|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রাজীব নুর
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
 
এনসিপি আওয়ামীলীগকে এত ভয় পাচ্ছে কেন?
অলরেডি আওয়ামীলীগের তো কোমর ভেঙ্গে গেছে। তবু রাতদুপুরে এত আন্দোলন কেন? দেশে ১৮/২০ কোটি মানুষ। তারা তো আওয়ামীগকে ভয় পাচ্ছে না। তাহলে এনসিপির এত ভয় পাওয়ার কারণ কি? দেশে তো এখন আওয়ামীলীগের মন্ত্রী, এমপি, ছাত্রলীগ- কেউ নেই। এনসিপির সমস্যাটা আসলে কোথায়? আওয়ামীলীগ থাকবে, কি থাকবে না, সেটা ঠিক করবে দেশের জনগন। এনসিপি আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে এত মরিয়া কেন? ধরে নিলাম, ইউনুস সাহেব ঘোষনা করলেন, আওয়ামীলীগ নিষিদ্ধ। তাহলেই কি নিষিদ্ধ হয়ে যাবে? জনগন মেনে নিবে? এনসিপি মামা বাড়ির আবদার করে যাচ্ছে। এদের ধরে শক্ত মার দেওয়া দরকার। মূলত গুটি চালছে জামাত শিবির। অস্থায়ী এবং অপ্রত্যাশিত ভাবে ক্ষমতা পাওয়া উপদেষ্টারা কি কিছুই বুঝতে পারছেন না?  
আজ মারাত্মক গরম পড়েছে। 
রোদের তাপে হাত পা যেন পুড়ে যাচ্ছে। চারপাশ থেকে যেন আগুনের গোল্লা এসে গায়ে পড়ছে। এত গরম পড়ার কারন কি? এই গরমের মধ্যে এনসিপি চিৎকার করছে। অনেক লোক জমায়েত হয়েছে। গরমে যেন ওদের কষ্ট না হয়- এজন্য সিটি করপোরেশন থেকে ঠান্ডা পানি ছিটানো হচ্ছে। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গতকাল রাতে থাইল্যান্ড চলে গেছে। এই নিয়েও ক্যাচাল হচ্ছে। উনি নিজের ইচ্ছায় থাইল্যান্ড যাননি। ইউনুস সাহেব চেয়েছেন বলেই- হামিদ সাহেব থাইল্যান্ড যেতে পেরেছেন। এখন, হাউকাউ করার কি আছে? একটা ইস্যু পেলে লোকজন কচলিয়ে কচলিয়ে তিতা বানিয়ে ফেলে। সবচেয়ে বড় কথা আব্দুল হামিদ সাহেবের নামে দূর্নীতির অভিযোগ নেই। আওয়ামীলীগের সবাই যে খারাপ, তা তো না। হামিদ সাহেব রসিক মানুষ। 
আইভি আপা। নারায়নগঞ্জের আইভি আপা। 
আমি তার অফিসে অনেকবার গিয়েছি। যতবার তার সাথে দেখা হয়েছে, উনি যথেষ্ট খাতির যত্ন করেছেন। উনার নামেও কোনো দূর্নীতির অভিযোগ নেই। স্বচ্ছ রাজনীতি তার। উনি সব সময় নারায়নঞ্জের ভালো চেয়েছেন। অথচ গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ উনাকে গ্রেফতার করতে গিয়ে বিরাট বিপদে পড়ে। জনতা পুলিশোকে অবরুদ্ধ করে ফেলে। পুলিশকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মানবিক মানুষ আইভি আপা। তাকে গ্রেফতার করতে যাওয়া পুলিশদের উনি চা নাস্তা খেতে দিয়েছেন। আইভি আপা কোনো খুন- টুন করেন নাই। দূর্নীতিও করেন নাই। অথযাই গ্রেফতার করা হলো। এতে অবশ্যই ইউনুস সরকারের বদনাম হলো। ইউনুস সাহেব একের পর এক ভুল করে যাচ্ছেন। উনি নিজের বিপদ নিজে ডেকে আনছেন।  
এখন দেশের মানুষ ইউনুস সাহেবের উপর যথেষ্ঠ বিরক্ত।
