা আপনাকে কে দিয়েছে?
মাদরাসা শিক্ষা ভুল শিক্ষা, মাদরাসা জাতির জন্য অভিশাপ - কোথায় পেয়েছেন এসব বাজে কথা বলার আস্পর্ধা?
এগুলো কটাক্ষ নয়? তাহলে কটাক্ষ কাকে বলে???
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: গতকাল হুজুররা টিএসসিতে কি করেছেন?
একটা কুশপুত্তলিকায় থু থু দিয়েছে, জুতা দিয়ে মেরেছে। এরা কারা? এরা মাদ্রাসা থেকে বের হয়েছে। এরা যদি স্কুলে পড়তো, আধুনিক শিক্ষা পেতো তাহলে টিএসসি'তে এমন কাজ করতো না। বরং নারীকে সম্মান করতো। এজন্য বলেছি, মাদ্রাসা শিক্ষা খারাপ।
ধৃষ্টতা এবং আস্পর্ধা কোথায় পেয়েছি? এই কথা জিজ্ঞেস করুন ওইসব হুজুরদের যারা বলাৎকার করে, যারা ধর্ষন করে, যারা রাস্তায় কুশপুত্তলিকায় থু থু দেয়, জুতা দিয়ে মারে।
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
রাজীব নুর বলেছেন: যারা মাদ্রাসায় পড়ে, এরা উন্নত জীবন পায় না।
এরা কর্ম জীবন হচ্ছে, মসজিদে আযান দেওয়া, কেউ মারা গেলে কোরআন খতম দেওয়া, মিলাদ পড়ানো। মূলত মাদ্রাসায় যারা লেখাপড়া তারা দরিদ্র। জামাতের আমিরের ছেলেমেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে নাই। শিক্ষা মন্ত্রীর ছেলেমেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করে না।
৩| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৪:০৩
Sulaiman hossain বলেছেন: হাসিনার বিচ্ছেদ যন্ত্রণা সইতে পারতেছেন না,যন্ত্রনায় দগ্ধ হতে থাকেন,এবং জ্বলতে পুরতে থাকেন।
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: ওকে।
৪| ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৪:৪১
যামিনী সুধা বলেছেন:
শেখ হাসিনার ভুলের কারণে স্বাধীনতাকামীরা রাজাকারদের হাতে পরাজিত হয়েছে; উনি রাজাকর ও জংগীদের কন্ট্রোল করেছিলেন শক্তি দিয়ে; দরকার ছিলো রাজনীতির।
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
রাজীব নুর বলেছেন: এখন কি করা যেতে পারে?
কিভাবে ওদের দমন করা যেতে পারে?
৫| ০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনি জীবনেও মাদরাসা বন্ধ করতে পারবেন না। একটা সংখ্যা গরিষ্ঠ মুসলিম প্রধান দেশে মাদরাসা থাকবেই। গতকাল যে মেয়ের কুশপুত্তলিকায় পাথর মারা হয়েছে সেটা নাকি শেখ হাসিনার ছিলো। আপনি সে অংশটুকু দেখেন নাই নাকি ইচ্ছা করে স্কীপ করে গিয়েছেন?
৬| ০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৭:১২
আমি নই বলেছেন: শেখ হাসিনার কুশপুত্তলিকায় থুথু দেয়ার, জুতা মারার সাথে মাদ্রাসা বন্ধের কি সম্পর্ক?
৭| ০৪ ঠা মে, ২০২৫ রাত ৮:৩৫
কামাল১৮ বলেছেন: মাদ্রাসায় পড়ে মুসলমান হয় মানুষ হয় না।
মানুষ যদি নাহয় মানুষ,
ভুপেন হাজারিকা
৮| ০৪ ঠা মে, ২০২৫ রাত ৮:৫০
লুধুয়া বলেছেন: চাঁদগাজী বার বার যখন বলেছিলো যে এই জামাত তি গুলো দেশ তাঁকে তালিবানের আফগানিস্তান বানবে তখন কেও বিশ্বাস করেনি। এখন দেখো তাদের মেন্টালিটি কেমন ।সবে শুরু শেষ কোথাই যাবে তা সময় বলবে। তবে ব্লগ ৮০% এইসব সাপোর্ট করে। আরেক পল্টিবাজ সৌদির দালাল তোহ প্রকাশেই সাপোর্ট করছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৫ দুপুর ২:৪৭
নতুন নকিব বলেছেন:
আপনি বলেছেনঃ জাতির জন্য মাদ্রাসা আজ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদ্রাসা শিক্ষা ভুল শিক্ষা। মাদ্রাসা শিক্ষা দিয়ে জাতি কি করে এগোবে? স্কুলের সংখ্যার চেয়ে মাদ্রাসা সংখ্যা বেশি। লাইব্রেরীর চেয়ে মসজিদের সংখ্যা বেশি। গাছের চেয়ে আগাছার সংখ্যা বেশি।
-ইসলাম ধর্মকে কটাক্ষ করা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। বর্তমান পোস্ট তার আরেকটি প্রমান। আপনার জন্য আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করছি।