![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ফিরবে সুনিশ্চিত জানি;
তবে ফিরে এসে করো না ক্রন্দন প্রহসন।
তোমাদের বিচিত্র প্রহসনে প্রহসনে লোপ পেয়েছে বিচারবিবেচনা ও বোধবুদ্ধি।
একদা একদল রহস্যাবৃত সুদর্শন ঈগল জানতে চেয়েছিলো-
কিভাবে ক্ষমা করি বারংবার- এতবার?
নিজেদের অতিশয় বিচক্ষণ ও বুদ্ধিমান ভেবে ভেবে যারা-
যারা তৃপ্ত তারা জানে না আপোষ ও ক্ষমা ভিন্নার্থক;
আর জানে না বলেই ঘোড়ার খুঁড়ের চিরচেনা বাদ্যের
দাবি করে মালিকানা ও বিতরণ করে নীতিহীন নীতিকথা!
কোনোদিন কখনো আর ফিরে যাবো না
তোমাদের আপাত ঝকঝকে আদতে দগদগে উঠোনে
যেখানে পদধূলি পড়লেই ঝলসে যায় জলজ্যান্ত মানুষ!
ঝলসানো মানুষ জ্বলতে জ্বলতে সইতে জানে
তাই কৃত্রিম হাসি দিয়ে বিতরণ করে আয়ুর্বেদিক ভালোবাসা!
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: ইয়েস। ধন্যবাদ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:১৫
কবিতা ক্থ্য বলেছেন: কবিতা ভালো হয়েছে, চালিয়ে যান।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি।
আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: রাইট।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৫
কিরকুট বলেছেন: ভালই ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর এক অনুভব কবি দা
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৬
সামরিন হক বলেছেন: আয়ুর্বেদ চিকিৎসা অতি ঊত্তম বলে মনে হয়। চালিয়ে যান।
শুভেচ্ছা।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
বিজন রয় বলেছেন: ভালো আয়ুর্বেদিক হয় কেমতে?
গোবরও হয়।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৫
জেনারেশন একাত্তর বলেছেন:
খুবই কঠিন ও আনবিক যুগের মন-মানসের চিত্র।