কেউ তাকে এখন দেখতে পারে না। প্রথম প্রথম লোকজন উনার উপর আস্থা রেখেছিলেন। এখন দেশের মানুষ তাকে গালি দিচ্ছে। তার উপর আর কোনো আস্থা ভরসা নেই। একজন রিকশাচালক পর্যন্ত বলছে, ইউনুস লোক ভালো না। সে দেশের জন্য ক্ষতিকর। দেশের সাধারন খেটে খাওয়া মানুষ দেশের পরিস্থিতি নিয়ে যেসব কথা বলেন, সেটাই আসল কথা, সেটাই খাটি কথা। কারাগারে অসংখ্য সাধারন মানুষ বিনা বিচারে সাজা খাটছে। তারা জামিন পাচ্ছে না। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা নাকি জুলাই আন্দোলনে আওয়ামীলীগের পক্ষে কাজ করেছে। আসলে এসব মানুষ রাজনীতি বুঝে না, কোনো প্রকার আন্দোলনে ছিলো না। কিন্তু সাজা খাটছে। এজন্য দায়ী ইউনুস সাহেব। উনি মানুষের অভিশাপ কুড়াচ্ছেন। 
ইউনুস সাহেব হাসিনা, খালেদার চেয়ে উন্নত নয়। 
তার দেশ পরিচালনা আওয়ামীলীগ বিএনপির মতোই। বরং এদের চেয়ে খারাপ। গত ৯ মাসে ইউনুস সাহেব ভালো কিছু করে দেখাতে পারেন নাই। উনার কাজ যেন আওয়ামীলীগের নেতা কর্মীকে গ্রেফতার করা আর বর্হি বিশ্বে কাদতে কাঁদতে আওয়ামীলীগের বদনাম করা। আওয়ামীলীগের উপর ইউনুস সাহেবের অনেক রাগ ক্ষোভ ছিলো। পরিস্কার বুঝা যাচ্ছে- উনি আওয়ামীলীগের উপর প্রতিশোধ নিচ্ছেন। অথচ দেশের মানুষ উনাকে নিরপেক্ষ মনে করেছিলেন। ভেবেছিলেন- সব কিছু ছাড়িয়ে উনি দেশকে এগিয়ে নেবেন। কিন্তু ভুল। উনি উনার মিশন পুরো করতে যেনে প্রধান উপদেষ্টা হয়েছেন। উনি উনার খায়েশ মিটিয়ে দেশ ছেড়ে চলে যাবেন। মূলত ক্ষতিগ্রস্ত হবে দেশ। দূর্নীতি এবং চাঁদাবাজি আগের চেয়ে তিন গুন বেড়েছে।
 ৩১ টি
    	৩১ টি    	 +০/-০
    	+০/-০  ০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৩৮
০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: নিজামী, মুজাহিদ, কাশেম এরা ভয়ংকর অন্যায় করেছি।
এনসিপি যদি অন্যায় করে থাকে, তাহলে তাদেরও শাস্তি পেতে হবে।
  ০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৪১
০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: ওরা বহু বছর পর শাস্তি পেয়েছিলো। তাতে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে। 
এরাও একদিন শাস্তি পাবে, তখন জুলাই আন্দোলনের কলঙ্ক মুছবে। 
কবি বলেছেন, দেরী হোক যায়নি সময়।
২|  ০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৩২
০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৩২
যামিনী সুধা বলেছেন: 
ড: ইউনুস আমেরিকান এজেন্ট, উনার সকল চিহ্ন মুছে যাবে।
  ০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৩৯
০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: উনার চিহ্ন মুছে যাক, কিন্তু উনি যে জাতির ক্ষতি করলো সেটার শাস্তি উনি কি পাবেন না?
  ০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৪২
০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: আমি আমেরিকার এজেন্ট হয়ে কোনো দিন নিজ দেশের ক্ষতি করতে পারতাম না।
৩|  ০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৪৫
০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৪৫
যামিনী সুধা বলেছেন: 
এনজিও ব্যবসায়ীদের মাঝে, ড: ইউনুস সেরা শঠ ও জেচ্চোর; আমেরিকা আছে উহার সাথে; ফলে, উহাকে শাস্তি দেয়া সম্ভব হবে না; তবে, শিবির উহাকে ধরতে পারে।
  ০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৫৪
০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেবের এনজিও থেকে টাকা লোন নিয়ে কোন  গ্রামের কারা উপকৃত হয়েছে? এরকম কয়েকজন কে খুজে পেলাম না। 
  ০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৫৯
০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: মানুষ মানুষকে একসময় ক্ষমা করে দেয়। কিন্তু প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সে যথাসময়ে প্রতিশোধ নিয়ে নেয়।
৪|  ০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৫৬
০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৫৬
কামাল১৮ বলেছেন: বেশি ভয় পাচ্ছে বিএনপি।তারা ক্ষমতায় থাকাকালে জনসভায় গ্রেনেড হামলা করে যে অন্যায় করেছে যেটা ক্ষমার অযোগ্য।সেই ভয় তাদের কুরে কুরে খায়।
  ০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:০৪
০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:০৪
রাজীব নুর বলেছেন: বিএনপি উন্নয়ন বুঝে না। তারা বুঝে শুধু দূর্নীতি। 
একজন ভালো রাজনীতিবিদ বিএনপিতে নাই। বিএনপির লোকজনের চেয়ে পিনাকীর বুদ্ধি বেশি। 
গ্রেনেড হামলা ওরাই করেছে। ইহা সত্য। মিথ্যা নয়।
  ০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:০৫
০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:০৫
রাজীব নুর বলেছেন: বিএনপির চেয়ে আওয়ামীলীগ ভালো। 
যদিও দুই দলই দূর্নীতি করে। কিন্তু আওয়ামীলীগ দূর্নীতি করলেও দেশের উন্নয়ন অব্যহত রাখে।
৫|  ০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:৪৫
০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: বাহ !  সব রথী মহারথী দের সমাবেশ ঘটেছে আপনার ব্লগে !  
  ০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:৫৪
০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:৫৪
রাজীব নুর বলেছেন: চুনোপুটির সমাবেশ আপনি ঘটান।
  ০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৭:৩০
০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৭:৩০
রাজীব নুর বলেছেন: শুভ সন্ধ্যা কুতুব।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
৬|  ০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৭:৩৩
০৯ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৭:৩৩
নতুন বলেছেন: বিএনপি ক্ষমতায় এসে ড: ইউনুসকে রাস্টপতি হবার জন্য অনুরোধ করবে।
  ১০ ই মে, ২০২৫  সকাল ১০:০৩
১০ ই মে, ২০২৫  সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি হবেন- মির্জা ফখরুল।
৭|  ০৯ ই মে, ২০২৫  রাত ৯:১৭
০৯ ই মে, ২০২৫  রাত ৯:১৭
মেঠোপথ২৩ বলেছেন: আওয়ামিলীগকে ভয় পেয়েছেন আপনি। আমার মনে হয় সুরভি ভাবী ও আপনার কন্যাদ্বয় আপনার মত ভীতু নয়।
  ১০ ই মে, ২০২৫  সকাল ১০:০৪
১০ ই মে, ২০২৫  সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: আচ্ছা। আচ্ছা।
৮|  ১০ ই মে, ২০২৫  সকাল ১০:০৫
১০ ই মে, ২০২৫  সকাল ১০:০৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এনসিপি আওয়ামীলীগকে ভয় পায়নাই। কারন, এই এনসিপির পোলাপাইনই ঝেঁটিয়ে আ'লীগকে এ দেশ ছাড়া করেছে। দরকার পড়লে ওরা আবারও রাস্তায় নামবে কিন্তু তখন আর কেউ পালাবার পথ পাবে না। বিগত দিনের অপরাধের জন্য আ'লীগের উপর বা তাদের নেতা কর্মীদের উপর আরো আগ্রাসী আক্রমণ দেখবো ভেবেছিলাম কিন্তু তা হয়নাই। এর কারণ, বাংলাদেশের মানুষ শান্তি চায়; শান্তিতে বাঁচতে চায়। 
রাষ্ট্রের এমন কোন কর্নার নাই যেখানে আ'লীগের রোপন করা ভাইরাস নাই। এত্তগুলান সুবিধাভোগীরা কী পালিয়েছে? না, পালায়নাই! তারা সবাই বিভিন্ন নাশকতা ও অনাচার করে দেশটাকে অস্থিতিশীল করার তালে আছে। মনে রাখবেন এটা এমন একটা সময় যখন সব কাজের ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে। সুতরাং কে অপরাধ করছে আর কে করছে না তা কিন্তু সময়েই বলে দিবে। মিডিয়াই বলে দিচ্ছে, বলে দিবে। 
আ'লীগ নিঃসন্দেহে দেশের উন্নয়ন কর্মকান্ডে ব্যপক অবদান রেখেছে এবং এখান থেকেই বিপুল পরিমাণ অর্থ লোপাট করেছে। এটা বুঝতে গেলে বড় কোন বিজ্ঞানী হওয়া লাগবে না। 
ডক্টর ইউনুছ স্যার সুন্দরভাবে দেশ চালাতে পারছেন না, কারণ, উনাকে সাহায্য যারা করবে তারা সবাই সেই প্রেতের ছায়া হয়েই কাজ করে যাচ্ছে। আমরা মিডিয়ার মাধ্যমে অনেকের চরিত্র, কর্মকান্ড দেখি যা দেখে অনেক কিছুই খোলাসা হয়েছে কে কেমন। 
আইভি বলেন আর এডভোকেট আব্দুল হামিদ সাহেব বলেন উনারা সজ্জন নিঃসন্দেহে কিন্তু উনারা একটা বড় প্রেতাত্মাকে সঙ্গ দিয়েছেন। তার অন্যায়কে মেনে নিয়েছিলেন। 
যে অন্যায় করে আর অন্যায় সহে তব ঘৃনা তারে তৃণসম দহে! 
হ্যাপি ব্লগিং! রাজিব ভাই!
  ১০ ই মে, ২০২৫  দুপুর ১২:৫৭
১০ ই মে, ২০২৫  দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: থামেন ভাই থামেন।
৯|  ১০ ই মে, ২০২৫  দুপুর ১২:১৬
১০ ই মে, ২০২৫  দুপুর ১২:১৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
দেশে জাতীয় নাগরিকরা আন্দোলন করছে যে আলীগকে নিষিদ্ধ করতে হবে।
তিনাদের সব ইস্যু নেই।
তাই আলীগ নিষিদ্ধ করার দাবী।
এই কালা গাধারা জানে না যে আলীগের শিকড় জনগণের মনের গভীরে ।
আলীগকে শেষ করে ফেলা যাবে না।
জয়বাংলা!!!
  ১০ ই মে, ২০২৫  দুপুর ১২:৫৭
১০ ই মে, ২০২৫  দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ মানুষের রক্তের সাথে মিশে গেছে। রক্তকে তো অস্বীকার করা যায় না।
১০|  ১০ ই মে, ২০২৫  দুপুর ১২:২২
১০ ই মে, ২০২৫  দুপুর ১২:২২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
কারণ তারা জানে- আলীগ ক্ষমতায় এলে তাদের সবার ফাঁসি হবে। 
কেই বা ফাঁসির দড়িতে ঝুলতে চায় বলেন। 
এরা জানে এদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে।
  ১০ ই মে, ২০২৫  দুপুর ১:০২
১০ ই মে, ২০২৫  দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: ওদের শাস্তি পেতেই হবে।
১১|  ১১ ই মে, ২০২৫  ভোর ৫:২৪
১১ ই মে, ২০২৫  ভোর ৫:২৪
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
লেখক বলেছেন: বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি হবেন- মির্জা ফখরুল।
না। সম্ভবত খালেদা জিয়া রাষ্ট্রপতি হতে পারেন।
 তিনি হবেন দেশের প্রথম নারী রাষ্ট্রপতি । 
  ১১ ই মে, ২০২৫  সকাল ১১:৪০
১১ ই মে, ২০২৫  সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: ওকে।
১২|  ১১ ই মে, ২০২৫  দুপুর ২:১৮
১১ ই মে, ২০২৫  দুপুর ২:১৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
যামিনী সুধা বলেছেন:
আওয়ামী লীগকে ভয় পাবার কারণ হচ্ছে, আওয়ামী লীগের সময় নিজামী, মুজাহিদ ও মীর কাশেম আলীর ফাঁসী হয়েছিলো।
তাদের ফাঁসি হলেও এবার জামাত নেতা আজাহার আলী মুক্তি পাবে বলেই মনে হচ্ছে। 
আদালতের হাবভাবে তো তাই মনে হয়। 
১৩|  ১১ ই মে, ২০২৫  দুপুর ২:২১
১১ ই মে, ২০২৫  দুপুর ২:২১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
বাংলাদেশের এক মাত্র নেতা যার কোন দল লাগে না।
 তিনি জনাব সেলিনা হায়াত আইভি। 
তার মতো নেতাকে নিয়ে প্রবাসেও গর্ব করা যায়।
১৪|  ১১ ই মে, ২০২৫  বিকাল ৩:৪৫
১১ ই মে, ২০২৫  বিকাল ৩:৪৫
দানবিক রাক্ষস বলেছেন: আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারা নির্বাচন করবে আর এতে তারা দেখাবে সব দলের অংশগ্রহনে নির্বাচন হইছে।
হ্যাঁ, ইউনুছ তার আমেরিকান বন্ধুর এজেন্ডা বাস্তবায়ন করে দেশ ছেড়ে চলে যাবে কিন্তু তার রেখে যাওয়া নব্যরাজাকারদের বিচার হবে একদিন, এতে কোন মাফ নাই। এটা সময়ের দাবি হয়ে যাবে এক সময়। 
প্রশ্ন হচ্ছে, এটা কি হাসিনা জানত না এসব হচ্ছে ? ইউ এস এইডের টাকা যে বাংলাদেশে আসছে সরকার উৎখাত করার জন্য এটা কি সে জানত না ? আমার মতে সে জানত। আর সে সব জানার পর তার বল প্রোযোগ করে মানুষ মারা ঠিক হয় নাই যার ফল আজ আমরা সবাই পাচ্ছি বা দেখতেছি।
একটা কথা আমি মানি যে, এই দেশে ক্ষমতায় কে আসবে সেটা এই দেশের জনগন ঠিক করে না, এটা আমেরিকা , ইউরোপ এবং ভারত ঠিক করে দেয় আর যাকে ক্ষমতায় আনা হবে তাকে নিয়ে আগে থেকে প্রপাগান্ডা চালাবে।
১৫|  ১৪ ই মে, ২০২৫  দুপুর ১২:২৫
১৪ ই মে, ২০২৫  দুপুর ১২:২৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আগামীর কোন নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। 
আলীগের ভয়ে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো। 
৩৫% ভোটের দলকে বাইরে রেখে নির্বাচন করলে সেই নির্বাচন হবে লিলিপুটিয়ান নির্বাচন। 
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৩০
০৯ ই মে, ২০২৫  বিকাল ৫:৩০
যামিনী সুধা বলেছেন:
আওয়ামী লীগকে ভয় পাবার কারণ হচ্ছে, আওয়ামী লীগের সময় নিজামী, মুজাহিদ ও মীর কাশেম আলীর ফাঁসী হয়েছিলো।